নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা\'য়

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫১


নক্ষত্ররা আজ ঘুমুতে যাবে না
হৃদয় বালিয়াড়ির সখ্যতায়
ষোড়শীর জলঘরে নেমেছে চন্দ্রসভা।

অন্তঃপুরের ভিতর কি বাহির
আত্মরাগের নির্যাসে এই জলসঙ্গীতে,
যুগলেরা 'তারাদের' ইতিহাসে নাম লেখায়
অন্তহীন, মেঘেদের দলে।

আসক্তি আর সংসর্গে
প্রেমঘোরের জলরেখায়
প্রতিটি 'তারার ফুল'
আজ ভয়াবহ রকমের অসভ্য।

নক্ষত্ররা আজ মিথুনরাশি
ষোড়শীর জলগর্ভে,
জন্মের সম্পর্ক নিয়ে মুখোমুখি।

ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা।

ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় সব কবিদের নিমন্ত্রণ গোপনে, সংগোপনে।

মন্তব্য ১৭০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলো

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা।

২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

অগ্নি সারথি বলেছেন: চমৎকার।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: আপনি নামকরা ব্লগার। আমার এখানে এসে কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

সরদার হারুন বলেছেন: ভেবে ছিলুম সামু ছেড়ে যাব কিনতু এমন লেখা পেলে আর ছাড়বনা ।

কবি,তোমাকে আমার হিৃদয়ের সব টুকু ভালবাসা দিলুম।আমার যাবার সময় হয়েছে, তুমি বেঁ চে থাক
লিখে যাও সুন্দর কবিতা।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: ব্লগ ছেড়ে কোথাও যাবেন না, যেতে দেওয়া হবে না।

যেভাবে আপনি কথা বললেন, তার উত্তরে শুধু শ্রদ্ধা বর্ষণ করতে পারি।
শুভকামনা, ভাল থাকুন।

৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

মাসুদ মাহামুদ বলেছেন: অসাধারন

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: আপনাদের ভাল লাগায় অনেক কিছু অসাধারণ হয়ে ওঠে।

অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।

৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

আরাফআহনাফ বলেছেন: ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় সব কবিদের নিমন্ত্রণ গোপনে, সংগোপনে।

নিমন্ত্রনে নিমন্ত্রিত।

+++++

শুভ কামনা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: ষোড়শী আপনার অপেক্ষায় থাকবে নিশ্চয়ই।
এক চন্দ্রসভায় আসবেন দ্বিধাহীন চিত্তে।

৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার! ভালো লাগলো কবিতা।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: কবিতা পড়া ও সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমরা সময়ের সাথে কেবল যুদ্ধ করি।

৭| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা।

চমৎকার কবিতা। ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

বিজন রয় বলেছেন: আপনিও নক্ষত্র হলেন!! গ্রহণ করুন সেই মহা সভার উষ্ণতা।

ধন্যবাদ ও শুভকামনা।

৮| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

কল্লোল পথিক বলেছেন: নক্ষত্ররা আজ মিথুনরাশি
ষোড়শীর জলগর্ভে,
জন্মের সম্পর্ক নিয়ে মুখোমুখি।



চমৎকার কবিতা।খুব ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: আপনিও কি মিথুন রাশির??

এই চন্দ্রসভায় হাজির??

ধন্যবাদ।

৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

মাটিরময়না বলেছেন: চমৎকার।

শুভেচ্ছা বিজন দা।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: এই যে কাছকাছি থাকা, এই যে কথা বলা, এটাই সবচেয়ে ভাললাগার।

ধন্যবাদ মাটিরময়না, এভাবেই থাকেন।

১০| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

তার আর পর নেই… বলেছেন: কঠিন লেগেছে

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: আরো একবার পড়লে সহজ লাগবে।
কবিতা একটু কঠিন হয় সবসময়।

১১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: যদিও আজকের কবিতার ভাষাগুলো একটু কঠিন লাগলো। তবে পড়তে ভাল লেগেছে। বুঝেছি কম, সেটা হয়তো আমারই অপারগতা!

শুভেচ্ছা রইলো!

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: নক্ষত্ররা আজ ঘুমুতে যাবে না
হৃদয় বালিয়াড়ির সখ্যতায়
ষোড়শীর জলঘরে নেমেছে চন্দ্রসভা।

না কোন কঠিন নয়।

নক্ষত্ররা
হৃদয়
বালিয়াড়ির
সখ্যতায়
ষোড়শীর
জলঘরে
চন্দ্রসভা।

কোন শব্দটি কঠিন!!!!

ধন্যবাদ ও শুভকামনা টাইগার।

১২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

প্রমেঘোরের
এটা কি টাইপো?

কবিতা কি দুর্বোধ্যের কাছাকাছি চলে গেল?
আমি তো মিথুনরাশি।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: ওটা প্রেমঘোর হবে। টাইপো তো অবশ্যই। তাড়াহুড়া করলে যা হয় !!

দুর্বোধ্য হতে পারে অনেকের কাছে, যারা ইংরেজী বেশী পড়ে।
আপনার কাছে তো নিশ্চয়ই দুর্বোধ্য হবে না।

হা হা হা
আপনি দেখি প্রেমিকদেরও রাজপুত্র! মিথুনরাশি!!!

শুভকামনা রইল।

১৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

নুরএমডিচৌধূরী বলেছেন: নক্ষত্ররা আজ ঘুমুতে যাবে না
হৃদয় বালিয়াড়ির সখ্যতায়
ষোড়শীর জলঘরে নেমেছে চন্দ্রসভা।

অন্তঃপুরের ভিতর কি বাহির
আত্মরাগের নির্যাসে এই জলসঙ্গীতে,
যুগলেরা 'তারাদের' ইতিহাসে নাম লেখায়
অন্তহীন, মেঘেদের দলে।

আসক্তি আর সংসর্গে
প্রেমঘোরের জলরেখায়
প্রতিটি 'তারার ফুল'
আজ ভয়াবহ রকমের অসভ্য।

নক্ষত্ররা আজ মিথুনরাশি
ষোড়শীর জলগর্ভে,
জন্মের সম্পর্ক নিয়ে মুখোমুখি।

ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা।

ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় সব কবিদের নিমন্ত্রণ গোপনে, সংগোপনে।

কোন লাইন ই বাদ দিতে পারলাম না কবি
ভাল লাগা রেখে গেলাম
+++++++++++

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: দিলেন তো একবারে! সবটাই।
আসুন নক্ষত্র হই।

১৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

মুসাফির নামা বলেছেন: চমৎকার। মিথুনরাশি?????

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: আপনিও কি মিথুনরাশির??

তবে আসুন আমাদের ভদ্রসভায়।

ধন্যবাদ।

১৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

সোজোন বাদিয়া বলেছেন: নান্দনিক বাক্যজাল, গায়ে জড়িয়ে গেল, জট ছাড়াতে পারলাম না।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

বিজন রয় বলেছেন: এই তো, এভাবে দেখতে হবে, তবেই না সৃষ্টি অমর হবে।
খুব ভাল লাগল আপনার শ্রীকথা।

শুভকামনা।

১৬| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

বিজন রয় বলেছেন: জেনে ভাল লাগল।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

আবার দেখা হবে।

১৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কাবিল বলেছেন: আমি তো আর কবি না :( তাই ভদ্রসভা'য় নিমন্ত্রণ পেলাম না।
কবিতায় ভাল লাগায় দ্বিতীয় লাইক।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪৭

বিজন রয় বলেছেন: আপনি ভুল বললেন।
পৃথিবীর প্রতিটি মানুষই কবি। যার ভিতর কবি সত্ত্বা নেই সে ভাল মানুষ নয়।

তাই আপনিও কবি। আপনাকে নিমন্ত্রণ।
আসুন।

১৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫১

বিজন রয় বলেছেন: কেন ভাল লাগল??

১৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
প্রথমে বুঝতে একটু সমস্যা হচ্ছিল।
বারবার পড়ার পর বুঝলাম, পরিশ্রম ১৮ আনা সার্থক হয়েছে।

এক কথায়, অসামান্য ভাল।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

বিজন রয় বলেছেন: আপনার মতো পাঠক পেলে যে কোন লেখক সুখ পাবে। যেখানে কারো কোন লেখা একবার পড়তে চায় না সেখানে আপনি বারবার পড়েছেন এবং কবিতার ভিতরে প্রবেশ করেছেন।

আপনি আমার অলংকার রাজশ্রী।
অনেক অনেক শুভকামনা।

২০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১৫

জ্যোস্নার ফুল বলেছেন: অসম্ভব ভালো লাগা

ষোড়শীর জলঘরে নিমন্ত্রণ পেয়ে যারপরনাই খুশি হলুম, গিয়ে একেবারে ভিজে আসব। :``>>

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

বিজন রয় বলেছেন: দেখবেন, ষোড়শী যেন উর্বশী কিংবা রম্ভা না হয়ে যায়। তবে পূণ্যতায়, স্বচ্ছতায়, মাদকতায ভিজবেন এই আশাই রাখি।

ধন্যবাদ প্রিয় ফুল।

২১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:২২

রুদ্র জাহেদ বলেছেন: কঠিন কিছু লাইন।বুঝতে কয়েকবার পড়লাম।দারুণ লেগেছে
+++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

বিজন রয় বলেছেন: আসলে কঠিন নয় সেটা আপনিও বুঝতে পেরেছেন। ভাব আর ভাষা আপনার ভাল লেগেছে।
প্রীত হলাম।

২২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫০

গীতবিতান কাফকা বলেছেন: চমৎকার কবিতা

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
একটি কবিতায় অনেক কিছু দিতে পারে হৃদয়ের।

শুভকামনা।

২৩| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: শব্দের মায়াজালে মোহিত হয়েছি। অসামান্য কবিতা। শুভেচ্ছা রইল।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: যে যেমন ভাল সে তো তেমনই ভালটা বোঝে।
ভাল লাগল আপনার কমপ্লিমেন্ট।

ভাল থাকবেন সবসময়।

২৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কাব্য !

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

বিজন রয় বলেছেন: জলসঙ্গীতে বিমোহিত হওয়ার জন্য ধন্যবাদ।
আবার আসবেন।

২৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: এ তো দেখছি কঠিন শব্দের পসরা সাজিয়ে বসেছেন! তবে কঠিন বলেই বোধহয় পড়তে এতোটা ভাল লাগল। :)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: জলঘর
জলসঙ্গীত
জলগর্ভ

সবাই আজ ভয়াবহ অসভ্য।
আপনিও।

হা হা হা অনেক ধন্যবাদ ভুত।
শুভকামনা।

২৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২২

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: কোন কিছু ভাল হলে আরো ভাল কিছু করার প্রয়াস পাওয়া যায়।
আপনাকে ধন্যবাদ রফিক কবিতা পড়ার জন্য।

ভাল থাকেন।

২৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০১

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার কথামালা!!

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: অসভ্য!! না আপনি নয়।
কবিতায় প্রতিটি তারার ফুল আজ ভয়াবহ রকমের অসভ্য।

আপনি ভাল।

২৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



কুমারী পুজার দিন-রজনী?

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: আপনি কোন দলে?
অসভ্যদের??

২৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

আরজু নাসরিন পনি বলেছেন:
খুব সুন্দর।


------
অফটপিক:
আচ্ছা আপনার কি ইংরেজি ভাষার উপর কোন বই আছে ?
আমি একজনকে চিনি ...ফেসবুকে দেখেছিলাম...মনে করতে পারছি না সেইজনই কি আপনি কিনা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনার উপস্থিতি ভাল লাগল।

ক্ষমা করবেন, আমি লেখক না। আমার বাংলায় কোন বই নেই সেখানে ইংরেজী ভাষার উপর বই!! আমি শরৎ চন্দ্রের চেয়েও কট্টর, ইংরেজী একদম ভাললাগে না। শুধু অান্তর্জাতিক ভাষা বলে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করি। আপনি ফেসবুকে যাকে চেনেন সে নিশ্চয়ই আমি নই।

শুভকামনা রইল।

৩০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

মাসুম মুনাওয়ার বলেছেন: হুম

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: হুম????

৩১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

নেক্সাস বলেছেন: নক্ষত্ররা আজ মিথুনরাশি
ষোড়শীর জলগর্ভে,
জন্মের সম্পর্ক নিয়ে মুখোমুখি


বেশ ভালো লাগলো

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: মিথুন জানলেই তো জলগর্ভের সন্ধান পাওয়া যায়। জন্মের বীজ সেখানেই লুকানো থাকে।

ধন্যবাদ নেক্সাস।
ভাল থাকুন।

৩২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

সিফাত ও তার কবিতা বলেছেন: প্রতিটি 'তারার ফুল'
আজ ভয়াবহ রকমের অসভ্য

দারুণ লেগেছে.....

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: আপনিও অসভ্যদের দলে ভিড়ে যান। এমন সুযোগ আর পাবেন না।

অনেক ভাল লাগল সিফাত আমার এখানে কথা বলার জন্য।

৩৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

জেন রসি বলেছেন: ষোড়শীর ঘোরলাগা অনুভূতির কাব্যিক উপস্থাপনা ভালো লেগেছে।

++

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: ঘোর লাগানোটা চাট্টিখানি কথা নয়।
আপনাকেও নিমন্ত্রণ আমাদের দলে।

৩৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

আবু শাকিল বলেছেন: কঠিন কবিতা।
পড়ছি,বোঝি নাই :)

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: আপনি বোঝেন নাই এই কথা কেউ বিশ্বাস করবে?
আপনি যে বুঝেছেন এটাই আমি বুঝেছে।

ধন্যবাদ শাকিলভাই।

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা।


--- নক্ষত্রদের ভদ্রসভায় কবিদের নিমন্ত্রণ শুধু? চাঁদে'দের চন্দ্রসভায় তাহলে কারা যাবে?

কবির কাছেই আছে কবিতার আসল মর্মাথ।

শুভেচ্ছা রইলো।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

বিজন রয় বলেছেন: প্রিয় গল্পকার আপনাকে দেখে খুব ভাল লাগল।

চাঁদ আর নক্ষত্রদের আজ পার্থক্য না করি। আমার মতে এজগতে সবাই এক একজন কবি। তাই সবাইকে এই সভায় নিমন্ত্রণ।

আর কবিতার মর্মার্থ আপনাকে বলতে গেলে লজ্জা পাবো!

ভাল থাকুন এই শুভকামনা।

৩৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

বাউল আলমগী সরকার বলেছেন: দাদা অনেক অনুপ্রেরণা পেলাম
ভাল থাকুন--------

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি আমাকেও উৎসাহ দিল। আসুন আমরা একসাথে পথ চলি, ব্লগিং করি, একে অন্যকে জানাজানি করি।

ধন্যবাদ, ভাল থাকুন।

৩৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: আরে আপনি! দেখে ভাল লাগল।

কবিতা পড়া জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

৩৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার ভাবনাগুলো চন্দ্রমতন , ভিন্ন রকম, ভিন্ন ভাবের । ভাল লেগেছে খুব ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: ভিন্ন দৃষ্টিতে কবিতাটি অবলোকন করেছেন বলে ভাল লাগল। আপনি তা পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনার লেখাগুলো তার প্রমাণ। তাই আপনাকে ভাল লাগাতে পারা আমার জন্য বিশেষ কিছু।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৩৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

আবু শাকিল বলেছেন: চাঁদগাজী- এক মন্তব্যে বলছে:
ভিক্ষুককেও দরবেশ মনে হয়!
কবিতার ভাবার্থ সবটুকু বোঝেছি তা স্বীকার করব না।
কিছুটা বোঝেছি।
কবিদের রূপক শব্দের আসল ভাবার্থ কম জন ই বোঝেতে পারে।আমি তাদের মধ্য একজন।
শুভেচ্ছা জানবেন

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

বিজন রয় বলেছেন: আবু শাকিল ভাই কবিতা অত বোঝাবুঝির দরকার নেই। আজকে যে আপনার সাথে এতগুলা কথা হলো সেটাই বড় কথা।
যারা কবিতা নিয়ে চিন্তা করে তারাই ভাবুক কবিতা নিয়ে।

ধন্যবাদ ও শুভকামনা।

৪০| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

বর্ণহীণ বলেছেন: ভালো লেগেছে।
আপনার কথা রেখেছি।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আশাকরি সামনের দিনগুলোতে সাথে থাকবেন।

ভাল থাকেন, এই শুভকামনা।

৪১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা । বাংলা শব্দে সাজানো একটা মনিহারের মতো লেগেছে আমার কবিতাটা ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

বিজন রয় বলেছেন: "এই মনিহার আমায় নাহি সাজে", খুব গর্বিত লাগছে যে কিছু একটা লিখতে পেরেছি।
আপনাকে ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।

৪২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫২

রোদেলা বলেছেন: ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় সব কবিদের নিমন্ত্রণ গোপনে, সংগোপনে ।
----------------------------------------------------------------
চাঁদ যে বড় মিষ্টি লাগে,ডাকছে কেবল নির্জনে ।।

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: এ যে সত্যি, সব কবিদের আবির্ভাব!
জলগর্ভে জন্মচিহ্ণ রেখে যেতে। খানিকটা সংগোপনে নির্জনে নিষ্পাপ অসভ্য হওয়ায় অজুহাতে!

কবিদের আগমনে আমি সত্যিই আপ্লুত।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

শায়মা বলেছেন: কবিতা কঠিন নহে তবে কবিতায় কঠিন সৌন্দর্য্যের দেখা পাওয়া গেলো!!!!:)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: কবিতার শেষ কথা তার সৌন্দর্য, সেটা খুঁজেছেন কবিতায়, এই ব্যাপারটি ভাল লাগল।
এমন পাঠক দরকার সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকার শুভকামনা রইল।

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: আমি তো ভালোই থাকি ভাইয়া!!!!!!!অলওয়েজ!!!!!!!

শুধু মাঝে মাঝে একটু মাথ বিগড়াই যায়! :P

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: নিজেকে ভাল রাখতে পারাটা ভীষণ ব্যাপার। সবাই তা পারে না। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আর রাগ থামিয়ে রাখাটাও অনেক যোগ্যতার। সেটার পারেন বলে মনে করি।

আবারো ধন্যবাদ।

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: রাগ থামিয়ে রাখি নাতো!!!! বরং নানা ভাবে তা অন্যের উপরে ফেলে দেই!!!!!!!!!!! :P

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: যত বেশি রাগ না করে থাকা যায় সেটাই ভাল। তবে কখনো কখনো প্রতিবাদের দরকার আছে। না অনেকে অযাচিত বাহুল্য দেখায়।

আবারো ধন্যবাদ আপনাকে।

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শসসসসসসসস...

আমি এসেছি সংগোপনে। কাউকে বলবেন না যেন... গোপন আহবানে সংগোপনেই হাজিরা দিতে হয় বৈকি ;)

একরাশ মুগ্ধতা!!!!!!!!!!!!!!!!! :)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

বিজন রয় বলেছেন: আপনার পোস্ট পড়ে এসে মনটা খুব খারাপ হয়েছে। এখন কিছু বলতে পারছি না।
ক্ষমা করবেন।

আপনার মুগ্ধতা চিরঞ্জীবী হোক।

৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: আমি তো রাগ না দেখিয়েই থাকি ভাইয়া!!!!!! হাওয়ার সাথে যুদ্ধ করে সময় নষ্ট!!!!!! আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই!!!!!!!:(

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: খেয়ে দেয়ে কাজের কাজই করেন। অকাজ না।
হা হা হা ।

৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আপনার পোস্ট পড়ে এসে মনটা খুব খারাপ হয়েছে। এখন কিছু বলতে পারছি না।
ক্ষমা করবেন।

না ভাই ক্ষমার কোন কথা নয়। বরং আপনার আবেগ আমাকেও ছূঁয়ে গেল।
এই আবেগটা ছড়িয়ে দিন নীতি নির্ধারণী মহলে। লেখায় কবিতায়, সংবাদে, ব্লগে, আড্ডায়
জেগে উঠুক মৃত চেতনা।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: সামাজিক সচেতনতার জন্য কাজ করা যেতে পারে। কিন্তু একার পক্ষে তো সম্ভব নয়। লেখায়, সংবাদে তো থাকবেই। তবে মানুষের কাছে যেতে পারলে বেশি কাজ হবে। আমরা ব্লগাররা কিছু একটি করতে পারি। হোক স্বল্প পরিসরে। অন্তত প্রতি ১৫ দিন বা এক মাসে একটি কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে।

৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: ঠিক ঠিক একদম অকাজের সময় নাই ভাইয়ু! :P

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

বিজন রয় বলেছেন: জীবন অনেক ছোট। তাই প্রতিটি মুহূর্ত মূল্যবান। এক নষ্ট করা ঠিক নয়।

৫০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

ভ্রমরের ডানা বলেছেন: প্রতিটি লাইনে লাইনে অসম্ভব মুগ্ধতা! দুর্দান্ত লেখনী! খুব ভাল লিখেছেন কবি!

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বিজন রয় বলেছেন: ষোড়শীর জলঘরটি জলসাঘর হতে পারতো, কিন্তু আমি সেদিকে যাইনি। ভদ্রসভায় দেখতে চেয়েছি ষোড়শীরা নিষ্পাপ। আর যারা অসভ্য হতে চায় তারাও আসলে সভ্য। যেমন আপনারা!!

যেভাবে কবিতাটিকে উপরে উঠালেন তাতে আমার বুক খুশিতে ভরে উঠল।

ভাল থাকুন ডানা।
শুভকামনা।

৫১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

সুমন আকরাম বলেছেন: ভালো লাগল!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
ভাল থাকেন।

৫২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



ষোড়শীর জলঘরে চন্দ্র আর নক্ষত্রদের ভদ্রসভার গুঞ্জরন ছলাৎ ছলাৎ জলধ্বনি তুলে গড়িয়ে গেলো যেন আমাদের আঙিনায় ।
সংগোপনের নিমন্ত্রণে ঠাঁই করে নিতে সে জলের আতর গায়ে মেখে সুগন্ধি ছড়িয়ে আসছে সব কবি .. আসছে.............

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য সবসময় দামী হয়। এবারো তার ব্যতিক্রম নয়। কবিতার অবগুন্ঠন সরিয়ে ভিতরে প্রবেশ করেছেন।
অনেক ভাল লাগল।

কথা হবে। ভাল থাকুন।

৫৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কাব্যমালা । ভালো লাগলো । :)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন।

৫৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

রবাহূত বলেছেন: হিংসা! খুব ভালো লাগলো তাই অনেক হিংসা! ভালো থাকুন আর ভালো লিখুন! শুভ কামনা!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

বিজন রয় বলেছেন: এটাতো ভালবাসার হিংসা। এই হিংসায় কোন দোষ নেই।

খুব খুশি হলাম।
ভাল থাকুন। শুভকামনা।

৫৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১০

সাফিন সামি বলেছেন: লিখার প্রতিটি শব্দ আজ ভয়াবহ রকমের অসভ্য অনেক ভাল লেগেসে আমাদের কাছে এই রকম গল্প এবং অনেক দরণের ট্রিপস আছে জানতে এখান এ view this link

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
কিন্তু আমার যে অন্য কারো টিপস দরকার নেই ভাই!!

শুভকামনা।

৫৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১৬

সায়েম মুন বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভাললাগা। লিখুন অবিরাম।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: অবিরাম লিখতে পারবো না। তবে কিছু কিছু লিখবো।
উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনি তো অনেক সিনিয়র।
শুভকামনা।

৫৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:০৪

মিজানুর রহমান মিরান বলেছেন: অসাধারণ লাগলো কবিতা।
+++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: এভাবে কমপ্লিম্ট পাওয়া সবসময়ের জন্য প্রেরণাদায়ক।
সাথে থাকুন, ভাল থাকুন।

৫৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কবি নই বলে জলঘরের বাইরেই অবস্থান হোল। কিন্তু কিছু ফিস্ ফিসানিতো কানে ঠিকই এলো....

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: হা হা হা
মানুষ মাত্রেই কবি!
আসুন এই অসভ্যদের দলে, ষোড়শীর জলঘরে জন্মসূত্র দেখে নিতে।

শুভকামনা।

৫৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩

ফেরদৌস প্রামানিক বলেছেন: দাদা, আমার কবিতা শেখার মাস্টার হবেন? কবিতা পড়ে বুঝলাম মাঝে মাঝে আপনাকে একটু জ্বালাতেই হবে ! অনেক ভালো লাগলো কবিতাটি !

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: এমনভাবে বললেন যেন আমি আপনার কত আপন! সত্যিই আমার বুকটা ভরে গেল। আমি আপনার জ্বালতন পাওয়ার জন্য সবসময় অপেক্ষায় থাকবো।

অনেক ভাল থাকেন।

৬০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি দেখি ফেমাস।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: আমি ফেমাস?? কারণ??

৬১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Onek comments. Ami apnake chini na.

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪

বিজন রয় বলেছেন: দয়াকরে বাংলায় লিখুন। ইংরেজী আমি পছন্দ করি না।

অনেক মন্তব্য কিভাবে বুঝলেন?
আপনি আমাকে চিনবেন কেন? ব্লগে আমি নতুন প্রায়।

৬২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪

সাইদুর রহমান বলেছেন: অসাধারণ।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সাথে থাকুন, ভাল থাকুন।

৬৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: অদ্ভুত উপমাময়

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ উদাসী।
আমি একটু একটু কবিতাই বুঝি, বিজ্ঞান নয়।

শুভকামনা।

৬৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

শ. ম. দীদার বলেছেন: অসাধারণ!

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: আসাধারণ!!
কবিতার খোলস পাল্টে যাক।

আপনি ভাল থাকুন। শুভকামনা।

৬৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটার নামটা যতোটা সুন্দর কবিতাটা ততোটা না তবে খারাপ লাগেনি

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

বিজন রয় বলেছেন: কবিতার না পছন্দ হয়েছে। কবিতা তেমন ভাল লাগেনি।
আমি চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি যে লেখক বা কবি নই!

পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর।

৬৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

ঢাকাবাসী বলেছেন: সুন্দর শব্দ দিয়ে চমৎকার কবিতা। ভাল লাগল।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫২

বিজন রয় বলেছেন: আরে ঢাকাবাসী ভাই!! কি যে ভাল লাগছে আপনাকে পেয়ে।
কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ।

আপনার জন্য ভাল থাকার শুভকামনা।

৬৭| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়ছি আর পড়ছি --- মুগ্ধতা ছেয়ে গেল গোটা মনে --- ও কবি এ কি লিখেছেন !!!!!!!! কিভাবে লিখলেন !!!! আমি শুধুই অবাক হচ্ছি --- অতি চমৎকার -- অতি চমৎকার

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

বিজন রয় বলেছেন: কি যে বলেন! এই ছোট্ট একটি কবিতাকে এত প্রশাংসা!! আমি যে খুশর জোয়ারে ভেসে গেলাম।
তবে হ্যাঁ, এই কবিতাটি পুরুষদের চেয়ে মেয়েদের ভাল লাগার কথা বেশি এবং সেটাই দেখছে।

ভাল থাকুন।
শুভকামনা।

৬৮| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

মোজাহিদ আলী বলেছেন: "ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা।

ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা'য় সব কবিদের নিমন্ত্রণ গোপনে, সংগোপনে।"

হা হা হা দাদা কবিদের নিমন্ত্রণ আপনি আমাকে
নিবেন ????
চমৎকার কবিতা।খুব ভালো লেগেছ, অসাধারণ !অনেক হিংসা লাগলো।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: আমার চোখে সবাই কবি। মানুষ মাত্রেই কবি।
আসুন ষোড়শীর জলঘরে অসভ্য হতে, ভদ্র হতে।

অনেক ভাল লাগল আপনার অভিব্যক্তি।
ভাল থাকার শুভকামনা।

৬৯| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর উপমা রূপকে সাজানো, প্রথম বার বুঝিনি বেশ কয়েক বার পড়েছি, কবিতার ভিতরে সম্পূর্ণ প্রবেশ করতে না পারলেও যত বার পড়ছি তত বার একটু একটু ভাল লাগা বেড়েই চলছে,অনেক অনেক শুভেচ্ছা রইল কবির প্রতি।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০০

বিজন রয় বলেছেন: হা হা হা ......... সুন্দর। এখানেই লেখকের গর্ব। এই যে কবিতা বোঝার জন্য, কবিতার ভিতরে প্রবেশের জন্য বারবার পড়া এবং কবিতাকে ভাললাগা এটাই তো একটি লেখার স্বার্থক রূপ।

এই যে বললেন..........যত বার পড়ছি তত বার একটু একটু ভাল লাগা বেড়েই চলছে..... এমন পাঠক ক'জন আছে! এটাই তো আমার অলংকার।

খুব ভাল লাগল।
ভাল থাকুন, শুভকামনা।

৭০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নিমন্ত্রণটা তো গ্রহণ করতেই হয় । ভালো লেগেছে অামার ।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২

বিজন রয় বলেছেন: আসুন, তবে ভদ্র সভায় ভদ্র ভাবে।

ধন্যবাদ রূপকভ
ভাল থাকুন।

৭১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর তো

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬

বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

৭২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

দিয়া আলম বলেছেন: আমার জন্য পরেরবার একটু সহজ করে কবিতা বানাবেন বিজন রয়? :)

পুরোটা না বুঝলেও এটা বুঝেছি কবিতায় আপনার মনযোগ কঠিন ভাবে ছিলো ।

ভালো থাকবেন রয়

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: আপনি কবিতা অনেক পছন্দ করেন তা আপনার কথায়ই প্রকাশ পেল। ভাল লাগল এটা জেনে। এই কবিতাটি মোটেও কঠিন না। আর এক থেকে দুবার পড়ুন দেখবেন সহজ মনে হবে এবং ভাল লাগবে।

আপনার জন্য ঠিকই কবিতা বানবো!!!

অনেক ধন্যবাদ, ভাল থাকেন নিরন্তর।

৭৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



এটা কি শেষের কবিতা, নাকি আরো কিছু আছে?

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: শেষের কবিতা?...... ঠিক বুঝিনি চাঁদগাজী ভাই। একটু যদি পরিস্কার করতেন।

৭৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

দুঃখ বিলাস বলেছেন: দারুণ লেগেছে.....

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: দুঃখ বিলাসে সুখ খুঁজি।
কবিতা পড়েছেন এবং ভাল লেগেছে জেনে খুশি হলাম।

সাথে থাকুন। ভাল থাকুন।

৭৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

তানজির খান বলেছেন:
ষোড়শীর জলঘরে আজ......
চাঁদে'দের চন্দ্রসভা, নক্ষত্রদের ভদ্রসভা

দারুণ লিখেছেন। শুভকামনা রইলো

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ খান সাহেব। ভাল লাগায় ধন্য হলাম।

শুভকামনা।

৭৬| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

রুদ্র সৌরভ বলেছেন: দারুণ লেগেছে

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
এভাবেই পাশে থাকুন, নতুন সূর্য উঠবেই।

৭৭| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শুদ্ধ রয় বলেছেন: অদ্ভুত সুন্দর আপনার শব্দ-গাঁথুনি।
পাঠ করে আবার পাঠ করলাম; আবার ভালো লাগলো অনির্বচনীয় এক মুগ্ধতায়।
আপনাকে সাথী করে রাখলাম।

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বিজন রয় বলেছেন: বিজ্ঞ জনের বিজ্ঞের মতো মন্তব্য।

আমার এখানে প্রথম এসেই আমার মন জয় করে নিলেন।
অনেক ভাল লাগল।

শুভকামনা।
ভাল থাকুন।

৭৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: আহারে বিজন রয়, আমাকে চাচা চাচীর ছড়া লিখতে বলে নিজেই নাই।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: তাই নাকি?
আমি তো আজ অনেক সময় ব্লগে ছিলাম না।
সম্ভবত চোখ এড়িয়েছে।

যাচ্ছি.............

৭৯| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

পথে-ঘাটে বলেছেন: মুগ্ধ করা শব্দ-গাঁথুনি। অামি মাঝে মাঝে গল্প লেখার চেষ্টা করি তাই আপনার কবিতা পাঠের সময়ও আমার মাথায় গল্প কাজ করছিল। ভাবছিলাম এত সুন্দর শব্দ-গাঁথুনি; এই শব্দ বা লাইনটা আমার গল্পের শিরোনাম হতে পারে।

আউলা-ঝাউলা চিন্তা-ভাবনা আরকি। কিছু মনে করবেন না।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

বিজন রয় বলেছেন: আমার লেখা কোন শব্দ, কোন লাইন যদি আপনার কোন কাজে লাগে তো নিজেকে ধন্য মনে করবো।

আপনার এই আন্তরিকতায় মুগ্ধ হলাম।
অনেক অনেক শুভকামনা আপনাকে।

ধন্যবাদ।

৮০| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫২

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা রয়'দা।

ভালো লাগা।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল পিছনের লেখা পড়ার জন্য।

ভাল থাকেন এই শুভকামনা।

৮১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

এ আর সুমন বলেছেন: কবিতাটা বাধ্য করল খুব বেশী ভাবুক হতে
কেমন যেন চন্দ্রগ্রস্থ আমার অামিতেই হারালাম।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: নিজেকে গর্বিত মনে করছি।
আপনার আন্তরিক কথাগুলো হৃদয়ে গেঁথে থাকবে।

ভাল থাকুন, ধন্যবাদ।

৮২| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৯

কালনী নদী বলেছেন: আসক্তি আর সংসর্গে
প্রেমঘোরের জলরেখায়
প্রতিটি 'তারার ফুল'
আজ ভয়াবহ রকমের অসভ্য।

বাহ খুব সুন্দর হয়েছে দাদা!

৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪৩

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
এভাবেই সাথে থাকেন কবিতার কিংবা আমার।

৮৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: বেশ অভিনব একটা থীমের উপরে রচিত এ কবিতাটি পড়ে মুগ্ধ হ'লাম। কবিতার শক্ত গাঁথুনি চমৎকার লেগেছে।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: আপনার বোধ ও ভাবের সম্মিলন আমাকে প্রীত করে সব সময়। কবিতা সম্পর্কে আপনার ধারনার বহিঃপ্রকাশ অলওয়েজ অর্থপূর্ণ।

ধন্যবাদ ও শুভকামনা।

৮৪| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭

শাহেদ খান বলেছেন: দারুণ!

অনেক ভাল লাগা জানবেন!

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনি নিয়মিত ব্লগে থাকুন।
লিখুন।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.