নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা আর পেঁয়াজ!! কার প্রভাব বেশি মানুষের জীবনে!! মানুষের জীবনে পেঁয়াজের প্রভাব বেশি না কবিতার?
গত কয়েকদিন আমাদের দেশের হাল-হকিকত আর মানুষের জীবনের চালচিত্র অবলোকন করলে এই প্রশ্নের উত্তর অনেকটা পাওয়া যাবে। যে উত্তরটা আমরা পাবো সেটাতে কি আমরা খুশি হতে পারবো? তবে হ্যাঁ পেঁয়াজ কিন্তু কবিতায়ও প্রভাব বিস্তার করেছে, অনেকেই পেঁয়াজ নিয়ে কবিতা লিখেছেন, নিচে চোখ বুলালেই দেখা যাবে। ১৭ কোটি মানুষ পেঁয়াজের প্রভাবে উত্তাল আর উদ্বেগায়িত হলো বটে, কবিতা সেখানে কতটুকু?
তবে একটা কথা বলতে পারি, মানুষ পেঁয়াজ নিয়ে মন্দ ব্যবসা করে মন্দ হকে পারে, কিন্ত কবিতায় মন্দ হওয়ার কোন সুযোগ নেই।
আসুন সেরা-২০ দেখিঃ
অনন্ত আরফাত, জুনায়েদ বি রাহমান, জিএম হারুন -অর -রশিদ, সোনালী ডানার চিল, আরো অনেকে একের অধিক অসাধারণসব কবিতা পোস্ট করেছেন, তাদের কবিতার কোনটা রেখে কোনটাকে সেরা বলবো! নিতে হয় তাই নিলাম। সাথে আছেন স্বর্ণবন্ধন, সাইনবোর্ড, সেলিম আনোয়ার, কিরমানী লিটন, শ্রাবণ আহমেদ, স্বপ্নবাজ সৌরভ যারা কবিতার স্রোত বইয়ে দিচ্ছেন ব্লগে, সবাইকে স্যালুট!!
০১.স্বপ্নবাজ সৌরভ - ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
০২. ফয়াদ খান - অবিচল
০৩. অনন্ত আরফাত - কবিদের ভালোবাসাবাসি
০৪. সোনালী ডানার চিল - মায়েস্ত্রোর কলম
০৫. সেলিম আনোয়ার - অভিনন্দন তোমাদের বাংলার টাইগার ও নর কঙ্কাল
০৬. শিখা রহমান - অহল্যা
০৭. ৪৫ - জ্যামিতিক
০৮. স্বর্ণবন্ধন - আকাশগংগা
০৯. ল - অহর-প্রহর
১০. কসমিক রোহান - আত্মঘাতী কাব্য
১১. জুনায়েদ বি রাহমান - ফিরে এসো, হে নক্ষত্র!
১২. মিটন আলম - অস্তিত্ব
১৩. জিএম হারুন -অর -রশিদ - সংবিধান সংশোধন
১৪. হিমুরাজ রিয়াজ - জীবনপ্রলাপ
১৫. শাহিদা খানম তানিয়া - একটি সশস্ত্র আন্দোলনের ডাক
১৬. সাইন বোর্ড - সোজা চোখ বাঁকা চোখ
১৭. সানাউল্লাহ সাগর - দীর্ঘ কবিতা।। পথরেখা ।।
১৮. সম্রাট ইজ বেস্ট - শৃঙ্খলিত সময়
১৯. ফারিয়া রিসতা - তরুলোকের গল্প!
২০. সুলতানা শিরীন সাজি - বায়োস্কোপ জীবন
আরো অনেক ভাল কবিতা আছে যেগুলো এই তালিকায় দেওয়া যায়, আপনার কেউ সাজেস্ট করলে আমার উপকার হবে।
আগেই বলেছি ব্লগে অনেকেই কবিতার স্রোত বইয়ে দিচ্ছেন, কষ্টকরে যারা ০৫টির বেশি কবিতা পোস্ট করেছেন তাদের কবিতাগুলো আগে পড়ি আসুনঃ
সাইন বোর্ড - ১৪টিঃ
সাইন বোর্ড - লাল-নীল
সাইন বোর্ড - দাম
সাইন বোর্ড - ভাইরাল
সাইন বোর্ড - এখনো
সাইন বোর্ড - মন খারাপের দিনে
সাইন বোর্ড - তবু মোরা বোকা'ই রবো...
সাইন বোর্ড - হজম
সাইন বোর্ড - আমার ইয়ে সব পারে
সাইন বোর্ড - প্রবাদ-প্রতীম
সাইন বোর্ড - আজ
সাইন বোর্ড - আমিও একদিন হিমু হতে চেয়েছিলাম
সাইন বোর্ড - মুক্তিযোদ্ধা
সাইন বোর্ড - ঝরা-পাতার আগে
সাইন বোর্ড - সোজা চোখ বাঁকা চোখ
ইসিয়াক-১৪টিঃ
ইসিয়াক - ভুল ঠিকানা
ইসিয়াক - তৃষ্ণা
ইসিয়াক - এক স্লাইস ভালোবাসা
ইসিয়াক - টুকটাক কাব্য
ইসিয়াক - প্রেমের অকবিতা
ইসিয়াক - তুমি মনে রাখোনি
ইসিয়াক - প্রিয়তমা ও ভালোবাসায় অন্যরকম সম্ভাষণ
ইসিয়াক - মিথ্যা ও সত্য
ইসিয়াক - মানুষ
ইসিয়াক - ভাবুক
ইসিয়াক - প্রভু তোমার দরবারে
ইসিয়াক - ঝরা শিউলি
ইসিয়াক - খুকু
ইসিয়াক - The color of life
সেলিম আনোয়ার-১১টিঃ
সেলিম আনোয়ার - প্রিয়তমা, মনে চিরন্তন প্রেম আনো
সেলিম আনোয়ার - পদ্মরাগ
সেলিম আনোয়ার - তাইতো কবিতা হয়
সেলিম আনোয়ার - দূর্ঘটনা
সেলিম আনোয়ার - সুপ্রিয় নদী
সেলিম আনোয়ার - অভিনন্দন তোমাদের বাংলার টাইগার ও নর কঙ্কাল
সেলিম আনোয়ার - এইদিন আনন্দময় হোক
সেলিম আনোয়ার - দূর্ঘটনা নয় ও পেঁয়াজের কাসুন্দি
সেলিম আনোয়ার - শুভ অপরাহ্ন!
সেলিম আনোয়ার - পূর্ণিমার ঐ চাঁদ
সেলিম আনোয়ার - সুন্দরবন —বুলবুল আর তুমি— আমি
কিরমানী লিটন-১২টিঃ
কিরমানী লিটন - এই সাকিন- এই নিবাস.....
কিরমানী লিটন - আমাদের গ্রাম.....
কিরমানী লিটন - গরীব বাদশা....
কিরমানী লিটন - লাশ এসেছে- খোকার.....
কিরমানী লিটন - স্বপ্নের সতীদাহ ....
কিরমানী লিটন - একক দাবী ছাড়ো....
কিরমানী লিটন - রেল আর তেলের গল্প.....
কিরমানী লিটন - ছাত্রলীগের ভিসি....
কিরমানী লিটন - খাদক.....
কিরমানী লিটন - ভোগ আর উপভোগের গল্প .....
কিরমানী লিটন - কাপড় দেবো- খুলে.....
কিরমানী লিটন - নয়- ছয়....
অনন্ত আরফাত-০৮টিঃ
অনন্ত আরফাত - অনুসূচনা
অনন্ত আরফাত - নীরু এবং আমার গল্প
অনন্ত আরফাত - মায়া
অনন্ত আরফাত - কবিদের ভালোবাসাবাসি করতে নেই
অনন্ত আরফাত - রেড লেভেল
অনন্ত আরফাত - বেদনাময় বৃহস্পতিবার
অনন্ত আরফাত - হলুদ হলুদ কার্তিকের সকাল
অনন্ত আরফাত - বিকেলের মতো
জিএম হারুন -অর -রশিদ-০৬টিঃ
জিএম হারুন -অর -রশিদ - একটি পুরোনো ভালোবাসার গল্প
জিএম হারুন -অর -রশিদ - উনিশের দু’টি বিষন্ন বুক
জিএম হারুন -অর -রশিদ - ‘অন্ধ সূর্য’ নিয়ে মনেলীনেকে চিঠি
জিএম হারুন -অর -রশিদ - সংবিধান সংশোধন
জিএম হারুন -অর -রশিদ - আমাকেই ফেলে এসেছি
জিএম হারুন -অর -রশিদ - এই শহরে আমার আকাশ
সাইয়িদ রফিকুল হক-০৬টিঃ
সাইয়িদ রফিকুল হক - সুখপাখিটা
সাইয়িদ রফিকুল হক - তবুও বসে আছি
সাইয়িদ রফিকুল হক - গুলবাগিচার সেরা ফুল
সাইয়িদ রফিকুল হক - একটুকরো সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক - আজবদেশের আজবখেলা
সাইয়িদ রফিকুল হক - পেঁয়াজ-সমাচার
স্বর্ণবন্ধন-০৫টিঃ
স্বর্ণবন্ধন - জন্মান্তরের লিপিকা
স্বর্ণবন্ধন - আকাশগংগা
স্বর্ণবন্ধন - বোধিবৃক্ষ
স্বর্ণবন্ধন - ধোঁয়াশার শহরে
স্বর্ণবন্ধন - স্বপ্ন রেখেছি বুকপকেটে
ডুবে যাই শত কবিতার সমারোহে!!
প্রেমাংসিতঃ
মেরুদণ্ড হীন - তুমি ময়
অংকুর জেসফি - চুল
প্রিন্স ঠাকুর - কখন বলবে কেমন আছ
প্রিন্স ঠাকুর - কে তুমি? অপরূপা!!!
স্বপ্নবাজ সৌরভ - ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
জাহিদ হাসান - কবিতা: অসমাপ্ত ভালোবাসা
অজানা তীর্থ - অঞ্জলি
নুরুল মিলন - ভিন সময়
শখের চাওয়ালা - শেষ কবে
জায়েদ হোসাইন লাকী - খুব কাছে থেকেও, তুমি দীর্ঘশ্বাস
Nahid2019 - ঝড়
মিটন আলম - প্রতিবেশিনীর প্রতি
মিটন আলম - স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত
শিখা রহমান - অহল্যা
শিখা রহমান - আয় ঝগড়া করি!!
৪৫ - জ্যামিতিক
ল - অহর-প্রহর
শরতের ছবি - তুমি জানতেও পারবে না
মেঘলামানুষ - ভাল্লাগেনা
কথাকথিকেথিকথন - নিস্তব্ধ হাতে স্পর্শ খুঁজো কার?
Subdeb ghosh - কোন এক অচেনা মেয়ে
না মানুষী জমিন - তোমার পদরেখা
আ. শিপন - অসাধারণ একটি গান
আরমান আরজু - অজেয়
সানাউল্লাহ সাগর - দীর্ঘ কবিতা।। পথরেখা ।।
Nahid2019 - ঝড়
সম্রাট ইজ বেস্ট - শৃঙ্খলিত সময়
এফ.কে আশিক - যে নামে হৃদয় পুড়ে
সুলতানা শিরীন সাজি - বায়োস্কোপ জীবন
শ্রাবণ আহমেদ - অণুকবিতা
সোনালী ডানার চিল - প্রগলভ (ড্রাফট কবিতা-২)
জীবন ও জগৎঃ
সুমাইয়া মুনিরা - বিধাতার বিধান
মি. বিকেল - না বলতে শেখো
অসংজ্ঞায়িত নিঝুম - অামাদের ছোট জীবন (প্যারোডি)
আবুল হাসনাত বাঁধন - উইপোকা কথন
সিদ্ধার্থ ভট্টাচার্য্য - অভিলাষ
খায়রুল আহসান - বিবেকের ধ্বনি
অব্যক্ত কাব্য - দেবী ও অনুভূতি
ফয়াদ খান - অবিচল
শ্রাবণ আহমেদ - পুঁথি-আষাঢ়ে গল্প
শ্রাবণ আহমেদ - আমি সর্বজ্ঞানী নই
অজানা তীর্থ - তাঁহারে
সেলিনা জাহান প্রিয়া - ।। আমার কবিতা ।।
সোনালী ডানার চিল - মায়েস্ত্রোর কলম
সোনালী ডানার চিল - ড্রাফট কবিতা-১
মিটন আলম - পরম্পরা
মিটন আলম - অস্তিত্ব
ডাঃ আকন্দ - উগ্রবাদীরা মুনাফিক
নয়ন বিন বাহার - পৃথিবী এবং মানুষ
পাজী-পোলা - তোমদের ঐসব গালগপ্পে আমার খুব হাসি পায়
কসমিক রোহান - আত্মঘাতী কাব্য
Subdeb ghosh - ভবঘুরে জীবন
জুনায়েদ বি রাহমান - 'এইঘুম যদি আর না ভাঙ্গে!' এবং.....
জুনায়েদ বি রাহমান - 'ইলশেগুঁড়ি সুর' এবং 'সাধু'
জুনায়েদ বি রাহমান - ফিরে এসো, হে নক্ষত্র!
জুনায়েদ বি রাহমান - দর্শন
ম.মাসুম - আয়েশা মা- আমাদের ক্ষমা করো না ।
সানাউল্লাহ সাগর - চোখের ডিগবাজি
ধোঁয়াশা - অহেতুকডায়েরি ০২
হিমুরাজ রিয়াজ - জীবনপ্রলাপ
রেদোয়ান মাসুদ - সত্য বলে কাঁদাও
অজানা তীর্থ - খুঁজে পাবেনা
ব্লগ মাস্টার - অবসর কবি
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড - ...... বন্ধু এখনো যেমন......
রহীম সর্ওয়ার - টাকা’র নাম অর্থ বলে
সায়েমার ব্লগ - মনোলগ : জাহাঙ্গীরনগরে প্রথম রাত
শিখা রহমান - সেই ব্যাপারটা!!
আফরিন নাজিয়া - জীবনটা সুন্দর,সত্যিই সুন্দর...
মুবিন খান - অভিমান
হোসেন মৌলুদ তেজো - অকুন্ঠের অজেয় পুরুষ অথবা বাঁশরীয়া রাখাল
হোসেন মৌলুদ তেজো - অসমাপ্ত শেষ কথা
কালো যাদুকর - একজন ডাগড় চোখের তরুনী
অয়ন আহমেদ - তুমি নাকি সে
এম এ কাশেম - রহস্যময়ী
প্রফেসর সাহেব - কবিতাঃ আমি হয়তো মানুষ নই
কথাকথিকেথিকথন - পরাণের পুনঃউপাখ্যান।
যাযাবর জোনাকি - দৈব অবিচার, ঠকালি দাস কোহেন।
স্বপ্নবাজ সৌরভ - বাক্যে আবদ্ধ একটা স্বপ্ন....
ডঃ এম এ আলী -চোখ বুঁজে সুখ দু:খ চিন্তা
ফারিয়া রিসতা - তরুলোকের গল্প!
আলোকিত অন্ধকার - দোকান
তন্দ্রাকুমারী - দাম্ভিক অস্বীকৃতি
প্রকৃতিঃ
নুরুল মিলন - আমার ছোট্ট গাঁয়ে
নাসিম আহমদ লস্কর - হারিয়ে যাবো
না মানুষী জমিন - নামটি তাহার নদী
না মানুষী জমিন - ইচ্ছে ডানার পাখি
এফ.কে আশিক - মনোহর গ্রাম
তানভীর আহমেদ শৈশব - হাওয়া বদল ?
স্বপ্নবাজ সৌরভ - আজ আমি কোথাও যাবো না
শ্রাবণ আহমেদ - শীত এসেছে
নীল নীর্জন - শীতের চাঁদর
আমার আমিঃ
নুরুল মিলন - অপপদ্য-৩
ইমরান আল হাদী - হারিকিরি
মাহমুদুর রহমান - আমি একজন ব্লগার
স্বপ্নবাজ সৌরভ - শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান
রাজিব হোসেন পানি - জোনাকি
কৃষ্ণ কমল দাস - আমি- ১
কাজী ফাতেমা ছবি - এমন যদি হতো আহা!
স্বদেশ ও রাজনীতিঃ
অনুভব সাহা - মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নীল আকাশ - কবিতাঃ তোমার দাম কত হে বাহে?
হাবিব স্যার - কোল্ড ওয়ার
হাবিব স্যার - তোমাকে ছুঁবার আশায়
শাহিদা খানম তানিয়া - একটি সশস্ত্র আন্দোলনের ডাক
হিমুরাজ রিয়াজ - খন্ডকালীন চিত্র!!
মেরুদণ্ড হীন - শহর নামা ০১
আব্দুল হালিম মিয়া - স্বৈরাচার
গেছো দাদা - একটি মিঞা কবিতা ।। (আসামের এনআরসি বিরোধী কবিতা)
এ আর হৃদয় - কবিতা শ্রদ্ধাভাজনাসু
রাজজাকুর - মসজিদ ভেঙ্গে মন্দির!
ময়না বঙ্গাল - বিবেকইজম: একুশ শতকের রাষ্ট্রদর্শন
HannanMag - আমাদের নেতা
আধ্যাতিকতাঃ
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ - রহমাতুল্লিল আলামীন (II) (কবিতা)।
ফয়াদ খান - "দেহ পিঞ্জর "
ফয়াদ খান - মুনাজাত
মাহমুদুর রহমান - হাড়ার ব্যাক্তে জিগায় রে
ছড়াঃ
এম এ কাশেম - পেঁয়াজ-কাণ্ড
রুদ্র আতিক - মানুষ মানে
মুক্তাদীর রহমান - আজও তাই তোমারি আছি
হাবিব স্যার - ফুঁ-এর কেরামতি
বিএম বরকতউল্লাহ - আজব রত্ন
বিএম বরকতউল্লাহ - টানাগাড়ি
বিএম বরকতউল্লাহ - রূপ গুণ
বিএম বরকতউল্লাহ - কল্পনা
মাকার মাহিতা - মা'কে স্মরি...
নূর মোহাম্মদ নূরু -ফিরো এসো গাঁজীসাব
নতুন নকিব - মন ছুটে যায়
নূর মোহাম্মদ নূরু - আসবে ফিরে গাজী (ছড়া)
নীল নীর্জন - কি বলবো ভাই ?
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর - পরান বাবুর পেঁয়াজ
ইংরেজিঃ
ঠাকুরমাহমুদ - color of life, color of justice
ইসিয়াক - The color of life
কবি কথাঃ
ঋতো আহমেদ -আইলিয়া কামিনস্কি
পরিশেষঃ
ব্যস্ততা ও নানা সমস্যার কারণে এবারও এই সংকলন পোস্ট দিতে দেরি হয়ে গেল। আশাকরি সবাই সহজভাবে বিষয়টিকে গ্রহণ করবেন এবং আমার সাথে থাকবেন। সকল ব্লগবন্ধুর জন্য শুভকামনা রইল। ভাল থাকুন সবাই।
...........
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: অনেক দেরিতে উত্তর করতে পারলাম, আশাকরি কিছু মনে করবেন না।
আপনার কথায় কবি আর কবিতার দর্শন খুঁজে পেলাম।
বন্ধন সুদৃঢ় করার পথ খুঁজি সবসময়, তবুে বন্ধন আলগা হয়ে যায়।
আপনার কথায় আরো পথ দেখতে পাচ্ছি।
ভাল লেগেছে।
আপনার কবিতাগুলো অতুলনীয় হচ্ছে।
শুভকামনা।
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার সংকলন পোস্টের অপেক্ষায় থাকি। ব্যস্ততার কারণে ব্লগে খুব কম কবিতাই পড়া হয়। তাছাড়া ইদানীং প্রচুর কবিতাও পোস্ট হচ্ছে।
আপনি সংকলন পোস্ট করলে, সহজে ভালো ভালো কিছু কবিতা পড়তে পারি। যাঁদের লিখা পড়তে চাই, তাদেরও পড়তে পারি। এইজন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আর হ্যা,
আপনার নির্বাচিত ২০ শে, আমার একটা স্থান পেয়েছে। এটা অনেক প্রেরণাদায়ক।
এই প্রয়াস অব্যাহত থাকুক। শুভকামনা দাদা।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪
বিজন রয় বলেছেন: অনেক ভাললাগার কিছু কথা উপহার পেলাম!
সেরা ২০ নির্বাচন করতে আমার হাত, মন সবই কাঁপে। এব্যাপারে আপনার আমাকে হেলপ করতে পারেন।
আপনিও কিন্ত অনেক ভাল ভাল কবিতা পোস্ট করছেন।
এভাবে সাথে থাকুন।
শুভকামনা।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালবাসি, কবিতা সংকলন ভালবাসি, কবিতার পাঠককে ভালবাসি আর সর্বোপরি যিনি এতটা সময় এবং শ্রম ব্যয় করে এ ধরণের একটি সংকলন বের করেন প্রায় নিয়মিতভাবেই, তাকেও ভালবাসি।
+++++
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: আপনার এই ভালবাসাবাসির মাঝে নিজেকে দেখতে পেয়ে ভাল লাগছে।
আমি সৌভাগ্যবান।
আপনাকে শতকোটি প্রণাম।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: গুড জব।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
বিজন রয় বলেছেন: অষ্ট্রেলিয়ান?
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
পেঁয়াজ কবি, রসুন কবি, হলুদ কবি, আদা কবি
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: আর আপনি চাঁদ কবি।
হি হি হি
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাঙালি মনে হয়: এখন পেঁয়াজকেই বেশি ভালোবাসে।
পেঁয়াজ না-হলে বাঙালির মাথা ঠাণ্ডা হয়ে যায়।
আর একশ্রেণীর বাঙালি পছন্দ গরম মাথা।
সংকলককে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
বিজন রয় বলেছেন: এই জন্যই তো বাঙালির এতো দূর্দশা।
আপনি মাঝে মাঝে কোথায় হারিয়ে যান?
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
কিরমানী লিটন বলেছেন: অর্থনীতির ভাষায় যোগান বেশী হলে চাহিদা কমে। কবিতার এই কম চাহিদার সময়ে আপনার কবিতার পোস্ট মর্টেম আমাদের মতো কাউয়্যা কবিদের পালে একটু হলেও হাওয়ার যোগান পাবে। ভালোবাসার এই কর্মঠ হাত বেঁচে থাকুক আমৃত্যু।
অভিবাদন আপনাকে.....
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
বিজন রয় বলেছেন: ব্লগ যখন বন্ধ করে দিল তখন আপনাকে আর বাকপ্রবাসকে অনেক মনে পড়তো।
এখন আবার আগের মতো।
ভাল লাগছে।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
অব্যক্ত কাব্য বলেছেন: শুভ কামনা কবি, ভালো থাকবেন সবসময়
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
বিজন রয় বলেছেন: আপনার 'সেই' কবিতাটি দেখলাম সেদিন একজন আবৃত্তি করছে।
গর্বে আমার বুক ভরে উঠল।
আপনার সাথে অনেক কথা রয়েছে।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট। কবিদের অনুপ্রাণিত করবে আপনার এই পোস্ট খানি।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
বিজন রয় বলেছেন: আপনার নিকট থেকে আরো কথা শুনতে চাই, কবিতা নিয়ে, কবিদের নিয়ে।
বুঝেছেন?
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৩
অন্তরন্তর বলেছেন: কষ্টসাধ্য এরকমের পোস্ট চলুক কবি। ব্লগে সময় দিতে বেগ পেতে হচ্ছে মনে হয়। সর্বদা ভাল থাকা হউক এই কামনা করি।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
বিজন রয় বলেছেন: আপনার সাথে এখনো কথা বলতে পারিনি।
কিছু কি মনে করছেন?
হ্যাঁ, বেগ পেতে হচ্ছে বৈকি!
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬
সুনীল সমুদ্র বলেছেন: দারুণ উপকারী পোস্ট ! বর্তমান সময়ে ব্লগে কারা কারা কবিতা লিখছেন, সেসব সকল তথ্য কবিতার লিংকসহ একসাথে পাওয়া গেল ! খুব ভালো লাগলো আপনার শ্রমসাধ্য এই পোস্ট এবং সেরা বিশ নির্বাচন। আমি বর্তমান সময়ের ব্লগের অনেক ভালো ভালো কবিদের কবিতা খুঁজে পেলাম একসাথে ! অনেক ধন্যবাদ আপনাকে ।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার।
আশাকরি আপনাকে নিয়মিত পাবো।
আপনার এই মূল্যবান কথাগুলো আমার মনে থাকবে।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: এখন আফসোস হচ্ছে কেন যে পেঁয়াজ নিয়ে একটা কবিতা লিখলাম না।
লিখলে আজ এখানে আমার জায়গা হতো।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: এখন লিখুন। তবে পেঁয়াজ নিয়ে নয়।
শীত নিয়ে।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
নতুন নকিব বলেছেন:
বেশ কষ্টের সংকলন। এতটা সময় দিয়ে সংকলনটি তৈরি করার জন্য অশেষ কৃতজ্ঞতা। +++
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
বিজন রয় বলেছেন: আপনার খবর কি বলুন তো? খুব ব্যস্ততা যাচ্ছে কি?
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১
আরজু পনি বলেছেন: অসাধারণ ও পরিশ্রমসাধ্য সংকলন।
অনেক শুভকামনা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: আপনি!! সত্যি অনেক ভাল লাগল!!
উত্তর করতে দেরি হলো।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬
নীল আকাশ বলেছেন: আরজু পনি বলেছেন: অসাধারণ ও পরিশ্রমসাধ্য সংকলন। শ্রদ্ধেয়া আরজু আপুর সাথে আমিও একমত।
কতটা কষ্টের কাজ সেটা দেখলেই বুঝা যায়। ব্লগের প্রতি আপনার ভালোবাসার জন্য আমরা সবাই কৃতজ্ঞ আপনার কাছে।
আপনি সংকলন পোস্ট করলে, সহজে ভালো ভালো কিছু কবিতা পড়তে পারি।
শুভ কামনা রইল।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: শুধু ব্লগ নয় আপনাদের প্রতিও আমার বিশ্বাস আর ভালবাসা আছে।
আপনারা এভাবে আমার সাথে থাকলে আমি অনেক দূর যেতে পারবো।
আপনি ভাল থাকবেন সবসময়।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিয়মিত আপনি এই কষ্টসাধ্য কাজটি করছেন। আপনার এই একনিষ্ঠ পরিশ্রমকে ধন্যবাদ নিয়ে ছোট করার উপায় নেই। ভালো থাকবেন আপনি।
নিজের নাম সিরিয়ালে দেখে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতির মানে আমার কাছে ভিন্ন । সামু পরিবার আমার বিশাল এক অনুপ্রেরণা , অনুভূতি ভান্ডার।
সবার জন্য শুভেচ্ছা। ভালোবাসা।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
বিজন রয় বলেছেন: সামু পরিবার আমার বিশাল এক অনুপ্রেরণা , অনুভূতি ভান্ডার।.......... আমার কাছেও।
কষ্টকরে মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ।
আপনি আমার অন্যকম প্রিয় মানুষ।
ভাল থাকুন।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: আপনি কোথায় থাকেন বলুন তো!!
অনেক ফাঁকি দিচ্ছেন!!
ঠিক নয়।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
এসব সংকলনে আসার জন্য প্রত্যেকদিন কবিতা দিতে হইবে দেখছি হাহাহাহ
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: আপা, লিখুন, অনবরত, অবিরত কবিতা লিখুন।
আপনাদের জন্যই তো আমার এই কষ্ট করা।
শুভকামনা।
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
তারেক ফাহিম বলেছেন: বরাবরের ন্যায় পরিশ্রমি পোষ্ট।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
এটা যে করবো তার সময় বের করাও কঠিন হয়ে পড়েছে।
শুভকামনা।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নিয়মিত আপনি এই কষ্টসাধ্য কাজটি করছেন। আপনার এই একনিষ্ঠ পরিশ্রমকে ধন্যবাদ নিয়ে ছোট করার উপায় নেই। ভালো থাকবেন আপনি।
আমার কথা গুলোই বলে দিয়েছেন ভায়া
তাই সহমত
অনেক অনেক শুভকামনা কবি
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: কবিতা না লিখেই আমাকে কবি বানাতে চাইলেন!!
অনেক দিন আমার কবিতা পোস্ট হয় না।
সময় নেই।
হা হা হা হা ...... গুরু ভাল থাকুন।
২১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশ পেঁয়াজ কেলেঙ্কারি থেকে কখনো মুক্ত হতে পারবে না।
শুভ কামনা রইলো বিজন ভাই।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
বিজন রয় বলেছেন: বাংলাদেশ কোন কেলেঙ্কারি থেকে কখনো মুক্ত হতে পারবে না।
আমরা মানুষরা খুব খারাপ।
২২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
ঢাবিয়ান বলেছেন: পেয়াঁজের ঝাঝে নয়, ব্লগে এত পেয়াঁজ কবির সংখ্যা দেখে মাথা ঝাঝা করছে
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: আশাকরি সেসব কবিতা আপনার ভাল লেগেছে।
আপনিও কিছু কবিতা লিখুন না।
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আসলে সব কবিতা না পড়ে, সেরা ২০ নির্বাচন করা বা সেরা ২০ সাজেস্ট করা ঠিক হবে না। তবে আপনি চাইলে ইমেইল বা অন্য উপায়ে নির্দিষ্ট সময়ে, ব্লগে পাঠ করা পছন্দের কবিতাগুলোর একটা তালিকা দিতে পারি।
শুভকামনা সবসময়।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: যেভাবে হোক আপনি করুন, আমার উপকার হবে।
খুব ভাল লাগল আপনার প্রস্তাব।
শুভকামনা।
২৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ! দারুণ! পুরো পিঁয়াজ কাব্য সংকলন করে ছেড়েছেন! সংগ্রহে রাখতেই হবে।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
বিজন রয় বলেছেন: পিয়াজ তো আামদের জীবন কঠিন করে তুলেছে।
তাই এই সংকলন।
আপনিও লিখুন।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ঝাঁঝালো পোস্ট, ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
বিজন রয় বলেছেন: হা হা হা ....... আপনি এলেন আমার এখানে শেষ পর্যন্ত!
অনেক ভাল লাগল।
পেঁয়াজের ঝাঁঝ তো আরো বেশি হয়েছে এখন।
দেখা যাক কি হয়।
তবে কবিতা সংকলন চলতে থাকবে!!
অনেক ধন্যবাদ আপনাকে।
২৬| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১২
খায়রুল আহসান বলেছেন: এত এত বড় বড় কাজগুলো কিভাবে একা একা করে গেছেন, তা ভেবে অবাক হই, এবং মাঝে মাঝে এসে আপনার শ্রমের ফসল থেকে দু'এক টুকরো চেখে যাই।
আবারো ধন্যবাদ, কবিতার প্রতি ভালবাসা থেকে এমন দুঃসাধ্য কাজগুলো করে যাবার জন্য। এগুলো ব্লগের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০
বিজন রয় বলেছেন: সময়ের অভাবে এখানে উত্তর করা সম্ভব হয়নি।
আজ করছি।
কিছু মনে করবেন না।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
যেহেতু কবিতা ভালোবাসি;
ভালোবেসে কবিতা লিখি, আর কবি এবং কবিতার পাঠক অজান্তেই একই রঙের বৃত্তে বন্ধনীতে-
আপনার এই শ্রমলব্ধ পোষ্টগুলো সেই বন্ধন আরও সুদৃঢ় করে- মনে করিয়ে দেয়, কবিতা এখনও
কেউ একা লেখে না, একা পড়ে না!
আপনার কবিতার ভালোবাসা আমাদের প্রেরণার উৎস।