|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
স্থির
অবিচল
দূরালোকে সম্পন্ন।
কি অক্ষরে
কি দৃশ্যে
কি ত্রিমাত্রিক নাট্যচিত্রে।
জন্মমাত্রা
জীবনালেখ্য
অন্তিমলিপির নির্মাল্য।
বাষ্পীয়
বায়বীয়
নিরূদ্বেগ নক্ষত্রমন্ডলে।
 ৪৪ টি
    	৪৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৩১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৩১
বিজন রয় বলেছেন: কবির অগস্ত্যযাত্রায়।
২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:২১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:২১
রক্তিম দিগন্ত বলেছেন: 
বুঝি নাই
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৩৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: মৃত্যুই সবচেয়ে সুন্দর পরিণতি।
৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:২৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন:  
 
কবির বিদায়।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৯
বিজন রয় বলেছেন: মহাকালের হাতছানি।
৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪১
ইমরান আল হাদী বলেছেন: কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:১৯
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:১৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রিয় হাদী।
সাথে থাকুন।
৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৫
প্রামানিক বলেছেন: অল্প কথায় অনেক কিছু।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২০
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২০
বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনার উপস্থিতি।
শুভকামনা।
৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:২১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:২১
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কবিতায়।উতি চমৎকার হয়েছে এ অন্তিমলিপির নির্মাল্য।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২১
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২১
বিজন রয় বলেছেন: এই সামান্য কবিতায় আপনার অসামান্য মন্তব্য।
বুক ভরে উঠল।
৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
ডঃ এম এ আলী বলেছেন: কবির প্রতি অসাধারণ অর্ঘ্য নিবেদন , ভাল লাগল ।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৩
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৩
বিজন রয় বলেছেন: আপনার প্রতিও অসাধারন নৈবেদ্য রইল।
আর ভাল থাকার শুভকামনা।
৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
অস্থির
সচল
স্বল্পালোকে নরকে । 
কি চোখে
কি শরীরে 
কি মনের সড়কে । 
অনাহূত জন্মে
জীবন অরণ্যে
লিখি নাম মড়কে । 
হা....হা...হা..... কি দেখিলাম ! 
প্রতিবারেই বাড়ছে চরণ
পোস্ট দেয়ার কি নতুন ধরন...............
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৫
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: আপনার জন্য ব্লগে ফাঁকি দেয়া যায় না।
সামান্য লেখাও মূল্যবান হয়ে ওঠে।
দারুন!!
৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:১৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন: 
আমি নীচের ৩ লাইন দেখেছিলাম: 
"স্থির
অবিচল
দূরালোকে সম্পন্ন।" 
-তারপরও, এক শব্দের লাইন কেব হবে?
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৮
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৮
বিজন রয় বলেছেন: "ভালবাসি"... এই একটি শব্দ কত প্রভাব বিস্তার করতে পারে একবার ভাবুন তো!
এই জন্য কখনো কখনো এই শব্দই অনেক বড় কবিতা হয়ে ওঠে।
১০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:১৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:১৪
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৯
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:২৯
বিজন রয় বলেছেন: সুমনদা ধন্যবাদ।
মোটামুটি বলে কিছু আছে নাকি?
১১|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:২৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
সময়ের ফাঁকি।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩০
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা ...
কোনমতে ব্লগে উপস্থিত থাকা।
১২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৭:৪৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৭:৪৪
মেহেদী রবিন বলেছেন: প্রিয়জনের মৃত্যু,
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩১
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: গভীর বেদনায় জর্জরিত।
ধন্যবাদ রবিন।
১৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:২০
জুন বলেছেন: বাষ্পীয়
বায়বীয়
নিরূদ্বেগ নক্ষত্রমন্ডলে        
আমিও তার মত নক্ষত্রমন্ডলে হারাতে চাই বিজন রয়।  
অনেক ভালোলাগা রইলো ছোট্ট নিবেদনে 
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৩
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: জুন আপা, এই ব্লগে আপনি নিজেই এজন নক্ষত্র।
আপনাকে হারাতে দিব না।
শুভকামনা।
১৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৯
নীলপরি বলেছেন: নয়নাভিরাম ভালো লাগলো ।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৪
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৪
বিজন রয় বলেছেন: চরণহ্ণি রেখে যাওয়া।
ধন্যবাদ।
১৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:৪৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মোটামুটি লাগলো। মেবি আমিই বুঝিনি কবি কি বুঝাতে চেয়েছে 
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৬
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: অত বোঝার কি আছে!!
হা হা হা.......
সাথে থাকুন।
১৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:৩৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৩:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন প্রিয় বিজন রয়।
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৭
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: একরাশ শুভেচ্ছা।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
১৭|  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৮:৪০
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৮:৪০
শাব্দিক শব্দ বলেছেন: ভাবমাত্রিক, ভালো লাগলো
  ০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৪৫
০১ লা অক্টোবর, ২০১৬  রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: ভাবমাত্রিক!!
ধন্যবাদ শাব্দিক।
১৮|  ০৩ রা অক্টোবর, ২০১৬  দুপুর ২:৫৮
০৩ রা অক্টোবর, ২০১৬  দুপুর ২:৫৮
নেক্সাস বলেছেন: ভাল লাগ্লো
  ০৩ রা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৪
০৩ রা অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: ভাল লাগাতেই আপনার জীবন অবিচল থাকুক।
ধন্যবাদ আর শুভকামনা।
১৯|  ০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: পুরা বাস্তব জীবনকে হলোগ্রাফিক নেশাগ্রস্থ গতিময়তার দুনিয়াতে নিয়ে গেলেন দেখছি
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৩
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: অামার কোন দোষ নেই। কবিতার প্রভাব ওরকমই।
২০|  ১০ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
১০ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: স্থির
অবিচল
দূরালোকে সম্পন্ন।
কি অক্ষরে
কি দৃশ্যে
কি ত্রিমাত্রিক নাট্যচিত্রে।
জন্মমাত্রা
জীবনালেখ্য
অন্তিমলিপির নির্মাল্য।
বাষ্পীয়
বায়বীয়
নিরূদ্বেগ নক্ষত্রমন্ডলে।   হুম।
  ১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৪
১১ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: হা হা হা ........... কি ব্যাপার, কোন কথা নেই!!
২১|  ১৪ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২০
১৪ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মনে হয়েছিল কিছুটা অনুভূতি শুধু উপলব্ধি করতে পেরেছি কিন্তু বর্ণনা করতে পারছিনা।
  ১৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০৮
১৫ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০৮
বিজন রয় বলেছেন: হা হা হা ...
কবিতায় একটু এঙ্গেল আছে যেটা নামের সাথে সুপ্ত নয়।
ধন্যবাদ প্রিয় ব্লগার।
২২|  ২৭ শে নভেম্বর, ২০১৬  রাত ১:০০
২৭ শে নভেম্বর, ২০১৬  রাত ১:০০
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর।
  ৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৯
৩০ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: হঠাৎ এসে এখানে কথা বলার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন অরুনি মায়া অনু।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:১১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
কবির ঘোড়া রোগ হয়েছে? ইয়াবা লাগবে?