![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
সাধু সন্ন্যাসীদের লোভ থাকতে নেই। কিন্তু সাধু সন্ন্যাসীদের স্ত্রী বা যদি বলি সাধনসঙ্গী, তাদের যে লোভ থাকবেনা তা তো হতে পারেনা। সাধুনী বা মহিলারা স্বাভাবিক ভাবেই সোনার! প্রতি আগ্রহী। যাইহোক গল্পে আসি
সাধু যাইতেছিলেন তীর্থে। সাথে সাধনসঙ্গিনী। যেতে যেতে হঠাত সাধু দেখলেন, পথে সোনা পড়ে আছে! তাড়াতাড়ি মাটি চাপা দিলেন- পাছে সঙ্গিনীর লোভ হয়।
কী মাটি চাপা দিলেন, সাধু? - সাধুনী জিজ্ঞাস করে।
কিছু না, মাটি। কিন্তু সাধুনী বিশ্বাস করেনা।
সাধুনী খুঁড়ে দেখেন সোনার বার।
এটা গোপন করছিলে কেন? সাধুনী জিজ্ঞাস করে।
সাধু বলে পাছে তোমার লোভ হয়।
ওহ্, এখনও তবে সোনা আর মাটিতে তফাৎ করো সাধু, এই ভবে!- সাধুনী দীর্ঘশ্বাস ছেড়ে বলতেছিলেন।
আজকে প্রথম আলোর প্রতিবেদনে প্রতিবেদক শুরু করেছেন ‘ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল’। সুকুমার রায়ের হ-য-ব-র-ল-এর সেই ভুতুড়ে কাণ্ড বাস্তবেও ঘটে। আর তা ঘটেছে খোদ বাংলাদেশ ব্যাংকেই। ছিল সোনা, হয়ে গেছে মাটি।
সাধু-সন্ন্যাসীতে ভরা এই দেশে কেন যে এই গল্প মনে পড়তেছে- প্রভুই জানেন।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
বিদ্যুৎ বলেছেন: ভাই শুধু ধন্যবাদ দিলাম। কিছু বলার নাই আবার হতবাক হওয়ারও কিছু নাই কারণ সোনা মাটি হয়ে তাও ভল্টে আছে কিন্তু এর আগে তো টাকা হাওয়া হয়েছে আবার তদন্ত রিপোর্ট আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বলতে পারেন বাংলাদেশের ব্যাংকের কিছুটা উন্নতি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা!!!!!!!!!!!!!!
২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সোনা সোনা সোনা
লোকে বলে সোনা,
সোনা নয় যত খাঁটি.......
সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো.....
আমার সোনার ময়না পাখি.....
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
বিদ্যুৎ বলেছেন: হুম! খুব চিন্তার বিষয় এভাবে যদি সব সোনা মাটি হয়ে যায় তাহলে আমাদের বাংলা গানের সংস্কৃতিও একদিন মাটি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @রাজীব নুর,
নুরা ভাই! দুঃখিত...
আমি আপনার কমেন্টটা পড়ি নি...
৪| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২
ফেনা বলেছেন: সোনা সোনা সোনা
লোকে বলে সোনা,
সোনা নয় যত খাঁটি.......
- তার থেকে খাঁটি আমার দেশের মাটি।
তাই সোনা নিয়ে আর চিন্তা কি??? তাই তারা আমাদের মাটি উপহার দিয়ে সোনা নিয়ে যাচ্ছ।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩
বিদ্যুৎ বলেছেন: হুম! ঠিক বলেছেন। কিন্তু এভাবেই যে আমি আমরা আমাদের দেশ, মা মাটি সবই যে একসময় বিলীন হয়ে যাবে। কবি ড আশরাফ সিদ্দিকি'র কবিতার সেই তাল সোনাপুরেরে তালেব মাষ্টারের বিখ্যাত উক্তি "কোন রোমাঞ্চ নেই এ এক করুণ বাস্তবতা"।
৫| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
জুন বলেছেন: বাংলাদেশের বিখ্যাত এক জুয়েলার্সের কত মন স্বর্নের গহনা জানি জব্দ করে বাংলাদেশে ব্যাংকের ভল্টে রাখলো , তাও কি শেষ পর্যন্ত মাটি হয়ে গেল নাকি
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১২
বিদ্যুৎ বলেছেন: ভাই ওগুলোর তো হদিস নেই অনেক আগেই। এখন যেগুলো সোনা মাটি হয়ে গেছে সে গুলো তার চেয়ে বড় চালান। লুটপাট যেহেতু এই সরকারের প্রধানতম অর্থনৈতিক কর্মকাণ্ড তাই একটু নমুনা দেখাল। তবে ভাইবেন না যে এখানেই শেষ। লুট করতে করতে টাকা শেষ তাই সোনা লুট করছে। আবার সোনা যখন শেষ হবে তখন বাংলাদেশ ব্যাংকের দালানের ইট খুলে খুলে লুট করবে। এভাবে চলতেই থাকবে ----
৬| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ল বলেছেন: দেশটা চলবে কী করে?
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭
বিদ্যুৎ বলেছেন: ভাই দেশটা চলবে চুরি করে! দেশ চলার চিন্তা আর করতে হবে না। দেশ বিক্রির ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন। হায় দেশ, হায় দেশের মানুষ।
৭| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হায়রে মুসলমান! জুমার নামাজ আর ঈদের নামাজে জায়গা দেয়া যায় না...
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১
বিদ্যুৎ বলেছেন: আপনি বাংলাদেশের মুসলমানদের কথা বলছেন? যেদেশের মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন নিয়োগ হয় ঘুষ দেওয়া নেওয়া করে সেই দেশের মুসলমানদের কথা বলে কোন লাভ নেই। হায় মুসলমান হায়রে মুসলমান!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সোনা সোনা সোনা, লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
আছে যত খাঁটি তার চেয়েও খাঁটি
বাংলাদেশ ব্যাংকের মাটি ও ভাই
বাংলাদেশ ব্যাংকের মাটি।।.