নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো বলিনি কখনো আর আসবো না
সময়ের সাথে অযথা আলিঙ্গন করে
কোন ইচ্ছাপূরণের মধ্যাকর্ষণ নেই।
এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
সময়ের কোন প্রতিদ্বন্দ্বী নেই
আমরা মানুষরা বড়বেশি গালভরা বড়াই করি
হৃদয় বিলুপ্ত হলেই সময়ের তাৎপর্য ফুটে ওঠে।
এটা ছোট্ট জীবনের একটু পরিব্রাজক হওয়া ছাড়া আর কিছু নয়।
যদি বলি সম্পূর্ণ জীবনটাই একটা নির্বাসন
সময়ের কাছে জীবন অতি তুচ্ছ বলেই
এটার উত্তর হতে পারি হ্যাঁ।
আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: আমি দুঃখিত আপা সময়মতো আপনাকে চা খাওয়াতে পারিনি। সেই জন্যই তো কবিতায় বলেছি সময়ের কোন প্রতিদ্বন্দ্বী নেই।
অবশ্য প্রামানিকভাই হতে হয়তো চা আগেই দিতে পারতেন।
তবে ফার্স্ট হওয়া সবসময় কৃতিত্বের।
শুভকামনা রইল।
২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩
আরাফআহনাফ বলেছেন: এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
ভালো বলেছেন।
অন্তরে অতৃপ্তি রয়ে গেল...।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: আপনি যখন কবিতাটি পড়েছেন তখন সবটুকু লেকা হয়নি বা পোস্ট দেয়া হয়নি।
এবার আবার পড়লে মনে হয় অতৃপ্তি দূর হবে।
ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: দাদা এই সুন্দর লেখাটিও কিন্তু চুরি হয়ে যাবে হা হা হা।
যাক অবশেষে লিখলেন । এভাবেই নির্বাসিত হয়েই বারে বারে আমাদের মাঝে ফিরে আসুন । অনেক শুভ কামনা রইল।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা .....
চুরি হওয়ার ভয়ে লেখা থামালে হবে না।
এগিয়ে যেতেই হবে।
ভাল লাগল মনে করে আসার জন্য।
৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
+++
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: পুরো জীবনটাই একটি নির্বাসন।
খুব স্বল্প সময়ের জন্য মানুষ কোথা থেকে আসে কোথায় চলে যায়!!!!
ধন্যবাদ আপনাকে।
৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: #সিলেক্টিভলি সোশ্যাল প্লাস বাটনে ক্লিক লাগে নাই হাহাহাহাহ
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: আপা, উনি ভুলে গিয়েছেন হয়তোবা।
৬| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: আমি দুঃখিত, আমি আজকে এখানে প্রতিউত্তর করতে পারছি না।
আগামীকাল অথবা পরশু কথা হবে।
ধন্যবাদ সকলকে।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮
বিজন রয় বলেছেন: অাজকে কিছুটা সময় পেলাম।
যারা এই কবিতাটি পড়েছেন, পড়বেন সবাইকে ধন্যবাদ রইল।
৭| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯
মৌমুমু বলেছেন: "এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।"
চমৎকার লিখেছেন!
ভালোবাসার মানুষদের কাছে স্বেচ্ছা নির্বাসন বলে কিছু নাই।
যত যাই হোক, নির্বাসন ভঙ্গ করে একদিন না একদিন ফিরে আসতেই হয়।
শুভ কামনা রইল!
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য।
আসলে জীবন থেকে কখনো নির্বাসন নেওয়া যায় না।
জীবন আর সময় সবসময় রহস্যময়।
ধন্যবাদ মৌমুমু।
৮| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
জীবন হচ্ছে, সময় ও কর্মের সমস্টি; কর্ম থেমে যাবে, সময় থামবে না, এটাই প্রকৃতির ধর্ম
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: জীবন হচ্ছে, সময় ও কর্মের সমস্টি; কর্ম থেমে যাবে, সময় থামবে না, এটাই প্রকৃতির ধর্ম
আপনি তো দার্শনিক!!
৯| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নেয়ামুল নাহিদ বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: কিন্তু জীবনের নির্বাসন সময়ের হাতেই শেষ।
ভাল লাগল নেয়ামুল।
১০| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন?
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর।
ভাল আছি।
১১| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ধ্রুবক আলো বলেছেন: সময়ের কোন প্রতিদ্বন্ধ্বী নেই +
খুব ভালো লাগলো
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: আসলে সময় কি?
আমরা কিছুক্ষণ বেঁচে থাকি বলেই সময় এত অর্থবহ।
শুভকামনা রইল।
১২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
আসলেই তো তাই। কবিতায় খুব গভীর দর্শনের কথা বলেছেন ভাই।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই।
যতক্ষণ জীবন আছে, আমাদেরকে সমানেই চলতে হবে।
কবিতার মূলভাব ধরতে পেরেছেন।
ধন্যবাদ।
১৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০
মনস্বিনী বলেছেন: মধ্যাকর্ষণ, প্রতিদ্বন্ধ্বী - বানান দেখুন।
এটার উত্তর হতে পারি হ্যাঁ। - চরণটা দেখুন।
কবিতাটি ভাল।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০
বিজন রয় বলেছেন: প্রথমেই ধন্যবাদ মনদিয়ে কবিতাটি পড়ার জন্য। বানানের দিকে খেয়াল রাখার জন্য।
আপনি মাধ্যাকর্ষণের কথা বলছেন?
আমি কিন্তু বুঝেই মধ্যাকর্ষণ লিখেছি। আর প্রতিদ্বন্দ্বী ঠিক করে দিয়েছি।
এটার উত্তর হতে পারি হ্যাঁ।.......... এখানেও ঠিক আছে। আমাকেই বা আমিকেই ধরতে হবে যে!।
এভাবেই সাথে থাকুন।
অনেক অনেক শুভকামনা রইল।
১৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
দারুন দার্শনিক কথাবার্তা ।
শিরোনামের "ফিরে ফিরে আসি বলে নির্বাসিত নই" এর সমার্থক এই লাইন ক'টি দিলুম --------------
" উত্তুরে বাতাস বইলেই কি ধরে নিতে হবে
এসে গেছে শীত,
বুক কাপলেই কি ভয় ?
যখোন ফিরে গেছি তোমার থেকে
আসলে সে তো ফেরা নয়। "
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: কবিতা দার্শনিক হলে সেটা আর কবিতা থাকে কিনা জানিনা।
কেউ যদি কখনো তুমি হয়ে ওঠে তো ফিরে যাওয়া মুশকিল হয়। অথবা ফিরে ফিরে আসতেই হয়।
সেখানে জীবন ও সময় লুকোচুরি করে।
হা হা হা
শুভকামনা রইল প্রিয়।
১৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:২২
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
বিজন রয় বলেছেন: কি খবর বলুন তো আপনার!!!!!
আজকাল অনেক নিষ্প্রভ হয়ে গিয়েছেন।
বয়স বেড়েছে নাকি???
১৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪১
করুণাধারা বলেছেন:
আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
খুব ভাল লাগল।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: যেহেতু জীবনের সাথে আমাদের সামনে চলতে হয় এবং আমাদের জীবনটা খুব ছোট।
ধন্যবাদ করুণাধারা।
১৭| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সুমনবাবু।
আপনি ভাল আছেন নিশ্চয়ই।
১৮| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৮
উম্মে সায়মা বলেছেন: এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
খুব সত্য কথা। সুন্দর হয়েছে বিজনদা।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: একটি কবিতার এক একটি লাইন বা শব্দের কতশত অর্থ হতে পারে তা পাঠকের প্রতিক্রিয়া পেলে বোঝা যায়। আমি হয়তো একটি বিষয় ভেবে এই কবিতাটি লিখেছি, কিন্তু অনেকে সেই ভাবনাটিকে অনেকভাবে দেখিয়ে দিচ্ছেন তাদের নিজস্ব অর্থ দিয়ে।
এখানেই লেখকের স্বার্থকতা।
অনেক ভাললাগল সায়মা।
১৯| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪১
জুন বলেছেন: নির্বাসনের কোন জায়গা নেই বিজন রয় । এক সময়ে ছিল আন্দামান । সেটাও এখন জনবসতি আর ট্যুরিষ্টদের ভীড়ে ভারাক্রান্ত । সুতরাং এখানেই এই ব্লগেই ফিরে আসুন পাকাপোক্তভাবে
ভালোলাগা কবিতায় ।
+
০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১
বিজন রয় বলেছেন: হা হা হা .............. জুন আপা!!
ব্লগটি তো আন্দামান বা নিকোবর নয়। তাই ফিরে ফিরে আসতেই হয়।
ছেড়ে যাওয়া হয়না, হবে না।
আপনার কথায় মন ভরে উঠল।
আপনি ভাল থাকুন।
২০| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে .............
০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: কৃতজ্ঞ শাহরিয়ার।
আমার সৌভাগ্য।
শুভকামনা রইল।
২১| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫
মুশি-১৯৯৪ বলেছেন:
এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
এ জীবনের কোন লক্ষ্য নহি, জীবন শুধু সময়ের উপলক্ষ্যমাত্র।
এ জীবনের কোন গৃহ নহি, আমি শুধু সময়কে গৃহে লইয়া যাই।
আমি চলে যাই বা কেন, আবার ফিরেই বা আসি কেন........
ভাল লাগা রইল......
০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন:
এ জীবনের কোন লক্ষ্য নহি, জীবন শুধু সময়ের উপলক্ষ্যমাত্র।
এ জীবনের কোন গৃহ নহি, আমি শুধু সময়কে গৃহে লইয়া যাই।
আমি চলে যাই বা কেন, আবার ফিরেই বা আসি কেন........
আপনার কথাগুলো আমার মনে গেঁথে গেল।
অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর কথা বলার জন্য।
শুভকামনা রইল।
২২| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভালো লেগেছে
০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ মুরুব্বী।
সাথে থাকুন এভাবেই।
২৩| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল দাদা।
খুব কঠিনই মনে হলো আমার কাছে।
সময়ের মর্যাদা আমরা কয় জনেইবা দিতে পারি।
নিজেই তো নিজের থেকে নির্বাসিত।
শুভকামনা দাদা।
০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: নয়নগো..............!!
দারুন কথা বলেছেন!
জীবন আর সময় বড়ই কঠিন বিষয়।
অনেক ধন্যবাদ দিলাম আপনাকে।
ভাল থাকুন।
২৪| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
শব্দ অর্থ বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই। - নতুন করে ভাবনাই ফেলে দিলো কথাটি । সত্যিই তো - কত সহজে এত ব্যাপ্তিময় একটি কথা বলেছেন।
চাঁদগাজী বলেছেন:
জীবন হচ্ছে, সময় ও কর্মের সমস্টি; কর্ম থেমে যাবে, সময় থামবে না, এটাই প্রকৃতির ধর্ম । -কথাটিও চমৎকার।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫
বিজন রয় বলেছেন: আপনার মন্তব্য ভাল লেগেছে।
আসলে জীবন যতক্ষণ আছে ততক্ষণ তো শুধু সামনেই ধাবমান হওয়া, তারপর একসময় সব শেষ।
কিন্তু সময়ের কোন শেষ নেই, সময় কি এবং কে আমরা তা কেউ জানিনা।
এখানেই জীবনটা শুধু একটি নির্বাসন বা বিরতি বই কিছু না।
অনেক শুভকামনা রইল।
২৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা ছোট্ট জীবনের একটু পরিব্রাজক হওয়া ছাড়া আর কিছু নয়
অনেক ভালোলাগা রইলো।
অনেক দিন অাপনাকে পাইনা কেনো, জানিনা।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
বিজন রয় বলেছেন: সামিউল আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।
আসলে সময়ের সাথে জীবন তো পেরে ওঠে না।
তাই আমিও মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ি, সময়ের হাতে পিষ্ঠ হই।
সে জন্য মাঝে মাঝে আমাকে দেখতে পান না।
তবু চেষ্টা করে যাচ্ছি নিয়মিত হওয়ার।
অনেক অনেক ধন্যবাদ।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই। +++++++++++++++
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: মুরুব্বী আবার এলেন!! ভাল দেখা গেল। এভাবে বারে বারে না এলে সম্পর্ক জমবে কেন?
চলুনতবে সামনের দিকে চলি যেখানে সময় আর আমাদের আটকাবে না।
অনেক অনেক ভাল থাকুন।
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫
শাহারিয়ার ইমন বলেছেন: যদি বলি সম্পূর্ণ জীবনটাই একটা নির্বাসন
সময়ের কাছে জীবন অতি তুচ্ছ বলেই
এটার উত্তর হতে পারি হ্যাঁ।
আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
আমরা সময়ের মাঝে হারিয়ে যেতে পারি না।
শুভকামনা।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪
শাহারিয়ার ইমন বলেছেন: হুম সেটাই ,শুভেচ্ছা রইল । ভাল থাকবেন
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: আবার আশার জন্য অশেষ কৃত্জ্ঞ।
এভাবেই যোগাযোগটা বজায় থাকুক।
ধন্যবাদ।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন: আমার আইডি আজকে ব্যাক পেয়েছি অনেক চেষ্টার পর,পাশেই আছি ।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫
বিজন রয় বলেছেন: তাই নাকি?
পাসওয়ার্ড হারিয়েছিলেন বোধহয়।
যাহোক, ব্লগে লিখুন নিয়মিত।
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
"আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।"
-সাময়িক ভুলে মানুষ কিছু সময়ের জন্য পেছনে পড়ে যায়, কিন্তু যোগ বিয়োগ করে, মানুষ সামনে যাচ্ছে সব সময়; দু:খ হলো, কিছু মানুষ সময়ে সময়ে অন্যদের যাত্রাপথকে রুখে দেয়ার বৃথা চেস্টা করে।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: সাময়িক ভুলে মানুষ কিছু সময়ের জন্য পেছনে পড়ে যায়, কিন্তু যোগ বিয়োগ করে, মানুষ সামনে যাচ্ছে সব সময়; দু:খ হলো, কিছু মানুষ সময়ে সময়ে অন্যদের যাত্রাপথকে রুখে দেয়ার বৃথা চেস্টা করে।................ দার্শনিকের মতো বলেছেন।
আপনি আমার এখানে মন্তব্য করে খুব শান্তি পান সেটা আমি বুঝতে পারি।
আপনি অনেক জানেন।
ভাল থাকেন।
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
ভবঘুরের ঠিকানা বলেছেন: শিরোনামের লাইনটি দেখে চলে আসলাম। কবিতা পড়া ভাল, অন্তত অনেকখানি বিশ্রাম পাওয়া যায় !
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: কবিতা পড়ে বিশ্রাম পাওয়া যায়!! তাহলে শান্তির ব্যাপার হতো।
তবে কবিতা পড়ে কিন্তু ভাবনা বেড়ে যায়!
যা হোক আপনার কথাটি আমার মনে ধরেছে।
শুভকামনা রইল।
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কবিতা!!!!!!!! ভালো লাগলো অনেক।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: অতঃপর!!
সাথে থাকার জন্য ধন্যবাদ
হৃদয়!!
শুভকামনা সবসময়ের।
৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্পূর্ণ জীবনটাই একটা নির্বাসন চমৎকার! রীতিমত কোটেশন!!!
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: আপনার কথা শুনতে ভাল লাগে।
তবে আমিও ভাবছি ওই লাইনটি আমি কিভাবে লিখলাম!!
ধন্যবাদ।
৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
ডঃ এম এ আলী বলেছেন:
সময়ের কোন প্রতিদ্বন্দ্বী নেই
তাই প্রতিদ্বন্দ্বী খুঁজে বেড়ায়
তবে অনেক সময়
নীজেই নীজের প্রতিদ্বন্দ্বী
হয়ে যায় ।
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: সময় দূরে থাক।
আপনার কথা বলি..........
এই ব্লগে আপনার কোন প্রতিদ্বন্দ্বী নেই।
বুঝলেন তো??
৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: দাদা শুধু কবিতার কথা বলা হয়েছে
তারাতারি নতুন একটা লিখে ফেলুন
অপেক্ষায় সময় বড়ই কঠিন
আর তর না সয় ।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: সময় পাচ্ছি না। সেই কষ্টে মরে যাই।
৩৬| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩
বিলিয়ার রহমান বলেছেন:
মন্তব্যে আর কিই বা লিখব
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: হা হা হা হা .........
তবু লেখা চলবে।
৩৭| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮
কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভাল থাকুন সবসময়।
৩৮| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮
শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: কানিজ ফাতেমা নবগ্রাম আর শারমিন আক্তার কৃষ্ণকাঠি আপনারা কি জমজ বোন?
দুজনকেই ধন্যবাদ আর শুভকামনা।
৩৯| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪
কানিজ ফাতেমা বলেছেন: // সময়ের সাথে অযথা আলিঙ্গন করে
কোন ইচ্ছাপূরণের মধ্যাকর্ষণ নেই।
এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।//
ভীষন সত্যি কথাগুলো কত অবলীলায় বলে দিয়েছেন !
শুভ কামনা রইল ।
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: পৃথিবীর নিজের কেন্দ্রে দিকে মাধ্যাকর্ষণ আছে।
আমি ভাবি জীবনের মধ্যাকর্ষণ কি!!
সময়ের দিকে ধাবমান হওয়া? সময়ের আবার দিক কোনটি?
জীবন কে নির্দিষ্ট!!
তবে মৃত্যু নির্দিষ্ট।
সময় এখানেই জিতে যায়।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
সবসময়ের শুভকামনা।
৪০| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
গেম চেঞ্জার বলেছেন:
খুব ভাল হয়েছে কবিতা!
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ গেমু।
আপনাকে আমার ব্লগে কম দেখি!
৪১| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: আরে আপনি!!
কেমন আছেন?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৪২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: এই যে ফিরে ফিরে আসা এটাই একটি নির্বাসন।
চরম সত্য কথাটি কাব্য কথামালায় তুলে ধরার জন্য ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: জীবনে বা ব্লগে তো ফিরে ফিরে আসতেই হয়। সে আমি কিংবা আপনি বা অন্যে।
আপনাকে অনেক দির পর ব্লগে দেখে ভাল লাগছে।
শুভকামনা নতুন বছরের।
৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভনববর্ষ।
অনেক শুভকামনা রইল নতুন দিনের।
৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮
বিজন রয় বলেছেন: আপনার ধন্যবাদের একটি আলাদা তারতম্য অনুভব করি।
সেটা আপনি বোঝেন কিনা জানিনা।
ব্লগে কখনো কখনো খুব নিঃসঙ্গতায় ডুবে মরি।
আগের সেই লোকগুলো আর নেই।
আমার অনেক প্রিয় ব্লগার ছিলেন যাদের সাথে আমার অনেক অনেক কথা হতো!
সবাই হারিয়ে গেলেন।
আপনিও আশাকরি হারিয়ে যাবেন একদিন!
৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো । আশা করছি নিয়মিত আপনার লেখা পড়তে পারবো ।
শুভকামনা ।
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নীলপরি।
আমার লেখা যেহেতু ভাল হয় না তাই খুব কম লোকই পড়ে । এজন্য নিয়মিত লেখার উৎসাহ পাই না। ভাবি এসব লিখে পোস্ট করে কি হবে। মানুষ তো আগ্রহ দেখায় না।
তবে কয়েকজন আছেন যাদেরকে পাই মাঝে মাঝে, বলতে পারেন তাদের জন্যই ব্লগে এখনো আসি।
তবুও মাসে অন্তত একটি/দুটি পোস্ট দেওয়ার চেষ্টা করি।
তবে হ্যাঁ, আমি নিয়মিত পোস্ট না দিলেও অন্যদেরকে মন্তব্য করি নিয়মিত।
আপনাকে অনেক ধন্যবাদ,
ভাল থাকেন সবসময়।
৪৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
দাদা, উপরে তো ছবিসহ শুভেচ্ছা দিয়েছি
তাই প্রতি উত্তরে শুধু ধন্যবাদ জানিয়েছি।
এ সহৃদয় দাদাকে ভুলিব কেমনে
যে করেছিল আর্শিবাদ প্রথম জীবনে।
লিখায় মন্তব্যের খড়া যখন ছিল ভীষন
প্রথমেই দাদা এগিয়ে আসত তখন
তা্ইতো বারে বার ফিরে ফিরে আসি
দাদাকেই যে বারে বারে ভালবাসি,
দাদাকে না পেলে চোখে জমে জলরাশি,
শুধু মনে হয় দাদার মাঝেই বাঁচি ৷
মনে বাজে দাদা ছাড়া কত অসহায়
একেলা আমিও বড় একেলা সময়
আধার যেন এই মনের-ই শহর,
বৃষ্টি ঝরে চলে হৃদয়ের মাঝে,
সারা রাত সারা দিন প্রতিটি প্রহর
দাদার কবিতার অপেক্ষায় কাটে ।
এ জগতে হায় যে ভুলার সে ভুলোক
অকৃতজ্ঞ আমি নই , চেতন মনে
যত দুরেই থাকি এ অভাগা তাই
দাদাকে ভুলবেনা কিছুতেই ।
কামনা করি দীর্ঘদিন দাদা
বেঁচে থাকুক কবিতার ভুবনে
বীরের বেশে পদচারনা করুক
এ ব্লগের এ মাথা হতে সে মাথায়
আমার মত দাদার আর্শিবাদ
ঝড়ে পড়ুক সকলের উপরে ।
এই হোক নববর্ষের কামনা দাদার কাছে
সে সাথে রইল হাজার গোলাপের শুভেচ্ছা ।
ভাল থাকার শুভ কামনাও রইল এ সাথে
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: হ্যাঁ, এই জন্যই, এই আন্তরিকতার জন্যই, এই হৃদ্যতার জন্যই আপনার জন্য আলাদা প্যাশন অনুভব করি।
এটা অব্যাহতভাবে অটুট থাকুক।
বারবরের মতোই স্বচ্ছ, সরল আর সুন্দর ধন্যবাদ, শুভকামনা।
৪৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: জীবন দর্শনের কথা । ভাল লেগেছে ।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: আরে কথা!!!
হঠাৎ বৈশাখী হাওয়ার মতো উদয় হলেন যে!
অনেক দিন পর দেখছি, মানুষ সময়ের সাথে পেরে ওঠেন না, সেটা বুঝি।
অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।
৪৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫
ভবঘুরে যাত্রি বলেছেন: খুব ভালো লেগেছে
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ভবঘুরে!
কবিতা পড়ায় কৃতজ্ঞ
ভাল থাকুন সবসময়।
৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেখনী।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: আন্তরিক মন্তব্যে ধন্য হলাম।
কবিতা অন্যকে ভাললাগনোটা অনেক কঠিন ব্যাপার!
আপনার ভাল লেগেছে জেনে প্রীত।
সবসময় ভাল থাকুন।
৫০| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪
Md. Sumon Hossain বলেছেন: খুবই ভালো লেগেছে।
আমি ৫০ তম মন্তব্যটি করলাম।
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: অনেক শুভকামনা রইল সুমন হোসাইন।
আমার এখানে প্রথম মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আশাকরি সামনে আপনাকে আরো পাবো।
নিচে দেখুন.................. হা হা হা
৫১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন:
হা হা হা .......... ৫০ তম হবে না ৫ তম হবে........
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: Md. Sumon Hossain অবশ্যই দেখবেন।
৫২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
খায়রুল আহসান বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই -- চমৎকার কথা! খুব সুন্দর!
ভেবেছিলাম, বিলিয়ার রহমানকে অনুরোধ করবো এ লেখাটি ক'টা নরাধম চোর চুরি করেছে তা জানাতে, স্ক্রল করে দেখি তিনি আগেই তার কাজটি করে রেখে গেছেন।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২১
বিজন রয় বলেছেন: আমাদের সামনেই চলতে হবে। থামা যাবে না।
ধন্যবাদ অনেক।
৫৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নীল-দর্পণ বলেছেন: ১৭নং ভাললাগা জানিয়ে গেলাম।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: প্রীত ও কৃতজ্ঞ।
৫৪| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
কোন এলাকায় আপনার চলাফেরা?
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: হা হা হা ...... এখানেই।
ব্লগে।
৫৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হৃদয় বিলুপ্ত হলেই সময়ের তাৎপর্য ফুটে ওঠে।
অসাধারণ! নতুন লেখা চাই। শুভকামনা সবসময়।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: হৃদয় বিলুপ্ত হলেই সময়ের তাৎপর্য ফুটে ওঠে।............ আসলেই আমিও এখন ভাবছি আমি কি করে লিখলাম এই কথাটি।
ভাল লাগল আপনাকে পেয়ে।
৫৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।- হয়তো এটাই বাস্তবতা।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৫
বিজন রয় বলেছেন: না না, আমাদের জীবনেরও মূল্য আছে। কিন্তু সময়ে কাছে তুচ্ছ।
অনেক ধন্যবাদ রাজ।
৫৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
জুন বলেছেন: সত্যি কি নির্বাসনে গেলেন বিজন রয়
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: জুন আপা, সময়ের সাথে পেরে উঠছি না। না হলে ব্লগেই পড়ে থাকতাম।
অনেক ধন্যবাদ।
৫৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
সিফটিপিন বলেছেন: বির ভাই, নতুন পস্টু কই?
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিয়েছি।
আপনার জন্য শুভকামনা।
৫৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাদের সামনে চলা ছাড়া সময়ের আর কোন মূল্য নেই।
আপনার কবিতা পাঠ করে ধন্য হই।
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: আপনাকে ব্লগে কম দেখি। হয়তো আমার মতোই সময়ের সাথে পেরে ওঠেন না।
থাকুন নিয়মিত।
অনেক অনেক শুভকামনা।
৬০| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০
এরশাদ বাদশা বলেছেন: সহজিয়া ভাষায় কবিতা লিখলে আমি আগ্রহ নিয়ে পড়ি। অন্যথায়...দে ছুট!!
খুব ভালো লাগলো...
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আমার পরের কবিতাগুলি পড়বেন আশাকরি।
৬১| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
নক্ষত্র নীড় বলেছেন: জীবন মানে কী ?এই-ই!কতো জানতে চাই।কে বলবে।জীবনের কথা শুনতে তাই ভাল লাগে।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: জীবন মানে শুনতে চান?
কেন?
৬২| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৬
বে-খেয়াল বলেছেন: আমরা মানুষরা বড়বেশি গালভরা বড়াই করি
হৃদয় বিলুপ্ত হলেই সময়ের তাৎপর্য ফুটে ওঠে।
দারুন বলেছেন লেখায় ভাললাগা রইলো
৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: হৃদয় বিলুপ্ত হলেই সময়ের তাৎপর্য ফুটে ওঠে।
আমিও ভাবছি এমন কথা আমি মাথা থেকে বের করলাম কিভাবে!!
ধন্যবাদ লাইনটি কোড করার জন্য।
৬৩| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫১
আরজু পনি বলেছেন:
ফিরে ফিরে আসি...
৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: তবু আসুন। একটুর জন্যও হলেও আসুন।
ব্লগে আপনার অনেক শুভাকাঙ্খি আছেন।
ভাল লাগল অনেকদিন পর কথা বললেন।
৬৪| ৩১ শে মে, ২০১৭ রাত ১:২২
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল
৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা সবসময়ের।
৬৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫১
শাহারিয়ার ইমন বলেছেন:
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ।
৬৬| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩৩
চানাচুর বলেছেন: এটা ছোট্ট জীবনের একটু পরিব্রাজক হওয়া ছাড়া আর কিছু নয়।
এক কথায় চমৎকার
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৪
বিজন রয় বলেছেন: জীবনের মানে একটু খুঁজতে চেয়েছি ই কবিতায়।
জীবনের তো কত অর্থই হয়।
এখানে আসার জন্যও কৃতজ্ঞতা রইল।
ভাল থাকুন সবসময়।
৬৭| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর ।
শুভেচ্ছা রইলো।
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ।
আপনার ওখানে গিয়েছিলাম, সেই ডাকে আপনি সাড়া দিলেন!
আমার খুব ভাল লাগল।
নিয়মিত হন।
৬৮| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
মৌমুমু বলেছেন: খুব ভালো লাগলো লিখাটা ভাইয়া।
শুভকামনা রইল আপনার জন্য।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: দেরি করে উত্তর দিলাম।
আপনি ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার হয়েছে দাদা
চা কই আ আজ ফার্স্ট হইছি কিন্তু