নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

কম.কম

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩


সংগৃহিত!!

এখানে, মেয়ে মানুষের বুদ্ধি কম এটা মানতে পারলাম না।
.
.

মন্তব্য ৮৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:০৬

ডার্ক ম্যান বলেছেন: মেয়ে মানুষের ভাল বুদ্ধি কম বুঝিয়েছে ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: না, মানতে পারলাম না।
তাহলে দুনিয়া চলতো না।

২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:০৮

নিয়াজ সুমন বলেছেন: তাইতো বলি এত বেশকম কেন !!

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: বেশকম বলতে কি বোঝাইলেন?

৩| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:০৯

ফেনা বলেছেন: মেয়ে মানুষের বুদ্ধি কম, কথা সত্য।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: কেমতে কি?

উদাহরণ দেন।

৪| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:১৬

নিয়াজ সুমন বলেছেন: সবকিছুতে এত কম কম । আর তাই দেশে সমতার ক্ষেত্রে এত বেশকম। তাই বলতে চেয়েছি।
বিজন ভাই, এত সিরিয়াসলি নিচ্ছেন কেন।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: সিরিয়াসলি নিই নাই তো!!!

আপনার কথাটি বুঝতে পারি নাই, আহন পারছি।

আমাগো সবকিছুতেই কম আর কম!

এইডা সত্যি।

আর আমরা সত্যি কথা কই কম!!

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:২০

শূন্য সারমর্ম বলেছেন: এখানে মেয়ের ব্যাপারটা হচ্ছে ভালোর মধ্যে খারাপ চালান করে দেবার মত।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: কি কইলেন মাথার উপর দিয়ে গেল।

সোজা কইরা কন।

৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটা যে বানাইছে তার ঘিলু কম

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: ঠিক. ঠিক. ঠিক।

তবে কয়েকটা মনে হয় সত্য।

৭| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: মেয়েরা মূলত বোকাই থাকে। বিয়ের পর চালাক হতে শুরু করে।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: মানে কি রাজীব নুর?

আপনার এত বুদ্ধি হলো কবে?

৮| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৯

শূন্য সারমর্ম বলেছেন: আমরা যেমন টাকার ব্যান্ডেলে দিয়ে ছেড়া নোটটাও চালিয়ে দিতে চাই,এখানে মেয়ের বুদ্ধি তেমন কিছু হয়তো।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: হা হা হা .... এতো দেখছে সেয়ানা বুদ্ধিঃ

তবে যিনি এটি বানিয়েছেন তিনি মেয়েকূল থেকে বেশ ধাতানি খেয়েছেন।

৯| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনার টেস্ট কম।
তাই করোনার রোগী কম
অক্সিজেনের সিলিন্ডার কম।
আই সি ইউের বেড কম।
সরকারের লজ্জা কম।
মানুষের সচেতনতা কম।
দুর্নীতিবাজের ভয় কম।
মানুষের মিল মহব্বত কম।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: বাসসসসসসসসস........ দিলেন তো আরো কিছু কম করে!!

তবে মাথা খাটিয়ে সত্যিটাই বের করেছেন বটে!!

১০| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৬

কল্পদ্রুম বলেছেন: কি কি কম তা মোটামুটি বুঝলাম।একটা 'বেশি' এর তালিকা দিয়েন দাদা। :)

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: এই বার সমস্যায় ফেললেন, আরে ব্রাদার তালিকাটি তো আমি করিনি।

তবে একটি কথা বলতে পারি..... আমাদের নেতারা মিথ্যা বলে বেশি!!

১১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫২

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: আমি লিখি নাই।
এটা সংগৃহিত।

আপনার আর খবর কি?

১২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

কানিজ রিনা বলেছেন: মায়ের পেট থেকেই ছেলেরা ঘিলু নামক মস্তিস্কর
উর্বরতা নিয়ে জম্ম নেয়।
মায়ের মস্তিস্ক উর্বরতা কম থাকলে
ছেলেদের কিভাবে মস্তিস্ক উর্বর হবে।?
তাইতো শিক্ষিত মা শিক্ষিত জাতী।
তাইতো সৃষ্টি কর্তার এই মহামূল্য মানব সৃষ্টি
করেছেন মায়ের ভিতর দিয়ে। শিশু থেকে
বড় হওয়া অবধি সব দায়ীত্ব মায়ের। চিন্তা
করুন কিছুক্ষন, কেন এই দায়ীত্ব্য? ধন্যবাদ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: যে লোক মেয়েদের বা মা'দের খাটো করে দেখেন তারা আপনার কথাগুলো কোনদিন বুঝলো না।

হায়, হায়, আসলে মানুষেরই বুদ্ধি কম।

১৩| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

কল্পদ্রুম বলেছেন: তা বুঝতে পেরেছিলাম।অনেকগুলো পরিচিত প্রবাদ।দেখেন জ্ঞানীরা বেশি এর প্রবাদও নিশ্চয়ই বানিয়েছেন।নানীর মুখে শুনছি মনে পড়ে

ছোট মরিচের ঝাল বেশি
খাটো লোকের বুদ্ধি বেশি
মোটা লোকের গরম বেশি
কালো মেয়ের শরম বেশি

বাংলার বেশিরভাগ প্রবাদই আমার কাছে অর্থহীন মনে হয় অবশ্য।কিংবা হয়তো একটা সময় পর্যন্ত তার অর্থ ছিলো।বর্তমানে এগুলো অচল।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: কালে কালে তো পরিবর্তন হয়, সেই তালে অনেক প্রবাদও এখন অর্থহীন।

কিন্তু আপনি আবার কমের মধ্যে বেশি আনলেন।
এখন মেশাই কেমতে বলুন তো!!

১৪| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

ডঃ এম এ আলী বলেছেন:


নারী চরিত্র দেবতা না বুঝন্তি!
তই মেয়ে মানুষের বুদ্ধি কম বুঝল কেমনে?
আজকের দুনিয়ার ডট.কমে (ফেবুতে) ধরা খেলে
বুঝত নারীর বুদ্ধির দৌঁর কত । ডট.কমকে
ঝমেও ভয় পায় ।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: এই তো! চলে এলেন মজার পোস্টে।

আসলে ওই ডট.কমই তো যত বেশির খনি!!

আর যে ব্যাটা বলল মেয়ে মানুষের বুদ্ধি কম, আসলে তার নিজেরই বুদ্ধি কম।

আপনি কেমন আছেন ইদানিং??

১৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: মেয়ে মানুষের জানার ক্ষেত্র কম এই জন্য তারা বিভ্রান্ত হয়। বস হয়েও তার অধস্তন পুরুষের কাছে নাকে খত দিয়ে বসে থাকে। সত্যের কাছে পৌঁছতে পারে না।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: এত বড় অপবাদ আপনি দিতে পারলেন!!

আসলে আমাদের মেয়েরা কি অনেক সুযোগ পায়?

১৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৪

জুয়েল দাশ প্রভাষ বলেছেন: ভালো লাগলো

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: কোনটা ভাল লাগল সেটা বলুন।

১৭| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন:

বেশ মজাই লাগলো কম.কম পড়ে।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: হাজার মানুষের হাজার বুদ্ধি।

১৮| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:০১

ঢুকিচেপা বলেছেন: “এখানে, মেয়ে মানুষের বুদ্ধি কম এটা মানতে পারলাম না।”
আপনার কথা একদম ঠিক।
খনার বচনের “খনা” নিজেও কিন্তু নারী।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: ঠিক।

কিন্তু দেশে সেটা হয় না।

১৯| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


কবিতার মেশিনে করোনা ভাইরাস?

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: কবিতার মেশিন কলিকাতায় গিয়াছে, আর করোনা ভাইরাস কলিকাতা হইতে আসিয়াছে।

২০| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

ইসিয়াক বলেছেন:




১৯ নম্বর মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ। আসলেই ওনার মন্তব্যগুলো ব্যতিক্রম।

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: ১৯ নম্বরে মন্তব্যকারীর বুদ্ধি অনেক বেশি।

২১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সব কিছু কম কম ।

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

বিজন রয় বলেছেন: জীবনে কিছু কিছু বিষয় একটু কম থাকা ভাল।

২২| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন:

মন্তব্যের প্রতি মন্তব্য কিন্তু খাসা হইয়াছে =p~

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: হা হা হা ..... সেটাও খেয়াল করেছেন দেখছি।
উনি মুক্তিযোদ্ধা সেটা খেয়াল রাখি।

আবারো আসার জন্য ধন্যবাদ।

২৩| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখা পড়া করি কম
নাম্বার পাই কম।

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৫৭

বিজন রয় বলেছেন: নূরু ভাই অনেকেই আছেন যারা কম পড়ে বেশি নম্বর পায়।
আমি তাদের দলে... হা হা হা ...... নিজেরে একটু জাহির করলুম!!!

২৪| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

মানতাশা বলেছেন: @বিজয় রয় আপনি বায়ু ছাড়িলেও এক পোস্টে ৫০টি মন্তব্য পাইবেন।বিশ্বাস করিতে পারলাম না প্রথম। ব্লগে গিয়া বুঝলাম ইহা আপনিই ।ধন্য হইবে আপনার ব্লগ জীবন।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: হা হা হা .... কি যে বলেন!!

আমি যা কিছু পোস্ট দিলেই ৫০টি মন্তব্য পাবো, এটা ঠিক না। আমি তো নিয়মিত ব্লগিং করি না এখন। মন্তব্য যা আসে তা সব আপনাদের ভালবাসা। তবে আমি মন্তব্য পাওয়ার জন্য ব্লগিং করি না।

তাই আমার ব্লগিং জীবন ধন্য এটা বলতে পারছি না।
তবে ব্লগে এখনো আমার অনেক কিছু দেওয়ার বাকী রয়েছে।

আর হ্যাঁ আমি কিন্তু বিজয় রয় নই, বিজন রয়।

আপনাকে অনেক ধন্যবাদ এই মজার পোস্টে কথা বলার জন্য।
শুভকামনা।

২৫| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,




সবই যদি কম কম হয় তো বেশী বেশী কি ?

বোকা পুরুষেরা প্রেমের কবিতা লেখে বেশী।

বোকা মেয়েদের প্রেমও বেশী।

ভরা নদীর পানি বেশী।

ব্লগে কবিতা বেশী।

পোস্টের মন্তব্যে খরা বেশী।
:P B-) :||

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা .... আপনিও দিয়ে গেলেন মজার স্বাদ।

এই পোস্টে কম আর বেশি মিলে ভালই মজা হলো।

এই কমবেশি নিয়ে আরো একটি পোস্ট দিতে হবে তাহলে।

ভাল লাগল শ্রদ্ধেয়।

২৬| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:০৪

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Bimol Roy ar Mol Kom. gondho beshi.hahaha

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: ও হো, আপনি সেই ইংরেজীতে পোস্ট দেনেওয়ালা!!!!
অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য।

মল আর গন্ধ মিলিয়ে তো একাকার করে দিলেন......!!!

২৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মেনে নিন।
সব গুলো মেনে নিতে পারলে একটি কেন পারবেন না?

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: সাংঘাতিক যুক্তি দিয়ে তো আমাতে বসিয়ে দিলেন।

এখন ভাবছি আপনার যুক্তি কিভাবে ভাঙা যায়।

আচ্ছা, ধরুন সবগুলো মানলাম না আর ওটাও মানলাম না, তাহলে কেমন হয়!!

২৮| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০২

ঢাবিয়ান বলেছেন: সামু ব্লগে ব্লগার কম
কবিতা বেশি গদ্য কম
বিজন রয় আসে কম

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১

বিজন রয় বলেছেন: প্রিয় ঢাবিয়ান, আপনার সবগুলো কম ঠিক আছে, তবে আমি কিন্তু গত ১০/১৫ দিন ব্লগে বেশ সময় দিচ্ছি, হ্যাঁ আমার পোস্ট কম।
আশাকরি ব্লগে আমার ব্যস্ততা আরো বাড়বে।

আর সামুতে একসঙ্গে অনেক ব্লগার আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না।


ধন্যবাদ আপনাকে।

২৯| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানে কি রাজীব নুর? আপনার এত বুদ্ধি হলো কবে?

যেখানে ঠেকেছি, সেখানেই শিখেছি।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৩

বিজন রয় বলেছেন: আপনি ঠকে ঠকে শিখেছেন, এই জন্য আপনি অত ধৈর্য্যশীল, আর সমৃদ্ধ।

৩০| ২৭ শে জুন, ২০২০ রাত ১১:৫৮

করুণাধারা বলেছেন: এত কম পোস্ট দেন কেন?

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: হ্যাঁ আপা, আমি পোস্ট দিই অনেক কম। সেই জন্যই তো এই কম.কম পোস্ট।

তবে ভাবছি পোস্ট বেশি দেওয়ার জন্য।

আপা ভাল থাকুন।

৩১| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:১৯

কাওসার চৌধুরী বলেছেন:



মেয়ে মানুষের বুদ্ধি কম!
এটা শুধু মনে মনে জপতে হবে। ভুলেও প্রেমিকা.কমে এবং ওয়াইপ.কমে ইহা প্রয়োগ করা যাইবে না!!

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: কি বললেন এটা!!!

প্রেমিকা.কম, ওয়াইফ.কম!!!!..... এরকম সাইট আছে নাকি?? খুঁজতে হবে।

তবে হ্যাঁ, এই কমে'র পোস্টে আপনি আরও দুটো কম দিয়ে গেলেন!!!

আপনাকে পাওয়া গেল।

৩২| ২৮ শে জুন, ২০২০ রাত ১:৩০

মা.হাসান বলেছেন: নেতাদের লোভ কম।
মডুদের কবিতা প্রেম কম।
ব্লগারদের মধ্যে আস্তিক কম =p~
ভালো পোস্টে লাইক কম।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: ...............
নেতাদের লোভ কম - এমন নেতা বাংলাদেশে নেই।
মডুদের কবিতা প্রেম কম - সবটাই সত্য নয়।
ব্লগারদের মধ্যে আস্তিক কম - আমার মতে দুনিয়ায় সবাই আস্তিক, নাস্তিক বলে কেহ নেই।
ভালো পোস্টে লাইক কম - এটা একদম সঠিক।

৩৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার .কমে সব কম কম দেইক্যা কম নিয়ে কৌতুকটা মনে পড়লো

ছেলে এম কম কপ্লিট করে বাড়ী গেছে। স্বাক্ষর জ্ঞান জানা বাবা জানতে চাইলৈন
বাবা লেখাপড়ার কথা ইট্টু কও হুনি
কি কি পাশ দিলা
বাবা পয়লােতা মেট্রিক পাশ দিলাম। হুম
তারপর? আইকম
তারপর? বি কম
তারপর? এমকম!

বাবাতো রেগে টং! ফাজিল পুলা? তোরে কি ট্যাকা কম পাঠাইছি সব কম কম পাশ দিলি ;)

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা ...... সেই ছোটবেলা থেকে এটা শুনে আসছি, আজ আবার আপনি মনে করিয়ে দিলেন!!
দারুন কৌতূক এটা।

আসলে জীবনে কখনো কখনো কমেরও অনেক মূল্য হয়।
মানুষ হয়তো সবসময় তা উপলব্ধি করে না।

ধন্যবাদ গুরু।

৩৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১৫

পদ্মপুকুর বলেছেন: যেহেতু প্রায় চব্বিশ ঘন্টায় মাত্র ৬টা লাইক, আপনার এই পোস্ট ভালো পোস্ট হিসেবে জায়গা করে নিয়েছে....

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: হা হা হা এটা ভাল পোস্ট!!!

চব্বিশ ঘন্টায় মাত্র ৬টা লাইক !! .... এই জন্যই তো এটা লাইক.কম পোস্ট।

হা হা হা হা .......

৩৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: সব কিছু কম কম থাকাই ভালো বিজন রয়। নাহলে মানুষের অন্তর অহংকারে ভরে উঠে।
ঠিক বলেছি না কি বলেন :-*

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৬

বিজন রয় বলেছেন: আপা, আপনি সঠিক বলেছেন।

তবে ভালবাসা, শ্রদ্ধা, ভক্তি এগুলো কম থাকা ঠিক নয়।

আপা, আপনাকে ধন্যবাদ এখানে কথা বলার জন্য।

৩৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেরা সব সময় মেয়েদের এভাবেই পঁচিয়ে আসছে। এক সংসার চালাতে নারীকে কতটুকু বুদ্ধি আর কাঠখড় পুড়াতে হয় একজনই নারীই জানেন

ধন্যবাদ দাদা

২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: আপা, ব্যাপার না।

মায়ের উপর কেহ নাই। মেয়েরা সেই মায়ের জাত।

এটা যারা না বুঝবে তারা চিরদিন অন্ধকারে থেকে যাবে।

অনেক ভাল থাকুন আপা।

৩৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪০

নীল আকাশ বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: মেয়ে মানুষের বুদ্ধি কম! এটা শুধু মনে মনে জপতে হবে। ভুলেও প্রেমিকা.কমে এবং ওয়াইপ.কমে ইহা প্রয়োগ করা যাইবে না!! স হ ম ত। আজকাল হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ। শেষ মেষ না খেয়ে মরতে হবে!

২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: আজকাল হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ। শেষ মেষ না খেয়ে মরতে হবে!

হা হা হা ...... এটা সবাই বুঝলে হলো এখন।

তবে রান্না-বান্না দিয়ে মেয়েদের বিচার করা কম বুদ্ধির কাজ।

ধন্যবাদ নীল।

৩৮| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: সব বাল কাটা বাল এর মত সব কম কাটা কম।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: !!!!???

৩৯| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৫

মুক্তা নীল বলেছেন: বিজনদা ,
এটা আর নতুন কি এটা তো চিরন্তন সত্য কথা । তা না
হলে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেতো (হা হা)
পোস্টে এত কম লাইক কেন ?

২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: এটা লাইক.কম পোস্ট, এজন্য লাইক এত কম!

আর চিরন্তন সত্য কথাগুলো মানুষের ভাল লাগে না।

আপনার খবর কি?

৪০| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৮

Subdeb ghosh বলেছেন: কম.কম ভালো লাগলো নামটি।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: ওই কম .(ডট) কম আর কি!!

আপনাকে এই কমের মধ্যে দেখে এখন বেশিই মনে হচ্ছে।

ধন্যবাদ ধন্যবাদ।

৪১| ২৯ শে জুন, ২০২০ সকাল ৭:০৩

শুভ্রনীল শুভ্রা বলেছেন: মন্তব্যগুলো পড়ে বেশ মজা পেলাম। হা হা ..

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: এটা তো মজারই পোস্ট তাই না, শুভ্রনীল.শুভ্রা!!

সামনে আরো আরো মজার পোস্ট আসবে।

৪২| ৩০ শে জুন, ২০২০ সকাল ৭:২০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: লেখক বলেছেন: সামনে আরো আরো মজার পোস্ট আসবে

- হ্যাঁ, লিখুন। অপেক্ষায় থাকলাম।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: অপেক্ষায় থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

ভাল থাকুন।

৪৩| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: "সুস্থ লোকে খায় কম " এটাও মানতে পারলাম না।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: বিজ্ঞান তাই বলে। মানা না মানা আমার উপর।

৪৪| ২২ শে জুলাই, ২০২১ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মেয়ে মা্নুষের বুদ্ধি কম
একথা ঘরে বলি কম!!

২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৭

বিজন রয় বলেছেন: ঠিক টিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.