![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ছবি সংগ্রহ
জীবনের গরমিল হিসাব
মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
সত্যের সন্ধানে ডুবে মরি আজ মিথ্যা ভবালয়ে
আমি হেঁটেছি বহু দূর হতে দূর সে লোকালয়ে।
নির্ভীক আমি ছিনিয়ে এনেছি বিজয় মোর তাজে
অসহয় মানুষ আজ হার মেনেছে টাকার কাছে।
বাঁচার তাগিদে স্কুল ছেড়ে হাতে ধরেছি লাঙ্গল।
পিতামাতা ঘরবাড়ি ছেড়ে আমি পথের কাঙ্গাল
কৃষ্ণ কালো বদন ,লাগিয়া আছি তোমার পাছে
নিরুপায় আমি হার মানিয়াছি ভালবাসার কাছে।
তারুন্য উদ্দীপ্ত কর্মঠ,করেছি স্বপ্ন ছোঁয়ার পণ
আর্থিক স্বাবলম্বী হয়ে করিব জয় তোমার মন।
অর্থবিত্ত খুজে মত্ত ফিরছি আজি বেলা শেষে
ব্যস্ত প্রেমিক ব্যর্থ,পরাজিত সে সময়ের কাছে।
তুমি দেখি একটু বাড়ন্ত যেন ভীষণ লাস্যময়ী
অকালে বাধ্য হয়েছো তুমি অন্যের শয্যাশায়ী।
অপরাধী তোমার কাছে ভীষণ রকমের লজ্জিত
বিবেকের কাছে আজ আমি রীতিমত পরাজিত।
বেশ ছিলাম সহপাঠী চলেছি দুজনে পাশাপাশি
মনের অজান্তে আমি তোমাকে খুব ভালবাসি।
কত রাত নির্ঘুম কাটিয়াছি তোমায় দেখে স্বপ্ন
বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চাওয়া যে অভিশপ্ত।
রিক্ত আমি নিঃস্ব যে আমি নিদারুণ আমার দশা
নির্ঘুম রাত কেটে দেহে বেঁধেছে ক্যান্সার বাসা।
যদি হও রাগী হৃদয়ের কথা বলিনি তোমার সাথে
জীবন নামের অংক মিলাতে পরাস্ত মৃত্যুর কাছে।
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫০
বিদ্যুৎ বলেছেন: মোটেও সহজ নয়, তবে চেষ্টা করা নিশ্চয় দোষের কিছু নেই। চেষ্টা করেন আপনেও পারবেন। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
যার যখন ইচ্ছে কবিতা লেখে যাচ্ছেন, মনে হচ্ছে ব্যাপারটা খুবই সহজ!