![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ
মানব জাতি কি তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে? বর্তমান বিশ্বে টাকা এবং মোবাইল ফোন হবে সবচেয়ে বহুল ব্যবহৃত জিনিস। হয়ত মোবাইল হবে সর্বাপেক্ষা অধিক ব্যবহৃত জিনিস কারণ উন্নত বিশ্বে তো বটেই তৃতীয় বিশ্বেও মুদ্রার নোট ব্যবহার দ্রুত হ্রাস পাচ্ছে। লেনদেন সব এখন মোবাইল ডিভাইসে। সেইজন্য এই শঙ্কার দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ান সংস্থা সিএসআইআরও-এর গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের স্ক্রিনে থাকা গ্লাস, প্লাস্টিক এবং কাগজের নোটের মতো মসৃণ পৃষ্ঠে করোনাভাইরাস ২৮ দিন পর্যন্ত থাকে। এসব পৃষ্ঠে ২০ সেলসিয়াস বা ৬৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় এবং অন্ধকারেও ভাইরাসটি অত্যন্ত শক্তিশালী থাকে। আবার একই পৃষ্ঠে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসটি ২৪ ঘণ্টার বেশি টিকতে পারে না এটি। তবে আশা-নিরাশা, শঙ্কা যেটাই হোক সচেতনতার কোন বিকল্প নেই।
২| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৩
স্থিতধী বলেছেন: চাঁদগাজী বলেছেন: মানব জাতির চুড়ান্ত পরিণতি নিয়ে কিছু বলতে চেয়েছিলেন মনে হলো, উহা ভুলে গেছেন?
এটা সম্বভত লেখকের পাঠক টেনে আনার clickbait strategy।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:২১
বিদ্যুৎ বলেছেন: আপনি যার কথা উল্লেখ করেছেন তার মত কতিপয় লোকের জন্য আজ সামু পাঠক শূন্য। জমজমাট এই ব্লগ সাইটটিতে এদের অশ্লীল আর অশোভন লেখা আর মন্তব্যের জন্য সরকার এটাকে পর্ণ সাইট বলে বন্ধ করে রেখেছিল। তাই পাঠক শূন্য সাইটে পাঠক খোঁজা অবান্তর। তবে সামুকে আবার জমজমাট দেখতে চাই।
৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: মানব জাতি কি তার চূড়ান্ত পরিণতি কি মৃত্যু? ধ্বংস হয়ে যাওয়া?
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:১০
বিদ্যুৎ বলেছেন: জাগতিক প্রস্থান তো মৃত্যুর মাধ্যমেই হয়ে থাকে বলে আমি মনেকরি। ধন্যবাদ রাজীব নুর।
৪| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৪
রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মানব জাতির চুড়ান্ত পরিণতি নিয়ে কিছু বলতে চেয়েছিলেন মনে হলো, উহা ভুলে গেছেন? আরেকটু চেষ্টা করে দেখবেন?
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৪
বিদ্যুৎ বলেছেন: সবাইক কি সব কথার মর্মার্থ বুঝতে পারে। বোঝার জন্যও তো নুন্যতম কিছু থাকতে হয়।
৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপাতত চিন্তা মুক্ত থাকুন,সিংঙ্গ্গা ওয়ালা ঘুমিয়ে গেছে।
তবে বিষটা ভাবার মতো।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:১১
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামত ব্যাক্ত করার জন্য।
৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৪
নেওয়াজ আলি বলেছেন: খাও দাও ফুর্তি করো । মরতে যগন হবে ভেবে এত লাভ কি
১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪
বিদ্যুৎ বলেছেন: মরতে হবে বলেই তো ভাবতে হচ্ছে।
৭| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২৩
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৫
বিদ্যুৎ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। প্রাসঙ্গিক সব মন্তব্যের উত্তর আমি দিয়ে থাকি।
৮| ১৩ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৩৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মানবজাতির চূড়ান্ত পরিণতির আগেই বিজ্ঞানীরা কিছু একটা বের করে ফেলবে | তাছাড়া হার্ড ইমুইনিটি বলেও একটা বিষয় আছে - সুতরাং করোনা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই |
তবে বাঙালিজাতি চূড়ান্ত পরিণতির দিকেই যাচ্ছে বলেই মনে হচ্ছে | একটা জাতির অধঃপতন এতটাই হয়েছে যে এদেরকে নিয়ন্ত্রণ করতে মৃত্যুদণ্ডের মতোই কঠিন কঠিন শাস্তির বিধান করতে হচ্ছে জাতির শীর্ষনেতৃবৃন্দের |
১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
বিদ্যুৎ বলেছেন: সেইজন্যই তো সচেতন হওয়ার কথা বলেছি। ধন্যবাদ আপনাকে।
৯| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১
একাল-সেকাল বলেছেন:
করোনা, ই-মানি, মানব জাতি, কোনটা যেন প্রতিপাদ্য বিষয় ছিল ?
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
মানব জাতির চুড়ান্ত পরিণতি নিয়ে কিছু বলতে চেয়েছিলেন মনে হলো, উহা ভুলে গেছেন? আরেকটু চেষ্টা করে দেখবেন?