![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
-------------------------------
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে ব্রিটিশ বেনিয়া আর পাক-ভারতের
ঘৃণ্য প্রেতাত্মা প্রতিনিয়ত গ্রাস করছে সোনার বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে মজলুমের বাঁচার আর্তনাতে স্তব্ধতা
সাংসদ আমলা কামলাদের মিথ্যার বেসাতি করেছে বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক শূন্যতা
বিশ্ব দরবারে শির দাঁড়া হীন করেছে বীর সেনানীর বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে বীর সন্তান জ্ঞানী গুণীরা শ্রবণ করে
জমায়েতের সবচেয়ে গণ্ড মূর্খকে, যে কুলাঙ্গার করেছে বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে মাত্র গুটি কয়েক জারজের দুর্নীতির দুর্নাম
জগদ্দল পাথরের মত চেপে ধরেছে আঠারো কোটির বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে সন্তান ভুলে যায় তার অন্ন দাতার নাম
কৃষক শ্রমিক মজলুম জনতা মেনে নিয়েছে বৃদ্ধাশ্রম বাংলাকে!
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে পিতা তার মেয়ের সম্ভ্রম বিলায়!
স্বীয় ব্যর্থতা মেনে নিয়েছে বিনে পয়সার পতিতালয় বাংলাকে!
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে মানুষ জীবন দিয়েছে ভাষার জন্যে
আজ তারই অজাত সন্তানেরা নির্বাসনে পাঠিয়েছে বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে যাত্রা পালা গজল গানের উৎসব হত গ্রামে
এখন সবে অন্তজালে নীল ছবি দেখে তুচ্ছ ভাবে বাংলাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যেখানে অনুর্বর মস্তিষ্কের প্রাণীর সংখ্যা বেড়ে চলেছে
দুর্বৃত্তরা জোটবদ্ধ হয়ে হনন করেছে অবিরত বাংলা মাকে।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭
বিদ্যুৎ বলেছেন: না বলা কিছু কথা বললাম। ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
কামরুননাহার কলি বলেছেন: সেই বাংলা আর
আজকে এই বাংলা আর নেই ভাইয়া।
সেই বাংলার মাকে ভুতে খেয়ে ফেলেছে।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮
বিদ্যুৎ বলেছেন: হুম! খুব ব্যাথাতুর বিষয়। আপনাকে অশেষ ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতা ভালো লেগেছে, আমি মনে করেছিলাম চেগুয়েভারার কোন কবিতা'র অনুকরণে!
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী আপনাকে। এই প্রথম আমার একটি কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। চে'র কোন কবিতা অনুসরণে নয় এটা আমাদের দেশের নিরেট এক বাস্তবতা। তবে আমি কিন্তু ভীষণ চে ভক্ত। আবারও ধন্যবাদ আপনাকে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
জাহিদ অনিক বলেছেন:
সেই বাংলার কাব্য; সেই স্বপ্নের বাংলার কাব্য সুন্দর হয়েছে বলেই মনে হচ্ছে।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক আপনাকে। পড়ে আপনার ভাল লাগা জানানোর জন্য আমারও অনেক ভাল লাগল।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
শামচুল হক বলেছেন: বাংলা নিয় সুন্দর কবিতা।
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৪
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: সেই বাংলার কথা কী বলছেন?