![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
ছবি সেজান ভাইয়ের ফেবু থেকে
ভোগের দুনিয়ায় ভাবুকের কি কোন ফুরসত আছে একটু ভাব প্রকাশ করার। কত কি-ই তো ভাবি। কিন্তু সবই কি প্রকাশ করতে পারি? না সময়ের অভাবে না অসুরের ভয়ে। তারপরেও তো থেমে থাকলে চলেনা। তাই একটু বিলম্ব হলেও একাত্তরের জননী রমা চৌধুরীর স্মরণে দুটি কথা।
মুক্তিযোদ্ধা, লেখক, শিক্ষক বীরাঙ্গনা রমা চৌধুরী চিরবিদায় নিলেন আমাদের মাঝ থেকে। উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত একজন মহিলা যিনি জীবনের লম্বা একটি সময় জুতা ছাড়া চলাফেরা করেছেন। সাগর-টগর নামের দুই ছেলেকে হারিয়ে; নিজের সম্ভ্রম হারিয়ে, একাত্তরের জননী আমাদের প্রিয় রমা চৌধুরী বলেন,
“আমার ছেলেদের আমি পোড়াতে দিইনি। এই মাটিতে তারা শুয়ে আছে। আমি কীভাবে জুতা পায়ে হাঁটি। পারলে তো বুক দিয়ে চলতাম–ফিরতাম। তারা কষ্ট পাবে।”
আমরা বস্তুবাদী ভোগ বিলাসী যারা তাদের কাছে এইটা খুবই মামুলি ব্যাপার। কে প্রায় অর্ধ শতাব্দী জুতা পড়ল না আর কে সন্তান হারানোর শোকে আমৃত্যু একটি ভাতের দানা মুখে নিলনা তা যেন অর্থহীন।
শুধু সন্তান জন্ম দিয়েই মা নন, দেশের জন্যে যে মা এতো বড় বড় ত্যাগ করলেন তিনিই তো প্রকৃত জননী। হে জননী, চিরবিদায়। হিন্দু রীতিতে শবদাহ গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ কিন্তু রমা চৌধুরীর ইচ্ছা অনুযায়ী তার দুই ছেলের পাশে তাঁকেও চিরশায়িত করা হয়েছে। হে মহীয়সী জননী এই মাটিতে সাগর-টগরের সঙ্গে আপনিও ঘুমিয়ে থাকুন আমাদের সশ্রদ্ধ অভিবাদন নিয়ে!
রমা চৌধুরীর ত্যাগ, জীবন দর্শন, লেখনী নিঃসন্দেহে আমাদের জন্য অনুস্মরণ ও অনুকরণীয় হয়ে থাকবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
বিদ্যুৎ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা আসলে একটি রাজনৈতিক ফায়দা লোটার স্লোগান। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে মুক্তিযুদ্ধে তাদের কোন ভূমিকা নেই আবার থাকলেও সেটা নেতিবাচক ভূমিকা। প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন বিতাড়িত বা অবহেলিত। তাই আজ দেশের এই অবস্থা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সাইন বোর্ড বলেছেন: সুন্দর নিবেদন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: উনার জন্য এক আকাশ স্বচ্ছ শ্রদ্ধা ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার | অপনাকে ধন্যবাদ
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
প্রামানিক বলেছেন: রমা চৌধুরির জন্য শ্রদ্ধাঞ্জলি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৮
বিদ্যুৎ বলেছেন: গুণীজনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রমা মায়ের জন্য ভালোবাসা।
দেশে এখন পর্যন্ত বীরঙ্গনা ২৩১(সম্ভবত)।
৩লক্ষ মাকে সম্মান দিতেও আমরা ব্যার্থ।
মুক্তিযুদ্ধের চেতনা যে কি? এখনো আমি বুঝি না!!!!