নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

বিপুল পরিমাণ অর্থ পাচারই প্রমাণ করে অবৈধ সরকার পতন আসন্ন।

০৬ ই মে, ২০১৭ সকাল ৮:০২



দেশে আইনের শাসন আর প্রকৃত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না থাকায় দেশ থেকে প্রতিবছর বিপুল পরিমানে অর্থ বিদেশে পাচার হচ্ছে। অর্থ পাচারে ব্যবসায়ীদের পাশাপাশি রাজনীতিবিদরাও পিছিয়ে নেই। মূলত দুইটি কারণে দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে।
এক, দেশে বিনিয়োগের সুস্থ পরিবেশ না থাকায় কিছু ব্যবসায়ী বিদেশে নিরাপদ বিনিয়োগের জন্য অর্থ পাচার করছে। বৈধ পথে বিপুল অর্থ বিদেশে স্থানান্তর করার সুযোগ না থাকায় কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে বিদেশে অর্থ পাচার করেছে। আমদানি-রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এই অর্থের বড় অংশ পাচার হচ্ছে কিছু ব্যবসায়ীর দ্বারা।
দুই, অনেক রাজনীতিবিদরা অবৈধ ভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে যা গোপনে বিদেশে পাচার করছে নিজেদেরকে রক্ষা করার জন্য। বিভিন্ন এজেন্ট বা নিকট আত্মীয়দের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে। অবৈধ উপার্জন নিরাপদ স্থানে রাখার জন্য দুর্নীতিবাজরা এই গুরুতর অপরাধমূলক কাজ করছে। দেশ এনং দেশের মানুষের জন্য বিরাট ক্ষতির কারণ।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সামসুল হক টুকু এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম অতি সম্প্রতি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে দলের মধ্যে কানাঘুষা হচ্ছে। আর তারই সুত্র ধরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সকল দুর্নীতিবাজ নেতা কর্মীদের উদেশ্যে বলেছেন যে আওয়ামীলীগ ক্ষমতাহীন হলে তাদের নেতাদের নাকি বিদেশ পালাতে হবে। শোনা যাচ্ছে খাদ্য মন্ত্রী আমেরিকাতে স্থায়ী বন্দবস্তের জন্য দুইশ হাজার ডলার পাচার করে সেখানে আইনগত সমস্যায় পরে সব অর্থ খোয়াতে বসেছেন। অন্য দিকে সাবেক প্রতিমন্ত্রী সামসুল হক টুকু কিনা নির্বাচিত হওয়ার আগে কোন দিন ইংল্যান্ডে আসেনি অথচ তিনি নাকি ইংল্যান্ডের চেলসিতে প্রায় আট”শ হাজার পাউন্ড দিয়ে অভিজাত বাড়ি কিনেছেন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ বাংলাদেশ থেকে গত এক বছরে টাকার অঙ্কে যা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়ে গেছে, তা চলতি অর্থবছরের মূল্য সংযোজন কর (মূসক) খাতে আদায়ের লক্ষ্যমাত্রার সমান। এত বড় অঙ্কের অর্থ বিদেশ পাচার হয়ত অর্থমন্ত্রীর কাছে তেমন বড় কোন পরিমাণই না, যেমনটা যিনি প্রতিটা অর্থ কেলেকংকারি হলেই বলে থাকেন। তবে আজ সংসদে মইনুদ্দিন খান বাদল বলেছেন পাচারকারীদের হাত অনেক লম্বা—অর্থমন্ত্রী এ কথা বলে খালাস হলে চলবে না। পরিষ্কার জবাব চাই।
তবে অর্থমন্ত্রী কিছুটা তোপের মুখে পড়তে পারেন জেনে সংসদে আজ অনুপুস্থিত ছিলেন।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সকাল ৮:২৯

ফকির আবদুল মালেক বলেছেন: এই বিপুল পরিমান অর্থ পাচার কিভাবে সরকার পতন আসন্ন পোষ্ট থেকে তা স্পষ্ট নয়।

আপনি কি বলতে চেয়েছেন, এখনই পালানোর পাকা বন্দোবস্ত করে রাখছে!!!

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। জি হ্যা, যেভাবে বিদেশে অর্থ পাচার হচ্ছে আর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাম্প্রতিক সময়ে তাদের নেতাদের অবৈধ সম্পদ রক্ষায় জন্য বিদেশ পালিয়ে যেতে হবে বলে যে মন্তব্য করেছেন, এতে অনেকটা তাই মনে হয়।

২| ০৬ ই মে, ২০১৭ সকাল ১০:৪৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বলেন দুর্ভিক্ষ আসন্ন।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার ধারণার সাথেও আমি সহমত। দুর্ভিক্ষ হতে পারে যদি লাগাম টেনে ধরা না যায়।

৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এটাও সবার পড়া উচিত

যে ভাবে অর্থ পাচার

৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৮

লেখা পাগলা বলেছেন: রাজনীতির মাঠ চুরদের হাত ধরে বেশ জমে উঠছে । ;)

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

বিদ্যুৎ বলেছেন: আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৫

মানবী বলেছেন: দীর্ঘদিন ধরে "অবৈধ সরকার পতন আসন্ন" এই আশার বাণী শুনে আসছে জনগণ। আর ওদিকে মাশআল্লাহ চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষনের মহামারী ছড়িয়ে অবৈধ সরকার নয় বছর উদাযাপনের পথে!!!
সেখানে বিদেশে টাকা পাচারতো কিছুই না।


"ইংল্যান্ডের চেলসিতে প্রায় আট”শ পাউন্ড দিয়ে অভিজাত বাড়ি কিনেছেন। "
- এখানে টাকার অংকটা ভুল এসেছে। আট"শ হাজার হবে মনে হয়।

পোস্টের জন্য ধন্যবাদ বিদ্যুৎ।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৭

বিদ্যুৎ বলেছেন: প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আট"শ হাজার পাউন্ড হবে। আপনার সুন্দর মন্তব্য এবং সংশোধনে বা সম্পাদনায় সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে আমি কৃতজ্ঞ। আবারও বিশেষ ভাবে ধন্যবাদ মানবী আপনাকে। ভাল থাকবেন সব সময়।

৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশের মানুষ ভাতের অভাবে মারা যাচ্ছে আর এরা ছিনিমিনি খেলছে।

০৭ ই মে, ২০১৭ সকাল ৭:৫৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ ভাইসাব। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ছিনিমিনি খেলা বন্ধ হবে।

৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সব সরকারের আমলেই এই রকম চুরি হয়। কেউই ধরা পড়ে না।

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:০১

বিদ্যুৎ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত তবে ভুলে গেলে চলবে না যে এইবার কিন্তু রেকর্ড পরিমাণ অর্থ পাচার হয়েছে।

৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবটা যে কি আল্লাহ মালুম!

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:০৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই। আল্লাহ সব বিষয়ে জানেন। বিস্মিত হওয়ার কিছু নেই।

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:৪১

মাসুদ কামাল বলেছেন: বিদেশে অর্থ পাচার আমাদের অসাধু রাজনীতিবিদদের পুরানো রোগ। অনেক আগে থেকেই এটা চলে আসছে। কিন্তু এটা থামাবেন কিভাবে? যার বিরুদ্ধেই বলতে যাবেন, দেখবেন তার দল প্রতিবাদে উচ্চকিত হচ্ছে। এই সময়ে বেশি কিছু বললে আপনাকে যুদ্ধাপরাধীও বানিয়ে দিতে পারে।
কিন্তু এতসবের সঙ্গে সরকার পতনের সম্ভাবনা কিভাবে দেখলেন সেটা বোধগম্য হলো না।

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:১৪

বিদ্যুৎ বলেছেন: মাসুদ কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বিদেশে অর্থ পাচার আমাদের অসাধু রাজনীতিবিদদের পুরনো রোগ তাতে আমি আপনার সাথে সহমত কিন্তু সম্প্রতি যে রোগটা অতিমাত্রায় বেরে গেছে তা কিন্তু মানতে হবে। থামানো খুব সহজ যেমন আমি আপনে এবং আরও অনেকে এই সত্য জানলাম নিশ্চয় আমরা অসাধু রাজনীতিকদের সাপোর্ট করব না। শুধু ভোটের ক্ষেত্রে নয়, সব কুকাজে আমরা অসহযোগিতা করলে এক সময় বন্ধ করা সম্ভব।
সরকার পতনের সম্ভবনা বা পিছু হটার বিষয়টা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মন্তব্য সেটাই প্রতীয়মান হয়।

১০| ০৭ ই মে, ২০১৭ রাত ১:৫০

ধ্রুবক আলো বলেছেন: এই দেশের যে কি অবস্থা হবে কেউই একটু চিন্তা করেনা।

অথচ এই প্রচার হওয়া অর্থ দিয়ে দেশে কত কর্মসংস্থান তৈরি করা যেত! পাচার করে কি লাভ দেশের ক্ষতি ছাড়া।
যারা এই কাজগুলো করে তারা কি আদৌ মানুষের পর্যায়ে পরে?!

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:২৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাচার না করলেও যে বিপদ কারণ সব যে অবৈধ ভাবে উপার্জন। সবাই জানে ক্ষমতা চিরস্থায়ী নয় তাই পাচার করছে, পরে যে দুর্দিন অপেক্ষা করছে। মানুষের মত গঠন থাকলেই মানুষ বলা যাবে না। যেহেতু তাদের মধ্যে মানবতা নেই তাই আমার মতে তারা মানুষের পর্যায়ে পরে না।

১১| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:২৭

সৌমিক আহমেদ খান বলেছেন: কিছু হবেনা ড্যুড
হাসিনা মরণের আগে পর্যন্ত ক্ষমতায় থাকবেন

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৩৫

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। হবে ধৈর্য ধারণ করতে হবে। এখানে হাসিনা মরণের কিছুই হবে না যদি না সৎ মানুষ ক্ষমতায় না যায়। সুযোগ হলে দল কানা না থেকে সৎ ও যোগ্য লোকদের ভোট এবং তাঁদের ভাল কাজে সহযোগিতা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.