নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

হায়রে উন্নয়নের মহাসড়ক!

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩২


এটি একটি প্রতীকী ছবি মাত্র।


আমরা অনেক মহাসড়কের নাম শুনেছি। যেমন ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা- বগুড়া মহাসড়ক, ঢাকা-চট্রোগ্রাম মহাসড়ক ইত্যাদি। বর্তমানে আরও একটি মহাসড়ক আবিস্কার করেছে সরকার আর সেটা হল উন্নয়নের মহাসড়ক। ঢাকা- বগুড়া মহাসড়কে যমুনা সেতুর পশ্চিম সংযোগ থেকে সিরাজগঞ্জ কড্ডার মোড় চৌরাস্তা পর্যন্ত খুবই বিপদজনক জায়গা। প্রায়ই এখানে বাস,ট্রাক দুর্ঘটনায় পতিত হয়। হতাহতের সংখ্যা উদ্বেগজনক। অত্র এলাকার মানুষের প্রাণের দাবী সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় মানুষের নিরাপদ পারাপারের জন্য একটি ওভার ব্রিজ!! এখানে ঢাকা- বগুড়া মহাসড়কে প্রচণ্ড দ্রুতগামী দূরপাল্লার যানবাহন চলাচল করে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ স্থলে অনেক দুর্ঘটনা ঘটত, এখনও অনেক ঘটে। কথিত আছে ঐ জায়গায় গেলে গাড়ির চালক নাকি একাধিক রাস্তা দেখতে পায়! যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কথিত যায় থাকুক আসলে চালকের অসাধানতা ও অদক্ষতা এবং প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ শহর থেকে কামারখন্দ, বেলকুচি, অথবা জেলা শহরের সাথে জেলার দক্ষিণাঞ্চলে যোগাযোগ রক্ষার জন্য এই বিপদজনক মহাসড়ক পারাপার হতে হয় প্রাণ হাতের মুঠোয় নিয়ে দুই অংশের মানুষের। ঝুঁকিপূর্ণ এই মহাসড়ক অত্র অঞ্চলের মানুষের জুজুর ভয়। এতটাই ঝুঁকিপূর্ণ যে একপাশের অটো সিএনজি অন্য পাশে যাওয়া বন্ধ। শহর থেকে আজকে অটো সিএনজিতে চড়ে যাচ্ছিলাম কড্ডার মোড়, গন্তব্য কামারখন্দ উপজেলা। উল্লেখ্য গাড়িভাড়া এতই বেশি যে বেশির ভাগ মানুষ শেয়ার করে শহর থেকে কড্ডার মোড় অথবা কড্ডার মোড় থেকে শহরে যাতায়াত করে। এক অটো সিএনজিতে পাঁচজন!অটো চালক বেশ দক্ষতার সাথেই সিএনজি চালাচ্ছে। তার সাথে কথার এক পর্যায়ে নাম জানালো আমীন। সংসারে ছেলে মেয়ে আর বেগম। ভালই চলছে সংসার,লোকটার কথা শুনে মনে হল একটু বেশি সাদাসিধে। তেমন ঘোড় প্যাচ বোঝেনা। কথায় কথায় বলে ফেলল তার বউ নাকি খুব কড়া, বলে দিয়েছে মনের ভুলেও যেন মহাসড়কে না উঠি। কয় তুমি বোকা, কিছু নাকি বুঝিনা, বলল চালক । তার ইচ্ছা অন্যকোন কাজ করবে, গাড়ি চালান রিস্ক আছে। এখানে এই মহাসড়ক মৃত্যু ফাঁদ, দুর্ঘটনা, যেকোনো সময় মৃত্যু। সিরাজগঞ্জে বর্তমান সরকারের অনেক বড় বড় নেতা নেত্রী আছে। পাল্লা দিয়ে এখান থেকে এক এক নেতা ট্রাক বোঝায় করে লোক নিয়ে যাচ্ছে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য। ঢাকায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাকে ট্রাকে মানুষ নিয়ে যাচ্ছে ঢাকায়। রাস্তায় খুবই যানজট। আমাদের পাঁচজনের মধ্যে ছিল এক স্থানীয় সরকার দলীয় নেতা। প্রচণ্ড গরম আর যানজটে নাভিশ্বাস, সেই নেতা চালককে বারবার বলছে তাড়াতাড়ি চালাও কড্ডার মোড়ে লিডারের ট্রাক অপেক্ষা করতেছে, আমাকে ট্রাক ধরতে হবে। দেরী হলে আমি ট্রাক মিস করব। এদিকে প্রচণ্ড যানজট অন্যদিকে রাস্তার বেহাল অবস্থা কিছুতেই সামনে যাওয়া যাচ্ছেনা। সিএনজি চালক জিজ্ঞেস করে ভাই আজকে কিসের জন্য ট্রাক বোঝায় মানুষ। উফ এত যানজট! উক্ত নেতা ধমক দিয়ে বললেন নেত্রী (হাসিনা) দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছে। তুমি কিছুই জাননা, যত সব! এই তাড়াতাড়ি চালাও। নেত্রীর সংবর্ধনা আছে ঢাকায়। সিএনজি চালক জ্যামে থেমে থেমে প্রায় চল্লিশ পঞ্চাশ মিটার সামনে গিয়েই বামে গাড়ি ঘুরিয়ে গ্রামের দিকে পথ ধরল। সবাই বলল এই এই তুমি ওদিকে যাচ্ছ কেন? গজগজ করে কিছু দূর গিয়ে সবাই যখন জোর করে বলছে এই তুমি এরকম করছেন কেন? তখন সে রাস্তার সাইটে থামিয়ে সবাইকে নামতে বলল। সে কিছুতেই আর কড্ডার মোড় যাবেনা।তার এককথা সে মহাসড়কে যে রকম প্রতিদিন এক্সিডেন্ট হয় দেশকে যেহেতু উন্নয়নের মহাসড়কে উঠানো হয়েছে তাই তার দাবী যেকোন সময় দুর্ঘটনার শিকার হবে দেশ। তার বউয়ের বারণ মহাসড়কে যাবেনা। যাবেনা সে গেলোই না আর।

বুঝলাম বেচারা একটু অন্যরকম কিন্তু তার আশঙ্কা তো ফেলবার নয়।
আসলে কি দেশ দুর্ঘটনার বাইরে একটি মুহূর্তও আছে। ব্যাংক ,বিমা, রিজার্ভ, সোনা এমনকি কয়লাও আর অবশিষ্ট নেই। সব খেয়ে শেষ।

হায়রে মহাসড়ক! হায়রে উন্নয়নের মহাসড়ক!!!!!!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: এক কথা বলি-
দেশ উন্নয়নের মহাসড়কে না।
এবং সহজ সরল সত্য কথা হলো- ঢাকা শহরের ''গজব'' অবস্থা।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি একেবারে নিরেট সত্য বলেছেন। সামান্য সদিচ্ছা আর পরিকল্পিত উদ্যোগই পারে এই গজব থেকে মুক্তি দিতে। কিন্তু যারা দায়িত্বশীল শুধু তাদের অনিচ্ছাই এর জন্য দায়ী। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

সাইন বোর্ড বলেছেন: বাস্তবকে উপলব্ধি এবং তা তুলে ধরার চেষ্টা ভাল লাগল ।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

বিদ্যুৎ বলেছেন: আপনি পড়ে আপনার উপলব্ধি প্রকাশ করে অসাধারণ একটি মন্তব্য করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্যুৎ ,




কয়লাও খেয়ে ফেলাতে এখন আর বিদ্যুৎ এর দেখা পাবেন না । বিদ্যুৎ না থাকলে অন্ধকারে মহাসড়ক দেখবেন কি করে ??????
সিএনজি চালককে ধন্যবাদ সত্যটা আগেভাগেই বুঝে ফেলায় , যেটা আমরা গাড়ী চড়নেওয়ালারা বুঝতেই চাইনা ।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, আপনি সুন্দর মতামত তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিএনজি চালককে ধন্যবাদ।

একজন অতি সাধারন নাগরিকের সত্যবোধন যদি সুশীল সমাজের মগজে ঢুকত!

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

বিদ্যুৎ বলেছেন: আসলে সমাজে অনেক সাধারণ মানুষ অসাধারণ কাজ করে। সাধারণেই সঞ্জীবনী শক্তি আছে। ধন্যবাদ আপনাকে।

৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা মহা উন্নয়ন যজ্ঞ চলছে।।। কথা বলা নিষেধ । শুধু দেখে যান

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

বিদ্যুৎ বলেছেন: হুম! উন্নয়নের মহাযজ্ঞ কথা বলা নিষেধ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

কাওসার চৌধুরী বলেছেন:
আমার বাড়ির সামনের উন্নয়নের মহা সড়ক।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

বিদ্যুৎ বলেছেন: বড়ই নিদারুণ করুন অবস্থা। যদিও এই সমস্ত সড়কের অবস্থা এখানে প্রতীকী ব্যবহার করেছি। এই সড়কের মত ক্ষত বিক্ষত অবস্থা হয়েছে রাষ্ট্রের। শিক্ষা, নিরাপত্তা, সামাজিক স্তর বিন্যাস, স্বাধীনতা এমনকি দেশের সার্বভৌমত্ব আজ অন্তিমলগ্নে পৌঁছেছে।

৭| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

ব্লু হোয়েল বলেছেন: উন্নয়ন যার যার !!
মহাসড়ক সবার !!

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১০

বিদ্যুৎ বলেছেন: হুম!
সোনা যার যার ভোগ করবে সরকার! কেমন?
ধন্যবাদ আপনাকে।

৮| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ আপনি একেবারে নিরেট সত্য বলেছেন। সামান্য সদিচ্ছা আর পরিকল্পিত উদ্যোগই পারে এই গজব থেকে মুক্তি দিতে। কিন্তু যারা দায়িত্বশীল শুধু তাদের অনিচ্ছাই এর জন্য দায়ী। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

বিদ্যুৎ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুস্থ ও নিরাপদ থাকুন।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১০

বিপরীত বাক বলেছেন: যেমন জাতি তেমন শাসক।
আল্লাহ্ উপযুক্ত শাসক ই দিয়েছে এ জাতি কে।
আপনারা কি ভাবেন? এরা গেলে ভাল কেউ আসবে? আরও খারাপ আসবে। হয় খাম্বা নয়ত বিশ্ববেহায়া কিংবা চরমপন্থী।
সমস্যা তো আর সরকার না। সমস্যা হল জাতি। জাত ।

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৫

বিদ্যুৎ বলেছেন: ঠিকই বলেছেন জাতি হিসেবে আমরা আসলে খুব বর্বর! শুনতে খারাপ শোনায় কিন্তু নিরুপায়। আল্লাহ আমাদের এই জাতিকে মানবিক জাতি করুন। ধন্যবাদ আপনাকে একটা অসাধারণ ও বাস্তব সম্মত মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.