![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ইন্টারনেট মানুষের অবাদ বিচরণের অদৃশ্য ভূমি। এখানে যার যা খুশি লিখতে পারে, বলতে পারে এবং দেখাতেও পারে। আর এই সুযোগ
দুর্বৃত্তরা বিভিন্ন সময়ে তাদের কাজে লাগাছে। সরকার দেশের মানুষের অবাধে মতামত প্রকাশ করতে না দেওয়ায় কিছু মানুষ এই অসাংবিধানিক আচরণকে মোকাবেলা করতে যেয়ে কিছু বাড়াবাড়ি তারাও করছে, যেমনটা সরকারও করছে। সরকার যেমন গুজব গুজব বলে সব সত্য প্রকাশ করতে দিচ্ছেনা মানুষকে আবার কিছু মানুষ সত্য ঘটনাকে অতিরঞ্জন করে আসল সত্যকে চাপা দিয়ে দিচ্ছে বা অবিশ্বাস যোগ্য করে তুলছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সরকার কিন্তু আসাদ সরকারের মত সীমা ছাড়িয়ে বাড়াবাড়ি করছে। আমেরিকান অ্যাম্বাসেডরের গাড়িবহরে হামলা করে সি আই এ এর নজরে পড়েছে সরকার। এই যে এখন যেমন সরকার ধর্ষণ, হত্যা, গুম, খুন, দুর্নীতি প্রকাশ করাকে গুজব বলে প্রচার করছে, তা কিন্তু একসময় হিতে বিপরীত হবে সরকার এবং দেশের জন্য। পরে সেই রাখালের গল্পের মত পরিণতি হবে। প্রতিদিন বাঘ বাঘ বলে চিৎকার করে রাখাল সাহায্য চাইত, কিন্তু মিথ্যা বা গুজব ছিল। একদিন সত্যি যখন বাঘ এসে তাকে আক্রমন করল সেইদিন কেউ তাকে আর বাঁচাতে আসল না। আমার অনেক সহব্লগার বন্ধুরা আগের পোস্টে দেশের অবস্থা সিরিয়ার মত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সরকার যে দেশকে সেই পথেই নিয়ে যাচ্ছে তা কিন্তু গুজব নয়! সহজ সমাধান রেখে সরকার কেন এই সহিংসতায় দেশকে ঠেলে দিল তা এক বিশাল রহস্যময় প্রশ্ন রয়েই গেল।
২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫
এ.এস বাশার বলেছেন: কিছুদিন পর বিড়াল গুলোকেও বিষ দিয়ে মেরে ফেলা হবে,,,,,,!!!
তখন শুধু ইদুরেরাই রাজত্ব করবে..............
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ইদুরের উৎপাত খুব বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: যে জনগন প্রধান মন্ত্রীকে মায়ের আসনের মর্যাদা দিয়েছিল, তিনি সেই সন্তানদের কথা না শুনে শুনলেন মতিয়া ও শাহাজাহানদের মত কুলঙ্গা মন্ত্রীদের কথা। যে মতিয়া বঙ্গবন্ধুর চামড়া তুলে ফেলতে চেয়েছিলেন। যে জাসদ ছাত্র নেতা শাহাজাহানরা তার বাবার হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি তাদের কথা শুনছেন। তাই আমার মনে হলো, আগে পাগলের নাচে তাবলা বাজত, এখন তবলার তালে তালে পাগল নাচছে।
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২
বিদ্যুৎ বলেছেন: শেখ মুজিবর রহমান তো বলেই গেছেন সব চাটার দল। সে ভিক্ষা করে আনত আর চাটার দল লুটেপুটে খেত। সেই শেখ মুজিব নেই কিন্তু তার চাটার দল ঠিকই রয়ে গেছে। তাই এই অবস্থা ।
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫
সে্নসেটিভ শিমুল বলেছেন: "চাইলে তাদের জীবন নে,
তবুও শকুন
মায়ের চেয়ার ছেড়ে দে!"
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৩
বিদ্যুৎ বলেছেন: চেয়ারের বসার মত মানুষ নাই!
৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: একটু আগে দেখলাম, ছাত্রলীগের হামলার ছবি ২০১২ বলে দাবী করা হচ্ছে। কিন্তু ফিল্টারিং করে সত্যতা পেলাম না।
এখন ফোটো এডিট করে সত্য লোকানোর উপায় নেই, গুজব সাময়িক সৃষ্টি হতে পারে। কিন্তু সত্য বেরুবেই...
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪
বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সত্য একদিন বেরুবেই। ধন্যবাদ আপনাকে।
৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: গুজব রটে।
ঘটনা ঘটে।
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮
বিদ্যুৎ বলেছেন: হুম! তবে সরকার যে এই অবস্থা তৈরি করল তার বিচার কে করবে? এই ঘটনার মধ্যে চাপা পরে গেল বিশ্বজিৎ হত্যার অবিচার আর তার পরিবারের আর্তনাদ। গুজব এই দিক থেকে সরকারের জন্য অনুকুলেও বটে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
রাখালকে ধরতে বাঘ আসলো কোথা থেকে? বাঘ তো সুন্দর বনেও নেই। সরকার বুঝেছে যে, বাঘ নয়, বিড়াল আছে বাংলাদেশে