নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

জলাতঙ্কে নয়, ঐক্যফ্রন্ট আতঙ্কে ভুগছে হাসিনা সরকার

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯



আমি ব্যাক্তিগত ভাবে মনে করেছিলাম জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের রাজনীতিতে সরকার পরিবর্তন তো দূরের কথা রাজনীতিতে গুণগত পরিবর্তনেরও কোন প্রভাব ফেলতে পারবে না। বড় বড় নেতারা সাধারণত ঐক্য মতে পৌঁছাতে পারে না। আবার পারলেও তা বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এর মূল কারণ ইগো সমাস্যা। কেউ কাহাকে ছাড় দিতে চাই না অথবা কেউ কাহাকে ছাপিয়ে যেতে দেয় না।
কিন্তু আজকে জাতীয় সংসদে সরকার দলীয় সাংসদের অবিরাম বিষদগার সমালোচনা ও শঙ্কার কথা শোনার পর মনে হল জাতীয় ঐক্যফ্রন্ট সত্যিই সরকারের জন্য এক বিরাট আতংক। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সরকার যে ভাবে জুলুম অত্যাচার আর গায়েবি মামলা দেওয়া শুরু করেছে তাতে হয় তো নির্বাচন না দিয়েও ক্ষমতা কুক্ষিতগত করে রাখার চেষ্টা করবে। তবে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সরকারের বিষদগার সমালোচনা দৃশ্যমান হচ্ছে হাসিনা সরকারের পতন ত্বরান্বিত। সাধারণ জনগণ হিসেবে চাইব বিদায়-আগমন যাই হোক গুণগত মান যেন পরিবর্তন হয়।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার মতানুসারে, সরকারের পতন কখন হবে? সরকারের পতন দিন আমাদের কি করা উচিত?

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবে ঐক্য ফ্রন্টের নেতাদের ফোন টেপ করা হচ্ছে এবং প্রকাশও করা হচ্ছে তাতে মনে হয় আওয়ামী লীগ সিরিয়াসলি নিয়েছে ঐক্য ফ্রন্টকে। তবে তেনারা যদি 'ইগো' দূর করতে না পারেন তাহলে শেষ পর্যন্ত শেখ হাসিনাই জয়ী হবেন...

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। তবে হঠাৎ কেন যেন সরকার দুর্বল হয়ে গেছে।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৯

আবু তালেব শেখ বলেছেন: বিরোধীতা যেই করুক না কেন,,,,, রাজাকার খেতাব তাহার প্রাপ্য,,,
ঐক্যফ্রন্টের নেতাদের ও রাজাকার খেতাব পাওয়ার সময় ঘনিয়ে আসছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

বিদ্যুৎ বলেছেন: রাজাকার খেতাবের এখন কারতি নেই। সবাই জানে আওয়ামীলীগের বিরুদ্ধে গেলেই তাকে রাজাকার বলা হবে যদিও সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩

আবু তালেব শেখ বলেছেন: নতুন দলটা কে নিয়ে আলোচনা, সমালোচনা করে জনগনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। যাতে বিএনপি নামক মেরুদণ্ডি হীন দলের নাম মানুষ ভুলে যায়।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

বিদ্যুৎ বলেছেন: হয়ত ঠিক বলেছেন। তবে বিএনপিকে মানুষ ভুলবে না কারণ এটার পিছনে কলকাঠি কিন্তু বিএনপি নাড়ছে। বিএনপি আসলে সমর্থক বান্ধব দল। সুযোগ পেলে জাতীয়তাবাদী শক্তিকে ভোট দেয়। সরকার সেই জন্য ভোটের সুযোগ নষ্ট করে দিচ্ছে বারবার।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: সরকারের উপর কেউ মাতুব্বরি করতে পারে না। কেউ মাতুব্বরি করতে গেলে তার খবর আছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি সঠিক বলেছেন। যারা করতে যায় তারাই তো নাই হয়ে যায়। দেশ এখন এক কঠিন ভয়াবহ সময় পার করছে।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

নজসু বলেছেন: কি যে বলেন ভাই।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

বিদ্যুৎ বলেছেন: যা চোখের সামনে দেখছি তাই বলছি। যদিও কিছু বলাটাও বিপদজনক।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

ঢাবিয়ান বলেছেন: মইনুল হোসেনের গ্রেপ্তারেই বোঝা গেছে যে আতংক কতটা প্রকট।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। খুব মহা আতঙ্কে ভুগছে সরকার।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: যেভাবে মামলা, ফোন টেপ করা হচ্ছে। ঐক্যফ্রন্ট কতদিন থাকে দেখা যাক।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

বিদ্যুৎ বলেছেন: এই ফ্রন্ট নিয়ে আমি আসলে বেশি আশাবাদী নই। কিন্তু সরকারের আতংকগ্রস্ত হওয়া দেখে মনে হয় এই ফ্রন্টের একটা মজবুত ভিত আছে যা সরকারকে একটা বড় ঝাঁকুনি দিতে পারে। দেখা যাক কি হয় ফ্রন্টের ভবিষ্যৎ। সময়ই বলে দিবে।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

কে ত ন বলেছেন: আওয়ামী লীগ বিএনপির মত নয়। তারা যেকোন তুচ্ছ বিষয়কেও সিরিয়াসলি নেয়। ঐক্যফ্রন্ট এখনও ইঁদুরের গর্তে আছে। এখনও গমের বস্তা কোথায় আছে, জানেই না। আর এসব ফালতু নেতাদের ইগো হুট করে দাঁড়িয়ে যেতেও সময় লাগেনা। কাজেই ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগের চিন্তা করার কিছুই নেই, তবে একদম কোন প্রতিক্রিয়া না দেখালে চলেনা, তাই দুই একটা কথাবার্তা এদিকে ওদিকে হচ্ছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

বিদ্যুৎ বলেছেন: আমি সেই কথাটাই বলেছি কিন্তু প্রতিক্রিয়ার মাত্রা কিন্তু একেবারে সাধারণ নয়। ধরপাকড় মামলা হামলা আর আওয়ামী শীর্ষ নেতাদের বক্তব্য কিন্তু তাদের দুর্বলতাই প্রকাশ করে। দেখা যায় সময়ই বলে দিবে। তবে যায় হোক যেন গুণগত পরিবর্তন আসে দেশের জন্য।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

মুহাম্মদ কবির এফ মুক্তাদির বলেছেন: শেখ হাসিনা পদত্যাগ চাই

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

বিদ্যুৎ বলেছেন: আপনি আপনার আন্দোলন চালিয়ে যান। জনগণ আছে আপনার সাথে।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

খায়রুল আহসান বলেছেন: খাশোগী হাতাহাতি লড়াইয়ে মারা গেছেন- এ ধরণেরই নির্জলা মিথ্যা বিজ্ঞপ্তি আমাদের প্রচার মাধ্যমগুলোতে তো প্রায়ই শুনি, বিশেষ করে 'বন্দুকযুদ্ধ' এর বিজ্ঞপ্তিগুলোতে। বড় বড় রাজনীতিক নেতারা কেউ কেউ গাড়ী ভাঙচুর করেছেন, এমন হাস্যকর মিথ্যা মামলাতেও অভিযুক্ত হয়েছেন। চারিদিকে তো শুনি মিথ্যারই বেসাতি। সেটা এখন যেমন হচ্ছে, আগেও তেমন হতো, তবে এর চেয়ে অনেক কম। মিথ্যের সাথেই আমাদের বসবাস। তবে শেষ পর্যন্ত মিথ্যে কালের অতল তলে হারিয়ে যায়, সত্যই ইতিহাস হয়ে টিকে থাকে।
কোনটা সাজানো অপপ্রচার, কোনটা মিথ্যা মিশ্রিত কাহিনী, সেটা জনগণ ঠিকই একদিন টের পায়।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন। তবে বাংলাদেশ নিয়ে এখনও কোন ইতিহাস রচনা হয়নি! যা হয়েছে তা শুধু কাদা ছড়াছড়ি । কয়েক শতাব্দী পরে গিয়ে হয়ত ভিন্নমত ও জাতের মানুষেরা তাদের গবেষণা কাজের জন্য সত্যি ইতিহাস লিখে যাবে, যখন হয়ত আমরা থাকব না। ধন্যবাদ আপনাকে অতি সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.