![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ছবি সংগ্রহ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি
দিন রাত কাজ করে যারা প্রবাসী,
ঈদ মানে ঘরে ফেরা আনন্দ মেলা
প্রবাসে ঈদ মানে একরাশ নির্জলা।
আপন নিবাস ছেড়ে হয়ে পরবাসী
এক বুক জ্বালা নিয়ে চলে প্রবাসী।
আত্মীয় পরিজন মিস করে সকলে
ঈদের দিন প্রবাসীর কাজ সকালে।
রমজানে নামাজ রোজা প্রভু স্মরণে
সব ঈদ মাটি হয় কাজে চাপ মরণে।
হাসি আনন্দের বদলে ঈদ হয় বিষণ্ণে
সারাদিন কেটে যায় কাজে অবসন্নে।
পা’জামা পাঞ্জাবী ঈদের জন্য কেনা
ইউনিফর্ম পড়ে কাটে যে সারাবেলা।
সারাদিন কাজ শেষে ঘরে যখন ফেরা
ছেলেমেয়ে ততক্ষণে ঘুম দেশে ঘেরা।
ছিন্নভিন্ন হৃদয় ক্লান্ত দেহ মন শয়নে
রঙ্গিন পোশাকে যে ঈদ ভাসে নয়নে।
আমি পুলকিত হয় এই যেমন ভেবে
ঈদে কিছু টাকা পাঠাইয়াছি যে দেশে।
পিতা মাতা ভাইবোন আত্মীয় পরিজন
সবাইকে ভাল রাখা প্রবাসীদের পণ।
দুঃখ কষ্ট হোক তবু এ আমার বাসনা
সব মুখে হাসি ফুটুক প্রবাসীর প্রার্থনা।
২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৫
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। সবার ভাল লাগা লেখকের অনুপ্রেরনা।
২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা গড়েছেন ভাই।
ছবিটিও চমৎকার বুঝিয়েছেন।
শুভ হোক আপনার প্রতিটি দিন
২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬
বিদ্যুৎ বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা রইল আপনার জন্য।
৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:০৮
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১৭ ভোর ৫:৫৫
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
দুঃখ কষ্ট হোক তবু এ আমার বাসনা
সব মুখে হাসি ফুটুক প্রবাসীর প্রার্থনা।
ঈদ নিয়ে লেকা কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।