নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

ব্লগ দিবস ২০২০ নিয়ে কোন আওয়াজ পাচ্ছি না! তবে কি আলো জ্বলবে না?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫



১৯ ডিসেম্বর ২০২০ সমাগত! অথচ ব্লগদিবস নিয়ে কোন সাড়া পাচ্ছি না । বুঝলাম করোনা'র সাথে আরো অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর সমাধান তো মানুষকেই করতে হবে। ব্লগাররা তো মানুষ!



চাঁদগাজী সাহেব আমেরিকায় বসে সবকিছুর সমাধান করছেন, রাজীব নুর এখনো ভবঘুরে, বিদ্রোহী ভৃগু সাহেব টং এর উপর উঠে পড়েছেন, খায়রুল আহসান মহাশয় কবিতায় জীবন অনুসন্ধানে ব্যস্ত, ডঃ এম এ আলী পরশ পাথর হয়ে গেলেন, আহমেদ জী এস মহা বেকুব সেজে মৃত্তিকায় নর্তকীর ছায়া দেখছেন,

নূর মোহাম্মদ নূরু চাচা মহা জীবনীদের জীবনে প্রবেশ করে আর ফিরলেন না, কাল্পনিক_ভালোবাসা ব্লগের জন্য বিজ্ঞাপন খুঁজছেন, ব্লগার জুন ভ্রমন করতে করতে নিরুদ্দেশের পথিক, ব্লগমাতা জানা'র কোন খোঁজ নাই!!

আর বাকী সবাই এই আছে এই নাই।

ব্লগ ডে হবে কি করে??
বলি, ব্লগ দিবস হবে কি করে!!
.
.

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




শ্রীমঙ্গল চা বাগানের চা পাতার এক মগ গরম গরম চা হবে? আর একদল উৎসুক শ্রোতা!
- তাহলে মজাদার একটি গল্প শোনাতাম।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: চা পরে হবে, আগে গল্পটা শোনান।

২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: রাত আটটা থেকে অনলাইন আড্ডা হোক ক্যামেরায় বসে । জাদিদকে বললে সব আয়োজন করবে ।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: এটা বলার কি আছে, অনেক আগে থেকেই তো জাদিদ ওরকম কিছু ঘোষণা দিতে পারতেন। এখনো সময় ফুরিয়ে যায়নি।
আশাকরি জাদিদ বিষয়টি দেখবেন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভার্চুয়াল হবে, এবারেরটা হবে সবচেয়ে বড়?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: কোন ঘোষণা বা নোটিশ কি করা হয়েছে?
আমি জানিনা।

আমাকে জানাবেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৯

পাজী-পোলা বলেছেন: বলছি যে- আমাদের কেও জানায়েন, সে রকম কিছু হলে। পর, বাহিরের মানুষ না ভাবলে।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: আশাকরি তারা আমাদেরকে অবশ্যই জানাবেন।

অপেক্ষা করছি।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: এই করোনার মধ্যে এবার ব্লগ দিবস বাদ দেওয়া যেতে পারে। আগে তো বাঁচতে হবে। বাচলে দেখা সাক্ষাৎ হবেই।
অনলাইনে একটা আড্ডার আয়োজন করা যেতে পারে।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: অনলাইন হোক আর যা হোক কোন তোড়জোড় তো দেখছি না।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: এখন এমন সাক্ষাত ভিত্তিক যে কোন কিছুর আয়োজন না করাই ভাল। অবস্থা ভয়াবহ, আশে পাশের অনেকে মারা যাচ্ছেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: সাক্ষাত ভিত্তিক না হোক অন্য কোন উপায়ে তো করা যেতে পারে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩৮

সোহানী বলেছেন: হবে হবে... সময় মতো কাভা ব্রাদার সব জানাবেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১০

বিজন রয় বলেছেন: হবে হবে.... .... কবে .. কবে??

কা_ভা'র কোন খোঁজ নাই।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৩

জিকোব্লগ বলেছেন:



ব্লগ দিবস ২০২০-এ সম্মানিত মুক্তিযোদ্ধা ব্লগার ডঃ এম এ আলী ও
আহমেদ জী এস কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হোক এবং
সাথে সাথে একজন ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় সবার সামনে
উম্মোচন করা হউক। চিনুক বাঙালি জাতি মীরজাফর,
ইয়ার লতিফ, জগত শেঠ, রায় দুর্লভ, উঁমিচাদদের।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: একজন ভুয়া মুক্তিযোদ্ধা........ কাকে বলতে চাইলেন??

আচ্ছা ওনার উপর আপনার এত রাগ কেন?

৯| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৫

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগ দিবস নিয়ে আপনার মুল্যবান ভাবনা ও
পরিকল্পনা কি জানার অপেক্ষায় রইলাম ।
আমি অছি, থাকব পাশে যতটুকু পারি ।
আপনাকে অনেকদিন ধরে দেখিনা আশেপাশে ।

শুভেচ্ছা রইল ।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: অঅমার ভাবনা হলো যেভাবে হোক ব্লগ ডে পালিত হোক।

আপনি ভাল আছেন নিশ্চয়ই।

১০| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাভা,ভৃগু ব্যতীত আপনি যাদের নাম উল্লেখ করলেন ইনাদের একজনও গত ব্লগ আড্ডায় প্রেজেন্ট ছিলেন না।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: সবাবেকে তো আর আপনি একসাথে পাবেন না।
গতবার যারা ছিলেন এবার তারা সবাই থাকতে পারবেন বলে মনে হয় না।

যদি ব্লগ ডে স্বাভাবিক ভাবে হতে পারতো।

এবার ২১শে'তে আপনার কোন বই বের হচ্ছে??

১১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনলাইন হোক আর যা হোক কোন তোড়জোড় তো দেখছি না।

করোনা সবাইকে বদলে দিয়েছে।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

জিকোব্লগ বলেছেন:



বিজন রয় , এখানে রাগের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন
ভুয়া লোককে সম্মান দিয়ে মাথায় তুলবেন? তার কথা অনুসারে,
সে একজন ইন্টার পাশ। অথচ বহু মন্তব্যে সে দাবি করেছে সে একজন
ইঞ্জিনিয়ার; ইঞ্জিনিয়ার হিসেবে বহু দেশে কাজ করেছে। তার মন্তব্য দ্বারায়
প্রমাণিত হয়, সে একজন ভুয়া ইঞ্জিনিয়ার। একইভাবে তার এলাকায়
সমসাময়িক মুক্তিযোদ্ধাদের তার নাম বলা হোক, দেখবেন কেউ-ই তাকে
চিনবে না, কেউ বলতেও পারবে না, সে কোথায় যুদ্ধ করেছিল।তার বিভিন্ন
পোস্টের ও মন্তব্যের সাথে চীনপন্থী বামদের কথার মিল খুঁজে পাওয়া যায়।
আর এই চীনপন্থী বামেরা জামাতের মতনই মুক্তিযুদ্ধের বিরোধী। অনেক
চীনপন্থী বামেরা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ না করে বিভিন্ন
দেশে পালিয়ে ছিল।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
ব্লগ দিবস! আহা আড্ডা!

নিউ নরমাল লাইফে যখন সবই চলছে- তখন ব্লগ দিবসই বা বাদ যাবে কেন?
ক্লোজাপের বিজ্ঞাপনের মতো কাছে না হয় নাই গেলাম;)
সামাজিক দূরত্ব বজায় রেখে, পর্যান্ত সুরক্ষায় সীমিত পরিসরে হলেও মনে হয় বেশ হতো!

কা_ভা ভাই আপ্পি কুথায়???
হাতে সময় বেশি নাই
সবাই জানতে চাই
কি হবে উপায়?




১৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: করোনায় খাবে নাকি এবার ব্লগ দিবস
এই দিনটা পালনে নাই কি কারো রস?

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৯

মোড়ল সাহেব বলেছেন: আশায় আছি

১৬| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.