|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
হে মহাবিশ্ব, হে মহা চরাচর
কি বিস্ময়ে এমন স্তব্ধ, অচল।
হে মহাকাশ, হে মহা পারাপার
কি মহিমায় বিস্তৃত অসীম রহস্যময়।
হে মহাকাল, হে মহা কৃষ্ণগহ্বর
কি শূন্যতায় ধাবমান অনন্ত স্রোতধারায়।
নতুন বৎসরের শুভেচ্ছা।
কেমন আছেন প্রিয় ব্লগবন্ধুরা!!
যদিও এই অস্বাভাবিক ও অচেনা সময়ে ভাল আছি বলতে পারাটা সত্যি অনেক বড় ব্যাপার।
চলুন আমাদের সব উৎসবকে দুর্যোগ প্রতিরোধের হাতিয়ার করি।
সবাইকে শুভকামনা।
 ৫৬ টি
    	৫৬ টি    	 +১১/-০
    	+১১/-০  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৭
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: সব সমস্যা দূর হয়ে যাক।
আপনাকে অন্তরের শুভকামনা।
সবসময় ভাল থাকুন।
২|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৯
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৯
চাঁদগাজী বলেছেন: 
দুর্যোগ প্রতিরোধের কি হাতিয়ারের কথা বলছেন, কোন কিছু স্পেসিফিক? উৎসব মোটামুটি হবে না, কিন্তু করোনার প্রতিরোধের কি হাতিয়ার আপনার জানা আছে? নাকি কথার কথা, যে হাতিয়ারের কোন অস্তিত্ব নেই, যে কথার বিপরিতে কোন কর্ম নেই!
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৪
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: নতুন বৎসরের উৎসব এবার বাহিরে হচ্ছ না।
মানসিক শক্তি যেন মানুষ না হারায়, উৎসবের সম্মিলিত আবেদন সেই মানসিক শক্তি যোগাতে পারে।
৩|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫০
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
এসো হে বৈশাখ এসো এসো
তাপস নি:শ্বাস বায়ে
দাও 'করোনা' উড়ায়ে
বিশ্বের সকলে মুক্তি পাক -এসো এসো...... (পরিবর্তিত)
নববর্ষের শুভকামনা রইল
নিরাপদ থাকুন, সুস্থ থাকুন
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৭
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন জেনে ভাল লাগল।
নতুন দিনের এই সূচনাপর্বে আপনাকে পেয়ে খুশি হলাম।
অনেকেই ব্লগ ছেড়ে চলে যাচ্ছে।
আশাকরি আপনি যাবেন না।
অনেক অনেক শুভকামনা।
৪|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৮
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা আপনাকেও দাদা। তবে এই মুহূর্তে কৃষ্ণগহ্বরের শূন্যতা আমাদেরকে হাতছানি দিচ্ছে।কবে এই দশা থেকে মুক্তি পাবো কে জানে। 
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:০৩
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: সভ্যতার ইতিহাসে মানুষ লড়াই করে সব বিপদকে পরাজিত করে টিকে আছে শ্রেষ্ঠ জীব হিসেবে।
এবার জিতবে, জিতবে, জিতবে।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন।
৫|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৫
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৫
ঊণকৌটী বলেছেন: শুভ নববর্ষ, এইদিন সবাই কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলছি চলুন আর নয় , মন্দির মসজিদ এর জন্যে দান, চাঁদা। এখন থেকে হাসপাতাল গড়ার জন্যে ডোনেশন দেবো, যাতে মানুষের দান মানুষের বিপদের দিনে কাজে আসবে। "আমাদের দেখা হোক মহামারী শেষে আমাদের দেখা হোক বীজয়ীর বেশে " শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫১
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫১
বিজন রয় বলেছেন: আপনার কথাটি বাস্তবসম্মত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কখনো সম্ভব নয়।
এখানে মসজিদ-মান্দরের জন্য জীবন দিয়ে দেবে কিন্তু মানুষ বাঁচাতে আসবে না।
থাক এসব কথা।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
৬|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৬
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শুভ নববর্ষ রয় !
অনেক অনেক শুভ কামনা ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫২
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: ভাল লাগল মনিরা আপা ।
আমাদের বিপদগ্রস্থ দিন শেষ হয়ে যাক।
ভাল থাকুন সবসময়।
৭|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৪৪
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: নতুন বছরের অভিনন্দন এবং শুভ কামনা, সামনের দিনগুলো আমাদের সবার জন্য আরো সহজ হোক ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৪
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা।
মানুষ অনেক কিছুকে জয় করেছে, এটাকেও করবে।
শুভেচ্ছা।
৮|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৩
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৩
রাফা বলেছেন: করোনাময় নব-বর্ষের শুভেচ্ছা।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৬
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: "করোনাময় নববর্ষ"
আশাকরি অচিরেই শুভনববর্ষ বলতে পারবো।
আপনার শেষ পোস্ট পড়েছি।
আশাকরি ব্লগ ছেড়ে যাবেন না।
শুভকামনা।
৯|  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৪
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৭
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই প্রিয় কবি।
ঘরে থাকার অভ্যাস করছি সকলের মতো।
আপনি কি শান্তিনগর বা মালিবাগের কাছাকাছি কোথাও থাকেন?
শুভকামনা।
১০|  ১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:০৫
১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫৯
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
আপনাকেও নতুন বৎসরের শুভেচ্ছা।
১১|  ১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৫
১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৫
অব্যক্ত কাব্য বলেছেন: শুভ নববর্ষ কবি।
শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা সব সময়। করোনা থেকে মুক্ত থাকতে বাসায় অবস্থান করুন, নিজের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: আপনার খবর কি বলুন তো!!
অনেক দিন কোন সাড়া শব্দ নেই।
কোথায় ডুব দিলেন!!
যাক শেষে আপনাকে পাওয়া গেল।
১২|  ১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৩
১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা দাদা।
শুভকামনাও। 
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: আপনি নিশ্চয়ই ভাল আছেন।
অনেক অনেক শুভকামনা রইল।
১৩|  ১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২৯
১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২৯
নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।
ঘরে থাকুন, ভাল থাকুন।
১৪|  ১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:১০
১৪ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: শুভ নববর্ষ! মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সুস্থ থাকুন, ভাল থাকুন এই শুভকামনা।
দূর হোক করোনা।
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
১৫|  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৩৫
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা রইলো দাদা।
  ১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
১৪ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক শুভকামনা।
১৬|  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৩১
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৩১
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! ভালো আছি। 
নববর্ষের শুভেচ্ছা আপনাকে ।
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৪
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ওমেরা আপনি ভাল আছেন জেনে ভাল লাগল।
আপনাকে আমার এখানে দেখে ভাল লাগল।
আপনি আমার কথা বলেছেন দেখে ভাল লাগল।
আপনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন দেখে ভাল লাগল।
আপনাকেও অনেক অনেক শুভকামনা।
১৭|  ১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
১৪ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
উম্মে সায়মা বলেছেন: শুভ নববর্ষ.....
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৫
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: সবকিছুর উপরে আপনারা ব্লগে আছেন, ব্লগিং করছেন এটা একটি বড় ব্যাপার।
এটা অব্যাহত থাকুক।
ভাল থাকেন সবসময়।
১৮|  ১৪ ই এপ্রিল, ২০২০  রাত ৯:১৪
১৪ ই এপ্রিল, ২০২০  রাত ৯:১৪
আরোগ্য বলেছেন: নববর্ষ সবার জীবনে রহমত ও মঙ্গল নিয়ে আসুক।
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৯
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:১৯
বিজন রয় বলেছেন: আপনি যদি ইচ্ছা করেন তাহলে পৃথিবী করোনা থেকে আরোগ্যলাভ করবে।
কার আপনি নিজেই তো আরোগ্য!
নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।
১৯|  ১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১০:১৭
১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: এতদিন আপনাকে ব্লগে দেখলাম না কেন??
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৫
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: অনেক দিন থেকে অনেক কাজ জমে ছিল, শেষ করতে পরছিলাম না কিছুতেই, সেজন্য নিয়মিত ব্লগে আসতে পারছিলাম না। সে কাজগুলো অনেক শেষ করেছি, তাই ব্লগে একটু সময় দিতে পারছি।
ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।
২০|  ১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৩০
১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৩০
শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই, ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন সবাইকে নিয়ে।
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৬
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
আসুন একসাথে পথচলি।
২১|  ১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৪৮
১৪ ই এপ্রিল, ২০২০  রাত ১১:৪৮
আখেনাটেন বলেছেন: শুভ নববর্ষ বিজন দা। 
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৮
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৮
বিজন রয় বলেছেন: কাজের চাপে ব্লগে আসতে পারতাম না।
আপনাদেরকে অনেক মিস করেছি।
এখন একটু ফুসরৎ, তাই আবার আপনাদের মাঝে।
অনেক ধন্যবাদ।
২২|  ১৫ ই এপ্রিল, ২০২০  রাত ১:২২
১৫ ই এপ্রিল, ২০২০  রাত ১:২২
কাছের-মানুষ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল।
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৯
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: কাছেন মানুষ, আশাকরি সবসময় কাছকাছি থাকবেন।
নতুন দিনের শুভকামনা রইল।
২৩|  ১৫ ই এপ্রিল, ২০২০  ভোর ৪:৩১
১৫ ই এপ্রিল, ২০২০  ভোর ৪:৩১
ডঃ এম এ আলী বলেছেন: 
নব বর্ষের শুভেচ্ছা দাদা ।
সকলর জন্য মঙ্গল কামনা রইল।
  ১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩১
১৫ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে ভাবি কেউ কি আর মনে রেখেছে আমাকে। কিন্তু না আমার সে ধারনা ভুল। যখন দেখি অনেকেই আমাকে মনে রেখেছেন তখন মনটা অনেক ভাল হয়ে ওঠে।
বুঝেছেন?
২৪|  ১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৪
১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৪
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন, আপনি যদি চান পৃথিবী করোনা থেকে আরোগ্য লাভ করবে।  কারন আপনি নিজেই তো আরোগ্য।            হা হা হা,  বিজনদা তার জন্য সবার আগে আমার আরোগ্য লাভ করতে হবে কারণ আমি নিজেই কিছুটা অসুস্থ।  
  ১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৭
১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৭
বিজন রয় বলেছেন: কি বলেন?
দুশ্চিন্তায় ফেললেন!!
আপনার অসুস্থতার ধরন কি?
জানাবেন কি?
২৫|  ১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২২
১৫ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:২২
আরোগ্য বলেছেন: দেড় মাস যাবত শুকনো কাশি। দুদিন ধরে রক্ত আসছে কিছুটা। আজকে ডাক্তারের সাথে পরামর্শ করবো। দোয়া রাখবেন বিজনদা।
  ১৫ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
১৫ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: !!!!!!
এতদিন ডাক্তার দেখাননি? কেন? ঠিক করেন নি।
তবে এটা করোনা না, দেড়মাস যাবত!!
অতিরিক্ত কাশতে কাশতে অনেক সময় গলা চিরে রক্ত আসতে পারে।
আশাকরি এটা ভয়ের কিছু নয়।
জানাবেন, আপডেট। অবশ্যই দোয়া থাকবে।
২৬|  ০২ রা মে, ২০২০  সকাল ১১:৩৭
০২ রা মে, ২০২০  সকাল ১১:৩৭
অন্তরন্তর বলেছেন: অনেকদিন পর আপনার পোস্টে। প্রকৃতির ছুটিতে সৃষ্টিকর্তার কৃপায় ভাল আছি। আপনি বেশ ব্লগে ছিলেন না। ভাল আছেন নিশ্চয়ই? বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা প্রিয় কবি। শুভ কামনা।
  ০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪১
০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: আপনাকে দিয়ে দুশ্চিন্তায় ছিলাম।
এখন শেষ হলো।
২৭|  ২৫ শে মে, ২০২০  ভোর ৬:৩৫
২৫ শে মে, ২০২০  ভোর ৬:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: 
দাদার প্রতি রইল
 
  ০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪২
০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: বিলম্বিত প্রয়াস।
২৮|  ৩১ শে মে, ২০২০  দুপুর ১:২৫
৩১ শে মে, ২০২০  দুপুর ১:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
কেমন আছেন দাদা?
  ০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪৮
০৩ রা জুন, ২০২০  বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: ভাল আছি এখনো।
আপনাকে দেখে স্বস্তি পেলাম।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪১
১৪ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,

শুভেচ্ছা নববর্ষের।