![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
স্বঘোষিত 'মাদার অব হিউম্যানিটি' শেখ হাসিনা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে 'গুম' এবং 'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড' নিয়ে বৃটিশ সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হতে সাহস পেলেন না।
গৃহপালিত সাংবাদিকদের চাটুকারি প্রশ্নের ভাঁড়ামো জবাব দিতে অভ্যস্ত ফ্যাসিস্ট শাসকরা কখনোই প্রকৃত সাংবাদিকের মুখোমুখি হতে সাহস পায় না।” নিজ দেশের সাংবাদিকদের সামনে কথা বলার সময় তো মুখে খই ফুটে। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে জবান বন্ধ কেনো??? ব্রিটেনের চ্যানেল ফোরের প্রধান প্রতিবেদক এলেক্স থমসন শেখ হাসিনাকে বাংলাদেশের মানবাধিকার বিষয় নিয়ে প্রশ্ন করতে চাইলে কোন উত্তর দেননি শেখ হাসিনা। পরে এলক্স থমসন বলেন , প্রধানমন্ত্রী আপনি তাহলে বাংলাদেশের মানবাধিকার বিষয়ের প্রশ্নে উত্তর দিতে রাজী নয়, তাই নয় কি ? তার কথায় মুচকি হাসেন হাসিনা।
পরে চ্যানেল ফোরের সাংবাদিক এলেক্স থমসন বাংলাদেেশের গুম ,খুনসহ নানা ধরনের মানবাধিকার লংঘনের জন্য শেখ হাসিনাকে অভিযোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
link
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে মানবাধিকার হলো, "সরকারের বিরোধীতা না করা"।
তবে, আপনার সমস্যা হলো, শেখ হাসিনা বলেছেন যে, তারেককে দেশে ফিরায়ে আনার কথা হচ্ছে বৃটেনের সাথে, সঠিক?
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: এযুগে আমাদের দেশে একজনও সৎ এবং সাহসী সাংবাদিক নাই। অথবা থাকলেও তারা নিজের ইচ্ছা মত কাজ করতে পারে না। উপরের নির্দেশে তাদের চলতে হয়।
১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৯
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। বর্তমানে সাংবাদিক পেশাকে কিছু সাংবাদিক বা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যাক্তি চামচামি পেশায় পরিণত করেছে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
বিমল চাকমা বলেছেন: সঞ্চালক প্রশ্নটি সচেতন ভাবেই এড়িয়ে গেছেন; বুঝলাম না, সেও পেইড কিনা?
১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৫
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। পরের প্রশ্ন নেওয়ার জন্য চামচা খুজছে কিন্তু যে প্রশ্ন করা হয়েছে কথিত মাদার অব হিউম্যানিটিকে নিজ দেশের হিউম্যানিটি নিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে রাজি না।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: এরকম ভয়ংকরভাবে মানবাধিকার লংঘন আর কোন আমলেই হয় নি। এশার অবস্থা দেখে নাকি হাসিনা কেদেছিলেন। তাও ভাল যে কখনও তার বিবেক কেদেছিল। লগি বৈঠা কিংবা ইলিয়াস আলমদের গুমের ঘটনার কারিগরদেরও বিবেক থাকে এটা জেনে ভাল লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০২
বিদ্যুৎ বলেছেন: সেই জন্যেই তো ৫১ দেশের রাষ্ট্র প্রধানদের সামনে হাসিনার বিরুদ্ধে হাজার হাজার মানুষের ক্ষোভ প্রকাশ। লন্ডন এখন মিছিলের শহরে পরিণত হয়েছে। অবৈধ সরকার ও গুম খুনের কারিগর শেখ হাসিনাকে নিয়ে বিশ্ব মিডিয়া বেশ সরব। সরকার ব্যবস্থা যায় হোক মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বিশ্ব গণমাধ্যমের কাছে হাসিনা ও তার সরকার অভিযুক্ত।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সানভী সালেহীন বলেছেন: মানবাধিকার নেই কোথাও
১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৩
বিদ্যুৎ বলেছেন: হুম ঠিক বলেছেন।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ লেখক পোস্ট দিয়ে হাওয়া??
বাইরে থেকে ম্যাওপ্যাও করা???
লগইন করলে সিগন্যাল দিয়েন আপনার সাথে দাবা খেলব!!
৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনাম যথার্থ...
দেশে এসে আবারও সেই মোজাম্মেল বাবু আর নাঈমুল ইসলাম খানের প্রশ্নের জবাব দিবেন...
১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৪
বিদ্যুৎ বলেছেন: ঠিক বলেছেন।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিন্ট মিডিয়ার জন্য খারাপ সংবাদ হচ্ছে আগামী দিনে তারা টিকে থাকতে পারবে না। মানুষ আর আগের মতো পত্রিকা কিনছে না। নেটেই পড়ে নেয়। একটি বড় পত্রিকা চালোনো চাট্টি খানি কথা নয়। সেখানে মালিক পক্ষ লাভ না হলে পত্রিকা চালাবেন না। সেই দিন আসবে।
০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫১
বিদ্যুৎ বলেছেন: হুম! হয়ত আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
ক্স বলেছেন: ওখানে বাংলাদেশী সাংবাদিক (শ্যামল দত্ত, মুন্নী সাহা, জ ই মামুন, আরাফাত কামাল) দিয়ে ভরে রাখা দরকার ছিল। তাহলে স্টিফেনরা এত সাহস পেতনা।
০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫২
বিদ্যুৎ বলেছেন: হয়ত আপনি ঠিক অনুমান করেছেন। ধন্যবাদ
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মন্তব্যের প্রতিউত্তর না পেলে কিবোর্ড চাপার অর্থ কী????
১২| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৯
বিদ্যুৎ বলেছেন: বিষয়বস্তু সম্পর্কে যারা মন্তব্য করেছেন তাঁরা নিশ্চয় প্রতিমন্তব্য পেয়েছেন। এমনকি ভিন্নমত হলেও কারণ আমি সবসময় ভিন্নমত সমর্থন করি, সব একমত হলে তেমন কিছু জানার বা শেখার থাকে না যেখানে ভিন্নমতে অনেক কিছু জানার থাকে। তবে আমি যেহেতু একজন মানুষ তাই সামান্য কীট পতঙ্গের সাথে আমার বিতর্ক চলেনা। ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: