|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের দাবী রেখেছিল
মেঘালয়ের পাদদেশে
হৃদয়ের জলছাপে
ধূসর অস্তরাগে
অন্তবিহীন সুখবিলাসে
মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়।
  
 
এক ঝাঁক বুনোহাঁস মৌনতা ভেঙে শিস্ দিয়েছিল 
গারো পাহাড়ের নীলিমায়
নিরুদ্দেশ মেঘমল্লারে
মাতাল অনুরাগে
বাঁধনহীন উল্লাসে
প্রীতিময় প্রণয়ের নিগুঢ় দিগন্তরেখায়।
  
 
এক ঝাঁক প্রেমাশক্ত সারস পথ ভুলেছিল আনমনে
শিলং-এর পাইন বনে বনে
দৃষ্টির অন্তরালে
সুখসৃষ্টির বৈরাগে
বিরামহীন বিমুগ্ধতায় 
প্রেমময় আলিঙ্গনের বিহ্বল সঙ্গমরেখায়।
সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!!
ছবি -নেট।
 ১১৮ টি
    	১১৮ টি    	 +২২/-০
    	+২২/-০  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২২
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: এই কবিতায় আপনাকে প্রথম পাওয়ার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ।
নিয়মিত কবিতা পড়বেন এই কামনা রইল।
ধন্যবাদ।
২|  ২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:০৬
২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:০৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধ আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!! 
বাহ, চমৎকার, বেশ লাগল সবটা।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৫
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: কবিতার ছন্দ হিল্লোলে মজেছেন দেখে ভাল লাগল। আপনার সরব উপস্থিতি সবসময় দৃষ্টিগোচর হয়।
ভাল থাকুন।
৩|  ২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:০৮
২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:০৮
অতৃপ্তচোখ বলেছেন: বালিহাঁস-বনোহাঁস-সারস হতে না পেরে অনুসারী হয়েই রব এরকম মুগ্ধতায় হৃদয় ভরাতে।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৬
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: আন্তরিকভাবে ভাবে মন্তব্য করার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবেন বলে আশা রাখি।
এগিয়ে চলুন এভাবেই।
শুভকামনা।
৪|  ২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:১২
২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:১২
শরতের ছবি বলেছেন: কাব্যরস সু শৈলপিক ।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৭
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: আপনার দৃষ্টিতে কাব্যরস শৈল্পিক হয়ে উঠেছে কারণ আপনার একটি শৈল্পিক চোখ আছে তাই।
অনেক অনেক ধন্যবাদ।
৫|  ২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:২৬
২২ শে জুন, ২০১৬  বিকাল ৫:২৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছবিগুলোর সাথে কবিতাটি মানিয়েছে বেশ। ভালো লাগলো।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৯
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:২৯
বিজন রয় বলেছেন: যেহেতু কবিতাটি তেমন আহামরি কিছু নয় তাই চেষ্টা করেছি বাহ্যিক রঙ লাগাতে। কিছু তো একটা দেখাতে হবে।
আপনি সবসময় সাথে থাকেন সেজন্য ধন্যবাদ।
৬|  ২২ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
২২ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
কল্লোল পথিক বলেছেন: সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!! 
ওয়াও!অসাধারন কবিতা। 
কবিতায়+++++++++++++++
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩০
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: আপনি যেভাবে সবার ওখানে মন্তব্য করেন সেটি পরিবর্তন আশা করছি।
মানুষের মন সবসময় নতুন কিছু আশা করে।
কবিতার পড়ার জন্য অার পাশে থাকার জন্য ধন্যবাদ।
৭|  ২২ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:১২
২২ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:১২
কালনী নদী বলেছেন: বিমূগ্ধ হয়ে গেলাম আজ দুই দাদার জাদুকরি প্রতিভায়!!
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩১
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩১
বিজন রয় বলেছেন: বিমূগ্ধ!! আহ! একটি শব্দই যথেষ্ট।
আরেক দাদা কে? কল্লোল পথিক?
৮|  ২২ শে জুন, ২০১৬  রাত ৮:১৫
২২ শে জুন, ২০১৬  রাত ৮:১৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ হয়েছে কবি ........
অধম আপনার সাথে একটু যোগ করি।
যদিও আপনার পাশে যাওয়ার যোগ্যতা নেই। 
আমি বালিহাঁস হবো অনন্তকাল 
মেলে স্বপ্নের ডানা,
তোমার রাজ্যে রোজ শতবার
উড়ে উড়ে দেবো হানা!
সারস হবো সারসী তোমায়
সঙ্গ দিতে পাশে,
বালিহাঁস গুলো আমাদের মতো
আজো কি ভালোবাসে?
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৩
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: আমার মনে হয়েছে আমার কবিতার চেয়ে আপনার মন্তব্য ভাল হয়েছে। যেভাবে হৃদয়-মন ঢেলে দিয়ে কথা বলেছেন তাতেই আমি বিমোহিত।
আর আপনার ৮ লাইনের কবিতাটি অবশ্যই ভাস্বর হয়ে থাকবে আমার কাছে।
ভাল থাকেন।
৯|  ২২ শে জুন, ২০১৬  রাত ৮:৪৬
২২ শে জুন, ২০১৬  রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: প্রথম দুই প্যারা বেশি ভালো লাগল।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৬
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: তিন প্যারার মধ্যে প্রথম দুটিই ভাল। কবিতাটি অনেক দ্রুত এবয় স্বল্প সময়ে লেখা হয়েছে, এজন্য তেমন ভাল হয়নি।
ধন্যবাদ সুমনদা।
সাথে থাকুন।
১০|  ২২ শে জুন, ২০১৬  রাত ৮:৪৭
২২ শে জুন, ২০১৬  রাত ৮:৪৭
কবীর বলেছেন: সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!! 
ভালো  লাগলো। ধন্যবাদ
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৭
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: অমন বন্ধু পেলে ভাল হতো! নিষ্পাপ আর স্বার্থহীন।
কবীর অনেক ধন্যবাদ।
১১|  ২২ শে জুন, ২০১৬  রাত ৯:২৬
২২ শে জুন, ২০১৬  রাত ৯:২৬
সুলতানা রহমান বলেছেন: পড়ি নাই। তবে কবিতা ভালো হইছে মনে হয়।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৪
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: আপনি কি মানুষ বলুন তো!!
আপনার সাথে কথা বলার কোন পথ খোলা রাখেননি।
আমি খুবই আপসেট!!
সব পোস্ট ড্রাফট করে হাওয়া। যদি আমার এখানে না আসতেন তো আর কোন দিন কথা হতো কি? হবে কি? সে সুযোগ কোথায়?
অন্তত একটি পোস্ট দিয়ে রাখুন যাতে খবরাখবর নিতে-দিতে পারি।
১২|  ২২ শে জুন, ২০১৬  রাত ৯:২৭
২২ শে জুন, ২০১৬  রাত ৯:২৭
সুলতানা রহমান বলেছেন: পড়ি নাই। তবে কবিতা ভালো হইছে মনে হয়।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৬
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার দরকার নেই।
আপনি এসেছেন সেটাই বড় কথা। ব্লগে একটু নিয়মিত হওয়ার অনুরোধ করছি।
আমার আত্মীয়সকল কেমন আছে, আছেন সবাই??
১৩|  ২২ শে জুন, ২০১৬  রাত ৯:৪০
২২ শে জুন, ২০১৬  রাত ৯:৪০
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো। ছবিগুলোও খুব সুন্দর । ++
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৯
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: আপনার তুলনায় অত ভাল লিখতে পারি না।
তবু আপনাদের পদচারনায় আমার ব্লগ মুখর হয়ে ওঠে।
এটাই আমার বড় পাওনা।
ধন্যবাদ আর শুভকামনা।
১৪|  ২২ শে জুন, ২০১৬  রাত ৯:৫১
২২ শে জুন, ২০১৬  রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
হৃদয়ের সঙ্গম শেষে , যে প্রশ্ন রেখেছেন অবশেষে; তাতে মনে হলো এরকমটাই বলতে চেয়েছেন -----
ফুল পাখি বন্ধু আমার ছিলো 
আর মেঘ নদী  বন্ধু আমার ছিলো 
তারা কোথায় গেলো ,
হারিয়ে কোথায় গেলো .................
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৩
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৩
বিজন রয় বলেছেন: সঙ্গম স্বাদ ক্ষণিক মিটলেও আসক্তি আমরণ। সে আসক্তি মূহুর্তের চরিতার্থ হওয়ার জন্য উন্মুখ থাকে।
আর সেজন্যই তো শেষ তিন লাইনে অত প্রশ্ন, বিরতি, বিস্ময়।
হা হা হা 
শুভকামনা।
১৫|  ২২ শে জুন, ২০১৬  রাত ১০:৩৪
২২ শে জুন, ২০১৬  রাত ১০:৩৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগা রেখে বাড়ি গেলাম। আবার দেখা হবে।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৪
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ভাললাগা তুলে রাখলাম। আবার দেখা হলে জড়িয়ে দিব।
ততক্ষণ ভাল থাকুন।
১৬|  ২২ শে জুন, ২০১৬  রাত ১১:০৯
২২ শে জুন, ২০১৬  রাত ১১:০৯
সুবল চন্দ্র বর্মন বলেছেন: অস্থির করা মুগ্ধ মুরতি, ভরে উঠল জীবনের গীতি। আরাকটু সাজানো গোছানো চাই। শুভেচ্ছা রইল।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৬
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: মুগ্ধ করা মন্তব্য।
সাজানো গোছানো।
বেশি সাজানো গোছানে হলে অনেক সময় ভাল নাও লাগতে পারে।
অনেক ভাল লাগল আপনার প্রথম মন্তব্য পেয়ে।
ভাল থাকুন নিরন্তর।
১৭|  ২৩ শে জুন, ২০১৬  রাত ১২:৫৮
২৩ শে জুন, ২০১৬  রাত ১২:৫৮
রায়হানুল এফ রাজ বলেছেন: অসাধারণ। কবির কাব্য প্রতিভায় মুগ্ধ। বার বার সিক্ত হতে চাই মুগ্ধতায়।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৭
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: আমি চেষ্টা করবো আপনাকে আমার কবিতায় সিক্ত করতে।
আপনার হৃদ্যতায় আমিও সিক্ত হলাম।
শুভকামনা।
১৮|  ২৩ শে জুন, ২০১৬  রাত ২:০৫
২৩ শে জুন, ২০১৬  রাত ২:০৫
এস বি সুমন বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে । আগামির দিনগুলোতে আরও ভাল কিছু উপহার দিবেন সেই শুভ কামনায় রইল ।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৮
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:১৮
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পেলাম আপনাকে।
আগামীর দিনগুলোতে ভাল কিছু দেওয়ার জন্য অবশ্যই সচেষ্ট থাকবো।
আপনিও কিন্তু সাথে থাকবেন।
১৯|  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৭:৪৫
২৩ শে জুন, ২০১৬  সকাল ৭:৪৫
শুভ্র বিকেল বলেছেন: সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!!
 
দারুণ বলেছেন। ধন্যবাদ।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২২
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: আমার বন্ধু হোক বালিহাঁসের মতো।
আমার বন্ধু হোক বুনোহাঁসের মতো,
আমার বন্ধু হোকপ্রেমাসক্ত সারসের মতো।
আমরা ভাল থাকি অবিরত।
হা হা হা 
অনেক ধন্যবাদ শুভ্র বিকেল।
২০|  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৪৩
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলে সেই ভাল লাগাটা প্রকাশ করা আমার কাছে কঠিনই মনে হয়। তাই শুধু বলি খুব সুন্দর আর মিষ্টি কবিতা
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২৪
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: কিছু না বলেও, ভাল লাগাটি প্রকাশ না করেও যা দিয়েছেন তাতেই আমি ধন্য।
আর কিছু বলা লাগবে না।
ভাল থাকেন এই শুভকামনা রইল।
২১|  ২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৪
২৩ শে জুন, ২০১৬  সকাল ৯:৫৪
জন ঈসা বলেছেন: তৃপ্তি পেলাম
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২৫
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: আপনার তৃপ্তিময় অনুভবে আমার এই কবিতার সমগ্র পরিবেশটি আলোকিত হয়ে উঠল।
আমি কৃতজ্ঞ।
আপনি ভাল থাকুন সহস্র দিন।
২২|  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:৫২
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:৫২
প্রথমকথা বলেছেন: লেখাও ছবি খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর কবিতা।
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১১:০৪
২৩ শে জুন, ২০১৬  সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: হা হা হা 
সুন্দরে সুন্দরে সুন্দরময়।
ধন্যবাদ। প্রথমকথা।
২৩|  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৯
২৩ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনন্য । লেখা ছবি চমৎকার মিলিয়েছে//
  ২৩ শে জুন, ২০১৬  সকাল ১১:০৬
২৩ শে জুন, ২০১৬  সকাল ১১:০৬
বিজন রয় বলেছেন: কোন কিছুতে অনন্য বললে সেখানে আর কিছু না বলাই শ্রেয়।
শুধু আপনাকে অনন্য ধন্যবাদ।
২৪|  ২৩ শে জুন, ২০১৬  দুপুর ১:১০
২৩ শে জুন, ২০১৬  দুপুর ১:১০
আলভী রহমান শোভন বলেছেন: আবার মুগ্ধ হলাম আপনার কবিতায়, বিজনদা। 
  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:২৭
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: শোভন আপনার মন্তব্য করার ঢংটাই ভাল লাগে।
মনে হয় আমি আপনার অনেক দিনের চেনা। আমি আপনার অনেক আপন।
এই তো, এভাবেই চাই।
শুভকামনা।
২৫|  ২৩ শে জুন, ২০১৬  দুপুর ১:২৪
২৩ শে জুন, ২০১৬  দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার
অনেক ভাল লাগল 
শুভেচ্ছা দাদা
  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:২৯
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: ভাল লাগায় প্রীত হলাম, খুশি হলাম।
হাঁসগুলোর ছকি কিন্তু আমরো ভাল লেগেছে।
ফাতেমা আপা, আপনাকেও হাজার শুভেচ্ছা।
ভাল থাকেন সবসময় দিবস-রজনী।
২৬|  ২৩ শে জুন, ২০১৬  দুপুর ২:৫৮
২৩ শে জুন, ২০১৬  দুপুর ২:৫৮
আলোরিকা বলেছেন: ছবিগুলো দেখে ও লেখা পড়ে মনে হচ্ছে ক্যাপশন লিখেছেন , আরও মনে হচ্ছে ইহা একটি ভ্রমণ ব্লগ ---- মেঘালয় , গারো পাহাড় ও শিলং এর পাইন বনে   সব মিলিয়ে দারুণ !!
  সব মিলিয়ে দারুণ !!
  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩২
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩২
বিজন রয় বলেছেন: কবিতা বা ক্যাপশন দুটোই বলা যেতে পারে। তবে আমি কবিতা ভেবেই লিখেছি।
আপনার নানা রকম ভাবনা জন্ম দিয়েছে এটা জেনে আমার ভাল লেগেছে।
ধন্যবাদ আর শুভকামনা আলোরিকা।
২৭|  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৩:৫৪
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৩:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের দাবী রেখেছিল
মেঘালয়ের পাদদেশে
হৃদয়ের জলছাপে
ধূসর অস্তরাগে
অন্তবিহীন সুখবিলাসে
মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়।
দাদা কিছু স্মৃতিচিহ্ন রেখে গেলাম এখানে আর পুরাটা সাথে করে নিয়ে গেলাম প্রিয়তে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩৬
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: আপনি এত দেরি করে এলেন কেন??
আপনার স্মৃতি রেখে দিলাম হৃদয়ের মণিকোঠায়।
আবার আসবেন কি আমার এখানে?
প্রিয়তে নিয়ে লাভ কি হলো। লাভ আমার হলো। সেটি ভালবাসা।
২৮|  ২৩ শে জুন, ২০১৬  বিকাল ৫:৪৮
২৩ শে জুন, ২০১৬  বিকাল ৫:৪৮
সুলতানা রহমান বলেছেন: আমি পোস্ট দিলেও যা হবে, না দিলেও তা হবে। আপনি তো না পড়েই কমেন্ট করবেন। আপনি বই পড়েন? উপন্যাস? কবিতা?
  ২৩ শে জুন, ২০১৬  রাত ৮:১৬
২৩ শে জুন, ২০১৬  রাত ৮:১৬
বিজন রয় বলেছেন: না, আপনি পোস্ট দিলেও যা হবে না দিলেও তা হবে না। ব্লগে তো শুধু আমি একা না। তাই না।
প্লিজ একটি পোস্ট দিন।
আপনি বই পড়েন? উপন্যাস? কবিতা?
হঠাৎ এই প্রশ্ন!!
প্রশ্নের কারণটা জানলে উত্তর দেওয়া আমার পক্ষে সহজ হতো।
২৯|  ২৩ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
২৩ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ২২ তারিখ তিনটার দিকে এসে ছিলাম দেখি আপনে বাড়ীতে নেই । ভাবলাম আসব পরে । এলাম  তবে পথে একটু দেরী হল , তবে কেন দেরী হল তা বুঝতে পারবেন খানিকটা পরে আমার ঘরে গেলে । আর  হা, আমি জনমভর হাটি সকলের পিছনে পিছনে । পিছনের সারিতে  বসাটাকেই  আমি স্বচ্ছন্দ বোধ করি , এটা মনে হয় আমার সহজাত প্রবৃত্তি । তবে শিখা হয় অনেক । এই মন্তব্যের ঘরে আসার পথে দাদার প্রতি  এত অগনিত পাঠকের মনমাতানো কথা  দেখে হৃদয়টা এমনিতেই  যায়  ভরে। সুন্দর মনমাতানো প্রতি উত্তরের জন্য অনেক ধন্যবাদ । 
ভাল থাকার শুভ কামনা থাকল
  ২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২০
২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২০
বিজন রয় বলেছেন: আরে দেরী করা নিয়ে আমি এমনিতেই প্রশ্ন তুলেছি। আমি জানতাম আপনি আসবেন।
সামনের দিনগুলোতে আরো ভাল কিছু অপেক্ষা করছে, আপনি ততদিন ব্লগে থাকবেন তো?
সুন্দর মন মাতানো আরো কিছু।
৩০|  ২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২০
২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২০
উদাসী স্বপ্ন বলেছেন: হংসপ্রেমী বিজনদাকে এক রাশ প্যাক প্যাক শুভেচ্ছা
  ২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২৩
২৩ শে জুন, ২০১৬  রাত ৮:২৩
বিজন রয় বলেছেন: সত্যি ওই রকমের হাঁসগুলো আমার অনেক ভাললাগে।
বিশেষ করে অথিতি পাখি হয়ে আমাদের দেশে যে হাঁসগুলো আসে।
তবে কবিতার কল্পনা অন্য ব্যাপার।
৩১|  ২৩ শে জুন, ২০১৬  রাত ৯:৫৩
২৩ শে জুন, ২০১৬  রাত ৯:৫৩
দীপংকর চন্দ বলেছেন:  এক ঝাঁক বুনোহাঁস মৌনতা ভেঙে শিস্ দিয়েছিল
মৌনতা ভাঙা শব্দাবলীতে ভালো লাগা অনেক।
অনিঃশেষ শুভকামনা কবি।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
  ২৪ শে জুন, ২০১৬  দুপুর ১২:১৫
২৪ শে জুন, ২০১৬  দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ দীপংকরদা শশব্যস্ত মন্তব্য করার জন্য।
ইদানিং ব্লগে আপনাকে কম দেখায় যায়।
অনিঃশেষ শুভকামনা কবি।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৩২|  ২৪ শে জুন, ২০১৬  ভোর ৫:২০
২৪ শে জুন, ২০১৬  ভোর ৫:২০
ডঃ এম এ আলী বলেছেন: দাদা কি শুনালেন ভয় পেয়ে গেলাম । যাব কোথায় আছি থাকব , যদি না খেদায় । দাদার শুভ দিন গুলি না দেখে লরছিনা । 
ভাল থাকার শুভ কামনা রইল ।
  ২৪ শে জুন, ২০১৬  দুপুর ১২:১৮
২৪ শে জুন, ২০১৬  দুপুর ১২:১৮
বিজন রয় বলেছেন: ব্লগে অনেকেই দেখেছি নতুন এসে ব্লগের জন্য সে কি দরদ। রাত দিন ব্লগেই সময় কাটানো। তারপর একদিন হাওয়া।
সেই জন্যই বলা
আপনি যদি দীর্ঘদিন ব্লগে থাকেন তো জমবে ভাল।
৩৩|  ২৪ শে জুন, ২০১৬  রাত ৮:৪১
২৪ শে জুন, ২০১৬  রাত ৮:৪১
খোলা মনের কথা বলেছেন: ছবি গুলো চোখ ধাঁধাঁনোর মত তার থেকে ভাল লেগেছে আপনার লেখা গুলো। সব মিলে অসাধারন।
  ২৪ শে জুন, ২০১৬  রাত ৮:৪৫
২৪ শে জুন, ২০১৬  রাত ৮:৪৫
বিজন রয় বলেছেন: খুব করে ধন্যবাদ এমন উৎসাহ দেওয়ার জন্য। এসব কথা সত্যি লেখার সাহস যোগায়।
ভাল থাকুন এই শুভকামনা
৩৪|  ২৪ শে জুন, ২০১৬  রাত ৯:৫৭
২৪ শে জুন, ২০১৬  রাত ৯:৫৭
লেখোয়াড়. বলেছেন: 
কবিতা পড়ে আনমনে অনেক দৃশ্য ভীড় করেছে।
  ২৫ শে জুন, ২০১৬  সকাল ৯:১৯
২৫ শে জুন, ২০১৬  সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: আপনাকে দেখে খুশি হলাম। আপনি অনেক পুরানো ব্লগার। আপনার ব্লগ থেকে যতদুর জেনেছি আপনি লেখোয়াড় ও লেখোয়াড়.(.) দুটো নিকের অধিকারী। প্রথমটির পাসওয়ার্ড হারিয়েছেন।
যাইহোক, আপনার সহচর্য পেলে আমি সমৃদ্ধ হবো।
ধন্যবাদ।
৩৫|  ২৫ শে জুন, ২০১৬  সকাল ৮:০৩
২৫ শে জুন, ২০১৬  সকাল ৮:০৩
শায়মা বলেছেন: মাই গড!!!!!!!!!!
বালিহাঁস! বুনোহাঁস! সারস!!!!!!!
পাতিহাঁস, রাজহাঁস, মাসকোভি,ক্যাম্পবেল, জিনডিং এরা বাদ পড়লো কেনো ভাইয়া!!!!!!!!  
এরাও তো অনেক সুন্দর!!!!!!!!!! 
এদেরকে নিয়েও লেখো ভাইয়ামনি!!!
  ২৫ শে জুন, ২০১৬  সকাল ৯:২২
২৫ শে জুন, ২০১৬  সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: শায়মা আপা অনেক আটপৌরে জিনিষ কবিতায় এলে অনেক স্পেশাল আর সুন্দর হয়ে ওঠে। কবিদের সে যোগ্যতা আছে।
প্রয়োজন হলে সব হাঁস নিয়ে কবিতা লিখবো।
কেউ করেনি মানা।
৩৬|  ২৫ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৯
২৫ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৯
শাহজালাল হাওলাদার বলেছেন: দাদা প্রথমে আপনার চমৎকার কাব্যিক রসে নিজেকে ভিজিয়ে নিলাম।
এবার অন্য প্রসংগঃ ১) পদ্মা যদি পদ্দা্ উচ্চারণ হয় বা পদ্ম যদি পদ্দ উচ্চারণ হয় ২) আত্ম যদি আত্ত উচ্চারণ হয় তবে  জন্ম, যুগ্ম, গুল্ম, গ্রীষ্ম, উষ্ম, অশ্ম এর উচ্চারণ বুঝিয়ে লিখুন। ( একটু কষ্ট দিচ্ছি আলোচনার তাগিদে)।
  ২৫ শে জুন, ২০১৬  বিকাল ৩:৪৮
২৫ শে জুন, ২০১৬  বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: অনেক সমস্যায় ফেললেন।
দেখুন আমি শিক্ষক নই, বানান গবেষকও নই। আমি বাংলার ছাত্রও নই। তাই অত কিছু আমার জানা নেই। আপনি যদি পারেন তো কোন বানান গবেষকের নিকট কথা বলুন। 
ধন্যবাদ আর শুভকামনা।
৩৭|  ২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:১১
২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:১১
জুন বলেছেন: 
Don't flew over the evening waves
On the lake of omi .
When i hear u cry 
I think the days gone by 
My heart is growing heavy .
Bijon roy lake Omi r upor diye urey jaowa ek sari haas er daak shuney japani ek bikhkhato kobi uporer kobita ti likhechilen . Ja amar onek din er prio . Thik apnar kobtiar motoi . 
+
  ২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৪৭
২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৪৭
বিজন রয় বলেছেন: জুন আপা, এমন মন্তব্য করে আমার মনটাকে একবারে নরম করে দিলেন। আমি কেঁদে দিলাম।
একজন বড় বোন হিসেবে আপনাকে সবসময় অত্যন্ত শ্রদ্ধা করি।
ওই জাপানি কবির নাম কি, বা ওই কবিতাটি আমি পড়িনি।
তবে আপনি তুলনা করে আমার চোখের পাতা ভিজিয়ে দিলেন।
এমনিতেই এই কবিতাটি মনকে এক অজানা বোধে উদাসীন আর আবেশ করে দিচ্ছে।
অনেক অনেক শুভকামনা।
৩৮|  ২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩৯
২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''এক ঝাঁক বুনোহাঁস মৌনতা ভেঙে শিস্ দিয়েছিল
গারো পাহাড়ের নীলিমায়
নিরুদ্দেশ মেঘমল্লারে
মাতাল অনুরাগে
বাঁধনহীন উল্লাসে
প্রীতিময় প্রণয়ের নিগুঢ় দিগন্তরেখায়''  
পুরো কবিতায় চমৎকার সব বাছাই করা শব্দের সন্নিবেশ ঘটেছে । দারুণ !!!
  ২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৫৬
২৫ শে জুন, ২০১৬  বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: এধরনের কবিতা সম্ভবত পড়তে ভাল লাগে। মনে এক উদাস ভাব জন্ম দেয়।
যদিও আমি এটিতে ফাঁকি দিয়েছি, আরো সময় নিয়ে আরো হৃদয়গ্রাহী করে লিখতে হতো।
শেষ পর্যন্ত আপনাকে পাওয়াই যায়।
এটাই খুশির বিষয়।
সুখে থাকুন।
৩৯|  ২৬ শে জুন, ২০১৬  দুপুর ১২:৪৮
২৬ শে জুন, ২০১৬  দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন: 
লিখাটি সেদিনই পড়েফেলেছিলাম... কোন কারনে মন্তব্য করতে পারছিলাম না... পরে আর মন্তব্য করা হয়ে উঠলোনা... যা হোক আজকেতো করতে পারলাম...
লিখাটি ভালো লেগেছে তবে শেষাংশটা একটু রেশ কেটে দিলো আরকি... ঐ তিন লাইন না লিখলেও কোন সমস্যা হতো না...
শুভকামনা...
  ২৬ শে জুন, ২০১৬  দুপুর ২:৪৪
২৬ শে জুন, ২০১৬  দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: যেহেতু আমি আপনার তুলনায় নতুন এবং আপনার সাথে তেমন কথা হয়নি, তাই আমাকে সচরাচর আপনার মনে নাও আসতে পারে। এটই স্বাভাবিক। আমি মনে করি আরো কিছু দিন আপনার সাথে কথা বলার পর এটা দূর হবে।
ঠিকই বলেছেন শেষাংশে সুর কেটে গিয়েছে, বিশেষ করে 'বিরামহীন' ওখানে।
এই জন্যই তো বলি কবিচোখ অনেক গভীরে দেখতে পারে।
অনেক অনেক শুভকামনা।
৪০|  ২৬ শে জুন, ২০১৬  দুপুর ১:৫৬
২৬ শে জুন, ২০১৬  দুপুর ১:৫৬
বিদগ্ধ বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে। বালিহাঁস, বুনোহাঁস আর সারসের চিত্রকল্পটি তো দারুণ। কিন্তু মাঝখানে ছবিগুলো অহেতুক দৃষ্টিবিভ্রম সৃষ্টি করেছে। কিছু মনোবিভ্রমও! কবিতায় ক্যামেরার ছবি আমার একদম ভালো লাগে না। তারপর একটি নয়, তিনটি!
  ২৬ শে জুন, ২০১৬  দুপুর ২:৪৮
২৬ শে জুন, ২০১৬  দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: আসলে মাঝে ছবি দিয়ে আমারও যে খুব ভাল লেগেছে তাও নয়, মনে খেয়াল হলো তাই দিয়ে দিলাম। আপনার সাজেশান অবশ্যই মনে থাকবে। তবে প্রথমে অনন্ত একটি ছবি আমার মনে ধরে।
আপনার সাথে আগে কথা হয়ছে কিনা মনে পড়ছে।
আমার এখানে আপনাকে পেয়ে এবং আপনার তাৎপর্যপূর্ণ মন্তব্য পেয়ে ভাল লেগেছে। এরকম মন্তব্য অবশ্যই সমৃদ্ধ করে।
ধন্যবাদ ও শুভকামনা।
৪১|  ২৬ শে জুন, ২০১৬  বিকাল ৩:০২
২৬ শে জুন, ২০১৬  বিকাল ৩:০২
অদৃশ্য বলেছেন: 
সত্য বলতে কি এমনটা হয়... অনেকের ক্ষেত্রেই হয়... যখন অনেকগুলো ব্লগে আপনার ঘুরবার জায়গা হবে তখন মাঝে মাঝেই আপনি পরিচিত বা খুব পরিচিত কাউকে স্লিপ করবেন... অনুসরণে থাকলেও সবসময় সবগুলো দেখা হয়ে উঠেনা... তবে নিয়মিত কথা হতে থাকলে এমনটা কম হয়... মাথায় থাকে তুলনামূলক বেশি... বা সবসময়ই...
লিখা চলতে থাকুক আপন গতিতে...
শুভকামনা...
  ২৬ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:২২
২৬ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:২২
বিজন রয় বলেছেন: আপনারা পাশে থাকলে হয়তো লেখাটি চালিয়ে যেতে উৎসাহ পাবো। নাহলে একদিন বন্ধ হয়ে যাবে। আমি আবার নিজের ভিতর থেকে খুব বেশি উৎসাহ পাই না।
অনেক ধন্যবাদ আবার এসে কথা বলার জন্য।
ভাল থাকবেন।
৪২|  ২৬ শে জুন, ২০১৬  রাত ৮:১৯
২৬ শে জুন, ২০১৬  রাত ৮:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
সুন্দর একটি কবিতা। যেমন শুরু, তেমনই তার শেষ।  হাঁসের ছবি দেখলে স্মৃতিকাতর হই।
  ২৭ শে জুন, ২০১৬  দুপুর ২:২২
২৭ শে জুন, ২০১৬  দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি আমাকে দোলা দেয় সবসময়।
হাঁসগুলোরও প্রভাব আছে মানুষের জীবনে।
শুভকামনা।
৪৩|  ২৮ শে জুন, ২০১৬  রাত ১:৪৩
২৮ শে জুন, ২০১৬  রাত ১:৪৩
অপেক্ষা আর আমি বলেছেন: সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!
খুবই দারুন আর চমৎকার ছিল লাইন তিনটা ভাইয়া, বেশ ভালো লাগলো।
  ২৮ শে জুন, ২০১৬  সকাল ১০:১২
২৮ শে জুন, ২০১৬  সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: যে মোহনায় কবিতা এস মিলিত হয়েছে, সেখানেই আপনার সুদৃষ্টি পড়েছে।
আপনি অনেক বিচক্ষণ।
আপনাকে সবসময় চাই।
শুভকামনা।
৪৪|  ২৮ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৪
২৮ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৪
এহসান সাবির বলেছেন: কবিতা ও ছবি মিলে মিশে একাকার...!!
শুভেচ্ছা রইল।
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০৮
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০৮
বিজন রয় বলেছেন: সাবির অনেক দেরীতে এলেন।
আপনার হয়েছেটা কি?
ব্লগে অনিয়মিত কেন?
শুভকামনা।
৪৫|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০১
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০১
আর. এন. রাজু বলেছেন: বিজন ভাই, মুগ্ধ হলাম!
ভাই আমি কি একটা কথা জানতে পারি?
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০৯
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:০৯
বিজন রয় বলেছেন: রাজু আপনার মুগ্ধতার পরশ পেলাম। অনেক ধন্যবাদ পড়ার জন্য।
অবশ্যই বলুন কি জানতে চান?
৪৬|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১১
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১১
আর. এন. রাজু বলেছেন: স্বাগতম!
++++++ এইগুলো মানে কি আমাকেকে কষ্ট করে বুঝাবেন?
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৪
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৪
বিজন রয় বলেছেন: হা হা হা ...........
ওগুলো তো +++++ (প্লাস )
আপনার লেখা যদি কারো ভাল লাগে তো প্লাস দিয়ে জানিয়ে দেওয়া যে, আপনার লেখা ভাল হয়েছে বা লেগেছে।
পোস্টে প্লাস দেওয়ার অপশন আছে, সেখানে কেউ দেয় আবার কেউ লিখেও জানায়।
এইতো, আর কিছু?
৪৭|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১১
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১১
আর. এন. রাজু বলেছেন: বিজন দাদা আমি আপনাদের সকলের সাথে পরিচিত হইতে চাই,
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৬
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৬
বিজন রয় বলেছেন: অবশ্যই।
বলুন কিভাবে বা কোন মাধ্যমে পরিচিত হতে চান। এখানে ব্লগিং করতে করতে অনেকের সাথেই পরিচিত হবেন বলে আশারাখি।
৪৮|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৮
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৮
আর. এন. রাজু বলেছেন: ওহ হ্যা এবার বুঝেছি। আমি জানি যে এটা প্লাস বাট এটা কেন ইউজ করা হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
না আর কিছু না। তবে আমার পরের মন্তব্যের একটা ফয়সালা অবশ্যই দিবেন।
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৭
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: তাহলে বোঝাতে পেরেছি।
খুশি হলোম।
৪৯|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৯
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:১৯
আর. এন. রাজু বলেছেন: ভালো মনে করি এটাই যে ব্লগিং এর মাধ্যমে।
কিন্তু আমি কি সকলের সাথে পরিচিত হতে পারব।
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৮
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৮
বিজন রয় বলেছেন: অবশ্যই ব্লগে থাকেন। সকলের সাথে কথা বলতে থাকেন। ধীরে ধীরে সব পাবেন।
শুভকামনা।
৫০|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৩
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:২৩
লেখোয়াড়. বলেছেন: 
হুমমমমম
আমার সহচর্য পেলে সমৃদ্ধ হবেন না, পুড়ে যাবেন।
তাই সাবধান।
আপনার কবিতা ভাল লাগছে, তাই আপনাকে ওয়াচে রাখা হলো।
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৩০
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
বেশতো!!!
আমি পুড়তে চাই, পুড়ে পুড়ে সমৃদ্ধ হতে চাই।
আপনার নিকটি বিদঘুটে নয়!!!
৫১|  ২৯ শে জুন, ২০১৬  দুপুর ২:২১
২৯ শে জুন, ২০১৬  দুপুর ২:২১
মহা সমন্বয় বলেছেন: এই হাসের ছবি দেখে যা লোভ লাগল না, যদি জবাই করে খাওয়া যেত।   
 
কবিতা ভাল হয়েছে ++
  ২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১০
২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১০
বিজন রয় বলেছেন: চলে আসুন আমার বাড়ি। তবে হাঁস নয়। হাসি দিব।
আমার প্রথম কমেন্টার।
দেখলেই ভাললাগে।
সুন্দর।
৫২|  ২৯ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:১৯
২৯ শে জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:১৯
জসিম বলেছেন: সুন্দর .
  ২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১৪
২৯ শে জুন, ২০১৬  রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: আপনি আমার এখানে!!
কি সৌভাগ্য আমার। খুব ভাল লাগল।
মাঝে মাঝে আসবেন।
ভাল থাকুন।
৫৩|  ৩০ শে জুন, ২০১৬  রাত ১:১৮
৩০ শে জুন, ২০১৬  রাত ১:১৮
ডঃ এম এ আলী বলেছেন: দাদা নতুন কিছু না পেয়ে আপনার অতি পছন্দের একঝাক রাজহাস রেখে গেলাম 
 
  ৩০ শে জুন, ২০১৬  দুপুর ১২:২১
৩০ শে জুন, ২০১৬  দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: ইসরে!!!!
এগুলো কি রাজহাঁস না উঠের বাচ্চা। আমার ব্লগবাড়ি মরুভূমি হয়ে গেল রে!!!
হা হা হা ............ পারেন বটে!!
৫৪|  ৩০ শে জুন, ২০১৬  দুপুর ১:২৫
৩০ শে জুন, ২০১৬  দুপুর ১:২৫
সামিয়া বলেছেন: অনেক ভালো লিখেছেন, আমি লেখাটি আগে একবার পড়েছিলাম ,তখন কমেন্ট করবো করবো করে করা হয়নি। শুভ কামনা রইলো।
  ০১ লা জুলাই, ২০১৬  রাত ৯:১৯
০১ লা জুলাই, ২০১৬  রাত ৯:১৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার এখানে প্রথমবার আসার জন্য। সম্ভবত আপনি কবিতা খুব একটা পছন্ত করেন না। তাই আমার এখানে এতদিন দেখিনি।
তারপর যে এলেন সেটা ভাল লাগল, এবং আশা করছি এটা অব্যাহত থাকবে।
অনেক শুভকামনা ও ধন্যবাদ।
৫৫|  ০১ লা জুলাই, ২০১৬  দুপুর ১:০৮
০১ লা জুলাই, ২০১৬  দুপুর ১:০৮
জেন রসি বলেছেন: শেষ তিনটা লাইন দিয়ে কি কোন পারসোনিফিকেশন করা হইছে?  
কবিতা ভালো লেগেছে। 
  ০১ লা জুলাই, ২০১৬  রাত ৯:২৩
০১ লা জুলাই, ২০১৬  রাত ৯:২৩
বিজন রয় বলেছেন: অবশ্যই। তবে অনির্ধারিত বা তার নিজের জন্য বা কারো জন্য নয়।
আপনাকে কদিন ভাবছি, কি পরিমান জানেন আপনি।
সব বিষয় নিয়েই কথা বলতে পারেন।
আপনি, গেমু, উদাসী, জী এস, বর্তমান সময়ের ব্লগের গর্ব।
শিক্ষাদ্বারা অনেক সমৃদ্ধ আপনারা।
আপনাকে ধন্যবাদ রসি।
৫৬|  ০৩ রা জুলাই, ২০১৬  দুপুর ২:৪৫
০৩ রা জুলাই, ২০১৬  দুপুর ২:৪৫
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছবিময় কবিতা, ভাল লেগেছে।
  ০৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৪৪
০৫ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:৪৪
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় শ্রদ্ধাভাজন।
আপনার উপস্থিতি প্রেরণার।
ভাল থাকুন।
৫৭|  ০৫ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৫৬
০৫ ই জুলাই, ২০১৬  দুপুর ২:৫৬
খায়রুল আহসান বলেছেন: দৃষ্টির অন্তরালে
সুখসৃষ্টির বৈরাগে
বিরামহীন বিমুগ্ধতায়
প্রেমময় আলিঙ্গনের বিহ্বল সঙ্গমরেখায় - কল্পনার অসাধারণ বর্ণনা। 
কবিতা ভালো লেগেছে।
  ০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৪৭
০৭ ই জুলাই, ২০১৬  সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: বরাবরের মতোই প্রীত হলাম।
সাথে থাকুন।
৫৮|  ৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৪৬
৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৪৬
fa siam বলেছেন: এক ঝাঁক প্রেমাশক্ত সারস পথ ভুলেছিল আনমনে
শিলং-এর পাইন বনে বনে
দৃষ্টির অন্তরালে
সুখসৃষ্টির বৈরাগে
বিরামহীন বিমুগ্ধতায় 
প্রেমময় আলিঙ্গনের বিহ্বল সঙ্গমরেখায়।
লাইন মনে দাগ কেটেছে
  ৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৯:০০
৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৯:০০
বিজন রয় বলেছেন: খুঁজে খুঁজে আমার পুরানো পোস্টে কথা বলছেন, ব্যাপারটি আমার ভাল লাগছে। সচারচার এমন কেউ করেন না।
আশাকরি ভবিষ্যত ব্লগে আপনার বড় একটি ভূমিকা থাকবে।
আবারো ধন্যবাদ প্রিয়.... ফা সিয়াম।
৫৯|  ১৫ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৫
১৫ ই ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৫
মিরোরডডল  বলেছেন: 
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!!
বাহ! 
বিজন কি সুন্দর লেখে!
  ১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ১০:১৫
১৬ ই ডিসেম্বর, ২০২৩  রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: সেই ৭ বছর আগে পোস্ট করা কবিতায় এসে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হয়তো আপনার হাতে অনেক সময় আছে।
আমি সুন্দর লিখি কিনা নিজে বুজতে পারি না।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৬  বিকাল ৪:৫২
২২ শে জুন, ২০১৬  বিকাল ৪:৫২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন ভাই, খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ।