![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
জানি , সব পথ এক নয়
কোন কোন পথ
কখনও বিজন হয়ে রয় ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাল লাগল।
আশাকরি সাথে থাকবেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
খায়রুল আহসান বলেছেন: যথার্থ বলেছেন, কোন কোন পথ বিজন হয় ....
দ্বিপদী লাইক করে গেলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩
বিজন রয় বলেছেন: দুই লাইনের এই পোস্টে আপনাকে পেয়ে আপ্লুত।
যে পথ বিজন হয় সে পথ অনেক লম্বা হয়।
ভাল থাকুন সিনিয়র।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বিজন পথে সুজন খুঁজতেই তো অপরাহ্ণ হল ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
বিজন রয় বলেছেন: দাদা এখনো সুজন পান নাই? আচ্ছা, আজ থেকে আমিই আপনার সুজন।
চলবে তো?
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চলবেই তো তবে তেলে জলে তো মিশবেনা। আপনি তো তেলের তেল মহাতল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫
বিজন রয় বলেছেন: ভুল বুঝেছেন দাদা। কয়েক বছর ব্লগে থাকেন। তাহলে আপনার ভুল ভেঙে যাবে।
তবে আপনার কথায় আমি কিছু মনে করিনি।
শুভকামনা দাদা।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
উধাও ভাবুক বলেছেন: সত্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার। আমার এখানে আসার জন্য স্যালুট।
শুভকামনা।
৮| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
সুখী মানুষ বলেছেন: বাহ!
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
এই তো পেলাম আপনাকে।
শুভকামনা।
৯| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: বিজন পথে,
পথ চলা খুব কষ্টের।
বিজন পথ মানেই তো একা জন হীন,
আমি ছাড়া শূন্য, শুধুই পথ।
পথ তো কখনো বিজন হতে পারেনা,
পারে, এ তো পথ নয়, অনন্তকালের পথ।
মৃত্যু পথ।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
বিজন রয় বলেছেন: আপনি যে অলংকার আমাকে দিয়েছেন তা পেয়ে কৃতজ্ঞ। আপনাকে মনে থাকবে। প্রথমে বুঝিনি, পরে আপনার ব্লগে গিয়ে জেনেছিলাম সবকিছু।
অনেক শুভকামনা রইল সবসময়ের।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতাটার সন্তুষ্ট করার ক্ষমতা কম। পাঠকের তৃষ্ণা এই কবিতা পড়ে বহুগুন বেড়ে যায়!
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: আমরা আসি বিজনে, চলে যাই বিজনে!!
কোথাও আমদের জন্য কেউ থাকেনা, এই পার্থিব জীবন ছাড়া।
তাইতো বলি সব পথ চলে যায় বিজন পথে, বিজন ঘরে।
১১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
শিখা রহমান বলেছেন: "সব পথ এক নয়।
কোন কোন পথ বিজন রয়।"
আমারতো মনে হচ্ছে কবিতাটার শেষ শব্দটা বদলে দিলে ভালো হয়।
আপনার নামকরণের সার্থকতা পাওয়া গেলো। শুভকামনা।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: হা হা হা............ দারুনতো!!
এভাবে তো আমার মাথায় আসেনি!!
'হয়' আর 'রয়'
হয় বলেছি এজন্য যে, এখানো বেঁচে আছি, যেহেতু সেই বিজন পথের দিকেই যাচ্ছি, আর রয় হতে পারে জীবনের শেষে বা মৃত্যুর পরে,অর্থাৎ যেটা রয়ে যাবে।
তবে আপনার এই তাৎক্ষনিক ভাবনা আর সুন্দর প্রকাশ আমাকে সুখী রেখে গেল। আমি সন্মানিত বোধ করছি।
আপনাকেও অকৃত্রিম সন্মান জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ অার শুভকামনা।
১২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিজন রয়
কবিতাগুলোর অপেক্ষায় আছি।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: আজকে ইমেইলে পঠিয়ে দেব।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।