নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

শাহাজান খান একটি জল্লাদের নাম!

৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৬



রাষ্ট্রেযন্ত্র বিকল হলে সর্বত্র অরাজকতা চলবে, এটা মেনে নেওয়া একজন সাধারণ নাগরিকের জন্য চরম পীড়াদায়ক হলেও এটাই নিষ্ঠুর বাস্তবতা। অবৈধ ভাবে মানুষ ক্ষমতার অধিকারী হলে সে ক্রমশ হিংস্র হয়ে যায় তার নির্মম পতনকে ত্বরান্বিত করার জন্য। আমরা সাধারণ জনগণ প্রতিনিয়ত অন্যায় অবিচার গুম খুন ধর্ষণ রাহাজানির শিকার হয়ে এবং তার প্রতিবাদ না করতে করতে বেশ দুর্বল হয়ে পড়েছি, এটা কিছুটা স্বাভাবিক কিন্তু এই দুর্বলতার মাত্রা এতই মারাত্মক যে আমরা আমাদের অনুভূতিগুলো সব হারিয়ে ফেলছি। অর্থাৎ প্রতিবাদ না করতে করতে সব অন্যায় আমাদের কাছে সহনীয় হয়ে গেছে। এই রকম দুরাবস্থার মধ্যেও কিছু কিছু বিবেকবান মানুষ প্রশ্ন তুলেছে অবৈধ ভাবে প্রাপ্ত ক্ষমতা বলে মন্ত্রী শাহজাহানের কাছে। তার আসকারা বা মদদে রাস্তায় গাড়ি চালক বেপরোয়া গাড়ি চালিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা কচি নিষ্পাপ দুটি প্রাণ নিমিষেই শেষ করে দিল। বেশ অট্ট হাসিতে উল্টা প্রশ্নকারীর দিকে দায়িত্ব জ্ঞানহীন প্রশ্ন! রাস্তায় কুকুর বিড়াল দেখে চিনতে পারলেই তাকে চালকের লাইসেন্স দিবে এই জল্লাদ মন্ত্রী শাহাজান। এই কথা আমরা সহজে মেনে নিলেও আজকে তার হাসিটা অনেকেই আমরা মানতে পারছিনা! জল্লাদ শাজাহান ভঙ্গুর রাষ্ট্র যন্ত্রের প্রতিচ্ছবি মাত্র। যে দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত দেশের মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিয়ত তামাশা করছে, হাজার হাজার কোটি টাকা তসরুপ, সোনা গায়েব করে পিতল রাখা, রিজার্ভ চুরি এগুলো যাদের কাছে কোন বিষয় নয় বলে মালের তামাশা, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা, বাতাসে উড়ে বা দাঁত মেজে প্রায় ২ লক্ষ টন কয়লা শেষ, যেখানে নির্লজ্জভাবে দায়িত্বশীল ব্যাক্তিরা বলে দায় এড়িয়ে যায় সেখানে শজাহানের এই হাসি খুব বেশি দোষের কিছু নয়! অন্তত হাসি খুশি থাকলে তার নিজের স্বাস্থ্য ভাল থাকবে।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৯

ইনাখ বলেছেন: ভুল বলেছেন, শাহাজান খান একটি মাননীয় মন্ত্রীর নাম !

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

বিদ্যুৎ বলেছেন: একজন নিষ্ঠুর জল্লাদ দুরভাগ্যক্রমে দেশের মন্ত্রী হয়েছে।

২| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৪৬

আবু তালেব শেখ বলেছেন: মন্ত্রী কি নিজে গাড়ি চালাচ্ছিল???

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২

বিদ্যুৎ বলেছেন: আবু তালেব শেখ আপনি কি দেশে থাকেন না? দেশের খোজ খবর রাখেন না? যার ক্ষতি হয় সেই বোঝে। যদি আজ আপনার নিজের আপন জনের উপর বাস উঠিয়ে দিয়ে হত্যা করা হত তাহলে আপনি বুঝতেন কে গাড়ি চালিয়েছিল। আজ আপনার হাত দুই বাসের চাপায় দেহ থেকে বিছিন্ন হয়ে অতি রক্তক্ষরণে যদি যন্ত্রণাদায়ক মৃত্যু পথযাত্রী হতেন আপনি তাহলে বুঝতেন কে গাড়ি চালিয়েছিল?

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫

ঢাবিয়ান বলেছেন: জধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে শিক্ষার্থীদের চাপা দেওয়া বাস জাবালে নূরের (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিচালক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের শ্যালক মো. নান্নু মিয়া (৫০)। একই সঙ্গে তিনি মন্ত্রীর খালাতো ভাই।বাস মালিক সমিতির বিভিন্ন বৈঠকে এই পরিবহনের চালকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও নৌপরিবহনমন্ত্রীর শ্যালক নান্নু মিয়ার কারণে কেউ উচ্চবাচ্য করেন না।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ বহু অভিযোগ আছে। বিশেষ করে একজন মন্ত্রী হিসেবে চালকদের মদদ, নৌ পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি আর শ্রমিক নেতা সেজে মন্ত্রিত্ব ক্ষমতা অপব্যবহার করে ব্যাপক অরাজকতা সৃষ্টি করেছে। আসলে পুরো দেশটাই যেখানে দুর্বৃত্তদের হাতে চলে গেছে সেখানে আর কি বলার আছে।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

করুণাধারা বলেছেন: ভুল বলেছেন, কোন জল্লাদ কখনো এত খুন করতে পারে না।

আর খুনির মুখের এই হাসি- বীভৎস।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

বিদ্যুৎ বলেছেন: জল্লাদ শব্দ একটি ব্যাপক বিশেষণে ব্যবহৃত হয়েছে। বর্তমানে নিত্যদিনের খুন হত্যা ধর্ষণ হামলা মামলা লুটপাট আমাদের অনুভূতি ভোঁতা করেছে। তাই খুনি হত্যাকারী ধর্ষণকারী এই শব্দগুলো আমাদের কাছে বেশ সহনীয় হয়ে গেছে। জল্লাদ যদিও একজন খুনির মত ঘৃণিত ব্যক্তি নন কিন্তু আমাদের বাংলা পৌরাণিক সাহিত্যে জল্লাদ হল এক ভয়ংকর নিষ্ঠুর হত্যাকারির নাম যা শুনলে আপামর সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করে। তাই এখানে জল্লাদ বলা হয়েছে, আসলে সে একজন খুনি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আশাকরি আপনি এখন বুঝতে পেরেছেন।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

হাঙ্গামা বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X((
%^&$*#(#(%)^_&_^(

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, হাঙ্গামা মন্তব্য ভাল হয়েছে।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫

ক্স বলেছেন: হাসি দেখে তো মনে হয় হানিফের পায়েল এবং কুর্মিটোলার করিম পায়েল মরে যাওয়ায় মন্ত্রীর ঘাড় থেকে পাঁচ মনি বোঝা নেমে গেছে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আসলে হাসতে তো কোন মানা নেই কিন্তু কোন নির্মম মৃত্যু যেখানে একজন মন্ত্রীকে বিমর্ষ করেনা বরং অট্ট হাসি দিয়ে দায় মুক্তি হয়ে যায় এর চেয়ে দুর্ভাগা জাতি আর কারা হতে পারে?

৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লোকটা আজ নদী ভাঙ্গন বন্ধ করতে পারেনি।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

বিদ্যুৎ বলেছেন: হুম! সে তো রক্তের বন্যা বইয়ে দিতে ব্যস্ত। নদী নিয়ে চিন্তা করার তার সময় কোথাই?

ধন্যবাদ আপনাকে।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: এই ভাবে বলতে হয় না।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

বিদ্যুৎ বলেছেন: কয়টা আর বলব ভাই। সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, হয়েছে এই অবস্থা। ধন্যবাদ

৯| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অরাজকতা আরও বাড়বে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

বিদ্যুৎ বলেছেন: হয়তো আপনি ঠিক আশঙ্কা করেছেন। ভাল ও নিরাপদে থাকুন। ধন্যবাদ আপনাকে

১০| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৫

জগতারন বলেছেন:

এই হাসনেওলা কু**র বাচ্ছা ওর আপন খালুর বসত বাটী জবর দখল করেছে।
ওর আপন খালাতো ভাই বোনেরা এখন বাপ-মা'য়ের বাস্তুভিটা হারা।

এই হারামীর জাহান্নামে স্থান হোক কামনা করি।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

বিদ্যুৎ বলেছেন: আল্লাহ আমাদের সহায় হউন। ধন্যবাদ।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

সিনথিয়া আফরিন বলেছেন: ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক এদের ক্ষমতার মসনদে বসিয়েছি আমরাই । আমাদের খুন করার, আমাদের ধর্ষন করে গুম করার অধিকার আমরাই তুলে দিয়েছি । আবার আমরাই এদের কাছে মানবতা আশা করছি ?
তাহলে আমরা কি ?

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

বিদ্যুৎ বলেছেন: সেটাই তো বলার চেষ্টা করেছি। আমরা ভোট আমি দিতে পারিনি তারা জুলুম করে ক্ষমতা ধরে রেখেছে কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদও করছিনা। আবার করলেও সেই রকম জোরালো ভাবে সম্ভব হচ্ছে না। রাষ্ট্রযন্ত্রকে বিকল করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: একই ব্যক্তি মন্ত্রী, মালিক এবং শ্রমিক নেতা। এটা সত্যি বিস্ময়কর!!
শ্রমিক না হয়ে শ্রমিক নেতা একমাত্র বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের দ্বারাই সম্ভব।

১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫০

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আরও কত কি যে দেখতে হবে কে জানে ভাই? ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.