![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
তবুও আশায় তুমি প্রিয় জন্মভূমি
মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে ব্রিটিশ বেনিয়া আর পাক-ভারতের
ঘৃণ্য প্রেতাত্মা প্রতিনিয়ত গ্রাস করছে সোনার বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মজলুমের বাঁচার আর্তনাতে স্তব্ধতা
সাংসদ আমলা কামলাদের মিথ্যার বেসাতি করেছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক শূন্যতা
বিশ্ব দরবারে শির-দাঁড়া হীন করেছে বীর সেনানীর বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে বীর সন্তান জ্ঞানী গুণীরা শ্রবণ করে
জমায়েতের সবচেয়ে গণ্ড মূর্খকে, যে কুলাঙ্গার করেছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মাত্র গুটি কয়েক জারজের দুর্নীতির দুর্নাম
জগদ্দল পাথরের মত চেপে ধরেছে আঠারো কোটির বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে সন্তান ভুলে যায় তার অন্ন দাতার নাম
কৃষক শ্রমিক মজলুম জনতা মেনে নিয়েছে অত্যাচারিত বাংলাকে!
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে পিতা তার মেয়ের সম্ভ্রম বিলায়!
স্বীয় ব্যর্থতা মেনে নিয়েছে বিনে পয়সার পতিতালয় বাংলাকে!
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে মানুষ জীবন দিয়েছে ভাষার জন্যে
আজ তারই অজাত সন্তানেরা নির্বাসনে পাঠিয়েছে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে যাত্রা পালা গজল গানের উৎসব হত গ্রামে
এখন সবে অন্তজালে নীল ছবি দেখে তুচ্ছ ভাবে বাংলাকে।
আমি কি বাংলাদেশের কথা বলছি?
যেখানে অনুর্বর মস্তিষ্কের প্রাণীর সংখ্যা বেড়ে চলেছে
দুর্বৃত্তরা জোটবদ্ধ হয়ে হনন করেছে অবিরত বাংলা মাকে।
আমি সেই বাংলাদেশের কথা বলছি
যে জাতি গর্জে উঠলে দমিয়ে রাখতে পারেনা বিশ্ব বেহায়ার গোষ্ঠী
তাই তো বলি গৌরব করে তবুও আশায় তুমি আমার প্রিয় জন্মভূমি।
লেখক কর্তৃক স্বত্ব সংরক্ষিত
২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১
আখেনাটেন বলেছেন:
ভালো লিখেছেন।
তবে বিনে পয়সার পতিতালয় বাংলাকে কথাতে আপত্তি জানিয়ে রাখলুম।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। "বিনে পয়সায় পতিতালয় বাংলাকে!" একটি বৃহৎ তাৎপর্য অর্থে ব্যবহার করা হয়েছে বিস্ময় সূচক (!!!) চিহ্ন দিয়ে। অর্থাৎ আমরা বিস্মিত যে ছেলের সামনে মায়ের, বাপের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে কিন্তু আমরা কত অসহায় যে, এর প্রতিবাদ করতে পারছিনা। আমরা নিরুপায়, আমরা অসহায়। তবে আপনি যে সঠিক নয় তা কিন্তু আমি বলছিনা। আবারও ধন্যবাদ আপনাকে।
৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশকে 'বিনে পয়সার পতিতালয়' বলা কে ধিক্কার জানাই।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। বিনে পয়সায় কোন পতিতালয় হয় না কিন্তু এখানে বিস্ময় সূচক চিহ্ন দিয়ে একধরণের ধর্ষণ সম্রাজ্যের মূলে আঘাত করা হয়েছে। তবে বেশ আগেই "জাতীয় কবি পরিষদ" এ এই কবিতাটি প্রকাশিত হয়েছে। সেখানে মোটামুটি সবাই উল্লেখ করার মত উচ্চমানের কবি ও লেখক। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। সেখানে অনেক মন্তব্য পেয়েছি তবে কোন আপত্তি এখনও পর্যন্ত কেউ করেনি। যদি এখানকার মত সেখানেও কোন আপত্তি করে তাহলে পরিবর্তন বাঞ্ছনীয়।
৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
কবিতা লিখেছেন, আপনাকে কবি হিসেবে ভাবার চেষ্টা করছি।
৫| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে।
কবিতার ভাষা সবাই আসলে বুঝতে পারে না। আবার ভাল ভাবে না পড়ে মন্তব্য করে করে গুজব ছড়াতে চাই!
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
বুঝা যাচ্ছে, আপনি বাংলাদেশের কথা বলছেন না; আপনি পাকিস্তানের কথা বলছেন!