|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি যদি মূর্তি হতাম
মাটির কিংবা পাথরের,
আমি কোন প্রতিবাদ করতাম না
আমি কোন মিছিল করতাম না
আমি কারো মনে আঘাত করতাম না।
যেমন করিনি সুপ্রাচীনে
যেমন করছি না বর্তমানে
যেমন করবো না সম্মুখপানে।
আমি জড়, নিথর, আমি নিরব,
হয়তো এটাই আমার প্রতিবাদ।
তবুও দেখ,
প্রতিবাদ না করেও আমি
বদলে দিতে পারি
এক একটি সংস্কৃতি,
এক একটি সভ্যতা,
এক একটি মহাকাল।
এটাই আমার ক্ষমতা, এটাই চিরসত্য।
আমি যদি একটি মূর্তি হতাম, ঠিক
মানুষরূপী পশুর মতো...................
আমি জানি আমার কোন ক্ষমতা নেই, শুধু ধ্বংস ছাড়া।
 ১৩০ টি
    	১৩০ টি    	 +২২/-০
    	+২২/-০  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৩৫
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: সহজে কিছু বলতে চেয়েছি। আপনি ধরতে পেরেছেন।
মানুষ মূর্তি বা ভাষ্কর্য নিয়ে বিবাদ করছে।
দেখতেই কেমন লাগে।
২|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৩৬
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি যদি একটি মূর্তি হতাম, ঠিক
মানুষরূপী পশুর মতো..................
না পশুর মত না আর মুর্তি হতে হবে না
আমাদের বিজন দা এমনিতেই সুন্দর ভাল মানুষ
সু্ন্দর কবিতা
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৩৯
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: হা হা হা, ফাতেমা আপা।
মানুষের কাজকর্ম দেখলে তো মাঝে মাঝে নির্বাক হয়ে যাই, ঠিক পাথরের মূর্তির মতো।
ভাবি মানুষ হিসেবে তাহলে বিবেক, বুদ্ধি আর রেখে কি হবে!
অনেক ধন্যবাদ আপনাকে।
৩|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৪২
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৪২
অর্ক বলেছেন: চমৎকার কবিতা, নিগূঢ় সত্যর মুখোমুখি দাঁড় করায় আমাদের!
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৩
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৩
বিজন রয় বলেছেন: মানুষ হিসেবে আমাদের কর্তব্য কি, সভ্যতায় মানুষের অবদান কি, এসব মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন করে দেয়।
আমাদের জীবনটা কি অযাচিত!!
নিজেকে প্রশ্ন করি।
ভাল লাগল আপনার উপস্থিতি অর্ক।
৪|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৪২
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৪২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর!
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৪
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: আপনি!!
কেমন আছেন?
খুব অল্প পরিসরে মানুষের কদর্যরূপ তুলে ধরলাম।
আপনি ভাল থাকুন সবসময়।
৫|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৫৪
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৫৪
তাছনীম বিন আহসান বলেছেন: ভালো লাগলো
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৬
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনাকে ভাললাগাতে পেরে কৃতজ্ঞ।
মানুষ আর মূর্তি এক নয়।
তবু মানুষ অমানুষ হয়।
৬|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৫৯
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই বলেছেন, মানুষ রূপি পশু হওয়ার চেয়ে মূর্তি হওয়া অনেক ভালো।
সহমত পোষন করছি।
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৯
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৪৯
বিজন রয় বলেছেন: সেটাই বলতে চেয়েছি কবিতায়।
মানুষের জ্ঞান-গরিমা তো সিঁকেয় উঠছে দিন দিন।
যেন অন্ধকারে ডুবে যাচ্ছে সমাজ, সভ্যতা।
সোহেল, ধন্যবাদ আর শুভকামনা।
৭|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:০১
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:০১
সিফটিপিন বলেছেন: মানুষ এক মূর্তির মধ্যে অনেক মূর্তির রূপ দিচ্ছে!
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৫২
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে মনে হয় আমরা মানুষগুলো মূর্তির মতো পাথর হয়ে যাই।
তাহলে আর ঝগড়া, বিবাদ এসব করতে পারবে না।
মানুষ এক মূর্তির মধ্যে অনেক মূর্তির রূপ দিচ্ছে!
ভাল বলেছেন।
অনেকদিন পর পেলাম সিফটিফিন।
ভাল থাকেন।
৮|  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:০৪
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
  ৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৫৩
৩১ শে মে, ২০১৭  দুপুর ২:৫৩
বিজন রয় বলেছেন: আমি জানি আমার কোন ক্ষমতা নেই, শুধু ধ্বংশ ছাড়া।
আমাদের দলে আসুন, আমরা যারা  কবিতা লিখি, আমরা যারা অকারণ বিবাদ করি না।
ধ্রুবক অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৯|  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৩২
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৩২
কবীর বলেছেন: 
আমি জানি আমার কোন ক্ষমতা নেই, শুধু ধ্বংশ  ছাড়া।
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৯
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: হা হা হা ............ স্মুতি বিভ্রাট হচ্ছিল।
আমি কয়েকবার ধ্বংস লিখেও মেশে  'শ' দিলাম।
ধন্যবাদ শাহরিয়ার।
১০|  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৩
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমসাময়িক বিষয়ের প্রেক্ষিতে চমৎকার কবিতা! 
অভিনন্দন নিন কবি!!
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৫০
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: আপনি ব্লগে এত কম আসেন কেন আজকাল?
আপনাকে দেখলে আর একজনের কথা মনে পড়ে যায়।
ব্লগার শিপুভাই।
আপনার অভিনন্দন সাদরে গ্রহণ করা হলো।
শুভকামনা।
১১|  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৫২
৩১ শে মে, ২০১৭  বিকাল ৩:৫২
কবীর বলেছেন: 
কিছু মনে নিয়েন না ।। আপনি আমার কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে পড়েন এবং বানানগুলোর ঠিক করে দেন । ভালো লাগে বিষয়টা । 
ধন্যবাদ ।
  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৪:০১
৩১ শে মে, ২০১৭  বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: হা হা হা .............
আমি একবারেই কিছুটি মনে করিনি।
কাজ করলে তো ভুল হতে পারে নাকি!
আর সেটা যদি কেউ বলে দেয় তো তাড়াতাড়ি শুধরে নেয়া যায়।
এটাই তো প্রকৃত সহযোগিতা।
সাথে থাকুন।
ভাল থাকুন।
১২|  ৩১ শে মে, ২০১৭  বিকাল ৪:০৬
৩১ শে মে, ২০১৭  বিকাল ৪:০৬
শরতের ছবি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা দেখলাম এবং পড়লাম । 
উপলব্ধি টা ঠিকই আছে এই সময়ের সাথে মিলিয়ে । 
মানুষগুলো দিন দিন যেন পশুতে রূপান্তরিত হচ্ছে ।
এদেরকে পশু বললে পশুরা ও লজ্জা পায় !
  ০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫০
০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: আমি আসলে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। তাই ব্লগে সময় দিতে পারছি না। আসলে একটি পোস্ট দিলে সেখানে অনেকেই কথা বলেন,  সেগুলোর উত্তর যদি সময় মতো দেয়া না যায় তো নিজের কাছে খুব খারাপ লাগে।
সে জন্য কম পোস্ট করি। 
তারপরও যে আপনাদের আন্তরিকতা পাই সেটা আমার জন্য অনেক পাওয়া।
অনেক ধন্যবাদ শরতের পিকচার।
১৩|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৫
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:০৫
করুণাধারা বলেছেন: বাহ! 
আপনার কবিতা বরাবরের মতই ভাল লাগল।+++
  ০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫২
০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: ও আপনি তাহলে আমার আগের কবিতার কিছু পড়েছেন নিশ্চয়ই।
আমার জন্য অনেক গর্বের।
এই কবিতাটি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে।
আপনার প্রশাংসায় ধন্য হলাম।
শুভকামনা রইল।
১৪|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৪
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন । অবশ্য অনেকে আমরা মানুষ হয়েও মূর্তির মত থাকি । রামগোপাল স্বাক্ষি । অন্যায় অত্যাচার হবে আর আমরা মূর্তির মত কেবল দেখবো ।
  ০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৬
০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: আপনি যেটা বললেন আমি অবশ্য সেটা বলিনি কবিতায়।
তবে আপনার কথা মতো মানুষ যদি মূর্তির মতো হতো তার ভাল ছিল।
রেষারেষি, খুনাখুনি হতো না।
আপনার বলা ওইভাবেই আর একটি কবিতা লিখতে হবে।
ভাল থাকুন।
১৫|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
কবীর বলেছেন: 
কবিতা সুন্দর হয়েছে +++
  ০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৭
০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর সামনের দিনগুলোতে আরো সুন্দর হোক।
ভাল থাকার শুভেচ্ছা শাহরিয়ার।
১৬|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
সুমন কর বলেছেন: সময়ের কবিতা। +।
  ০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৮
০৩ রা জুন, ২০১৭  সকাল ১১:৫৮
বিজন রয় বলেছেন: সুমনদা।
মুখ খুলবেন কবে?
১৭|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
চাঁদগাজী বলেছেন: 
হোন দশভূজা কিংবা শ্বতভূজা, থাকেন পশ্চিম বাংলায়; হোন নিউটন, থাকেন লন্ডনে; হোন ডেভিড, থাকেন রোমে;  হোন সোফিয়া লোরেন, থাকেন ইতালীতে; হোন এডিসন, থাকেন আমেরিকায়; হোন থেমিস, থাকেন গ্রীসে; হোন গরু, আসেন বাংলাদেশে।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০০
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: অনেক গ্রহণীয় মন্তব্য।
একবারে ঠিক জায়গাটাতেই টাচ করেছেন।
১০০ নম্বর দিলাম।
১৮|  ৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
৩১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
চাঁদগাজী বলেছেন: 
লিখেছি শ্বতভূজা, হবে শ্বেতভূজা
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০০
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি।
১৯|  ৩১ শে মে, ২০১৭  রাত ৯:২৪
৩১ শে মে, ২০১৭  রাত ৯:২৪
সকাল রয় বলেছেন: চাঁদগাজী সহি বলিয়াছেন
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০২
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: আপনি অনেক দিন পর পর আসেন কেন?
নিয়মিত আসেন না কেন?
নিয়মিত হন।
২০|  ৩১ শে মে, ২০১৭  রাত ১০:০০
৩১ শে মে, ২০১৭  রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়  , 
আপনি যদি মূর্তি হতেন তবে বুড়িগঙ্গায় ডুবিয়ে দিয়ে আসতুম ।   
 
আর পোস্টের ছবিটির মতো মূর্তি হলে বাঁধিয়ে রাখতুম ।  
 
সমসাময়িক দড়ি টানাটানি কান্ড-কারখানার নিরব প্রতিবাদ ।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০৫
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:০৫
বিজন রয় বলেছেন: আমরা সবাই তো এক একজন মূর্তি, তবে জীবন্ত এবং কখনো কখনো খুবই ক্ষতিকর।
তবে মূর্তি নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদেরকেই মূর্তি বানিয়ে দেয়া উচিত।
সময়ের অভাবে আপনার সাথে অনেক কথা বলতে পারিনা ইচ্ছা থাকা সত্ত্বেও।
ভাল থাকুন।
২১|  ০১ লা জুন, ২০১৭  রাত ২:১৩
০১ লা জুন, ২০১৭  রাত ২:১৩
উম্মে সায়মা বলেছেন: বিজনদা অনেকদিন পর পোস্ট দিলেন তাও সমসাময়িক এমন চমৎকার কবিতা।++ নয়ন ভাইয়ের সাথে সহমত।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৪৬
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৪৬
বিজন রয় বলেছেন: অনেকদিন পর কেন পোস্ট দিয়ে সেটা শুধুমাত্র সময়ের অভাব। একটু আগেও  ৪ নম্বরে শরতের ছবিকে সেকথা বলেছি।
তারপরও আপনাদের সহযর্চ, সান্নিধ্য আমার অলংকার।
ভাল থাকেন।
২২|  ০১ লা জুন, ২০১৭  রাত ৩:২৯
০১ লা জুন, ২০১৭  রাত ৩:২৯
ওমেরা বলেছেন: মূর্তি হল মানুষের তৈরী আর মানুষ হল আল্লাহর তৈরী সৃস্টির সেরা জীব । সৃষ্টির সেরাজীব হয়েও আমরা নিজেদের দায়িত্ব পালন না করে মূর্তির মত জড় হতে চাচ্ছি এটা কি ঠিক হল ! অবশ্য মানুষরূপী পশু হওয়ার চেয়ে জড় হওয়া ভাল । ধন্যবাদ ।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৪৯
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: এই কবিতায় আমি ঠিক মূর্তির মতো জড় হতে বলিনি।
বলেছি মানুষ কি আর মূর্তি কি। খুব অল্প পরিসরে।
তবে মানুষদের মূর্তির মতো জড় হলে চলবে না, কিন্তু পশু হলে আরো খারাপ!!
হা হা হা ..........
অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য।
২৩|  ০১ লা জুন, ২০১৭  সকাল ১০:৩১
০১ লা জুন, ২০১৭  সকাল ১০:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিতো পাথর হয়েই বেঁচে আছি
গণতন্ত্রহীন, গুম, খুন আর মুখোশি জীবের ভীরে
লোভ আর ক্ষমতার নেশায়
আত্মঘাতি চেতনার মৃত্যুৎসবে
সেই্ ভাল- অনুভূতিহীন পাথর হয়ে যাও!!!!!!
+++++
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫১
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: মানুষ বিস্ময়ে কখনো কখনো পাথর, মূক হয়ে যায়।
আজ আমাদের সেই অবস্থা।
আর একদল পশুর মতো চারদিকে বিচরণ করছে।
খুশি হলাম আপনার শুভআগমনে।
শুভেচ্ছা।
২৪|  ০১ লা জুন, ২০১৭  সকাল ১০:৪৪
০১ লা জুন, ২০১৭  সকাল ১০:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার এই কবিতা অনেকের মনের কথা , ভাল থাকুন ।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫২
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: এমনভাবে মনের কথা বুঝতে পারার জন্য দৃষ্টিসীমানাকে অশেষ ধন্যবাদ।
অবশ্যই আমাদের চোখ-কান খোলা রাখতে হবে।
ভাল থাকার শুভেচ্ছা।
২৫|  ০১ লা জুন, ২০১৭  সকাল ১১:১৩
০১ লা জুন, ২০১৭  সকাল ১১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: 
সরল কিন্তু স্টেট  ফরোয়ার্ড কবিতা।দূর্দান্ত সত্যবচন!
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৩
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: আমার কোন পোস্টে আপনাকে অনেকদিন পর পেলাম। অবশ্য আমিও আপনার ওখানে যেতে পারছি না।
কবিতার মূল্যায়নে আমি উৎসাহ পেলাম।
ভালভাবে বেঁচে থাকেন।
২৬|  ০১ লা জুন, ২০১৭  সকাল ১১:২৩
০১ লা জুন, ২০১৭  সকাল ১১:২৩
আলোরিকা বলেছেন: 'তবুও দেখ,
প্রতিবাদ না করেও আমি
বদলে দিতে পারি
এক একটি সংস্কৃতি,
এক একটি সভ্যতা,
এক একটি মহাকাল।
এটাই আমার ক্ষমতা, এটাই চিরসত্য।'--------চমৎকার !!+++++
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৫
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: ইতিহাস ঘাটলে তো সেটাই দেখতে পাওয়া যায়। সামান্য পাথরের মূর্তির অসীম ক্ষমতা।
আমার এখানে আলো জ্বালানোর জন্য আলোরিকাকে শুভকামনা।
২৭|  ০১ লা জুন, ২০১৭  দুপুর ২:০১
০১ লা জুন, ২০১৭  দুপুর ২:০১
আখেনাটেন বলেছেন: আমি জড়, নিথর, আমি নিরব,
হয়তো এটাই আমার প্রতিবাদ।-- চমৎকার।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৬
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: কি খবর আপনার!
অনেক সময় নিরব প্রতিবাদ অনেক শক্তিশালী হয়।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
২৮|  ০১ লা জুন, ২০১৭  বিকাল ৩:০৮
০১ লা জুন, ২০১৭  বিকাল ৩:০৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
বিজন রয় বলেছেন: রোজার মাসে চা দিতে পারবো না প্রামানিক ভাই।
আপনি ভাল থাকেন।
২৯|  ০১ লা জুন, ২০১৭  বিকাল ৪:৪৪
০১ লা জুন, ২০১৭  বিকাল ৪:৪৪
স্পর্শ বিন্দু বলেছেন: মনে হচ্ছিলো বাচ্চাকালের মতো রিডিং পড়ছিলাম।  
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
বিজন রয় বলেছেন: তার মানে কবিতাটি আপনার ভাল লাগেনি!!
৩০|  ০১ লা জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
০১ লা জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীর মন্তব্য বেশ হাসি পেল।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৮
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: আসলেই কিন্তু তার মন্তব্যটি অনেক তাৎপর্য ও ইঙ্গিত বহন করে।
ধন্যবাদ কানিজরিনা।
৩১|  ০১ লা জুন, ২০১৭  রাত ১০:৩৪
০১ লা জুন, ২০১৭  রাত ১০:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: দারুন লিখেছেন দদা
কবিতায় মুগ্ধ ।
করছিতো সকলে মিলে বিচরণ
পৃথিবী নামক গোলাকার  মুর্তীটির বুকে,
তবে অমানুষদের হাতে পরে 
কিছুদিন পরে  এর  দশা যে  কি হবে
সে কথা ভাবতেও গা শিউরে উঠে ।
   
 
ভাল থাকার শুভকামনা রইল
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০০
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: আপনি কোথায় থাকেন আজকাল। খুব কম দেখা যায়।
বাংলাদেশের ভবিষ্যত একদম ভাল নয়।
আমি শঙ্কিত।
৩২|  ০২ রা জুন, ২০১৭  ভোর ৪:৩৪
০২ রা জুন, ২০১৭  ভোর ৪:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: সমসাময়িক বিষয়ের উপর দারুণ কবিতা।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০১
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন নিশচয়ই।
কবিতার পড়ার জন্য ধন্যবাদ
সাথে থাকুন।
৩৩|  ০২ রা জুন, ২০১৭  ভোর ৬:০১
০২ রা জুন, ২০১৭  ভোর ৬:০১
দীপঙ্কর বেরা বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০১
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ দীপংকরদা।
শুভকামনা রইল।
৩৪|  ০৩ রা জুন, ২০১৭  রাত ১২:৫৭
০৩ রা জুন, ২০১৭  রাত ১২:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০২
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: অনেক দিন পর অভিকে দেখলাম।
নিয়মিত হবে আশারাখি।
৩৫|  ০৩ রা জুন, ২০১৭  সকাল ৮:১৪
০৩ রা জুন, ২০১৭  সকাল ৮:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা কবিতা পড়লাম।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০৩
০৩ রা জুন, ২০১৭  দুপুর ১:০৩
বিজন রয় বলেছেন: আরে রাজপুত্র. কোথায় যে হারিয়ে যান মাঝে মাঝে!
আপনাকে দেখে ভাল লাগছে।
নিয়মিত পোস্ট করুন।
৩৬|  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ২:০৭
০৩ রা জুন, ২০১৭  দুপুর ২:০৭
মোজাহিদ আলী বলেছেন: দাদা আমি কতোদিন ব্লগে আসিনি ব্যাস্ত ছিলাম খুব... আসলাম আপনার লিখনি দেখে মুগ্ধ হলাম.... এইকথা সত্য দাদা নিরবতাই সবছেয়ে বড় প্রতিবাদ.....আমার কবিতায় একটু চোখ এটে শুধরে দিলে কৃতার্ত হতাম।
  ০৩ রা জুন, ২০১৭  দুপুর ২:১২
০৩ রা জুন, ২০১৭  দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
আপনি আজকে যে কবিতাটি পোস্ট করেছেন সেটি পড়েছি, কিন্তু মন্তব্য করা হয়নি।
অবশ্য পরে কোন একসময় মন্তব্য করতাম।
যাক আপনি আমাকে আমন্ত্রণ দিলেন, অবশ্যই আসবো আপনার ওখানে।
এমনিতেই যেতাম।
আর আমার কবিতা পড়ার জন্য আবারো অসংখ্য ধন্যবাদ।
৩৭|  ০৩ রা জুন, ২০১৭  বিকাল ৪:১০
০৩ রা জুন, ২০১৭  বিকাল ৪:১০
অন্তু নীল বলেছেন: 
   খুব সমসাময়িক হয়েছে।
    অনেকদিন পর ঢু মারতেই আপনার লেখাটিই প্রথম চোখে পড়ল।
  ০৪ ঠা জুন, ২০১৭  সকাল ৯:৫৭
০৪ ঠা জুন, ২০১৭  সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: অন্ত নীল আপনাকে দেখে ভাল লাগছে। 
আমারও আজকাল সবসময় ব্লগে আসা হয় না, তাই হয়তো দেখা হয় না।
আপনি অনেক আগ্রহ আর আন্তরিকতা নিয়ে আমার ব্লগে  এসেছেন, এই কবিতাটি পড়েছেন সেটা জেনে আমি উচ্ছ্বসিত।
আপনি ব্লগে নিয়মিত আসুন, আমাদের সাথে থাকুন।
অনেক অনেক শুভকামনা।
৩৮|  ০৪ ঠা জুন, ২০১৭  সকাল ৭:০৪
০৪ ঠা জুন, ২০১৭  সকাল ৭:০৪
Taufik Alahi বলেছেন: শতশত মানুষ অনাহারে দিন কাঠাচ্ছে আর আপনি মূর্তী নিয়ে পরে আছেন ভাই।
কোন কবি কি মূর্তি নিয়ে কবিতা লেখেছেন?
আপনার কবিতার বাচন ভঙ্গি অনেক ভালো শুভকামনা রইলো
  ০৪ ঠা জুন, ২০১৭  সকাল ১০:১১
০৪ ঠা জুন, ২০১৭  সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: হা হা হা হা ........
আপনার কথাগুলো শুনে খুব হাসি পেল। আমার মনে হয় আপনি অনেক জ্ঞানী আর বিজ্ঞ।
আমার সৌভাগ্য যে আপনার মন্তব্য পেয়েছি।
এটা কবিতা ব্লগ তাই অন্য প্রসঙ্গে যাচ্ছি না।
আমি ব্যক্তি জীবনে শুধু মূর্তি নিয়ে পড়ে নেই। শত শত মানুষ নিয়েই আমার কাজ। আমি অনাহারে থাকা মানুষগুলো নিয়ে কাজ করছি।
অনাহারে থাকা মানুষদের নিয়ে কবিতা আমিও লিখি, হয়তো এখানে পোস্ট করা নাই। কোন কবি মূর্তি নিয়ে লিখেছে কিনা তার চেয়ে বড় কথা মূর্তি নিয়ে লিখলে তো কোন সমস্যা নেই।
যারা কবিতা লিখেন তারা যেকোন সময় যেকোন বিষয় নিয়ে কবিতা লিখবেন তাতে তো কোন সমস্যা নেই।
আপনাকে একটি প্রশ্ন........... যারা মূর্তি নিয়ে মারামারি করছে, তারা কি শতশত অনাহারে থাকা মানুষ নিয়ে ভাবছে?
এই যেমন ধরুন হেফাজত....... ইত্যাদি ইত্যাদি।
একটু কষ্ট করে উপরের মন্তব্যগুলো পড়ুন, দেখবেন কেহই এই কবিতার বিপক্ষে কোন কথা বলেনি।
আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে কথা বলার জন্য।
আপনাকেও শুভকামনা রইল।
৩৯|  ০৪ ঠা জুন, ২০১৭  সকাল ১১:৪০
০৪ ঠা জুন, ২০১৭  সকাল ১১:৪০
বে-খেয়াল বলেছেন: আমি যদি মূর্তি হতাম
মাটির কিংবা পাথরের,
আমি কোন প্রতিবাদ করতাম না
আমি কোন মিছিল করতাম না
আমি কারো মনে আঘাত করতাম না
বাস্তব প্রলাপ, দারুন লেখনী কবিতা পাঠে মুগ্ধ হলাম।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: আমার এই সামান্য কবিতায় আপনার মিশে যাওয়া দেখতে আমার অনেক ভাল লাগল।
একটি জড় মূর্তি চুপ থাকে বটে কিন্ত তার অনেক ক্ষমতা আছে বলে আমার বিশ্বাস।
আমি শৈল্পিক দৃষ্টিকোন থেকে বলছি।
অনেক অনেক শুভকামনা।
নিজের দিকে খেয়াল রাখবেন বে-খেয়াল।
৪০|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৩১
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৩১
চানাচুর বলেছেন: খুব ভাল লাগলো। কিন্তু আমরা মানুষের মত চলাফেরা বা কথাবার্তা বললেও আমরা আসলে মূর্তিই 
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫০
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার। আমার এখানে আগে এসেছেন কিনা মনে করতে পারছি না। তবে আমি কিন্তু আপনার ওখানে যাই মাঝে মাঝে।
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আমরা মানুষরা তো জীবন্ত মূর্তি, তাই একে ওপরকে সন্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি।
আপনার অনেক ঝামেলার মাঝেও আমার এখানে এস কথা বলার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪১|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৩৫
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৩৫
নীলপরি বলেছেন: অসাধারণ । ++++
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫২
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: সহাস্য ধন্যবাদ গ্রহণ করুন নীলপরি।
আসুন আমরা মূর্তির মতো ধৈর্য্যশীল হয়ে দেশ বা পৃথিবীকে সুন্দর করে তুলি।
ভাল থাকুন সবসময়।
৪২|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫১
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫১
কুঁড়ের_বাদশা বলেছেন: 
সুন্দর কবিতা +
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১২:৫৭
বিজন রয় বলেছেন: আপনার পোস্টে গিয়েছিলাম একটু আগে, স্বাগতম জানাতে। কিন্তু কোন পোস্ট না দেখে ফিরে এসেছি।
একটি পোস্ট দিয়ে ফেলুন।
তবে আমি ভেবেছিলাম আপনি সেই পুরানো কুঁড়ের বাদশা।
অনেক পুরানো একজন ব্লগার ছিলেন কুঁড়ের বাদশা নামে। সব ব্লগারের নাম লিস্ট করতেন।
তিনি আর ব্লগে আসেন না। হয়তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন।
আপনি কি সেই, যে নতুন করে ফিরে আসলেন??
৪৩|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:০৬
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:০৬
কুঁড়ের_বাদশা বলেছেন: 
আমি সে না, আর এটা আমার নতুন নিক । 
ধন্যবাদ ।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:০৯
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: আর এটা আমার নতুন নিক । 
হা হা হা ............. তাহলে আপনার পুরানো নিক কোনটা ছিল!!!
সম্ভবত বলতে চেয়েছেন........ এটা আমার প্রথম এবং একমাত্র নিক, যেটা আজকেই খোলা হয়েছে।
হা হা হা .......... হোক না যা একটি।
ব্লগিং করুন নিয়মিত।
শুভকামনা।
৪৪|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:২৪
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:২৪
কুঁড়ের_বাদশা বলেছেন: 
হুম, সতিই কথা বলতে কি আমার আরেকটা নিক ছিল কিন্তু পাসওয়ার্ড ঝামেলা করছে । আর আমি আগের কুঁড়ের বাদশা না ।
ধন্যবাদ ।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:২৯
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: ঠিক আছে। 
ধন্যবাদ, সাথে থাকুন। ভাল থাকুন।
৪৫|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:২৫
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:২৫
শূন্য-০ বলেছেন: অসাধারণ কবিতার লেখনি। ++++
প্রিয়তে থাকুন দাদা।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৩৯
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৩৯
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ব্লগে নিয়মিত থাকবেন বলে আশারাখি।
সাথে থাকুন, অনেক কথা হবে, হবে কবিতা কিংবা গল্প।
৪৬|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৩১
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি অবাক হয়ে গেলাম দাদা!!! আমার কাছে মনে হচ্ছে কবিতাটি পড়েছি আমি, কিন্তু মন্তব্যের ঘরে আমি নাই!! আবার লাইক দিচ্ছি নিচ্ছে না, বলছে 'আপনি পোষ্টটি লাইক করেছেন'!! কিন্তু লাইকেও আমি নেই!!
অনেক সুন্দর কবিতা ছিল ভাই।
ভালো লাগা আর মুগ্ধতা।
শুভকামনা জানবেন সবসময়।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৪১
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: আরে এতক্ষণ তো খেয়াল করিনি!!
আপনিই তো এই কবিতায় প্রথম মন্তব্য করছেন। সেখানে আমি উত্তরও করেছি।
কোথাও একটি সমস্যা হচ্ছে।
প্রথম দিকে দেখছি -১, -২, -৩, ০ ইত্যাদি।
সম্ভব ঠিক হয়ে যাবে।
৪৭|  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৪৬
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো দাদা আপনার কাছে শুনে।
একটা চিন্তা দূর হলো আমার।
মনে অনেক ভয় থাকে দাদা! কথার কথা কত কথাই বলে ফেলি, যদি ভুল বা অসঙ্গতি কিছু করে ফেলি তো অনাকাঙ্ক্ষিত আমার কাছে। যাক, টেনশন দূর হলো আমার।
  ০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৫৬
০৪ ঠা জুন, ২০১৭  দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: প্রিয় নয়ন, আমাকে নিয়ে অযথাই দুঃশ্চিন্তা না করার জন্য অনুরোধ রাখছি।
আমি মনে করি যে কোন বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখানোর আগে ৩বার ভাববার মতো বয়স আমার হয়েছে।
আপনি আমার প্রিয় একজন ব্লগার। আপনি অনেক আন্তরিক।
অনেক অনেক শুভকামনা রইল।
৪৮|  ০৪ ঠা জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
০৪ ঠা জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
জুন বলেছেন: আমি জড়, নিথর, আমি নিরব,
হয়তো এটাই আমার প্রতিবাদ।   
আপনার কবিতার প্রতিবাদটিও অনেক শক্তিশালী বিজন রয় । 
অনেক অনেক ভালোলাগলো ।
+
  ০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৪৭
০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৪৭
বিজন রয় বলেছেন: জুন আপা নিরব প্রতিবাদ অনেক সময় অনেক বড় আর কার্যকরী হয়ে দেখা দেয়। আমাদেরও দরকার হলে প্রতিবাদ করতে হবে তবে সেটা মার্জিতভাবে।
অনেক ধন্যবাদ জুন আপা এখানে মন্তব্য করার জন্য।
৪৯|  ০৫ ই জুন, ২০১৭  রাত ১:৩৫
০৫ ই জুন, ২০১৭  রাত ১:৩৫
কল্লোল পথিক বলেছেন: 
বাহ!চমৎকার সময়োপযোগী কবিতা।
  ০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৪৮
০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৪৮
বিজন রয় বলেছেন: আপনি থাকেন কোথায় আজকাল!! অনেক কম দেখা যায় ব্লগে।
আপনার কবিতা থেকে বঞ্চিত হই।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।
৫০|  ০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৫৬
০৫ ই জুন, ২০১৭  সকাল ৯:৫৬
লেখোয়াড়. বলেছেন: 
হে কবি, প্রত্যেক মানুষই তো এক একটি মূর্তি। তবে জীবন্ত।
আগেও বলেছি আপনার লেখাগুলো ভাল হয়।
সবাই তো আর কবি না।
  ০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০০
০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: আরে আপনি!  কি খবর আপনার?
ব্লগে আসেন না কেন?
আপনার কবিতার তুৃলনায় আমি কিছুই না।
৫১|  ০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০৩
০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০৩
লেখোয়াড়. বলেছেন: .....
আমি আছি আমার মতো। ব্লগে আবার আসবো।
তবে........... যামিনী পোহালে........... নয়।
  ০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০৬
০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে। নিয়মিত হবেন বলে আশারাখি।
শুভকামনা রইল।
৫২|  ০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৫
০৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৫
পলক শাহরিয়ার বলেছেন: আমি যদি একটি মূর্তি হতাম, ঠিক
মানুষরূপী পশুর মতো..
চমৎকার! সমসাময়িক প্রেক্ষাপটের জন্য মানানসই কবিতা।
  ০৫ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
০৫ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: না না, আমি পশুর মতো হতে চাই না।
হা হা হা .............
ধন্যবাদ পলক।
ভাল থাকেন সবসময়।
৫৩|  ০৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৩
০৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৩
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর সাবলীল কবিতা, পাঠে মুগ্ধ প্রিয় দাদা।
  ০৭ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৮
০৭ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: হা হা হা .....
ধন্যবাদ
অনেক ভাল থাকুন।
৫৪|  ০৭ ই জুন, ২০১৭  দুপুর ২:৫৩
০৭ ই জুন, ২০১৭  দুপুর ২:৫৩
করুণাধারা বলেছেন: আপনার কবিতা আগে পড়ব না কেন? পড়েছি, পড়ে ভাল লেগেছে- কিন্তু সেকথা জানাইনি তার কারন আমার অলসতা। পড়তে গেলে শুধু দুটো চোখই যথেষ্ট। কিন্তু ভাল লেগেছে একথা জানাতে দু' হাতও দরকার হয়। তাই সবসময় আর জানিয়ে উঠতে পারিনি। জানি, এটা ভাল ব্লগারের লক্ষণ নয়।
  ০৭ ই জুন, ২০১৭  বিকাল ৩:৫০
০৭ ই জুন, ২০১৭  বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: হা হা হা.......... অনেক ধন্যবাদ।
আসলে এত এত ব্লগার!!
এত কথা হয় যে মনে রাখা কঠিন কখন কার সাথে কি কথা হলো।
এই মনে রাখতে না পারাটাই আমার মনের করুণাধারা............. হা হা হা 
অনেক অনেক শুভকামনা রইল।
সাথে থাকুন।
৫৫|  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০০
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০০
জেন রসি বলেছেন: নিজের সৃষ্টি নিয়ে মানুষের এ দ্বন্দ্ব সবসময় চলবে। মানুষ নিজেরাই নিজেদের একটা প্যারাডক্সিক্যাল বলয়ের মধ্যে ঘুরপাক খাওয়াতে থাকে। 
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৫
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:০৫
বিজন রয় বলেছেন: এই জন্যই মানুষ সভ্যতার এত শিখরে উঠেও কত বোকা আর হাবা। শুধু ক্ষেত্র বিশেষে মানের তারতম্য ঘটে।
তবে কিছু সমাজ, আর সংস্কৃতি এটার বাইরে।
বাংলাদেশ পুরাই অন্ধকারে।
৫৬|  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৫
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৫
জেন রসি বলেছেন: হ্যা ডিফিকাল্ট টাইম। প্রতিবাদ করলে হয় চাপাতির কোপ। নির্বাসন নাহয় ৫৭ ধারা। 
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ২:৪০
১০ ই জুন, ২০১৭  দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: আমার তো মনেহয় বাংলাদেশের ধর্মবাদীরা পৃথিবীর যেকোন দেশের ধর্মবাদীদের চেয়ে উগ্র অবস্থানে আছে।
আর সরকারের লাই পেয়ে তো আরো এগিয়েছে কয়েক ধাপ।
সেজন্য অন্ধকারের কথা বলেছি।
ধন্যবাদ জেন।
৫৭|  ১১ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫১
১১ ই জুন, ২০১৭  বিকাল ৪:৫১
আলী প্রাণ বলেছেন: ++
  ১৩ ই জুন, ২০১৭  সকাল ৯:১৬
১৩ ই জুন, ২০১৭  সকাল ৯:১৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ পুরানো ব্লগার।
নিয়মিত থাকুন ব্লগে।
৫৮|  ২৬ শে জুন, ২০১৭  সকাল ১১:১৭
২৬ শে জুন, ২০১৭  সকাল ১১:১৭
নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক  
  ২৬ শে জুন, ২০১৭  সকাল ১১:২১
২৬ শে জুন, ২০১৭  সকাল ১১:২১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।
ঈদের শুভেচ্ছা রইল।
ভাল থাকেন সবসময়।
৫৯|  ২৮ শে জুন, ২০১৭  সকাল ৯:৫৪
২৮ শে জুন, ২০১৭  সকাল ৯:৫৪
অদ্ভুত মুগ্ধতা বলেছেন: চমৎকার।।
  ০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ সুন্দর নিকের অধিকারী আপনাকে।
ভাল থাকুন সবসময়।
৬০|  ৩০ শে জুন, ২০১৭  সকাল ৭:৪৬
৩০ শে জুন, ২০১৭  সকাল ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: সময়ের কবিতা, জাগ্রত কবির বিবেক।
"আমি জড়, নিথর, আমি নিরব,
হয়তো এটাই আমার প্রতিবাদ" -- চমৎকার বলেছেন। 
বাংলাদেশের ভবিষ্যত একদম ভাল নয়। আমি শঙ্কিত (৩১ নং প্রতিমন্তব্য) -- এ শঙ্কা আমারও!
  ০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৭
০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: দেখুন তো তাহলে, আমরা বা আমাদের মানসেক অবস্থাটা কি!!
সত্যি আমি কোন আশা দেখি না।
হতাশা আর শঙ্কা দিন দিন আামকে গ্রাস করছে।
আপনাকে ধন্যবাদ।
৬১|  ০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৭
০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৭
ওমেরা বলেছেন: ভাইয়া এ কয়দিন কোথায় ছিলেন ? কেমন আছেন ? আজকে আপনাকে অনলাইনে দেখে খুব ভাল লাগছে ।
  ০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
০৫ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: ওমেরা!!
আমি চিকুনগুণীয়া জ্বরে ভুগছি গত ৫/৬ দিন যাবত। এজন্য ব্লগে এলেও লগইন করা হয়নি। আজ কিছুটা ভাল।
আপনাকে অনেক ধন্যবাদ মনে করে আমার খোঁজ নেওয়ার জন্য।
নতুন পোস্ট নিয়ে শীঘ্রই ফিরবো আশা করছি।
অনেক অনেক শুভকামনা রইল।
৬২|  ০৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৭
০৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:২৭
রওশন_মনি বলেছেন: আমি নির্বাক হয়ে যাই, থেমে যাই।
প্রতিবন্ধী শিশুর মত হা করে বসে থাকি,
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি।
প্রতিবাদের ভাষা নেই, প্রতিবাদের ক্ষমতা নেই।
---আপনার লেখার সাথে মিল খুঁজে পেলাম। (নিরব প্রতিবাদ)।
  ০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: আসলেই তো লেখাটির সাথে আমার লেখাটির মিল আছে।
অনেক সময় নিরব প্রতিবাদ অনেক প্রভাবক হয়।
৬৩|  ০৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৬
০৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৬
রওশন_মনি বলেছেন: যখন প্রতিবাদের কোনো উপায় থাকেনা তখন শুধু নির্বাক চেয়ে দেখা ।
  ০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: আপা, অনেক শুভকামনা আপনাকে।
৬৪|  ৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৯
৩০ শে আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৯
আলপনা তালুকদার বলেছেন: বড় নিষ্ঠুর সত্যি কথা দাদা। খুব ভাল।
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৫০
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
সত্যি কথা অনেকেই শুনতে চায় না।
৬৫|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২৯
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:২৯
জাহিদ অনিক বলেছেন: আমি যদি একটি মূর্তি হতাম, ঠিক
মানুষরূপী পশুর মতো...................   - চমৎকার
  ০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৩০
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: আরে এখানে, হা হা হা ...
এত পিছনে!!
ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৩৩
৩১ শে মে, ২০১৭  দুপুর ১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মানুষ রূপি পশু হওয়ার চেয়ে মূর্তি হওয়া অনেক ভালো।
ভালো লাগলো আপনার কথাগুলি। কবিতায় +++++