নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

নিহত সংলাপ : ০৬-১৫

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:১১


০৬.
আগামীকাল মরে গিয়েছিলাম, গতকাল মারা যাবো, আজ নির্বোধ ও প্রশ্নাতীত।

০৭.
যিনি ঘোষণা দিয়ে বিখ্যাত হতে চান তিনি আসলেই নিবিড় পরিচর্যা কেন্দ্র।

০৮.
মিলনের উল্টোপথে উভয়ের যোগাযোগ প্রয়াশই অবিমিশ্র সঙ্গম।

০৯.
মানুষ প্রতিনিয়ত দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু কাগজের মূল ভিত্তি সাদা।

১০.
প্ররোচিত করে বিদায় নিলে ব্যবধান সত্যের সমকক্ষ হয়।

১১.
মরণোত্তর পুরস্কার একটি নিঃশব্দ সভ্যতা, একটি মুক্তিপ্রাপ্ত শূন্যতা।

১২.
অন্ধকার বেশী হওয়ার সাথে মানুষের লজ্জ্বাহীনতার সম্পর্ক আছে, শারীরিক নিমজ্জন।

১৩.
তিনটি প্রভুর নাম বলতে পারি - কবিতা, মানুষ আর ঈশ্বর।

১৪.
দ্বিপদ, স্বাপদ আর চতুর্পদ সমান্তরাল হলেও কখনো কখনো সমকক্ষ বা তুলনীয়।

১৫.
অসুস্থ হওয়ার নাম সবসময় শারীরিক নয়, তবু মানুষ নাটক করে - "আমি কত ভাল "।

....
.


মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:২২

কল্পদ্রুম বলেছেন: কয়েকটা আমার জন্যে কঠিন হয়ে গেছে।এগুলো কি কবিতার লাইন?

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: নাহ, এগুলো মোটেও কবিতার লাইন নয়, এগুলো হলো সংলাপ, নিহত সংলাপ

কোনটা কোনটা কঠিন মনে হলো বলুন, আমি ব্যাখ্যা করে দিবভ

কল্পনা দ্রুম দ্রুম।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:




আপনি কিশোর বয়সের হিরো হচ্ছেন?

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৩৯

বিজন রয় বলেছেন: মান্যবর! গত পোস্টে বললেন বাচ্চা আর এই পোস্টে কিশোর, মানে আমি বড় হচ্ছি!!

কিন্ত না আমি বড় হতে চাই না, মানে হিরো হতে চাই না।

আমি মানুষ হতে চাই শিশুর মতো, সরল আর কোমল।

সুখি হোন মান্যবর।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৮

কল্পদ্রুম বলেছেন: কল্পনা দ্রুম দ্রুম। :)

আপাতত ৭, ৯ আর ১০ বুঝালে শান্তি পেতাম।



০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১১:৫১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ব্যাখ্যা চাওয়ার জন্য.......

০৭. সাধারণত যে ঘোষণা দিয়ে বলে যে আমি বিখ্যাত হবো, সেটা অনেকটা অহংকারী শোনায়, কিন্ত আসলেই যে ঘোষণা দিয়ে বিখ্যাত হতে পারে তাকে অনেক কষ্ট করতে হয়, মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হয়, নিজেকে নিবিড় পরিচর্যা করতে হয়। তা না হলে বিখ্যাত হওয়া অত সহজ নয়।

০৯. মানুষ সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করে, কিন্ত নিজের মূল ভিত্তি ভুলে যায় এবং প্রতিনিয়ত ফেল করে। কাগজ এখানে রূপক।

১০. কেউ যদি আপনাকে ভালবাসায় বা অন্য কোনভাবে উৎসাহ দেয়, প্ররোচনা করে আপনার খুব ভাল লাগে, কিন্তু হঠাৎ যদি সব বন্ধ করে চলে যায় ( ব্যবধান ) তো আপনার অনেক কষ্ট হয়, যেটা অনেক কঠিন। কঠিন বিষয় আর সত্য সবসময় সমান।

আশাকরি বোঝাতে পেরেছি কিছুটা।

তারপরও একটি লেখার বা একটি বাক্যের বা একটি শব্দের হাজার মানুষের কাছে হাজার রকমের ব্যাখ্য হতে পারে।

আবারো ধন্যবাদ আর শুভকামনা।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭

সাইন বোর্ড বলেছেন: অল্প কথায় বৃহৎ ভাবনার বিস্তার । অনবদ্য !

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: সেটাই চেষ্টা করছি, স্বল্প কথায় বেশি কিছু বলতে। অনেকগুলো জমা হয়েছে। ক্রমান্বয়ে পোস্ট হবে।

সাথে থাকুন, অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: জিবনের কথা।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: জিবন বানান কি ইদানিং এভাবেই লেখে? আমার জানা নেই।

আপনার খবর কি?
পরীবাগের ওভারব্রীজ বোধহয় আজকাল পার হননা।

অনেক কিছু নিয়ে তো পোস্ট দেন পরীবাগের ওভারব্রীজ নিয়ে একটি পোস্ট দিন না, ছবিসহ

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: গভীর কল্পনার তীক্ষ্ণ বর্হিঃপ্রকাশI

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: আপনি যে গভীরে প্রবেশ করতে পেরেছেন সেটা জেনে বুঝতে পারছি এই পোস্টের নিহত সংলাপগুলো কিছু একটি হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: দুনিয়াটা এক প্যারাড্কস।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: এই পোস্টের সংলাপগুলোর সাথে আপনার মন্তব্যে যোগটা কি?

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:০১

কল্পদ্রুম বলেছেন: ব্যাখ্যাগুলো চমৎকার লেগেছে। আপনাকেও ধন্যবাদ বিজনদা। এত সুন্দর করে ব্যাখ্যা করার জন্য।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: খুব যে চমৎকার ব্যাখ্যা করেছি বিষয়টি তেমন নয়, আসলে অনেক ব্যস্ততার মধ্যে কথা বলতে হয়েছে।
সময় নিয়ে কথা বলতে পারলে আরো ভাল আর হৃদয়গ্রাহী হতে পারতো, সে স্পেসটা না খালিই থাকল।

আপনাকেও ধন্যবাদ আবার এসে সঙ্গ দেওয়ার জন্য।

৯| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

করুণাধারা বলেছেন: বেশ কঠিন লাগছিল, তবে আপনি ব্যাখ্যা করার পর বুঝতে পারলাম।

কি যে শুরু হলো এই করোনার সময়ে, কেউ লেখেন ডেথ ভ্যালী নিয়ে, কেউ নিহত সংলাপ!! :(

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: আপা আপনি!! বৈকালিক শুভেচ্ছা নিন।
নিহত সংলাপগুলো কঠিন কিন্ত একটু মনোযোগ দিলে সবই সোজা।

আপা, আমার এই নিহত সংলাপ আসলে করোনা সময়ে এমন নয়, এগুলো আসলে অনেক আগে থেকেই পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল, কিন্ত হয়ে ওঠেনি। অনেকগুলো নিহত সংলাপ জমা হয়ে আছে। ক্রমান্বয়ে পোস্ট আসবে, আশাকরি ১০০০ ( এক হাজার ) নিহত সংলাপ পোস্ট হবে।

আর এগুলো নিহত সংলাপ কেন তা পরের পোস্টে উল্লেখ করবো।

সাথে থাকুন।
ভাল থাকুন।

১০| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ৯ নাম্বারটা ভালো বুঝতে পেরেছি।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: যাক, বোঝাতে পেরেছি।

আরো নিহত সংলাপ আসবে, সাথে থাকুন।

আবারো কুর্ণিশ।

১১| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮

ঢুকিচেপা বলেছেন: দাদা কেমন আছেন?
গতকাল থেকে শুধু কঠিন কঠিন বাক্য দিচ্ছেন
আজকের কয়েকটা অবশ্য মন্তব্য দেখে বুঝে নিলাম।
নিহত সংলাপগুলোকে না হয় কবর দিয়ে দেন, আর পোস্টমর্টেমের দরকার নাই।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা হা ........

অন্ধকারের পিছনে যেমন আলো থাকে, মিথ্যার পিছনে যেমন সত্য, তেমনি কঠিনের পিছনে সহজ।
একটু মনোযোগ দিলেই সব পরিস্কার হবে।

নিহত সংলাপ আপাতত সংরক্ষিত হচ্ছে তাই কবর দিতে পারছি না।
চলতে থাকবে।

হ্যাঁ, আমি এখন ভাল আছি।
আপনিও ভাল থাকুন।
শুভকামনা।

১২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: চলুক।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৯

বিজন রয় বলেছেন: চলবে, আপনার চলার পথে থাকবেন।

শুভকামনা।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নিহত সংলাপ শিরোণামে ভাল লাগা । কেমন সুন্দর মৃত্যুর একটা অনুভূতি ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: মৃত্যুর অনুভূতি যার কাছে সুন্দর লাগে তিনি সাধারণ কেহ নন।

তিনি হয়তো আমাদের সেলিম আনোয়ার।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অসাধারণ কঘা মালা চিন্তার সমুদ্রে নিক্ষেপ করে !!

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: সেই সমুদ্র হতে নূড়ি কুড়াতে হবে।
তবেই না সমুদ্রমন্থন স্বার্থক হবে।

১৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংলাপগুলো 'নিহত' কেন?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: পরের পোস্টে জানতে পারবেন।

১৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: অনেক কিছু নিয়েই লিখতে ইচ্ছা করে। কিন্তু ল্যাপটপের অবস্থা ভালো না।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: আপনি কি বলেন এটা!!
অনেক কিছু আপনার লিখতে ইচ্ছা করে, আপনি তো লিখছেনই। আপনি প্রতিমাসে ১০০ এর উপর পোস্ট করছেন।
যেখানে আমি বা আমরা ৫ বছরে ১০০ পোস্ট করতে পারি নাই সেখানে আপনি প্রতিমাসে ১০০ এর উপর পোস্ট করছেন!!
ভাবা যায়!!!!

তারপরও ল্যাপটপের দোশ দিচ্ছেন? বলছেন লিখতে পারছেন না।
তাজ্জব।

১৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: উ্ক্তিগুলো ভিন্নার্থক তা অস্বীকার করার মতো না। তবে যে যেমন করে বুছে তবে লেখন কিন্তু তার সিমানা দিয়েই লিখেছেন। ৬,১১,১৩,১৪ বিষয়ে একটু যদি বলতেন।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার এখানে অনেক দিন পর মন্তব্য করার জন্য। আপনি যেগুলোর বিষয়ে জানতে চেয়েছেন সেগুলো খুব সুন্দর আর তাৎপর্যপূর্ণ। কিন্তু আমাকে এখন ক্ষমা করুন, অনেক সময় লাগবে, আমার সময় কম।

পরে কখনো বলব আপনাকে।

শুভকামনা রইল।

১৮| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:০২

আজাদ প্রোডাক্টস বলেছেন: ভয় লাগছে বিজন রয় অন্য কথা বলুন

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: এগুলো তো অন্য, অন্য ধরনেরই কথা বা সংলাপ, ভয়ের কি?

১৯| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:০৮

নজসু বলেছেন:




কথাগুলো অত্যন্ত মূল্যবান।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

ধন্যবাদ পড়ার জন্য।

আপনাকে আজকাল কম পাই সুজন।

২০| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: সংলাপ করে করে সময় নষ্ট। কাজের কাজের কিচ্ছু হয় না। রাজনীতিবিদদের সংলাপ থেকে তো তাই জেনেছি।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১২

বিজন রয় বলেছেন: এগুলো আমার সংলাপ। আমি রাজনীতিবিদ নই। কাজেই এটা সম্পদ, এটা সময় নষ্ট করেন না।

২১| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মিরোরডডল বলেছেন:



আহত সংলাপ বলে কিছু নেই ? :)
১০নং বেস্ট ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: না, সংলাপের, মাঝামাঝি, মোটামুটি বা আহত এমন কোন ব্যাপার নেই।
সংলাপ হয় প্রকাশিত না হয় অপ্রকাশিত, উক্ত না হয় অনুক্ত, মুক্ত না হয় বন্দি, নিহত না জীবন্ত।

১০ নং ভাল লাগায় ধন্যবাদ।

শুভকামনা মিরোর প্রিয় ডল।

২২| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: হেঁয়ালি

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩০

বিজন রয় বলেছেন: পরিমার্জনা।

২৩| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৪

এম ডি মুসা বলেছেন: বুঝে না পড়েই হতভম্ব হয়ে গেছি

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: বুঝে না পড়েই হতভম্ব হয়ে গেছি ...... হা হা হা আপনিও তো একটি দারুন সংলাপ দিলেন!!

অনেক ধন্যবাদ।

২৪| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৪

অন্তরন্তর বলেছেন: সুপ্রিয় কবি এত কঠিন সংলাপ কেন, একটু সহজ করে লিখলে আমার বুঝাটা সহজ হত। মন্তব্য পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। অনবদ্য। সোনাবীজ ভাইয়ের প্রশ্ন আমারও। শুভ কামনা সতত।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: আপনাকে দেখে স্বস্তি পেলাম। সবসময় মনে পড়ে।
করোনার এই সময় আপনি কেমন আছেন সেটা ভাবি।

যদি একটু বেশি বেশি যোগাযোগটা রাখেন তো খুব ভাল হয়।
তাহলে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো।

অনেক অনেক ভাললাগা।

২৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:১৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: খুব কঠিন কঠিন পঙতি। কবিতার মতোই যেন সুকঠিন।
ভালবাসা জানবেন প্রিয় বিজন রয় ভাই।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:০৯

বিজন রয় বলেছেন: কয়েকদিন ব্যস্ততা গেল। তাই আপনাদের উত্তর তরতে পারিনি।

আশাকরি ভাল আছেন।
মনে করে এস কথা বলার জন্য অনেত ধন্যবাদ।

ভাল থাকুন।

২৬| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১২:১৪

ঢুকিচেপা বলেছেন: দাদা কোথায় আপনি। অনেক দিন দেখি না। ভাল আছেন তো ?

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:১০

বিজন রয় বলেছেন: কয়েকদিন অনেক ব্যস্ততা গেল।
কিছু করার ছিল না। আসতে পারিনি।

খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ, শুভকামনা।

২৭| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১১:১০

নক্ষত্র নীড় বলেছেন: দার্শনগুলো ভাবার মতো । ভালো লেগেছে এই জীবন দর্শন । ভালো থাকবেন ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:১১

বিজন রয় বলেছেন: আপনার কি খবর বলুন তো!!
কোথাও আপনাকে দেখি না।

গতকাল আপনার সেই কবিতাটি আবার পড়েছি।
আমার প্রিয়তে আছে সেই কবিতাটি।

একটু নিয়মিত হবেন?

২৮| ০১ লা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৫

নক্ষত্র নীড় বলেছেন: পোস্ট আছে । চেষ্টা করছি । পাঠ করলে, বুঝবেন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: ওকে।

২৯| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবনার খোরাক আছে। কোথায় আপনি, দেখিনা কেন ?

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: আসবো।
সময় পাচ্ছি না তো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.