|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
বুকের অন্তর্গত নিঃশ্বাসগুলোকে
যতবার অনুভব করতে যাই
ততবার শূন্যতার স্পর্শ পাই,
প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ।
খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে 
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।
মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর।
 ১৭৩ টি
    	১৭৩ টি    	 +৩৪/-০
    	+৩৪/-০  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৫
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: মানুষের বুকের ভিতর একটি বিন্দু আছে, তাকে আমরা মধ্যবিন্দু বলতে পারি।
সেটা কি হৃদয়?
২|  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:১৬
০১ লা মে, ২০১৬  দুপুর ১:১৬
মুসাফির নামা বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা, ভাল লাগল।
  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৭
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৭
বিজন রয় বলেছেন: গতমাসে মাত্র একটি পোস্ট দিয়েছিলাম, খুব ব্যস্ত থাকতে হয় যে!
এজন্য মনে হচ্ছে অনেক দিন পর!
মানুষের হৃদয়ের ভিতর একটি বিন্দু আছে, নিঃশব্দে থাকে সে।
৩|  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:২০
০১ লা মে, ২০১৬  দুপুর ১:২০
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৯
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: এই চমৎকারিত্ব সেই মধ্যবিন্দু যা হৃদয়ের মাঝখানে থাকে, এটা তারই বহিঃপ্রকাশ!
ধন্যবাদ আরণ্যক।
৪|  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:২৪
০১ লা মে, ২০১৬  দুপুর ১:২৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুন্দর কবিতা! শূণ্যতার সেই নিঃশব্দ নিস্তব্দতা উড়তে থাকুক আপনার হৃদস্পন্দন জুড়ে!
শুভ কামনা রইলো!
  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৩
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৩
বিজন রয় বলেছেন: বহুদিন পর আপনাকে!
থাকুন আমার হৃদস্পন্দনে। নিরবে আর নিভৃতে।
হৃদয়ের শূন্যতা দুর হয়ে যাক।
ভাল থাকুন নিরন্তর।
৫|  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৭
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: সব শেষে, আমরা সবাই একা ! কবিতা ভালো লাগল।
  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৪
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: সুমনদা ধন্যবাদ।
আমাদের হৃদস্পন্দনের হদিস কোথায়?
জানতে চাই।
৬|  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৩
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব ভাল লাগা কবিতায়।
  ০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৭
০১ লা মে, ২০১৬  দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: হৃদস্পন্দনের মধ্যবিন্দুতে আপনাকে স্বাগতম।
আপনার এই অসম্ভব ভাললাগা সেই মধ্যবিন্দুরই দ্যুতি।
সে দ্যুতি কেউ স্পর্শ করতে পারেনা।
অনেক অনেক শুভকামনা আপনাকে।
৭|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৩:১৪
০১ লা মে, ২০১৬  বিকাল ৩:১৪
মুক্ত মনের বাক্য বলেছেন: সততাই সুন্দর, সততাই সত্য,সততাই ধর্ম, হৃদয় খুজে পেয়েছেন, দারন অনুভব।
  ০১ লা মে, ২০১৬  রাত ৮:৪৬
০১ লা মে, ২০১৬  রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: সত্যিই সততার জন্য সতত ছুটছি। কোথায় যে তাকে পাই।
সে থাকে হয়তো হৃদয়ের কেন্দ্রবিন্দুতে সব ধরাছোঁয়ার বাইরে একাকী নিরবে।
এমন সৎ ও নিষ্পাপ মন্তব্য অনেক দিন পাইনি।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৮|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৩:২৯
০১ লা মে, ২০১৬  বিকাল ৩:২৯
ছায়া মনুষ বলেছেন: মুগ্ধ হলাম..
  ০১ লা মে, ২০১৬  রাত ৮:৪৭
০১ লা মে, ২০১৬  রাত ৮:৪৭
বিজন রয় বলেছেন: এই মুগ্ধতা সাজানো থাক নৈঃশব্দের মধ্যবিন্দুতে।
ধন্যবাদ আর ভালথাকার শুভকামনা।
৯|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৩:৩০
০১ লা মে, ২০১৬  বিকাল ৩:৩০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রিয় কবি, গন্তব্যের দিকে আমরা ছুটে যাই না গন্তব্য আমাদেরকে তার নিজের দিকে টেনে নেয়?
  ০১ লা মে, ২০১৬  রাত ৯:১২
০১ লা মে, ২০১৬  রাত ৯:১২
বিজন রয় বলেছেন: যেহেতু আমরা প্রকৃতই জানিনা আমাদের গন্তব্য কোথায় তাই বলতে পারি অমোঘ নিয়মে গন্তব্যই আমাদেরকে তার কেন্দ্রে দিকে ধাবিত করে বা টেনে নেয়।
সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ।
১০|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৪:০০
০১ লা মে, ২০১৬  বিকাল ৪:০০
প্রথম কথা বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে...........
এক কথায় অসাধারণ।
  ০২ রা মে, ২০১৬  রাত ১০:৫৫
০২ রা মে, ২০১৬  রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: মধ্যবিন্দুতে অনেক শব্দ হয় কিন্তু শোনা যায় না।
কি অবাক ব্যাপার, তাই না।
ধন্যবাদ।
১১|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৪:৩৫
০১ লা মে, ২০১৬  বিকাল ৪:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।"
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৭
০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৭
বিজন রয় বলেছেন: কিছুই তো বললেন না।
শুধু কবিতার কয়টি লাইন তুলে ধরলেন।
১২|  ০১ লা মে, ২০১৬  বিকাল ৫:৪৩
০১ লা মে, ২০১৬  বিকাল ৫:৪৩
গেম চেঞ্জার বলেছেন: আর যাই করেন, আপনার কবিতা অসাম হয়!! (++)
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৮
০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৮
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্যও অসাম হয়। এমনিতেই আপনি একজন অসাম ব্লগার।
আর যাই করেন। আমি অর কি কি করি?
হা হা হা সম্ভবত আমি জানি।
১৩|  ০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন: 
sundor hoise
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৯
০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মুন।
ভালভাবে বেঁচে থাকেন।
১৪|  ০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:২৩
আরিয়ান আরাফ বলেছেন: অসাধারণ । ++++
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৯
০৩ রা মে, ২০১৬  রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: অসাধারণের মাঝেই স্থির থাকেন।
১৫|  ০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৫
০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
দারুণ!!!!
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩০
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মইনুল ভাল।
ভাল থাকেন।
১৬|  ০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
০১ লা মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
আরাফআহনাফ বলেছেন: "প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ"
নৈঃশব্দের কথামালা।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩১
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩১
বিজন রয় বলেছেন: ওখানের কোন শব্দ শোনা যায় না।
১৭|  ০১ লা মে, ২০১৬  রাত ৮:৩২
০১ লা মে, ২০১৬  রাত ৮:৩২
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩১
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা।
১৮|  ০১ লা মে, ২০১৬  রাত ৯:৩৬
০১ লা মে, ২০১৬  রাত ৯:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন কবির কবিতা।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩২
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩২
বিজন রয় বলেছেন: কবির আশীর্বাদ মাথায় তুলে নিলাম।
ভাল থাকুন।
১৯|  ০১ লা মে, ২০১৬  রাত ৯:৩৯
০১ লা মে, ২০১৬  রাত ৯:৩৯
সোজোন বাদিয়া বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
কাব্যময়, এবং বোধগম্য  ।  ভাল থাকুন।
।  ভাল থাকুন।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৩
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৩
বিজন রয় বলেছেন: কাব্যময়, এবং বোধগম্য।
বিচক্ষণ কথা
২০|  ০১ লা মে, ২০১৬  রাত ৯:৪২
০১ লা মে, ২০১৬  রাত ৯:৪২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একটু সহজ করে লিখলে কি হয়?
অবশেষে বুঝতে পারলাম। 
দারুন হয়েছে। 
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৪
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৪
বিজন রয় বলেছেন: হা হা হা ,.
সহজ বলেই বুঝতে পেরেছেন।
২১|  ০১ লা মে, ২০১৬  রাত ১০:১৫
০১ লা মে, ২০১৬  রাত ১০:১৫
জুন বলেছেন: চমৎকার
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৪
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ জুন আপা।
ভাল থাকেন।
২২|  ০১ লা মে, ২০১৬  রাত ১০:৩৯
০১ লা মে, ২০১৬  রাত ১০:৩৯
মনিরা সুলতানা বলেছেন: মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে..
আসলেই অসীম ,আমার সেই অসীমের পানেই ছুটছি ।
লেখায় ভালোলাগা ।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৫
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৫
বিজন রয় বলেছেন: আসলেই অসীম ,আমার সেই অসীমের পানেই ছুটছি।
এই ছোটার শেষ নেই।
২৩|  ০২ রা মে, ২০১৬  রাত ১:১৮
০২ রা মে, ২০১৬  রাত ১:১৮
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অনেক ভালো লেগেছে +++++
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৬
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
সাথে থাকুন।
২৪|  ০২ রা মে, ২০১৬  রাত ২:৩২
০২ রা মে, ২০১৬  রাত ২:৩২
রিপি বলেছেন: 
বুকের অন্তর্গত নিঃশ্বাসগুলোকে
যতবার অনুভব করতে যাই
ততবার শূন্যতার স্পর্শ পাই,
প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ। 
অসাধারন। অনেক গুলো প্লাস আর ভালোলাগা কবিতায়।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৬
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৬
বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় বিভোর হলাম।
ভাল থাকুন।
২৫|  ০২ রা মে, ২০১৬  ভোর ৪:৫৪
০২ রা মে, ২০১৬  ভোর ৪:৫৪
কাব্য পূজারি বলেছেন: মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে...........
ভালো বলেছেন।
#মানুষের মধ্যবিন্দু যদি হৃদয় হয়, তাহলে বলতে হচ্ছে এটার অস্তিত্ত মস্তিস্ক। আর হৃৎপিণ্ড অনৈচ্ছিক পেশী তাই এটি বিরামহীন রাসায়নিক সিগন্যাল পায় নিউরণ থেকে।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৭
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৭
বিজন রয় বলেছেন: সুন্দর ব্যাখ্যা করেছেন।
আবার কথা হবে।
২৬|  ০২ রা মে, ২০১৬  ভোর ৫:৩৩
০২ রা মে, ২০১৬  ভোর ৫:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: উপলব্ধি মন ছুঁয়ে গেল। শুভকামনা কবি।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৮
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৮
বিজন রয় বলেছেন: এই উপলব্ধি দিয়েই জীবন পূণ্য হোক, পূর্ণ হোক।
ভাল থাকেন।
২৭|  ০২ রা মে, ২০১৬  সকাল ৭:৩৭
০২ রা মে, ২০১৬  সকাল ৭:৩৭
চাঁদগাজী বলেছেন: 
কথার ফুলঝরি সাজিয়ে, ভীতিকর এসব ভাবনা কেন ছড়িয়ে দেয়া হচ্ছে?
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৯
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৩৯
বিজন রয় বলেছেন: ধর্ম আর রাজনীতির চেয়ে কবিতা জিনিষটা ভাল।
২৮|  ০২ রা মে, ২০১৬  সকাল ৮:৪৬
০২ রা মে, ২০১৬  সকাল ৮:৪৬
মুছাফির বলেছেন: অনেক দিন পর কবিতা পড়লাম ! ভালো লাগলো।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪১
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
নিয়মিত কবিতা পড়ার অনুরোধ থাকল।
২৯|  ০২ রা মে, ২০১৬  সকাল ৯:১৪
০২ রা মে, ২০১৬  সকাল ৯:১৪
দিনাজপুরিয়া বলেছেন: চমৎকার লিখেছেন দাদা
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৩
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৩
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে ভাল লাগল।
সম্ভবত প্রথম এসেছেন আমার এখানে।
কবিতা ভাললাগায় প্রীত হলাম।
সাথে থাুকন আরো কথা হবে।
শুভকামনা।
৩০|  ০২ রা মে, ২০১৬  সকাল ৯:৩৬
০২ রা মে, ২০১৬  সকাল ৯:৩৬
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা অনেকদিন খুজছিলাম, 
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৪
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৪
বিজন রয় বলেছেন: আপনার কথাগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে।
এটা বলে বোঝানো যায় না।
ভাল থাকুন।
৩১|  ০২ রা মে, ২০১৬  সকাল ৯:৩৮
০২ রা মে, ২০১৬  সকাল ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়   , 
ঠিক যেন জীবনের " কৃষ্ণ গহ্বর " । যেখান থেকে শব্দের গন্ধ , হৃদয়ের ঠুং ঠাং কিছুই উঠে আসেনা । কেবলই অন্ধকার .... শুধু অন্ধকার ......................
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৫
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৫
বিজন রয় বলেছেন: নির্বাক অন্ধকার।
সুন্দর কিন্তু অব্যক্ত।
৩২|  ০২ রা মে, ২০১৬  সকাল ১০:২১
০২ রা মে, ২০১৬  সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: কোন কবিতা পড়ে মন্তব্য করা আমার জন্য কঠিন।ভাল লেগেছে এতটুকু বলা সহজ।কিন্তু কেন ভাল লেগেছে তা বলতে পারব না।
কবির জন্য অনেক অনেক শুভ কামনা
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৬
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৬
বিজন রয় বলেছেন: সম্ভবত কবিতা ভাল হয়েছে তাই ভাল লেগেছে।
সব ভাললাগার উত্তর পাওয়া যায় না।
শুভকামনা।
৩৩|  ০২ রা মে, ২০১৬  সকাল ১১:৫০
০২ রা মে, ২০১৬  সকাল ১১:৫০
ফয়সাল রকি বলেছেন: যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে
+++
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৭
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৭
বিজন রয় বলেছেন: ওখানে পৌঁছানো যায় না। এজন্য এত আফসোস্।
ধন্যবাদ।
৩৪|  ০২ রা মে, ২০১৬  দুপুর ১২:৩৩
০২ রা মে, ২০১৬  দুপুর ১২:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর। 
চমৎকার! কবিতাটা মনের ভেতর নাড়া দিয়ে গেল। ধন্যবাদ ভাই বিজন রয়।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৮
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৪৮
বিজন রয় বলেছেন: খুশি হলাম আপনাকে দেখে প্রিয় গল্পকার।
অনেক অনেক শুভকামনা।
৩৫|  ০২ রা মে, ২০১৬  দুপুর ১:৩৬
০২ রা মে, ২০১৬  দুপুর ১:৩৬
মো: ইমরান আল হাদী বলেছেন: এক দারুন অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে গেল। অদ্ভুত সুন্দর ধারনা পেলাম আপনার কবিতায়। এরকম কবিতা নিয়মিত লিখবেন অনুরোধ রইল।কবিতায় আপনি বড় অনিয়মিত।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫০
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: এখানেই কবির স্বার্থকতা।
আমি অনিয়মিত কারণ আমি খুব ব্যস্ত খাকি।
ভাল থাকেন আপনি।
৩৬|  ০২ রা মে, ২০১৬  দুপুর ২:৪৫
০২ রা মে, ২০১৬  দুপুর ২:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
+
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫১
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
৩৭|  ০২ রা মে, ২০১৬  রাত ৯:২৩
০২ রা মে, ২০১৬  রাত ৯:২৩
দেবজ্যোতিকাজল বলেছেন: চমৎকার
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫১
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: শুভকামনা।
৩৮|  ০২ রা মে, ২০১৬  রাত ১০:২৫
০২ রা মে, ২০১৬  রাত ১০:২৫
উল্টা দূরবীন বলেছেন: দারুণ কবিতা!!!
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫২
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা।
৩৯|  ০২ রা মে, ২০১৬  রাত ১০:৩৪
০২ রা মে, ২০১৬  রাত ১০:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
কেমনে লেখেন এত অসাধারণ কবিতা!!!!
আমি কবিতা লিখতে জানিনা। শিখাইবেন আমাকে
সত্যিই আপনার কবিতা অসাম হয়। 
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৪
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৪
বিজন রয় বলেছেন: আপনার এই আন্তরিকতা কোথায় রাখি বলুন তো!!!
অনেক ভাল লাগল।
আমি খুব সুখ অনুভব করছি।
ভাল থাকুন।
৪০|  ০৩ রা মে, ২০১৬  সকাল ৮:০০
০৩ রা মে, ২০১৬  সকাল ৮:০০
মিজানুর রহমান মিরান বলেছেন:  খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে নিজেকে খুঁজতে গেলে নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য। 
নিজেকে কখনই খুঁজে পাই না, হয়তো পাবও না।
চমৎকার কবিতা... +++
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৫
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৫
বিজন রয় বলেছেন: নিজেকে কখনই খুঁজে পাই না, হয়তো পাবও না।
কবিতার সুর ধরতে পেরেছেন।
ধন্যবাদ ও শুভকামনা।
৪১|  ০৩ রা মে, ২০১৬  সকাল ৮:২২
০৩ রা মে, ২০১৬  সকাল ৮:২২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: একবুক দীর্ঘশ্বাস
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৫
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৫
বিজন রয় বলেছেন: এটার কোন শেষ নেই।
নিঃশব্দ।
৪২|  ০৩ রা মে, ২০১৬  বিকাল ৫:২৩
০৩ রা মে, ২০১৬  বিকাল ৫:২৩
জনৈক অচম ভুত বলেছেন: এসব বিষয় নিয়ে চিন্তা করতে গেলে হৃৎস্পন্দনই থেমে যাবার উপক্রম হয় যে!  
 
বরাবরের মতোই অনবদ্য কবিতা উপহার দিয়েছেন।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৮
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: হৃদস্পন্দন থেমে যাওয়ার মতোই ব্যাপার।  চিন্তা না করেও থাকা যায় না।
ধন্যবাদ, ভাল থাকুন।
৪৩|  ০৩ রা মে, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
০৩ রা মে, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
ইন্দ্রনীলা বলেছেন: শূন্যতা আছে বলেই তো আছে পূর্ণতা।
  ০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৯
০৩ রা মে, ২০১৬  রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: পূর্ণতা আছে বলেই ব্যর্থতা আছে।
আসলে মানুষের কোন পূর্ণতা নেই।
ধন্যবাদ ইন্দ্রনীলা।
৪৪|  ০৪ ঠা মে, ২০১৬  সকাল ১০:১২
০৪ ঠা মে, ২০১৬  সকাল ১০:১২
নীলপরি বলেছেন: খুব সুন্দর । ++
  ০৫ ই মে, ২০১৬  রাত ১০:২৫
০৫ ই মে, ২০১৬  রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
৪৫|  ০৮ ই মে, ২০১৬  রাত ১১:১৩
০৮ ই মে, ২০১৬  রাত ১১:১৩
মুহাম্মাদ শাথিল বলেছেন: দারুণ কবিতা। 
আমারও মাঝে মাঝে নৈঃশব্দের মধ্যবিন্দু রোমন্থন করতে ইচ্ছে হয়!
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৪
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: দেরীতে উত্তর করার জন্য দু:খিত।
৪৬|  ০৯ ই মে, ২০১৬  বিকাল ৪:২৫
০৯ ই মে, ২০১৬  বিকাল ৪:২৫
আমিই মিসির আলী বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে
কবিতা ভালো লাগিলো।
++
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৫
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
৪৭|  ১০ ই মে, ২০১৬  বিকাল ৩:৪৬
১০ ই মে, ২০১৬  বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর -- কথাটা নিয়ে অনেক ভাবলাম, অবশেষে একমত না হয়ে পারলাম না। 
এমন গভীর মনোভাবনা যে কবিতা উস্কে দেয়, সে কবিতা সফল নয় তো কি?
ভালো লেগেছে। "লাইক"।
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৫
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: শুভকামনা।
৪৮|  ১০ ই মে, ২০১৬  বিকাল ৫:৩৭
১০ ই মে, ২০১৬  বিকাল ৫:৩৭
এস বি সুমন বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে  ++ 
অনেক ভাল লাগা রইল ।
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৬
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: ভাল থাকুন।
৪৯|  ১১ ই মে, ২০১৬  বিকাল ৪:৩৫
১১ ই মে, ২০১৬  বিকাল ৪:৩৫
প্রথম কথা বলেছেন: অনেক সুন্দর পরিচন্ন কবিতা , পাঠে মুগ্ধ হলাম ,,,
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৬
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
৫০|  ১২ ই মে, ২০১৬  রাত ১:০৬
১২ ই মে, ২০১৬  রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন: 
আপনি ভালো আছেন?
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৭
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: ভাল আছি কিন্তু ব্যস্ত।
৫১|  ১২ ই মে, ২০১৬  রাত ১:২৭
১২ ই মে, ২০১৬  রাত ১:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: 
শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর।  
কবিতায় একরাশ ভাললাগা।
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৮
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা।
৫২|  ১৬ ই মে, ২০১৬  রাত ৯:৪৭
১৬ ই মে, ২০১৬  রাত ৯:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: কোথায় গেলেন?
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৯
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: ব্যস্ত আছি, আসছি।
৫৩|  ১৮ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
১৮ ই মে, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
বিজন রয় বলেছেন: সমস্যায় চলছে, আবার কথা হবে।
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:২০
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: ও কে।
৫৪|  ১৯ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৩
১৯ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৩
অদৃশ্য বলেছেন: 
দারুন... এর সাথে আহ্ শব্দটুকু যোগ করে দিলাম... খুবই সুন্দর লিখাটা...
শুভকামনা...
  ২১ শে মে, ২০১৬  বিকাল ৫:২১
২১ শে মে, ২০১৬  বিকাল ৫:২১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।
আবার কথা হবে।
৫৫|  ২১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
২১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৩
মার্কোপলো বলেছেন: 
অনেকদিন হয়ে গেলো
  ২১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
২১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
বিজন রয় বলেছেন: আপনি আবার আমাকে চেনেন নাকি?
আপনি তো একবারে নতুন।
নাকি!!!
৫৬|  ২২ শে মে, ২০১৬  দুপুর ২:২৮
২২ শে মে, ২০১৬  দুপুর ২:২৮
আলোরিকা বলেছেন: ' প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর। ' ----------- দারুণ ! এই গহ্বরে কি সবাই হারিয়ে যেতে বসেছি ? খুব চমৎকার লেখনি আপনার । আপনারও কিন্তু নতুন পোস্ট দেয়ার সময় হয়েছে  
  ২২ শে মে, ২০১৬  বিকাল ৫:৪৫
২২ শে মে, ২০১৬  বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: নতুন লেখা রেডি আছে, কিন্তু দিব কিনা ভাবছি।
কবিতা শুধু চুরি হয়ে যায়ভ
ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য।
৫৭|  ২২ শে মে, ২০১৬  বিকাল ৪:১২
২২ শে মে, ২০১৬  বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
নতুন লেখা চাই আরো
  ২২ শে মে, ২০১৬  বিকাল ৫:৪৬
২২ শে মে, ২০১৬  বিকাল ৫:৪৬
বিজন রয় বলেছেন: হ্যাঁ, নতুন লেখা আসছে শীঘ্রই।
শুভকামনা।
৫৮|  ২৩ শে মে, ২০১৬  সকাল ৯:০৬
২৩ শে মে, ২০১৬  সকাল ৯:০৬
ফরিদ আহমাদ বলেছেন: শুন্যতা পূর্ণতার প্রাণে ছুটে চলার পথেই আবর্তিত হয়।
পৌছেনা মানজিলে মাকসুদে,তাই নয় কি?
কবিতার শব্দ চয়ন আমাকে অনেক বেশি গ্রাস করেছে।
ভাবের কথাই বলেছে সবাই,কিন্তু আমার মনে হয় শব্দ চয়নের শ্রী চাপিয়ে গেছে
ভাবের রুপকে।
অনেক ভালোলাগা রইলো বিজন রয় ভাইয়া।
  ২৪ শে মে, ২০১৬  দুপুর ১২:১৭
২৪ শে মে, ২০১৬  দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: আপনার উপলব্ধি আমাকে মুগ্ধ করেছে।
অনেক ভাল লাগল।
অনেক ভাল থাকুন।
শুভকামনা।
৫৯|  ২৩ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
২৩ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
ঘটক কাজী সাহেব বলেছেন: খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে 
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।
কিছু মানুষ দুস্প্রাপ্যই বটে বটে  
   
  
  ২৪ শে মে, ২০১৬  দুপুর ১২:২৬
২৪ শে মে, ২০১৬  দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: একবারে ঘটকসাহেব হাজির যে!
অাজকাল ঘটকরা আসল কাজ রেখে কবিতা পড়ছে এটা দেখতে ভাল লাগছে।
এভাবেই কবিতায় থাকুন।
অনেক ধন্যবাদ, সাথে থাকুন।
৬০|  ২৪ শে মে, ২০১৬  দুপুর ২:৫৮
২৪ শে মে, ২০১৬  দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: দারুণ কবিতা।
  ২৪ শে মে, ২০১৬  বিকাল ৪:৫৬
২৪ শে মে, ২০১৬  বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই।
শুভকামনা।
৬১|  ২৪ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
২৪ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
উল্টা দূরবীন বলেছেন: আবার পড়লাম। 
বুকের অন্তর্গত নিঃশ্বাসগুলোকে
যতবার অনুভব করতে যাই
ততবার শূন্যতার স্পর্শ পাই,
প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ।
কেমন আছেন?
  ২৫ শে মে, ২০১৬  দুপুর ১২:৪৭
২৫ শে মে, ২০১৬  দুপুর ১২:৪৭
বিজন রয় বলেছেন: আছি একরকম। খুব ব্যস্ততা আর কঠিন সময় পার করছি।
অঅপনাকে দেখে ভাল লাগল।
এভাবেই সাথে থাকুন।
শুভকামনা।
৬২|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫৬
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫৬
মার্কোপলো বলেছেন: 
নতুন কবিতার কয়লাইন মাথায় আসলো আজ অবধি?
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:০২
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:০২
বিজন রয় বলেছেন: নতুন কবিতা তো অনেক আছে, কিন্ত পোস্ট দিতে চাই না। চুরি হয়ে যায়।
তবে নতুন পোস্ট দিব শীঘ্রই।
ধন্যবাদ।
৬৩|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:২৯
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:২৯
জেন রসি বলেছেন: চমৎকার! নতুন কবিতা দেন 
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৭
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: পোস্ট দিব শীঘ্রই।
একটু অন্যমনস্ক আছি।
ধন্যবাদ রসি।
৬৪|  ২৬ শে মে, ২০১৬  রাত ৩:০৮
২৬ শে মে, ২০১৬  রাত ৩:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। এগিয়ে যান। শুভাশিস রইল।।।। ভুলে গেলেন নাকি, প্রিয় কবি?
  ২৭ শে মে, ২০১৬  রাত ৯:৩৩
২৭ শে মে, ২০১৬  রাত ৯:৩৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ভুলিনি, কথা হবে অজস্র।
শুভকামনা।
৬৫|  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:২০
২৭ শে মে, ২০১৬  রাত ১০:২০
টুটুল বলেছেন: এতো ভালো লেখেন কী করে! অবাক হই। আবার ঈর্ষাও হয়। তবে হিংসা হয়না কখনোই। অসাধারণ।
  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:২৪
২৭ শে মে, ২০১৬  রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা 
সাথে থাকুন, আরো কথা হবে।
৬৬|  ২৮ শে মে, ২০১৬  রাত ২:১৫
২৮ শে মে, ২০১৬  রাত ২:১৫
মুক্তমনা ব্লগার বলেছেন: দাদা মারাত্মক লিখেছেন।
  ৩১ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৮
৩১ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ভাল বলার জন্য।
ভাল থাকুন।
৬৭|  ২৮ শে মে, ২০১৬  দুপুর ১:৫৮
২৮ শে মে, ২০১৬  দুপুর ১:৫৮
লক্ষ্মীছেলে বলেছেন: মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর।
পড়া হয় গোপনে মন্তব্যর বাহিরে ... আজ না হয় কিপটের মত দিয়ে গেলাম লালতানার শুভেচ্ছা, ভালো থাকুন কবি সব সময়.........
  ৩১ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৯
৩১ শে মে, ২০১৬  দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: আপনার আশির্বাদ মাথা পেতে নিলাম।
শুভকামনা।
৬৮|  ২৯ শে মে, ২০১৬  দুপুর ১:১৩
২৯ শে মে, ২০১৬  দুপুর ১:১৩
মহা সমন্বয় বলেছেন: আমি কবিতায় ঠিকমত কমেন্ট করতে পারি না।  
 
তবে শুধু এতটুকুই বলব এই কবিতার প্রতিটি লাইনেই অস্থির ভাল লাগা খুঁজে পেলাম।  
 
আমার কাছে অসাধারণ লেগেছে কবিতাটি।
  ৩১ শে মে, ২০১৬  দুপুর ১:০০
৩১ শে মে, ২০১৬  দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: আপনার আন্তরিক কথা আমার প্রাণে গেঁথে গেল।
অনেক অনেক শুভকামনা।
ভাল থাকুন।
৬৯|  ৩১ শে মে, ২০১৬  রাত ৯:৪৪
৩১ শে মে, ২০১৬  রাত ৯:৪৪
কালনী নদী বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে............
অসাধারণ হয়েছে দাদা++
  ৩১ শে মে, ২০১৬  রাত ১১:৩৯
৩১ শে মে, ২০১৬  রাত ১১:৩৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে, দেরীতে হলেও এই কবিতাটি পড়ার জন্য।
শুভকামনা।
৭০|  ০১ লা জুন, ২০১৬  রাত ২:১৬
০১ লা জুন, ২০১৬  রাত ২:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
নাহ কি ছাইপাশ যে লিখি  এমই মনে হল
  এমই মনে হল  আপনার আয়নায় চেয়ে
  আপনার আয়নায় চেয়ে 
দারুন কবিতায় ৩১তম প্লাস
  ০১ লা জুন, ২০১৬  বিকাল ৩:২১
০১ লা জুন, ২০১৬  বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: আমার ব্লগে আপনার উপস্থিতি আমার জন্য সবসময় সৌভাগ্যের।
ভাল থাকুন, বেঁচে থাকুন।
৭১|  ০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:২৩
০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:২৩
ডঃ এম এ আলী বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্য
কবিতাটি পাঠে মনে হল যেন তাই
হৃদয়ের গহীন থেকে রেখে গেলাম
ভাললাগাটাই
  ০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:৩১
০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:৩১
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
আপনার আন্তরিকতা আমাকে সবসময় মুগ্ধ করে।
আমার মনে হয় এই কবিতাটি অনেক ভাল হয়েছে, এটা অন্য কেউ লিখলে আমি তাই-ই বলতাম।
একরাশ শুভকামনা।
৭২|  ০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:৪৬
০১ লা জুন, ২০১৬  বিকাল ৪:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন দাদা মন যে সদাই পরে আছে এখানে । কবিতাটি যে অপুর্ব হয়েছে তা মনে বাজবে সর্বদাই । ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
  ০১ লা জুন, ২০১৬  রাত ৯:২১
০১ লা জুন, ২০১৬  রাত ৯:২১
বিজন রয় বলেছেন: আবার আসার জন্য কৃতজ্ঞ।
কবিতা আমার খুব প্রিয় বিষয়।
৭৩|  ০২ রা জুন, ২০১৬  বিকাল ৪:২৯
০২ রা জুন, ২০১৬  বিকাল ৪:২৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।
  ০২ রা জুন, ২০১৬  বিকাল ৪:৩১
০২ রা জুন, ২০১৬  বিকাল ৪:৩১
বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনার উপস্থিতি।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
৭৪|  ০৩ রা জুন, ২০১৬  দুপুর ২:২১
০৩ রা জুন, ২০১৬  দুপুর ২:২১
স্বরব্যঞ্জ বলেছেন: ভালো লাগলো পড়ে। অনেক চমৎকার লেখেছেন।
  ০৩ রা জুন, ২০১৬  দুপুর ২:৩০
০৩ রা জুন, ২০১৬  দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা।
৭৫|  ০৩ রা জুন, ২০১৬  রাত ৮:২৮
০৩ রা জুন, ২০১৬  রাত ৮:২৮
মহসিন ৩১ বলেছেন: নশ্বর পৃথিবীর প্রতিটি কোনেই আত্মারা ঘুরে বেড়ায়।আমি সেটা উপলব্ধি করেছি
  ০৩ রা জুন, ২০১৬  রাত ১১:১৬
০৩ রা জুন, ২০১৬  রাত ১১:১৬
বিজন রয় বলেছেন: আমার মনে হয় আপনার উপলব্ধি স্বার্থক। না হলে ওভাবে ভাবনা জন্মাবে কেন হৃদয়ে।
ভাল লাগল আপনার কথা।
মনে থাকবে।
৭৬|  ০৩ রা জুন, ২০১৬  রাত ১০:৫৭
০৩ রা জুন, ২০১৬  রাত ১০:৫৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে 
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।
 
দারুন শব্দমালা!
  ০৩ রা জুন, ২০১৬  রাত ১১:১৮
০৩ রা জুন, ২০১৬  রাত ১১:১৮
বিজন রয় বলেছেন: আপনার জন্য একটি সুন্দর চশমা রইল শুভেচ্ছার।
সেটা মোটা ফ্রেমের নয়, ভালবাসার কিংবা ভাললাগার।
শুভেচ্ছা।
৭৭|  ০৩ রা জুন, ২০১৬  রাত ১১:২৩
০৩ রা জুন, ২০১৬  রাত ১১:২৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হা!   ধন্যবাদ উপহারের জন্য!
  ধন্যবাদ উপহারের জন্য!
  ০৩ রা জুন, ২০১৬  রাত ১১:৫৩
০৩ রা জুন, ২০১৬  রাত ১১:৫৩
বিজন রয় বলেছেন: অবারো ধন্যবাদ আর শুভকামনা।
আবার কথা হবে।
৭৮|  ০৪ ঠা জুন, ২০১৬  রাত ৮:১৮
০৪ ঠা জুন, ২০১৬  রাত ৮:১৮
মধ্য রাতের আগন্তক বলেছেন: আপনার কবিতা পড়ে হয়তো আমি নি:শব্দেই চলে যেতাম, কিন্তু ঐ নি: শব্দ স্তব্দতা আমার ভেতর ও তীব্র শব্দে আলোড়ন তুললো। কবিতায় প্রভাবিত হলাম ।
  ০৪ ঠা জুন, ২০১৬  রাত ৮:২৭
০৪ ঠা জুন, ২০১৬  রাত ৮:২৭
বিজন রয় বলেছেন: কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না।
এই কবিতার জন্য আপনার হৃদয়ে যে গুঞ্জরণ উঠলো তা আমাকেও মোহিত করেছে।
সাধুবাদ জানাচ্ছি।
শুভকামনা রইল।
৭৯|  ০৫ ই জুন, ২০১৬  রাত ১১:১৮
০৫ ই জুন, ২০১৬  রাত ১১:১৮
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: "........নিজেকে খুঁজতে গেলে 
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,......"
কবিতার এই ছত্রে জীবনের এক অকৃত্রিম বোধই যেন ফুটে উঠেছে।
শুভেচ্ছা জানবেন হে কবি!
  ০৬ ই জুন, ২০১৬  সকাল ৯:২২
০৬ ই জুন, ২০১৬  সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞ।
আপনার বোধ ও ভাবের সম্মিলন আমাকে প্রীত করেছে।
শুভকামনা।
৮০|  ০৭ ই জুন, ২০১৬  রাত ৯:৪১
০৭ ই জুন, ২০১৬  রাত ৯:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার!  বেশ লাগল দাদা....
দারুন একটা অনুভূতির কবিতা! 
ভালোলাগা রেখে যেতে বাধ্য!
  ০৭ ই জুন, ২০১৬  রাত ১০:১৩
০৭ ই জুন, ২০১৬  রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ তুহিন।
আপনার ভাললাগা আমার পথ চলার প্রয়াস হয়ে থাকবে।
ভাল থাকেন সবসময়।
৮১|  ০৮ ই জুন, ২০১৬  সকাল ১১:৩২
০৮ ই জুন, ২০১৬  সকাল ১১:৩২
তৃতীয় পক্ষ বলেছেন: মানববোধের অতল গভীরে এইসব নিঃশব্দ শব্দগন্ধ
কিংবা অদৃশ্য শব্দময়তা
মহাশতাব্দীকাল ধরে আত্মপরিচয়ের এমনই হৃদস্পন্দন
যা কেবল ধাবিত হয় এক নশ্বর অসীম গন্তেব্যে...........
অসাধারণ ।।
  ১০ ই জুন, ২০১৬  দুপুর ১:৫৪
১০ ই জুন, ২০১৬  দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: কবিতার মর্মমূলে স্পর্শ করেছেন।
অনেক ধান্যবাদ।
ভাল থাকুন।
৮২|  ১০ ই জুন, ২০১৬  রাত ১:৩৩
১০ ই জুন, ২০১৬  রাত ১:৩৩
রেজওয়ান তানিম  বলেছেন: ভাল লাগল লেখাটি, 
আপনার শুরুর দিকের কিছু লেখা দেখলাম, আমার কাছে লাগল সামান্য রবীন্দ্রপ্রভাব ছিল। সেখান থেকে বেরিয়ে এসেছেন আশা করি। 
ভাল থাকা হোক
  ১০ ই জুন, ২০১৬  দুপুর ১:৫৯
১০ ই জুন, ২০১৬  দুপুর ১:৫৯
বিজন রয় বলেছেন: আসলে কারো প্রভাব আছে কিনা আমি নিজে বুঝতে পারি না। আমি তো নিয়মিত লিখি না। আর কবিতা নিয়ে অনেক গবেষণা বা পড়াশোনা আমার নেই। সেজন্য কবিতার ব্যাপারে আমি বেশ অজ্ঞ।
তবে আমি যদি কবিতায় নিয়মিত হই তো আপনার মূল্যবান মতামত আমার অবশ্যই প্রয়োজন আছে বা হবে।
আপনার জন্য একরাশ শুভকামনা রইল, আরো কথা হবে।
৮৩|  ১২ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
১২ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৫
চাঁদগাজী বলেছেন: 
নতুন কোন ভাবনা?
  ১২ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
১২ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৭
বিজন রয় বলেছেন: অবশ্যই।
আসছে শীঘ্রই।
৮৪|  ১২ ই জুন, ২০১৬  রাত ৮:২২
১২ ই জুন, ২০১৬  রাত ৮:২২
বিপন্ন_বিস্ময় বলেছেন: বিজনদা আপনার ফেসবুক প্রোফাইলটা যদি জানাতেন....
  ১২ ই জুন, ২০১৬  রাত ৮:২৫
১২ ই জুন, ২০১৬  রাত ৮:২৫
বিজন রয় বলেছেন: জানাবো, একটু অপেক্ষা করেন।
কারণ আমি ফেসবুকে খুব এ্যকটিভ না।
দুমাস পরে জানাবো।
৮৫|  ২১ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৯
২১ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: নিঃশব্দ শব্দগন্ধ..........
"শব্দ" এটা ননিয়ে ভালোই খেলেছেন। কবি, একটা কবিতার বই বের করেন।কবিতাভুকেরা তাদের তৃষ্ণা মেটাবে আপনার কবিতা পড়ে
  ২১ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৪০
২১ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৪০
বিজন রয় বলেছেন: বই বের করার মতো সাহস এখনো হইনি।
আমি কাকের মতো কবি হতে চাই না। দেশে তো কাকের চেয়ে কবি বেশি।
হা হা হা ...................
ধন্যবাদ।
৮৬|  ২৯ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
২৯ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
অতৃপ্তচোখ বলেছেন: হ্যা দাদা! "শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর"।
জীবন আর শূন্যতা যেন আমরণ বন্ধনে আবদ্ধ। কেউ কেউ এই শূন্যতা এড়িয়ে চলতে চায়, কেউ তা পারেনা। শূন্যতার কোন শেষ নেই। আমিও জীবন সংসারের দায়ে এড়িয়েই চলি, তবে অস্বীকার করার স্পর্ধা আমার হয় না।
দাদা, কথা লুকিয়ে আছে আপনার কবিতায়। এককথায় অসাধারণ ভাবান্তরের যোগ।
  ২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১৭
২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: অনেক ভাল বিশ্লেষণ। আপনার ভিতরে অনেক কথা জমে আছে।
কবিতার কথা যা বললেন, আমি আপ্লুত।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৮৭|  ২৪ শে জুলাই, ২০১৬  বিকাল ৩:৩৫
২৪ শে জুলাই, ২০১৬  বিকাল ৩:৩৫
সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে সন্তুষ্ট হলাম প্রিয় বিজন দাদা
একরাশ শুভেচ্ছা ও মুগ্ধতা রেখে গেলাম
  ২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:০৬
২৫ শে আগস্ট, ২০১৬  সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: উত্তর করতে অনেক দেরী হলো সেজন্য দুঃখিত।
খুব ব্যস্ত ছিলাম।
আপনাকে ধন্যবাদ।
ভাল থাকুন।
৮৮|  ২৫ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৩৬
২৫ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৩৬
তাওহীদ পলাশ বলেছেন: ভালো লাগলো।
  ২৫ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৪৫
২৫ শে আগস্ট, ২০১৬  দুপুর ২:৪৫
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ পিছনে এসে কবিতা পড়ার জন্য।
আমিও অবশ্য অনেকদিন ব্লগে আসিনি।
ভাল থাকুন এই শুভকামনা।
৮৯|  ১৯ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৪
১৯ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:২৪
বিজন রয় বলেছেন: ভাল হলো।
  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১৫
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: কোন মানে নেই।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৬  দুপুর ১:১৫
০১ লা মে, ২০১৬  দুপুর ১:১৫
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
কবিতায়++++