![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
কিছু কিছু মানুষ আছে যারা আমার লেখার সাথে দ্বিমত পোষণ করে মন্তব্য করে। আমি তাদের সাধুবাদ জানাই। কারণ যথার্থ সমালোচনা করলে সঠিক ভাবে কাজ করা যায়। কিন্তু যারা অহেতুক ব্যাক্তিগত বা প্রসংগের বাইরে গিয়ে এমন কি আপত্তিকর মন্তব্য করে আমি তাদের এড়িয়েই চলতে চাই। কারণ এদের অনর্থক সমালোচনা কোন কাজেই আসবে না। কলামিস্ট আব্দুল গাফফার এবং প্রায়াত কবি ও সাব্যসাচী লেখক সৈয়দ সামসুল হক তাঁরা তাঁদের নিজ নিজ অবস্থানে সফল কিন্তু তাঁরাও আক্ষেপ করে বলেছিলেন যদি তাঁরা ভাল সমালোচক পেতেন তাহলে তাঁরা সফল হতে পারতেন। তাই আমি সব ভাল সমালোচকদের সমালোচনা গুরুত্বের সাথে নিই।
যাহোক এবার আসি মূল কথায়।
আওয়ামী রাজাকার নামা এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধের উপ প্রধান সেনাপতি এ কে খন্দকার।
‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের এক সপ্তাহ আগেও তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশবাশীর কাছে পরিচিত ছিলেন। কিন্তু ‘১৯৭১ : ভেতরে বাইরে’ শিরোনামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বই প্রকাশের পরই তিনি আওয়ামীলীগের কাছে পাকিস্তানের চর হয়ে গেছেন। সংসদেও তাকে গালাগালি করতে সবাই সরব। কেউ বলছেন, পাকিস্তান বিমান বাহিনীর কাছ থেকে পরিকল্পনা নিয়ে এসে তিনি মুক্তিযুদ্ধে ঢুকে পড়েছিলেন চর হিসেবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে তিনি একজন ছিলেন। ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশের পর এই বীর যোদ্ধাকে কেউ বলছেন খন্দকার মুশতাকের দোসর। কেউ তার বই বাজেয়াপ্ত করতে বলছেন। বলছেন গ্রেফতার করতে। রাজাকার বলতেও কেউ দ্বিধা করছেন না।
বিশেষ দ্রষ্টব্যঃ যারা শুধু রেফারেন্স হিসেবে লিঙ্ক চাই তাদের উদ্দেশ্য বলব তোমাদের বিবেকের চোখ অন্ধ, কান বধির, অনুভূতি ভোঁতা। তাইতো চোখের সামনের ঘটনা তারপরও বলবে আপনি কোথায় পেলেন লিঙ্ক দেন। বিবেকের চোখ কান খোলা রাখ, ভোঁতা অনুভূতিতে শাণ দাও সব পরিষ্কার হবে তোমাদের কাছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
বিদ্যুৎ বলেছেন: এক একজন মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের এক একটি চেতনা। বর্তমানে চেতনার নয় বরং তথাকথিত চেতনাধারীরা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মূল চেতনা কে মুছে দিতে চাই। আওয়ামী মেশিনে রাজাকার ঢুকে চেতনাবাজ হচ্ছে আর এই মেশিন থেকে বের হয়ে আসলেই একজন বীর মুক্তিযোদ্ধাও তাদের কাছে রাজাকার হয়ে যাচ্ছে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত সহমত।
পৃথিবীর ইতিহাসে আপনি শ্রেষ্ঠ সিরিজ লিখছেন।
এই সিরিজের কারনে সামু ব্লগ অনেক উপরে উঠে যাচ্ছে। প্রতিদিন কয়েক কোটি ভিজিটর আসছে ব্লগে এই সিরিজ পড়তে।
এবার বিএনপি-জামাতের মুক্তিযোদ্ধানামা লিখুন... সাকা, কাদের মুলা, গোলাম আযম, নিযামী....
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০
উদাসী স্বপ্ন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত সহমত।
পৃথিবীর ইতিহাসে আপনি শ্রেষ্ঠ সিরিজ লিখছেন।
এই সিরিজের কারনে সামু ব্লগ অনেক উপরে উঠে যাচ্ছে। প্রতিদিন কয়েক কোটি ভিজিটর আসছে ব্লগে এই সিরিজ পড়তে।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
স্বপ্নডানা১২৩ বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত সহমত।
পৃথিবীর ইতিহাসে আপনি শ্রেষ্ঠ সিরিজ লিখছেন।
এই সিরিজের কারনে সামু ব্লগ অনেক উপরে উঠে যাচ্ছে। প্রতিদিন কয়েক কোটি ভিজিটর আসছে ব্লগে এই সিরিজ পড়তে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
সনেট কবি বলেছেন: পড়লাম
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬
বিদ্যুৎ বলেছেন: পড়তে কোন মানা নেই। ধন্যবাদ।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্তিযোদ্ধা আর রাজাকার ডিপেন্ড করে আপনি আওয়ামীলীগের কতটা অন্ধ ভক্ত বা সমর্থক তার উপর।
চোখ বুজে সমর্থন দিলে রাজাকার বেয়াই নিয়েও টু শব্দটি করে কার সাহস আছে!
না দিলে সশস্ত্র যোদ্ধারাও হলে পরে ট্যাগিংবাজির স্বীকার।
এই অন্ধত্বর ফল আওয়ামিলিগই ভোগ করবে। অন্য কেউ নয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
বিদ্যুৎ বলেছেন: ইতিমধ্যেই একজন জাতীয় পর্যায়ের নেতা আওয়ামীলীগকে চ্যালেন্স দিয়েছে যে, কোন দলে কত বেশি মুক্তিযোদ্ধা আছে তার হিসেব দিয়ে দেশবাসীর সামনে প্রমাণ করুক কোন দল মুক্তিযোদ্ধাদের দল। কিন্তু আওয়ামীলীগ সেই চ্যালেন্স গ্রহণ করতে পারে নাই। ধন্যবাদ আপনাকে।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
জগতারন বলেছেন:
বাল-ছাল পোষ্ট।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
রাকু হাসান বলেছেন: আপনার লেখাটি আরও বিশ্লেষণ থাকলে পড়তে ভালো লাগতো । বিষয় নিয়ে আরও আলোচনা করা যেত বলে মনে হয় । শুভকামনা ।
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৯
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি সচেতন মানুষ মাত্রই জানে আপনার সিরিজের অর্থ। বাকীরা যাই বলুক, কান দিবেন না...
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:২০
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
সাইন বোর্ড বলেছেন: সচেতন সব মানুষই জানে অাপনি যা লিখছেন তা সময়ের সত্য কথা, তারপরও এর সাথে অাপনার নিজস্ব কিছু ভাবনা, বিশ্লেষণ তুলে ধরুণ, যাতে লেখাটি অারো সমৃদ্ধ হয় ।
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:২১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই মুর্খ মানুষের একটা বোকামি প্রশ্ন ছিলো। এতো বীর প্রতিক, বীর উত্তম সবাই রাজাকার হলে। জিয়া, কাদের সিদ্দিকী এরা রাজাকার হলে যুদ্ধ করেছে কে? নিজামী কাকু??? না পাকিস্তানের ইয়াহিয়া খান??? বুঝিনা ভাই। আমি কিছু বুঝিনা।।।