নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

মা দিবসের কবিতা।

১৪ ই মে, ২০১৭ ভোর ৬:১৮



মায়ের প্রতি ভালবাসা
----------------------------- বিদ্যুৎ

মাকে নিয়ে মা দিবসে কত কথা লিখি
সত্যি করে বল কবি,মাকে ভালবাসি?
কবি মোর পেশা,কবিতা আমার নেশা
মা’কে নিয়ে লিখে, কামায় কিছু পয়সা।

দাড়ি টুপি হুজুর বেশে ওয়াজ করি আমি
সত্যি করে বল মিয়া মায়ের কথা মানি?
হাদিস বলি মা’র পদতলে মোর জান্নাত
সত্যি জেনেও মাকে,দেয়না কাপড় ভাত।

পড়াশোনা করছি বটে করি আমি চাকুরী
অশিক্ষিত মাকে নিয়ে থাকেনা চাতুরী!
বউ এর কথার যুক্তি,বাধ্য হয়ে মেনে
জন্ম ধাত্রী মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমে।

বৃদ্ধাশ্রমে যেতে মা’র নাই কোন আপত্তি
মনে প্রাণে দোয়া মাঙ্গে খোকা হবি সুখী!
বাড়ি ছাড়া করতে,মায়ের প্রতি অপবাদ
বুক ভরা কষ্ট, তবু থাক ওরা নিরাপদ।

মা দিবসে পণ করি, থাকব মায়ের সাথে
সব দিবস হয় যেন, মায়ের সেবা দানে।
জীবন তুমি দিয়েছ খোদা মায়ের অস্তিত্বে
পর জন্মে থাকি যেন মা’র সাথে জান্নাতে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩

নাগরিক কবি বলেছেন: মায়ের প্রতি ভালবাসা বেঁচে থাকুক আজীবন।

১৬ ই মে, ২০১৭ সকাল ৮:১৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: পৃথিবীর সকল মায়েদের শ্রদ্ধা জানাই।

১৬ ই মে, ২০১৭ সকাল ৮:২০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
মায়ের চেয়ে আপন কেহ ত্রিভুবনে নাই; মা মমতাময়ী মা !! সকল মায়ের প্রতি মা দিবসের শুভেচ্ছা।

১৬ ই মে, ২০১৭ সকাল ৮:২২

বিদ্যুৎ বলেছেন: মা এর কোন তুলনা হয় না। মা এর কোন বিকল্পও হয় না। ধন্যবাদ ভাই আপনাকে।

৪| ১৯ শে মে, ২০১৭ ভোর ৫:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসরের মাঠে কিন্তু আমাদেরকে মায়ের নামে ডাকা হবে।

১৯ শে মে, ২০১৭ ভোর ৬:০৫

বিদ্যুৎ বলেছেন: জি আপনি ঠিক বলেছেন। এটা অনেকেই জানে না। তাই তো মায়ের নামে কাউকে পরিচয় সহ্য করতে পারেনা। আল্লাহ সত্যি মা জাতিকে সুমহান মর্যাদা দান করেছেন। ধন্যবাদ আপনাকে। তাই তো শেষ দুটি লাইন এইভাবে লিখেছি ঃ
জীবন তুমি দিয়েছ খোদা মায়ের অস্তিত্বে ---পর জন্মে থাকি যেন মা’র সাথে জান্নাতে।

৫| ১৯ শে মে, ২০১৭ ভোর ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শেষ দুই লাইন পড়েই লিখেছিলাম।

মাকে খুশি করতে হলে শুধু মা ডাকতে হয়।

১৯ শে মে, ২০১৭ ভোর ৬:১৭

বিদ্যুৎ বলেছেন: আমি আমার মাকে মা বলেই ডাকি। অনেক মা কে আম্মা বলে ডাকে। লেখক আনিসুল হকের মা উপন্যাস লিখে খুব বিখ্যাত হয়েছেন। তাহাঁর মাকে তিনি আম্মা বলে ডাকেন। উনি একটি ফেসবুক স্ট্যাটাস লিখে মাকে আম্মা বলে শুভেচ্ছা জানিয়েছেন মা দিবসে। আমি তাঁকে লিখেছিলাম জনাব আপনি তো মা উপন্যাস লিখে বেশি বিখ্যাত হয়েছেন কিন্তু নিজের মাকে আম্মা বলে ডাকেন কেন? তিনি কোন উত্তর দেননি। তবে আমাদের ভাইবোন সবাই মাকে আমরা মা বলে ডাকি। হয়ত আমরা গ্রামের মানুষ তাই হয়ত। তবে আমাদের বাড়ির কাজের মেয়ে এবং কাজের ছেলে আমাদের মাকে খালাম্মা বলে ডাকে। আর বাড়ির বউ সকল তাঁদের শাশুড়িকে আম্মা বলে ডাকে।

৬| ১৯ শে মে, ২০১৭ ভোর ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও গ্রামের ছেলে, আমিও মা কে শাশুড়িকে আম্মা ডাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.