নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

....হৈমন্তিকা\' .... কবিতা সংকলন.... শেষ সপ্তাহ (২২-৩১), অক্টোবর-২০১৮....

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০


সেরা-২৫ঃ
জাহিদ অনিক - পরিবৃত
জাহিদ অনিক - পূর্বাভাস
শরৎ চৌধুরী - ফরএভার কুইকি
শিখা রহমান - পলাতক শব্দেরা...
কিরমানী লিটন - ইতিকথার- পরের কথা .....
ব্লগার_প্রান্ত - এবারের বসন্তে প্রেম
তাহমিদ রহমান - তুমি পাশে নেই, তাই
ঋতো আহমেদ - 'আগুন প্রহর' থেকে
নবম অধ্যায় - ১৭ পৃষ্টার উপন্যাস
মিথী_মারজান - হৃদয়ের শোকগাঁথা
ফকির ইলিয়াস - বাঁকপ্রহরী
সেজুতি_শিপু - অন্বেষণ
জিএম হারুন -অর -রশিদ - আজ এই শহরের মন খারাপ
নুরুন নাহার লিলিয়ান - কবিতাঃ প্রশ্ন
নীলপরি - আজ আর অতীতের সন্ধিক্ষণে
বনলতা-সেন - অনুতাপ
টুটুল - অসভ্যদের উলঙ্গ আস্ফালন
খায়রুল আহসান - নিবৃত্তি
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু - ভেঙ্গে দাও জুলুমের বিষদাঁত
Tania Farazee - ভালোবাসা পৌঁছেছে কি?
ইমরান আল হাদী - ঘোর পারঙ্গম সংসার
আরোগ্য - যুদ্ধ দেখেছো কি, যুদ্ধ?
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) - যে বৃষ্টিতে ভিজেছিল জীবন
জুনায়েদ বি রাহমান - ক বি তা
সৌমিক দে - ভালোবাসার অর্থ আমার জানা



হৈমন্তিকা'য় হলুদের আহ্বানে যাই হারিয়ে.............

প্রেম ও প্রণয়ঃ

জাহিদ অনিক - পরিবৃত
জাহিদ অনিক - পর্ণমোচী
জাহিদ অনিক - অনন্যোপায়
শরৎ চৌধুরী - ফরএভার কুইকি
সামিয়া - কথা দিচ্ছি
শিখা রহমান - পলাতক শব্দেরা...
নবম অধ্যায় - নীল
বে-খেয়াল - ভার্চুয়াল জীবন (virtual-life)
ব্লগার_প্রান্ত - এবারের বসন্তে প্রেম
মুহাম্মদ মশিউর রহমান - আমার ভেতরে কেবল
সেজুতি_শিপু - রাজনীতি
তাহমিদ রহমান - তুমি পাশে নেই, তাই
বাউলা সন্ন্যাসী - প্রিয় সুমিত্রা, এই চিঠি শেষ চিঠি
এ.এস বাশার - আমতা আমতা প্রেম
সৈয়দ তাজুল ইসলাম - তোমার হাসিতেই আমার পরিচয় (একটি অপূর্ণাঙ্গ অকবিতা)
বাহাউদ্দিন আবির - হার তোমারই
কথাকথিকেথিকথন - সে দিয়েছে শূণ্যতা তোমায়...
সৌমিক দে - ভালোবাসার অর্থ আমার জানা
সৌমিক দে - ভালোবাসা মানে হঠাৎ এক ছটফটানি
ফকির ইলিয়াস - বাঁকপ্রহরী
স্বপ্নের শঙ্খচিল - জন্মদিনে আসিও বন্ধু,আমার আকাশ ছোঁয়া অভিমান ।
ইব্‌রাহীম আই কে - ভালোবাসার স্পর্শ। ~রোজি
সেজুতি_শিপু - অন্বেষণ
নুরুন নাহার লিলিয়ান - কবিতাঃ প্রশ্ন
বিদ্রোহী ভৃগু - বুনো বালিকার খোঁজে!
সাইয়িদ রফিকুল হক - রূপকুমারী লজ্জাবতী
সেলিম আনোয়ার - হে নিভৃতচারিনী!!!
নিলয় আহসান নিশো - কবিতা: কাশবনের পরী
নাসিম আহমদ লস্কর - তুমি যদি নির্বাসিত হও৷
মোঃ সুমন রানা - প্রেমাসক্ত
বনলতা-সেন - অনুতাপ
ফকির ইলিয়াস - ডেকেছিলে,বাসন্তীবাদলে
হোসেন মৌলুদ তেজো - নতুন জীবনের উৎস
ম ইসলাম - সমর্পণ
সাহিনুর - আজ সব অতীত হয়ে যাক
পঁচামানুষ - তুমি...
হেলাল ইসহাক (হেলাল ইসহা) - অধরা
আব্দুল্লাহ্ আল মামুন - ভোরের চায়ে
আসাদুজ্জামান জুয়েল - শুধু জানি ভালোবাসি
সমুদ্র দয়িতা - ঘাসফুল
সনজিত - অদ্ভূত
সনজিত - চোখ টা দেবে
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) - যে বৃষ্টিতে ভিজেছিল জীবন
মিন্টু ভদ্র - আমি পুড়ে অঙ্গার বন্ধু তোমার প্রেম অনলে
সুদীপ কুমার - চিতায় যে ফুল ফুটে রয়
জিএম হারুন -অর -রশিদ - মানুষ ভুলতে কতোদিন লাগে
হিমু দা গ্রেট - তুমি এসেছিলে বলে,
হিমু দা গ্রেট - "আর একবার বাঁচতে ইচ্ছ করে
অজানা তীর্থ - আয়নার বন্দিনী
রা্‌ব্‌বানী - আতু মিমি
নূর ইমাম শেখ বাবু - তুমি মানে শান্তি
নূর ইমাম শেখ বাবু - সহচর
বাহাউদ্দিন আবির - শরীরগ্রাসী ভালোবাসা
সামিয়া - আড়াল
জোলারোভিচপইজোলারোভিচ - লাল টিপ
মোঃ রুবেল জামির - রাগীনি
তাজেরুল ইসলাম স্বাধীন - ভালবাসার টান
বেচারা - অবসরে


জীবন ও উপলব্ধিঃ
লিসানুল হাঁসান - এইখানেতে
মীর সাজ্জাদ - কিছু চাওয়া
কিরমানী লিটন - ইতিকথার- পরের কথা .....
নীলসাধু - লাল পিঁপড়ার বাসা!
সাইন বোর্ড - নৌকা বাইচ
নূর ইমাম শেখ বাবু - উপস্থাপন
নূর ইমাম শেখ বাবু - মঙ্গল
নূর ইমাম শেখ বাবু - মেধা
নূর ইমাম শেখ বাবু - বিরহী সত্ত্বা
মোঃ নাজমুল হাসান [নাজমুল] - জীবন্ত লাশের শহরে
মাহমুদ আল ইমরোজ - ছড়া/কবিতা...এই শহরের মানুষগুলো
জাহিদ অনিক - পূর্বাভাস
ঋতো আহমেদ - 'আগুন প্রহর' থেকে
কিবরিয়া জাহিদ মামুন - যাপিত এক নারী
সাইন বোর্ড - জল পড়ে পাতা নড়ে-৫
সাইন বোর্ড - ভাবনা গুলো এলোমেলো-২
সাইন বোর্ড - ভাবনা গুলো এলোমেলো-৩
নবম অধ্যায় - ১৭ পৃষ্টার উপন্যাস
নবম অধ্যায় - জীবন কাব্য
মিথী_মারজান - হৃদয়ের শোকগাঁথা
টুটুল - সহস্র বছরের যুবতী-রাজকন্যা
টুটুল - ইদানিং ভুল
টুটুল - দুটো মানুষ ঘর করে
টুটুল - সিগারেট
মীর সাজ্জাদ - সুখ দু:খ
মীর সাজ্জাদ - যৌবন
রা্‌ব্‌বানী - বন্ধু
প্রথম বাংলা - দিন শেষে
সাহিনুর - একটি নতুন জীবনের আশা
তাওিহদ অিদ্র - উসকানি অথবা হেমন্ত অথবা তুমি
নিলয় আহসান নিশো - প্রেম আর পাওয়ানিবিড় বন্ধন
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু - আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক
জিএম হারুন -অর -রশিদ - আজ এই শহরের মন খারাপ
সৌমিক দে - ছাদে আছে চালাঘর, রাখা আছে পিয়ানো
সৌমিক দে - আমার মতো
সৌমিক দে - সাফাই
সৌমিক দে - আরেকটা দিন ফিরে যায় রাতের ‘পরে ভর দিয়ে
সৌমিক দে - আমার মধ্যে...
সামাইশি - সূর্য স্নান।
সামাইশি - মা আমার।
সনেট কবি - ব্লগার রাজীব নুর
সনেট কবি - সুখের সন্ধান চাই
সনেট কবি - ব্লগার নজসু (সুজন)
নীলপরি - আজ আর অতীতের সন্ধিক্ষণে
নিত্যন চক্রবর্তী। - ফিরব সেই সোনালী দিনে।
শরৎ চৌধুরী - গড়িমসি মানুষ
অব্যক্ত কাব্য - মোহভঙ্গ প্রণয়
হাবিব স্যার - কারো পৌষমাস কারো সর্বনাশ
রাসেল উদ্দীন - অন্তহীন শূন্যতা
সাইয়িদ রফিকুল হক - হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই
সাইয়িদ রফিকুল হক - পাপের পথে পুরস্কার
স্রাঞ্জি সে - বিদীর্ণ মন ও কিছু কথা
প্রথম বাংলা - জীবন পথিক
খায়রুল আহসান - নিবৃত্তি
ফেনা - চেতন আর খুন
ফকির ইলিয়াস - ভুবনপুর
ফকির ইলিয়াস - ঠিকুজী
Tania Farazee - ভালোবাসা পৌঁছেছে কি?
ফেনা - ফেনার বিচ্ছিন্ন্য কাব্য - ১০
মাহবুবুল আজাদ - দীর্ঘ শঙ্কার প্রসূত রেণু
কথাকথিকেথিকথন - কেউ একজন...
মৌরি হক দোলা - ব্যর্থতা
সামছুল আলম কচি - আমি-তুমি-সে
সনজিত - কি লিখব-
এন ইসলাম রনি - নির্লিপ্ত নোটবুক
আব্দুল মান্নান মল্লিক - আমার ভুবন জন্মভূমি
স্বপ্ন সতীর্থ - শুভ সকাল
পাজী-পোলা - ঝুলন্ত সার্ট
জুনায়েদ বি রাহমান - ক বি তা
দুঃখ বিলাস - কাদিঁয়ে যায় ভাবিয়ে যায় হারিয়ে যায় চিন্তাশক্তির সবটুক।

প্রকৃতি ও কোমলতাঃ
রূপক বিধৌত সাধু - আমার আর যাওয়ার জায়গা নাই
শরতের ছবি - ঘ্রাণের ইন্দ্রজাল
পথঘাটের কথা - ফিরে যাবোইতো
টুটুল - স্বর্গের ফুল
সেলিনা জাহান প্রিয়া - পূর্ণিমা এবং পূর্ণতার অনুভূতি
মুহাম্মাদ মাসুম বিল্লাহ - আমার বাংলাদেশ
যবড়জং - দিগন্তে সুন্দরবন
নীলসাধু - আশ্বিনের হাওয়া
ইমরান আল হাদী - ঘোর পারঙ্গম সংসার
ইমরান আল হাদী - গ্রাম্য দিনের গান
সাইন বোর্ড - শীত অাসছে
লক্ষণ ভান্ডারী - ভোরের আলো
ফকির ইলিয়াস - হেমন্তের ঘাসমেঘ

কবি ও কবিতাঃ
অলৌকিক আলো - কবির প্রতি....
আব্দুল্লাহ্ আল মামুন - কবিয়াল চিন্তা
আব্দুল্লাহ্ আল মামুন - কবিতার মায়াজাল
রেদোয়ান মাসুদ - বিখ্যাত বাঙ্গালি কবি
শামছুল ইসলাম - কবিতা, তুমি কেন এতো দুর্বোধ্য?
সেলিম আনোয়ার - হয়তো কবিতা অথবা নয়!!!
জিএম হারুন -অর -রশিদ - দোহাই মরে যেওনা

রাজনীতি ও বিদ্রোহঃ
আব্দুল্লাহ্ আল মামুন - রাজনীতিতে নটবর
আব্দুল্লাহ্ আল মামুন - নটবর এখন চেতনাবাঁজ
আব্দুল্লাহ্ আল মামুন - আমার মতো আমি
আবু হাসান লাবলু -মায়ের নিষেধ
আব্দুল্লাহ্ আল মামুন - লোক তো বলবেই
নূর ইমাম শেখ বাবু - আধিপত্য বিস্তার
বাকপ্রবাস - উন্নয়নের গণতন্ত্র
বাকপ্রবাস - আমি কী একটা প্রশ্ন করতে পারি?
বাকপ্রবাস - কালি
সাইয়িদ রফিকুল হক - নির্বাচনের ডামাডোলে
সাইয়িদ রফিকুল হক - তোমার অনেক অপরাধ
সাইয়িদ রফিকুল হক - অনেক কথা বলি না
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু - ভেঙ্গে দাও জুলুমের বিষদাঁত
সুদীপ কুমার - রাজনীতির রোজনামচা -৫
হাবিব স্যার - সাম্প্রতিক ছড়াঃ অনু কাব্য
হাবিব স্যার - চিঠি এসেছে
হাবিব স্যার - সাম্প্রতিক ছড়ার মেশিনঃ অনুকাব্য-০২
আরোগ্য - যুদ্ধ দেখেছো কি, যুদ্ধ?
আসাদুজ্জামান জুয়েল - অধিকার
মাহবুব আলী - কালি কালিময়
মোঃ নাজমুল হাসান [নাজমুল] - পোড়া মবিল
টুটুল - অসভ্যদের উলঙ্গ আস্ফালন
সেলিনা জাহান প্রিয়া - গল্পের গল্প ।।

প্রার্থনা ও পবিত্রতাঃ
হাবিব স্যার -মুনাজাতে প্রার্থনাঃ ফাতিহা
হাবিব স্যার - আল-কাউসার
হাবিব স্যার - আয়াতুল কুরসি
হাবিব স্যার - বাবা
বাকপ্রবাস - অলীক ভাবনার জট
নতুন নকিব - দু'টি কবিতা, করুনা-১ করুনা-২
ল - 'প্রার্থনা'

গান ও সরলতাঃ
ফকির ইলিয়াস - একটি বাউল গান- তোমার কোনো পরিচয় নাই
সামাইশি -গান। গীতিকার:মোকাই।
সামাইশি - গান: গীতিকার মোকাই
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান - কবিতা
জি এম আশরাফুল - কে বেয়ে যাবি ভবের তরী
জি এম আশরাফুল - যুগের ভাও বুঝলি না মনা
মোঃ খুরশীদ আলম - মাওঃ আইন উদ্দিন আল আজাদ (রহ) এর গানের কিছু অংশ



ছড়া ও ছন্দঃ
মিসবাহ উদ্দিন সুমন - হায়রে আরব দেশ
বাকপ্রবাস - ডোডো এবং আবেডিং জাবেডিং
বাকপ্রবাস - এই ছেলেটা
বিএম বরকতউল্লাহ - লেবেনচুষ...
বিএম বরকতউল্লাহ - স্মৃতির জানালা
হাবিব স্যার - চারিদিকে হারবাল
হাবিব স্যার - বাঁশকাব্য
কথার ফুলঝুরি! - আমার মদন চাঁদ :P
কিরমানী লিটন - চুমো- সমাচার...
মীর সাজ্জাদ - সিগারেট
মীর সাজ্জাদ - কষ্ট
মীর সাজ্জাদ - কবিতা ও আমি।
নূর ইমাম শেখ বাবু - বহুচারিণী
নূর ইমাম শেখ বাবু - উদ্যমী তারুণ্য
নূর ইমাম শেখ বাবু - আমি বেসরকারি চাকর
আহমেদ রুহুল আমিন - ।। ছিপ বালিকা ।।
খালিদ বিন সিদ্দীক - বিয়ে হোক হুটহাট
আরোহী আশা - ভালোবাসার অনুকাব্য
আরোহী আশা - আমি নাকি সেফ হইছি
রা্‌ব্‌বানী - ভাল লাগে না




অক্টোবর মাসে দেওয়া পূর্বের সংকলনসমূহঃ
অক্টোবর প্রথম সপ্তাহ - অক্টোবর প্রথম সপ্তাহ ( ০১-০৭ )-২০১৮ এর কাব্য-পরাগ ও ১০ সেরা কবিতা!
অক্টোবর দ্বিতীয় সপ্তাহ - শারদীয় কবিতা সংকলন-অক্টোবর ২০১৮ দ্বিতীয় সপ্তাহ (০৮-১৪) ও সেরা ২১!
অক্টোবর তৃতীয় সপ্তাহ - .... যে বিদায় শূন্যে বিদীর্ণ করে দেয় .... কবিতা সংকলন অক্টোবর-১৮, - ৩য় সপ্তাহ, .... উৎসর্গ অাইয়ুব বাচ্চু ....

সবাইকে হৈমন্তী শুভেচ্ছা।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

তারেক_মাহমুদ বলেছেন: পরিশ্রমী পোষ্ট, লেখকরা অনুপ্রণীত হবেন।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: হেমন্তের হলুদমাখা সোনালি রোদের শুভেচ্ছা।

একসাথে সব কবিতা পড়ার একটি প্রয়াস!
আপনাদের এভাবে সহযোগিতা আমিও প্রেরণা পাই।

অনেক অনেক শুভকামনা তারেক।

২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি অনেক পরিশ্রম করে সংকলন করেছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দিবো ভাষা নাই

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: আপনার সব ধন্যবাদ আমি সুন্দর করে রেখে দিলাম কবিতার সমুদ্রে।
আপনি সেই সমুদ্র থেকে তুলে আনেন রাশি রাশি কবিতা।
সেই কবিতা ভরে উঠবে এই ব্লগ।

অবশ্য প্রতি সপ্তাহে আপনি অনেকগুলো কবিতা পোস্ট করছেন।

শুভেচ্ছা রইল।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

আরোহী আশা বলেছেন:





বাহ বাহ বাহ
কতো যে মজা
আমি আছি দেখে,

লেখা হবে তবে
শত ভেবে ভেবে
মজা সুখ মেখে।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: আপনি মনে হচ্ছে ছড়ায় পরিপক্ক। আজ একটি পোস্টও দিয়েছেন দারুন একটি ছড়া নিয়ে।

হ্যাঁ, আমিও চাই অনেক অনেক ছড়া আর কবিতা।

আপনি প্রথম পাতায় অনুমোদন পেয়েছেন এটা খুব খুশির সংবাদ।

সাথে থাকুন।

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

নজসু বলেছেন: এবার আমার ছড়াটা লিস্টে পেলাম না। :(
আমি তো আপনাকে আগের পোষ্টে কমেন্ট করেও বলে আসলাম। :)
আচ্ছা ভাই সমস্যা নাই। :) :)

তবে এই পোষ্টে খুব দামী একটা জিনিস পেলাম। প্রিয় সনেট কবি আমাকে নিয়ে সনেট লিখেছেন আমি জানতাম না।
আপনার এই সংকলন পোস্টে না এলে সেটা দেখতে পেতাম না।
আমার ছড়া লিস্টে না থাকার কষ্ট ভুলিয়ে দিলো ওটা।

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ভাই।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: আমি সত্যিই দুঃখিত, আমার আগের পোস্টে যেয়ে বলে এসেছিলেন। আমিও আপনার ওখানে গিয়েছিলাম, কিন্তু যেটা পেয়েছিলাম সেটা ছিল ২১ তারিখের লেখা। এই পোস্টে তো ২২ তারিখের পর থেকে লেখাগুলো সংযোজন করা হয়েছে।

আপনি যে ছড়াটার কথা বলছেন সেটার লিংকটা কি এখানে দিবেন একটু কষ্ট করে?
আপনার শেষ পোস্টি তো মোবাইল নিয়ে লেখা ওখানে দুটি ছোট ছড়া আছে, আপনি কি ওই পোস্টের কথা বলছেন?

আচ্ছা, ওই পোস্টি ছড়া হিসাবে নিব কিনা আমি এই দ্যোদুল্যমানতায় আছি।

আপনার ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায়...............

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

ফেনা বলেছেন: "পরিশ্রমী পোষ্ট, লেখকরা অনুপ্রণীত হবেন।" - তারেক_মাহমুদের সাথে সহমত।
সুন্দর থাকুন।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: এই পরিশ্রম হলো বিনাশ্রম! হা হা হা ........

এক জায়গায় অনেক কবিতা! দারুন ব্যাপার!!

শুভকামনা ফেনা।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আজ একটা ছবি ব্লগ পোস্ট করেছি! ওটা আপনাকে উৎসর্গ করছি; এ পরিশ্রমের বিনিময়ে নয়!


সার্থক হোক।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: বলেন কি, আমি এখনো দেখিনি, আচ্ছা এখনই যাচ্ছি।

আর কবিতা লেখা শুরু করুন।

শুভকামনা তাজুল।

৭| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
কবিতার জন্য স্পেশাল আয়োজন :) ওয়াও

বিজন' দা দারুন আয়োজনে অভিবাদন :)

+++++++++++++

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

বিজন রয় বলেছেন: হেমন্তের মিষ্টি সোনালি রোদের মতো আপনাকেও স্বর্ণালী শুভেচ্ছা।

আমার এই কবিতা আয়োজনে আপনার উপস্থিতি অনেক বড় ছাপ রেখে যায়।
আপনি অনেক পুরানো ও নিয়মিত ব্লগার, এই কৃতিত্ব আপনার।

আপনার কবিতাও অনেক ভাল হয়।
ভাল থাকুন।

৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

জাহিদ হাসান বলেছেন: আমি মনে হয় চিরকালই Underdog Blogger থেকে যাবো !

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: কে বলল আপনি Underdog Blogger?? কার এত বড় সাহস!

আপনি তো গত দুসপ্তাহে কবিতা পোস্ট করেননি?
কেন?

আর দেরি না কারে আজই একটি কবিতা পোস্ট করুন!!

শুভকামনা রইল জাহিদ হাসান।

৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ঋতো আহমেদ বলেছেন: খুব আনন্দের কথা যে এবার অনেক কবিতা এসছে। প্রায় ২০৬টি কবিতার লিস্ট। ভালো কবিতার সংখ্যাও অনেক বাড়ছে। ২৫ টি সেরা কবিতা পেয়েছি। দারুণ কিছু ক্যাটাগরী-তে সুন্দরভাবে বিন্যাস্ত করেছেন। একে একে পড়ে যাচ্ছি দাদা।

বরাবরের মতোই জাহিদ অনিক, শিখা রহমান, সেজুতি শিপু, খয়রুল আহসান, জুনায়েদ বি রহমান, মিথি মারজান, ফকির ইলিয়াস, নুরুন নাহার লিলিয়ান প্রমূখের কবিতার পাশাপাশি নতুন অনেক নাম অনেক কবিতা পেয়েছি। অসাধারণ সব কবিতা! +++

তবে মিস করছি প্রিয় কবি খলিল ভাইকে। সোনাবীজ; অথবা, ধুলোবালিছাই। অনেক দিন হলো নতুন পোস্ট দিচ্ছেন না।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: আসলে এ সপ্তাহটি ১০ দিনে শেষ হয়েছে, কারণ মাস শেষ করার জন্য ২৯, ৩০, ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এজন্য কবিতা বেশি হয়েছে।

তবে নতুন অনেক কবির কবিতা এসেছে এবার যারা অনেক দিন এখানে পোস্ট করেননি।
আবার অনেক পুরানো ব্লগার আছেন যারা মাঝে মাঝে আসেন।

যাদের নাম বলেছেন তাদের পাশাপাশি শুভবাদী রোদ অবলাল রশ্মি এবার কবিতা পোস্ট করেননি। ওই দুজন ভাল লিখছেন।

প্রতিটি সংকলন পোস্টে আপনার মন্তব্য অনেক অনেক ভাল হচ্ছে।
সবদিক নিয়ে আপনার মন্তব্য পরিপূর্ণ হয়।

কথা হবে...............

১০| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

হাবিব বলেছেন: আমি আছি তবে অনেক অনেক নিচে। ভালো লেগেছে তবুও। আপনার প্রতি কৃতজ্ঞতা।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: স্যার, এখানে উপরে-নিচে বলে কিছু নেই। সবাই সমান । তবে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে হয়। মানে যেনি আগে পোস্ট করেন তার কবিতাটি উপরে থাকে। তবে এই ব্যক্তি যদি একাধিক পোস্ট করেন তো তার সব কবিতাগুলি এক জায়গায় রাখা হয়। শুধু ক্যাটাগরিতে আলাদা হয়।

আর সেরা ১০, বা ২০, বা ২৫, ওখানের সেরা বলে কিছু নেই, সবাই সেরা।

তাই সপ্তাহ শুরুর আগে আগে পোস্ট করুন, ভাল কবিতা পোস্ট করুন।

শুভেচ্ছা রইল স্যার।

১১| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আরোগ্য বলেছেন: কী আনন্দ ! বিজনদার সাপ্তাহিক সেরা পচিশে আমার কবিতা। জন্ম মাসের শুরুটা ভালোই হল। খুব ধন্যবাদ জানবেন।

প্রতি সপ্তাহের মতো আজও দাদাকে অভিনন্দন জানাই এমন কষ্টসাধ্য একটি কাজের জন্য।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: আপনার যে কবিতাটি সেরা ২৫এ এসেছে সেটি অনেক ভাল লিখেছেন। আপনার আগের কয়েকটি কবিতা পুরানো ধারায় লিখেছিলেন, কিন্তু এই কবিতাটি নতুন ধারায় লিখেছেন।

এই ধারাটিতে থাকুন।

অনেক ধন্যবাদ আন্তরিকতা নিয়ে আমার পাশে থাকার জন্য।

১২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

শিখা রহমান বলেছেন: বিজন ভাগ্যিস আজ ব্লগে এলাম। নাহলে আপনার এই কবিতা সংকলন মিস হয়ে যেতো। আপনি খুব আশ্চর্য সুন্দর একজন মানুষ!! কিভাবে যে এমন দারুণ একটা কাজ করে যাচ্ছেন।

আমার নাম দেখে ভালো লাগলো। সংকলনে এমন সব দুর্দান্ত কবিদের সাথে নিজের নাম দেখলেই অস্থির লাগে।

আমিতো মুলত গল্পই লিখি। আপনি বলেছিলেন বলে কখনো কখনো কবিতা দিয়ে ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করি। আমার কবিতা যে আপনার বা অন্য কবিদের ভালো লেগেছে, সেটাই খুব বড় পাওয়া।

সময় করে সঙ্কলনের না পড়া কবিতা গুলো পড়ে নেবো। শুভকামনা।

আর শুনু্ন!! আপনার কবিতা অনেকদিন পাচ্ছি না। নিজে কবিতা লিখতে ভুলে যাবেন না যেন।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: আপনার এভাবে স্বতস্ফূর্ত উপস্থিতি আমার ব্লগবাড়িটা প্রাণময় করে তোলে!

আপনি খুব আশ্চর্য সুন্দর একজন মানুষ!!.............. একজন মানুষের নিকট থেকে এমন কথা পেলে আর কি লাগে জীবনে!! কোটি টাকা, বাড়ি, গাড়ি এসব তো অমন কিছু দিতে পারেনা, আমার ওসবের কিছুই দরকার নেই। আমি শুধু মানুষের ভালবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই।

আমি কৃতজ্ঞ, আমি অবনত।

হ্যাঁ, অনেক আগে আপনাকে বলেছিলাম কবিতা লিখতে, আপনি লিখছেনও এবং অনেক ভাল লিখছেন তার স্বাক্ষর পাচ্ছি প্রতি আপনার প্রতিটি কবিতায়।

তাই যতটুকু সময় পান তা যেন লেখালেখির পিছনে ব্যয় করেন এই অনুরোধ রাখছি সে হোক গল্প কিংবা কবিতা বা অন্য কিছু।


আমার কবিতা আপনাদের মতো ভাল হয় না তাই পোস্ট দিতে লজ্জা লাগে।

অনেক ভাল থাকুন এই শুভকামনা।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

রাকু হাসান বলেছেন:

খুব পরিশ্রমের কাজটা কি অনায়েসেই যেন করে যাচ্ছেন । শ্রেণি বিভাগ দেওয়ায় খুব ভালো হয়েছে । কিংবদন্তি আইয়ুব বাচ্চু কে উৎসর্গ করার অনেক শুভকামনা । আপনি সুস্থ থাকুন ।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

বিজন রয় বলেছেন: অনায়াসকে যেন আরো সহজ করতে পারি। সহজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি।

শ্রেণী বিভাগ করার সময় আমাকে সমস্যায় পড়ি অনেক সময়, মাঝে মাঝে মনে হয় এটা কোন বিভাগে দিব, ঠিক হবে তো!
আপনারা এই ব্যাপারে আমাকে পরামর্শ দিলে আমার কাজ অনেক সহজ হবে।

আপনি কি কবিতা লেখেন না???

১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! প্রিয় প্রিয় কবিদের প্রিয় কবিতার সম্ভার !!

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: মনিরা আপা আপনিও কিন্তু আমার, আমাদের অনেক প্রিয় একজন কবি। যার কবিতা সরলতায় ভরা, যার কবিতা মন ভাল করে দেয়।

কিন্তু আজকাল আপনি খুব কম কবিতা পোস্ট করছেন!
এ এ এ এটা কিন্তু ঠিক নয়!

আপনি কি খুব ব্যস্ত থাকেন আজকাল?

১৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: খুবই কঠিন একটা কাজ করেছেন।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: এবার একটি কবিতা লিখে আপনিও একটি কঠিন কাজ করুন।
বুঝলেন?

আপনাকে একটি কবিতা লিখতেই হবে।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি ছয় নম্বরে দেখে একই সাথে অবাক এবং খুশি হলাম। আপনার এই বৃহৎ প্রচেষ্টাটি অসাধারণ হয়েছে। আমি কৃতজ্ঞ। আপনার অনুপ্রেরণায় সামনে আরো কবিতা সামুতে শেয়ার করার পরিকল্পনা করলাম। ভালো থাকবেন, আপনাকেও হেমন্তের শেষ বিকেলের শুভেচ্ছা...

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: তাই করুন আরো কবিতা পোস্ট করুন। আমরা তাহলে আপনার কবিতা অনেকেই পড়ার সুযোগ পাবো।

আর আপনার এবারের বসন্তে প্রেম কবিতাটি তো ভাল হয়েছে।

আর একটু চিন্তা করে লিখলে আপনার ভিতর থেকে আরো দামী কবিতা বের হবে বলে আমার বিশ্বাস।

অনেক শুভকামনা রইল।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

মিথী_মারজান বলেছেন: বাহ্!
এবারের সংকলনের শিরোনামটা যে কি সুন্দর হয়েছে বিজন দা!
হেমন্তে এরচেয়ে সুন্দর আর কি উপহার হতে পারে! :)
দিন দিন নিঃস্বার্থ নিষ্ঠায় নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।
ধন্যবাদ, অভিনন্দন বা কোন প্রশংসা বাক্য দিয়েই এর সঠিক মূল্যায়ন সম্ভব না।:)

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: আপনাদের এক একজনের মন্তব্য শুনলে মনটা ভরে ওঠে সুখে আর ভাললাগায়! এরকম কিছু পেলে আসলেই বেঁচে থাকতে ইচ্ছে করে, ভাল থাকতে ইচ্ছে করে।

হেমন্তের মিষ্টি বিকেলগুলো যেভাবে আমাদের মনটাকে ভাল করে দেয় আপনার কথাগুলোও আমাকে সেইভাবে মিষ্টি পরশ বুলিয়ে দিল।

সত্যিই!

১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জাহিদ অনিক বলেছেন: একটা অপ্রিয় সত্য কথা বলতেই হচ্ছে-
ব্লগে আজকাল খুব একটা থাকা হচ্ছে না আমার। তাই যখন আসি প্রথম পাতা থেকে চোখ বুলাতে বুলাতে কয়েকপাতা আসা গেলে কবিতার সংখ্যাই বেশি পড়ে চোখে। সব কবিতায় ক্লিক করা হয় না। সবার কবিতা ভালোও লাগে না।
কারও কারও কবিতা পড়ে যেমন সিক্ত হই আবার কারওটা পড়ে বিরক্তও হই।

হুমায়ন আহমেদ একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এক জীবনে দশ হাজারের বেশী বই পড়া সম্ভব না। সেভাবে ব্লগের সব পোষ্ট পড়াও হয়ত সম্ভব না। তাই ভালো কবিতাগুলো যেন মিস হয়ে না যায় সেজন্য আপনার এই কাজটির মূল্যায়ন আমার কাছে অনেক বেশি জরুরী বলেই মনে হয়। বাছাই করা কবিতাগুলো আমাদের পড়া যেমন জরুরী তেমনি- যাদের কবিতা এই লিস্ট থেকে বাদ পড়ে গেল, তারাও যেন বুঝতে পারেন কোথায় কার ঘাটতি।

আমি জানি না আপনি কিসের ভিত্তিতে এই সেরা কবিতার মূল্যায়ন করে থাকনে, যে ভিত্তিতেই করে থাকনে না কেন, আপনি একজন কবি। আপনি কবিতার মূল্যায়ন করলে আমার তাতে আস্থা আছে। কবি অবশ্যই তার নিজের মত করে কবিতা যাচাই করবেন। তাই আপনার এই কবিতা সংকলন নিঃসন্দেহে একটি চমৎকার কাজ।
অবশ্য একদম শুরুতেই নিজের নাম দেখতে পেয়ে একটু লজ্জা লজ্জাই লাগছে।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: দুঃখিত, দেরি করে উত্তর করছি, সময় করে উঠতে পারছি না।

ব্লগে অনেক কবিতা আসে প্রতিদিন, প্রতিসপ্তাহে।
আমার কথা হলো আসুক তা যে মানেররই হোক না কেন। আমার মনে হয় ভাল আর মন্দ পাশাপাশি থাকলে পার্থক্যটা তাড়াতাড়ি বোঝা যায়। আশাকরি এখানে কবিরা সেটা খেয়াল করবেন।

হুমায়ন আহমেদ একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এক জীবনে দশ হাজারের বেশী বই পড়া সম্ভব না।............. না, হুমায়ুন আহমেদ সঠিক বলেননি। রবীন্দ্রনাথ দশ হাজারের চেয়ে অনেক বেশি বউ পড়েছিলেন, যে যাক. আমরা পড়ি না এটাই সঠিক। আমাদের একটি পড়ুয়া জাতি তৈরী বরা দরকার।

আপাতত আমি শুধুমাত্র আমার বোধ আর মননের উপর নির্ভর করে সেরাগুলো নির্বাচন করছি, কতটুকু করতে পারছি আমি জানিন, আমি টেনশানে থাকি কারণ আমি জানি আমার পছন্দ অন্যের ভাল নাও লাগতে পারে। তবুও করতে হয় তাই করছি।

তবে সামনের দিনগুলোতে আপনাদেরকেও সেরা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আমার উপর আস্থা রেখেছেন জেনে ভাল লাগল, তবে আমি যে কবিতাগুলো সেরা নির্বাচন করি সেগুলো গড়ে সঠিক না বেঠিক তা বললে আমার উপকার হবে।

আমি সরাসরি বলছি.... আপনি ভাল লিখছেন, আপনার ভিতরে কবিতার মাদকতা অনেক বেশি কাজ করে, এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই।

শুভকামনা জাহিদ।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নজসু বলেছেন: আমার মনে হয় বুঝতে ভুল হয়েছে।
ওই পোষ্টটাকে তো পুরোপুরি ছড়া পোষ্ট বলা যাবেনা।
আমি বুঝতে না পেরে ভুলেই বলে ফেলেছি ভাই।
আপনাকে কষ্ট দিয়ে ফেললাম মনে হয়।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: না, আপনি আমাকে কোন কষ্ট দেন নি। আপনি আপনার পোস্ট ভিতরে ঢুকে দেখিনি সেদিন।

আপনার বিনয়ের জন্য আপনাকে অনেক শুভকামনা।

২০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

সাহিনুর বলেছেন: সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ বললে আপনাকে অনেক অনেক কম অভিনন্দ করা হবে । তাই আমার শুভ কামনা রইলো আপনার সাথে ।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি ধন্য।

আপনি নিয়মিত কবিতা পোস্ট দিবেন বলে আশা রাখি।

শুভকামনা রইল।

২১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন: বিদ্রোহী কবিতা গুলোই পড়ব ।

ভাল লাগল এই পোস্টটা । আবার অনেক দিন পর নিয়মিত হতে পেরে নিজের কাছেও ভাল লাগছে । তার উপর আপনার পোস্টে কমেন্ট করতে পারছি । এও বা কম কিসে । হাহাহা

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: আপনি নিয়মিত হবেন জেনে ভাল লাগছে। আর আপনার কবিতা পড়ার আগ্রহটাও ভাল লাগলল।

ব্লগে নিয়মিত থাকবেন বলে আশারাখি।

অনেক অনেক ভাল থাকুন।

২২| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৩

অন্তরন্তর বলেছেন: বাহ। চলুক এই পরিশ্রমী প্রচেষ্টা। আমার অনেক কবিতা বা গল্প পড়া হয় কিন্তু কমেন্ট করা হয় না। এই বাজে অভ্যাস পরিবর্তন করা দরকার। লগ ইন করা বা অলসতা একটি বড় কারন। শুভ কামনা।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: আপনার পড়ার অভ্যাসটি কিংবা বই নিয়ে আপনার চিন্তা ভাবনা আমাকে দারুন পুলকিত করে। আপনি আমার কাছে একজন বড় উদাহরণ।

সবসমসয় যে আমার সাথে থাকেন এটা আামর জন্য অনেক বড় ব্যাপার।

শুভকামনা সুহৃদ।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার, আপনি আধুনিক মহাকাব্য মহাভারত রচনা করতে চলেছেন অগ্রিম স্যালুট আপনাকে। অত্যন্ত পরিশ্রমী এবং সময়সাপেক্ষ একটি পদক্ষেপ । আপনি সাফল্যের সঙ্গে এগিয়ে যান কামনা করি ।

শুভ কামনা প্রিয় দাদা কে।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: আমাকে স্যার বলে লজ্জা দেওয়া আর কি!
মহাভারত না হোক মহাপথচলা হোক।

আপনার শুভকামনা যেন কষ্টের মাঝে আমাকে পথ দেখায়।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:





ব্লগে বেশ ভাল ভাল কবি রয়েছেন। বিষয়ভিত্তিক ব্যাপারটা ভাল। পাঠক জানরা অনুযায়ী পড়তে পারে।

অসংখ্য ধন্যবাদ কবিতার মেলা বসানোর জন্য।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: আমাদের কবিতা মেলায় আপনি বড় কবি হে!
আপনার কবিতা আমাদের কবিতা মেলার অনেক বড় সম্পদ যে!!

ভাল থাকুন কথা।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

রাকু হাসান বলেছেন:


লেখক বলেছেন: অনায়াসকে যেন আরো সহজ করতে পারি। সহজকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি।
শ্রেণী বিভাগ করার সময় আমাকে সমস্যায় পড়ি অনেক সময়, মাঝে মাঝে মনে হয় এটা কোন বিভাগে দিব, ঠিক হবে তো!
আপনারা এই ব্যাপারে আমাকে পরামর্শ দিলে আমার কাজ অনেক সহজ হবে।
আপনি কি কবিতা লেখেন না???
----বিজয় ভাইয়া আমার মনে হয় ,এই কাজটি করার জন্য আপনি অন্যতম সেরা একজন ।যারা আ্যাক্টিভ আছে । আমার মতামত হলো যা করছেন সব অত্যন্ত ভালো হচ্ছে । এত এত কবিতা শ্রেণি বিভাগ করলে একটু ঝামেলা হওয়াটা স্বাভাবিক । যেহেতু সংলকলন সেখানে একটি তালিকা যোগ হতে পারে । অল্প কয়েকদিন আগর কথাই বলি,যা মনে আসছে ,করুণাধারা আপু,নাইমুল ইসলাম ভাইয়ার পোস্টের মত ভালো কিছু পোস্ট যোগ হতেই পারে । ব্যক্তিগত ভাবে মনে করি সামুতে কিছু পোস্ট আসে খুব মান সম্মত এবং পাঠকদের আগ্রহ থাকবে । আমি গল্প,কবিতা,ছড়া অন্য কিছুর কথা বলছি । এসব তো আছেই । তাতে পাঠক পরিপূর্ণ একটা সংকলন পাবে ,স্বাদেও ভিন্নতা পাবে । সেই সাথে সংশ্লিষ্ট লেখক উৎসাহ পাবে । মৌলিক লেখাগুলো অনন্ত যোগ হতে পারে এখানে । এই হলো একটি মতামত ।

কবিতার কথা এর আগেও বলেছেন ,আজও বললেন । এভাবেই বলায় সত্যি লিখতে ইচ্ছা করছে ভাইয়া । আমি নিয়মিত লিখি না এখন । চাপে না পড়লে লেখা হয় না । লেখার চেষ্টা করতে হবে :)

অনেক শুভকামনা ভাইয়া । ভালোবাসা রইলো আমার । :-B

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: উত্তর করতে দেরি হয়ে গেল।
কবিতা ছাড়াও অন্য বিষয়ের পোস্টগুলোসহকারে সংকলন করার কথা ভেবেছি, ভাবছি, কিন্তু পেরে উঠছি না, সময় খুব অল্প পাই।
তবে আপনার কথা মাথায় থাকল, যদি কোন দিন সময় বের করতে পারি তখন চেষ্টা করবো, আপাতত কবিতা নিয়ে চরতে থাকি।

অনেক ধন্যবাদ সুন্দর করে মতামত দিয়ে মন্তব্য করার জন্য।
ভাল থাকুন।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন: আজকে খুব ইচ্ছে ছিল ছড়ার পোস্ট দেই।
কিন্তু একটা ছড়া দিতে ইচ্ছে করেনি। আর কয়েকটা মিলিয়ে যে দিবো একসাথে খুঁজেও পেলাম না :(
আপনার এই পরিশ্রমের কারণে যাদের কবিতা পাঠকের সামনে উঠে আসে না তারাও আশাকরি পরিচিতি পাচ্ছেন।
ব্যাপারটা দারুণ আশা জাগানিয়া।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: আপনার ছড়া বা কবিতার অপেক্ষায়।

যাদের জন্য সংকলন পোস্ট দিতে উৎসাহিত হয়েছি সেই অল্প কয়েকজনের মধ্যে আপনিও অন্যতম একজন।
তাই আপনার যে কোন কথা আমাকে অনেক উদ্দীপ্ত করে।

আপনাকে ব্লগে চাই।
শুভকামনা রইল।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অনেক অনেক শুভ কামনা ।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: কবিতা লিখুন, পোস্ট করুন।

অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি সবশেষে দেখে গেলাম।

অনেক পরিশ্রম ও মেধা খাটানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: হা হা হা ,..... না, আপনিই সবশেষ নন।

আপনাকে নিয়মিত পেয়ে ভাল লাগছে।
আপনি অনেক বড় কবি এই ব্লগের।

শুভকামনা রইল।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই বলে রাখি, আপনার এই সংকলন পোস্টগুলোতে ক্লিক করার আগে কিছুটা ভয়, কিছুটা লজ্জা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। ভয় ও লজ্জার কারণ, আপনি যতটা নিষ্ঠা, আন্তরিকতা, শ্রম আর "মন" দিয়ে আমাদের এ লেখাগুলোকে নিয়ে আপনার সংকলনের ডালি সাজান, আমার কোন প্রশংসাই বুঝি তার প্রতি সুবিচার করতে পারবে না। তবুও, আপনার মত বিজ্ঞ জনের কাছে নিজের লেখার মূল্যায়ন কেমন হলো, তা জানতেও মনটা উৎসুক থাকে। তাছাড়া, এক পাতায় কিছু নির্বাচিত, মানসম্পন্ন লেখার রেফারেন্সও পাওয়া যায়। এসব কারণেই আপনার এসব সংকলন পোস্ট ব্লগের অমূল্য সম্পদ হয়ে চিরদিন রয়ে যাবে।
সেরা-২৫ এ নিজের নামটা দেখতে পেয়ে যুগপৎ আনন্দিত এবং অনুপ্রাণিত হ'লাম। অদূর ভবিষ্যতে অন্যান্য লেখকদের অপঠিত লেখাগুলোও পড়ার জন্য আপনার এ পোস্টটিকে "প্রিয়" তে তুলে রাখলাম। আর প্লাস তো অবশ্যই + + !

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: আপনি যে অর্থপূর্ণ ও গুরুত্বসহকারে কথা বলেন তার সঠিক উত্তর কোনদিনই আমি ঠিক মতো দিতে পারিনি!
আপনার মন্তব্য মানে আমার নিজেকে পরিস্কার করে দেখতে পাওয়া, আপনার মন্তব্য মানে আমি কি সেটা কিছুটা টের পাওয়া।

যেভাবে আমাকে সন্মানিত করে গেলেন তার ঋণ শোধ করতে পারলে আমি অনেক সুখী হতাম।
অনেক অনেক শ্রদ্ধা আর ভক্তি আপনার জন্য।
ভাল থাকুন সবসময়।

৩০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

নীলপরি বলেছেন: খয়রুল স্যরের মতো সেরা ২৫শে আমার কবিতা দেখে আমারও খুব ভালো লাগলো ।
আর কবিতার প্রতি আপনার অনুরাগ সবসময়ের মতোই বিমুগ্ধ করলো ।
পোষ্টে ++++++
শুভকামনা

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: সময়ের অভাবে উত্তর করতে পারিনি।

আপনার কবিতা অনেক ভাল হয়।
আপনি লেখেনও প্রচুর।

আশাকরি এখন থেকে কবিতার মানের প্রতি আরো দৃষ্টি দিবেন।

৩১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

নীলপরি বলেছেন: কবি নাঈম জাহাঙ্গীর নয়ন আপনাকে বলেইছেন সামু ব্লগারদের কবিতা আসরে নিমন্ত্রণ, আপনার অংশগ্রহণ একান্ত কাম্য এডিটিংএ সাহায্য করতে । আমিও একই অনুরোধ রেখে গেলাম । আপনার সুবিধা মতো প্লিজ যদি একটু সময় দেন তবে খুবই ভালো লাগবে ।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: কবি নাঈম জাহাঙ্গীর নয়ন কোথায়? অনেক দিন ব্লগে দেখছি না।

বিষয়টি আমার মনে আছে।
আমি দেখবো অবশ্যই।

একটু অপেক্ষা করুন।

শুভকামনা রইল।

৩২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: ওনাকে বলেছি ব্লগে আসার জন্য ।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: ভাল করেছেন। তার ভিতরে অনেক কবিতা বাস করে।
কিন্তু একটু খেয়ালি মনে হয়।

সে আসলে আমি একথা বলবো তাকে।

ধন্যবাদ নীলপরি।

৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: উনি একটু ব্যস্তও আছেন মনে হয় ।সব জায়গাতেই কম যাচ্ছেন । সেদিন অল্প সময়ের জন্য ইনস্টাতে এসেছিলেন । তখন বলেছি ।

শুভকামনা রইলো

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: যাক, ওনার খবরটা জানা গেল!

আমার আসলে ব্যক্তিগতভাবে কারো সাথে যোগাযোগ নেই। বা অন্য কোন মাধ্যমেও তেমন কারো সাথে কথা হয় না।
এটা মনে হয় শুরু করতে হবে।

সকাল থেকে আপনার এই তৎপরতা ভাল লাগছে নীলপরি।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.