নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যকারী রাজীব নুর\'কে অভিনন্দন!!

১৭ ই মে, ২০২১ সকাল ১১:০৪



অনেক অনেক অভিনন্দন রাজীব নুর আপনাকে।
এই ব্লগে আপনিই প্রথম এক লাখ (১০০০০০) মন্তব্যকারী!!
আপনি ইতিহাস সৃষ্টি করলেন!! এটি অবশ্যই একটি ঐতিহাসিক মূহুর্ত!!



আরো অনেক দিন ধরে আপনার এই অবিশ্রান্ত ব্লগিং চলতে থাকবে এই আশা করি।


আপনার নিশ্চয়ই মনে আছে ২০১৬/১৭ সালের দিকে ব্লগে মন্তব্য করা বা মন্তব্যের উত্তর করা আপনার হঠাৎ বেড়ে গিয়েছিল। সেই থেকে আপনার ব্লগিং ত'ৎপরতা শুধু বেড়েই চলেছে! বিস্ময়কর!! ব্লগের এই কঠিন সময়ে আপনার এই অর্জন অতি অবশ্যই তাৎপর্যপূর্ণ। ব্লগে যদি আগের মতো ভাল সময় থাকতো তো এতদিন আপনার ২০০০০০ মন্তব্য করা হয়ে যেত। এখন ব্লগে লগইন থাকে মাত্র ২৫/৩০ জন! আর আগে থাকতো ৪০০ এর উপরে।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

...

আপনার পিছনে আছেন ব্লগার চাঁদগাজীচাঁদগাজী

অবশ্য ব্লগার হাসান মাহবুব হাসান মাহবুব যদি আগের মতো তার ব্লগিং অব্যাহত রাখতেন তো অনেক আগেই বা সবার আগেই তার ১০০০০০ মন্তব্য করা হয়ে যেত। আরো হতে পারতো ব্লগার শায়মার ( অপ্সরা ), শায়মা তিনিও অনেক এগিয়ে ছিলেন।

যাহোক সাবেক বা বর্তমান সকল ব্লগারদের জন্য অনেক অনেক শুভকামনা।

..

মন্তব্য ৯৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল রাজীব দার জন্য

১৭ ই মে, ২০২১ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ লিটন সাহেব।

আসলে রাজীব নূর একজন বিস্ময়কর ব্লগার।

অনুকরনীয়।

২| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:২১

শেরজা তপন বলেছেন: নিশ্চিতভাবে তিনি অভিনন্দন পাবার যোগ্য।

১৭ ই মে, ২০২১ সকাল ১১:২৭

বিজন রয় বলেছেন: যোগ্য লোককে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা তা পারি না, করি না।

আম রাজীব নূরকে সন্মান দেয়ার চেষ্টা করলাম।

ধন্যবাদ শেরজা তপন।

৩| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অর্থহীন দশ লাখ মন্তব্যের চেয়ে অর্থপূর্ন ১০ টি মন্তব্য প্রদানকারীই সেরা।

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা !!
সবাই তো সব কিছুতেই সেরা হতে পারে না।

অনেকে কম পড়ে পরীক্ষায় প্রথম হয় আবার কেউ কেউ সারারাত পড়েও ফেল করে।

৪| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ও হ্যাঁ, ব্লগার রাজিব নুরকে অভিনন্দন!

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!

৫| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: ১৬. ১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

@ ব্লগার রাজীব নুর, আপনি যে বিষয়ে জানেন না, সে বিষয়ে অনুগ্রহ করে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনাকে বিভিন্ন সময়ে ওহি পাঠাতে পাঠাতে ব্লগ টিম কিছুটা বিরক্ত। আশা করি আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন।

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ, আমাদের রাজীব নুরের ভিতরে একটা ছেলেমি ভাব আছে, আমি মনে করি সেটা তার ইচ্ছাকৃত। সে অনেক সময় ভান করে।

কিন্তু আজকে আমরা সেদিকে না যাই।

ব্লগে তার লাখ লাখ বার উপস্থিতির জন্য আসুন আমরা তাকে শুভকামনা জানাই।

৬| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
The heartiest congratulations, Mr Khan.

১৭ ই মে, ২০২১ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: কেমন আছেন মালয়েশিয়ান বিশেষজ্ঞ!!
ইংরেজীতে বললেন যে বড্ড!

রাজীব নূর কে অভিনন্দন জানানোর আপনাকে ধন্যবাদ।

৭| ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগার ও প্রিয় ব্লগার রাজীব নূরের মন্তব্য ১০০০০০
সংখ্যা স্পর্শ করার ঐতিহাসিক মূহুর্তে আমি খুবই
আনন্দিত ও পুলকিত। ইস যদি একটা মন্তব্যে ১টা
করে টাকা দেওয়ার প্রচলন থাকতো তা হলে আজ
তিনি ১ লক্ষ টাকার মালিক হতেন। খানসাব আজ
বাসায় একটা পার্টি দিতে পারেন তার এই অর্জনকে
স্মরণীয় করে রাখার জন্য।

১৭ ই মে, ২০২১ দুপুর ১২:০৫

বিজন রয় বলেছেন: নূরু ভাই কেমন আছেন?

বর্তমান সময় এই ব্লগকে সচল ও মুখর রাখতে রাজীর নুরের একার অবদান কত % বলুন তো নূরু ভাই?

আমি মনে করি ২০%।

সেজন্য তার ধন্যবাদ অবশ্যই পাওয়া উচিৎ।

৮| ১৭ ই মে, ২০২১ দুপুর ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বর্তমান সময় এই ব্লগকে সচল ও মুখর রাখতে রাজীর নুরের
একার অবদান কত % বলুন তো নূরু ভাই?

আমার ধারণা ব্লগ সচল রাখতে খানসাবের অবদাস ৪০%
গাজীসাবের ৪৫% আর তাদের বেশ কয়েকজন
চ্যালা চামুন্ডাদের অবদান ১৫% এই হলো ১০০%।
এরা না থাকলে হয়তো আমি্ই ব্লগে থাকতাম না!!
এদের অনুপ্রেরণা/খোঁচানিতে আমি বার বার ফিরে
আসি!

১৭ ই মে, ২০২১ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আপনার পরিসংখ্যান দেখে আমার চক্ষু চড়কগাছ!!

তবে রাজীব নূর আর চাঁদগাজী আসলেই এই ব্লগটাকে সচল রেখে চলেছেন।
আর তাদের প্রতি আপনার দরদও বেশ আছে।

অনেক অনেক ধন্যবাদ নূরু ভাই।

৯| ১৭ ই মে, ২০২১ দুপুর ১২:৩১

রানার ব্লগ বলেছেন: রাজীব ভাই পার্টি হবে নাকি !!! ??

১৭ ই মে, ২০২১ দুপুর ১:৪৯

বিজন রয় বলেছেন: রাজীব নুর পার্টি দিতেই পারেন। পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বা অন্য কোথাও।
আমরা সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করতে পারি।

অথবা অনলাইনে হতে পারে কোন আয়োজন।
দেখা যাক রাজীব নুর কি পদক্ষেপ নেয়।

১০| ১৭ ই মে, ২০২১ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব নুর'কে অভিনন্দন

১৭ ই মে, ২০২১ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ এই আয়োজনের সাথে থাকার জন্য।

আচ্ছা, আপনার নাম মরুভূমির জলদস্যু কেন? মরুভূমিতে কি জল থাকে? ওখানে তো শুধু বালু থাকে। বলতে পারতেন মরুভূমির বালুদস্যু। ওহো, ওটা বললে আবার আমাদের দেশের জোর-দখলবাজ ভূমিদস্যু বা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনকারী বালুদস্যুদের সাথে মিলে যায়। তাই বোধহয় ওই নাম নেননি।

অথবা নিতে পারতেন মরুভূমির মরীচিকা।

যাইহোক আপনার এই নামের একটি আর্ট হয়েছে, যাকে বলা যায় অসামঞ্জসতার সৌন্দর্য।

শুভকামনা।

১১| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগার রাজিব নুরকে অভিনন্দন!

তার এ পরিসংখ্যানটি খেয়াল করে সেটা এখানে তুলে ধরার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

কোয়ানটিটি'র সাথে কোয়ালিটিও যুক্ত হলে সেটা অবশ্যই আরও ভাল হতো। কিন্তু যেটুকু হয়েছে, সেটুকুর জন্যেও অভিনন্দন তার প্রাপ্য, যা ব্লগারগন অকাতরে এখানে জানিয়ে যাচ্ছেন।

কার ভাগ্যে জুটলো তার লক্ষতম মন্তব্যটি?

১৭ ই মে, ২০২১ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: আমি অবশ্য অনেক আগে থেকেই এটা খেয়াল করি। সেই হাসান মাহবুবের বা শায়মার আমল থেকে। খেয়াল করতাম যে কোন ব্লগার সবার আগে ১০০০০০ মন্তব্য করবে বা পাবে। কিন্তু নানান ঝামেলার জন্য আমি নিজে ব্লগে অনিয়মিত হয়েছি বলেই এতদিন বিষয়টি সামনে আনতে পারিনি। আজকে ছেঁড়েকেটে পোস্ট দিলাম।

এখন থেকে খেয়াল করবো যে কোন ব্লগার সবার আগে ২০০০০০ বা ৫০০০০০ মন্তব্য করবে বা পাবে।

কোয়ানটিটির ভিতর থেকে যেটুকু কোয়ালিটি হয়েছে সেটুকু ধরে নিয়েই আমরা রাজীব নুর'কে অভিনন্দন জানাতে চাই।
কারণ ব্লগে তার উপস্থিতিই একটা বড় বিষয়।

কার ভাগ্যে জুটলো তার লক্ষতম মন্তব্যটি?

দুদিন আগে দেখলাম রাজীব নুরের করা মন্তব্য প্রায় এক লাকের কাছাকাছি, সম্ভবত ১৫০/১৬০টি বাকী ছিল। ভাবলাম আরো দুদিন অপেক্ষা করি, তারপর এই পোস্ট দিব। কিন্ত আজ সকালে এসে দেখি ১০০০৮৯!! তাই তার একলক্ষতম মন্তব্যটি কাকে করছেন সেটা বের করা সম্ভব হয়নি। আর একটু সচেতন থাকলে পারতাম। যাকে সেই মন্তব্যটি করেছিলেন তার নামসহ স্ক্রিনশর্ট দিয়ে দিতাম।

যাহোক বিষয়টি আপনার দৃষ্টি কেড়েছে সেজন্য আমার ভাল লাগল।
ভাল থাকুন। শুভকামনা।

১২| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: বিজনভাইয়ু!!!!!

কই থেকে লুকিয়ে লুকিয়ে ব্লগ পড়ো বলোতো!!!!!!! যে এত হিসেব নিকেশ করে ফেললে ওৎ পেতে!!!!!!!!!! :-B

তুমিও আজ হতে পারতে সেরা। কিন্তু রাজীব ভাইয়া স্টাইলে মন্তব্য করায় আবার কেউ কেউ খেপে যায় তাই মনে হয় বিরত রয়ে গেলে হঠাৎ ! নইলে তুমিও কম ছিলে না।

তবে সবচেয়ে হাসি পেলো নীলাকাশভাইয়ার কমেন্ট দেখে। হা হা হা মডুভাইয়া এত দুত্তু হয়ে গেলো কেনো!!!!!

আহালে বেচারা রাজীবভাইয়া কমেন্ট দিয়েও তার শান্তি নেই জীবনে।
তবে যাই হোোক তাই হোক ঝিমানো ব্লগ অন্তত সচল রাখুক রাজীবভাইয়া নইলে তো চতুরমাত্রিক বা অন্যান্য ব্লগের মত মাছিও বসে না মনে হবে!!!!!! :(

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: বিষয়টি ঠিক লুকানো না। আমার হঠাৎ হঠাৎ এমন ঝামেলা আসে যে ব্লগে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কতবার যে ভাবি এবার থেকে ঠিকই ব্লগে নিয়মিত হবো, কিন্তু সত্যিটা হলো এই, সেটা আর হয়ে উঠছে না বা ওঠে না। কখন হবে জানি না।

তবে ব্লগটি মন থেকে হারিয়ে যায়নি এতটুকুও। তাই আসি, অনিয়মিত হলেও আসি, আসতে হয়। তাই ব্লগের কিছু খবরাখবর চোখে পড়ে।

তুমিও আজ হতে পারতে সেরা। কিন্তু রাজীব ভাইয়া স্টাইলে মন্তব্য করায় আবার কেউ কেউ খেপে যায় তাই মনে হয় বিরত রয়ে গেলে হঠাৎ ! নইলে তুমিও কম ছিলে না।
.......... হ্যাঁ, আমি যে গতিতে ব্লগিং শুরু করেছিলাম তাতে এতদিন আপনাদেরকে ধরে ফেলতাম। কিন্তু একনাগাড়ে ব্লগে অত সময় দেওয়া আমার পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আর তাছাড়া, সরকার কর্তৃক ব্লগ ব্যান করা, ব্লগ কয়েবার ক্রাশ করা, পাসওয়ার্ড নতুন করে নেওয়া, এসব অনেক কারণে অনেক ব্লগার হারিয়ে যাওয়া, পোস্ট কম আসা, ব্লগার কমে যাওয়া, ইত্যাদি কারণে আমার ব্লগিংএ ভাটা পড়ে, যা আজও অব্যাহত রয়েছে।

..........হ্যাঁ, প্রথম দিকে আমি দ্রুত মন্তব্য করতাম ঠিকই কিন্তু সেটা রাজীব নুর স্টাইল ছিল না। অনেক ব্লগার তাদের পোস্টে মন্তব্য পেতেন না মোটেও, আমি তাদের ওখানে গিয়ে উৎসাহ দিয়ে আসতাম, নতুন ব্লগারদের উৎসাহ দিয়ে আসতাম। এসব কয়েকজনের মনে হিংসা জাগ্রত করত হয়তো।
........... কিন্তু কারো খেপে যাওয়ার ভয়ে আমি আমার স্টাইল বদলাইনি। আসলে আমি তো জানতাম আমি ব্লগে কি করছি। একজন মানুষের ভিতরে অনেক রূপ থাকতে পারে, তাই না? তাই আমার বিরত হওয়ার নানা কারণ রয়েছে।
............. আসলে যারা আমাকে দ্রুত ও অনেক মন্তব্য করা দেখে আমাকে যেভাবে ভেবে নিয়েছিল, তারা আসলে আমাকে বুঝতে পারেনি, তারা আমাকে ভুল বুঝেছিল। তারা ভুল করেছিল।

যাহোক আপনি যে আমার ভিতর সেরা হওয়ার সম্ভবনা দেখেছিলেন সেটা আমার অনেক বড় পাওনা। কে জানে ভবিষ্যতে কি হবে!! সম্ভবনা তো এখনো শেষ হয়ে যায়নি, তাই না।

যাহোক, রাজীব নুরে ফিরে আসি।
রাজীব নুর যাই করুক না কেন, ব্লগের এই সময়ে উনি একজন অন্যতম ব্লগকান্ডারি।

আপনার আর রাজীব নুর দুজনের উপরই শান্তি বর্ষিত হোক।

১৩| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:৩৯

অশুভ বলেছেন: ব্লগার রাজীন নুর ভাইয়ের সাথে আমার মতপার্থক্য প্রায় ৯০ শতাংশের উপরে। তবে এটা ঠিক, ব্লগটা এখনো এত প্রাণবন্ত থাকার পিছনে তার এই '১০০০০০+' মন্তব্যের অবদান অনস্বীকার্য। হোক না তা কিছুটা অর্থহীন বা ক্যাচাল মাখানো মন্তব্য। আমার মত দুধের মাছির (মৌসুমি ব্লগার) চেয়ে তার মত নিবেদিত ব্লগার ঢের ভাল।
রাজীন নুর ভাইকে আন্তরিক অভিনন্দন।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর আর ভদ্রস্ত মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

অবশ্যই....
তার মন্তব্য করা, তার মন্তব্য পাওয়া, তার অসংখ্য পোস্ট করা, এসবই প্রমাণ করে যে, সে একজন নিবেদিতপ্রাণ ব্লগার।

সে আসলে ক্যাঁচাল পছন্দ করে না। তার অনেক ধৈর্য। আবার সে কিছুটা ছেলেমি।

ভাল থাকুন অ--শুভ।

১৪| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন রাজীব নূরকে

আপনাকে ধন্যবাদ ঐতিহাসিক পোস্ট দেয়ার জন্য

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: সেদিন আপনি বললেন, আমি কোথায়।

আপা, ভাল আছেন নিশ্চয়ই।

আপা আপনাকে অত সহজে ভুলবো না।
যদি না মরি তো অনেক ভাল কিছু অপেক্ষা করছে।

আপনাকে ও রাজীব নুর কে ধন্যবাদ।

১৫| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:২৪

সাইফুল ইসলাম৭১ বলেছেন: বিনা কারণে লোকদেখানো মন্তব্য প্রচন্ড বিরক্তি সৃষ্টি করে।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: পৃথিবীতে একদল বিরক্তি সৃষ্টি করে, আর একদল বিরক্তি দূর করে। আশাকরি আপনি শেষের দলে।
তা না হলে যে আপনিও সমান অপরাধী। মাঝামাঝি যারা তারা সুবিধাবাদী।

হা হা হা স.......
ধন্যবাদ আর শুভকামনা।

১৬| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: আপনার চোখ কিচ্ছু এড়ায় না।
যাই হোক, এই পোষ্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আমি ইচ্ছা করে বড় মন্তব্য করি না। দেখা যাবে আমার মন্তব্য কারো ভালো লাগবে না। লেগে যাবে ক্যাচাল। ক্যাচাল আমার ভালো লাগে না। তাই শুধু ধন্যবাদ দিয়ে কেটে পড়ি।

আপনি খেয়াল করে দেখবেন, সামুতে সবচেয়ে বেশি পোষ্টদাতাও আমি। আমার মতো এত পোষ্ট কেউ দেয়নি। যদিও সব ফালতু পোষ্ট। খুজতে গেলে হয়তো ভালো পোষ্ট পাওয়া যাবে না। আমার ব্লগটিই সবচেয়ে বেশি বার দেখা হয়েছে। এমনকি-
ব্লগটি ২৩৪৬৩৩৯ বার দেখা হয়েছে
এসব আমার কাছে কোনো বিষয় না। এসব নিয়ে আমি ভাবি না।

আমি সামুতে যা মন চায় লিখতে পারছি, এতেই আমার খুশির শেষ নাই। আনন্দের শেষ নাই।
সামুকে আমার ধন্যবাদ। সামুর ব্লগারদের শ্রদ্ধা জানাই।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: পোস্টে আপনার ব্লগ পরিসংখ্যান মার্কিং করেই পোস্ট দিয়েছি। সবাই সেটা দেখতে পাচ্ছে।

আমি জানি কারো কোন কথা আপনার কিছু যায় আসে না।
আপনি ব্লগিং করেন আপনার মনের আনন্দে।

সেই জন্যই তো আপনার ক্যাঁচাল হয় না।
তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আরো দায়িত্ব নিতে হবে।
এটা সময়ের দাবী। বিখ্যাত হয়ে গেলে সেটা করতে হয়।

বুঝছেন তো?

১৭| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে যারা মন্তব্য করেছেন, তাদেরও আন্তরিক ধন্যবাদ।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে সাবধান থাকুন। জীবন হোক আনন্দময়।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: আপনিও সাবধানে থাকুন।

পরীবাগের ব্রিজ সাদারে পার হবেন, ওটা জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে।

ধন্যবাদ।

১৮| ১৭ ই মে, ২০২১ দুপুর ২:৩৫

সাগর শরীফ বলেছেন: অভিনন্দন রাজিব ভাই

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন পৌঁছে গিয়েছে নিশ্চয়ই।

ধন্যবাদ।

১৯| ১৭ ই মে, ২০২১ বিকাল ৩:০২

ইসিয়াক বলেছেন: অভিনন্দন রাজীব নূর!!!!

নীল গোলাপের শুভেচ্ছা রইলো রাজীব নূরের প্রতি।

জম্পেশ খাওয়া দাওয়া সহ পার্টি আশা করছি।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?

আপনিও অনেক সময় দিয়ে থাকেন ব্লগে।

আপনাকেও ধন্যবাদ।

২০| ১৭ ই মে, ২০২১ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: রানু ভাই জিন্দাবাদ :) B-)

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: ও আচ্ছা, এখন বুঝলাম...!!

রানু মানে রাজীব নুর। প্রথমে তো খটকায় পড়লাম রানু আবার কোন মেয়েটা!!

শুভকামনা চির নতুন।

২১| ১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



রাজীব নুরের মন্তব্যে অনেক ব্লগার উৎসাহিত হয়েছেন, এটি ব্লগিং'এর জন্য খুবই দরকারী ফ্যাক্টর; রাজিব নুরকে অভিনন্দন।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: এই দরকারী ফ্যাক্টরটা অনেকেই বুঝতে চায় না।

আসলে প্রতিটি ছোট ছোট কাজের একসঙ্গে অনেক মূল্য দাঁড়ায়।

আপনি ভাল আছেন তো?
শুভকামনা।

২২| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পড়ুন
খানসাবের কারিশমা !! (রম্য কবিতা)

১৭ ই মে, ২০২১ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।

নূরু ভাই ওই পোস্ট দেখতে গেলে এই লা্ইনটি আসে, তাই পড়তে পরলাম নাহ!!

২৩| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ এই আয়োজনের সাথে থাকার জন্য।

আচ্ছা, আপনার নাম মরুভূমির জলদস্যু কেন? মরুভূমিতে কি জল থাকে? ওখানে তো শুধু বালু থাকে। বলতে পারতেন মরুভূমির বালুদস্যু। ওহো, ওটা বললে আবার আমাদের দেশের জোর-দখলবাজ ভূমিদস্যু বা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনকারী বালুদস্যুদের সাথে মিলে যায়। তাই বোধহয় ওই নাম নেননি।

অথবা নিতে পারতেন মরুভূমির মরীচিকা।


কিছু দিন আগেই এই প্রশ্নের সমনে পড়েছি। গত ১৪ তারিখে আবার ২ জন একই প্রশ্ন করেছেন।

জটিল ভাই বলেছেন:
মরুভূমির জলদস্যু (মরুভূমিতে জলদস্যু, আর পানিতে মরুদস্যু! বাহ্ বাহ্!

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মরুভূমির জলদস্যু নামটা খুব চমৎকার। ব্লগারকেও আমি বলেছি এ কথা। মরুভূমিতে আবার জলদস্যু হয় কী করে, সেখানে মরুদস্যু থাকতে পারে, কিন্তু সে হলো জলদস্যু :) জল থেকে মরুতে এসে আটকা পড়েছে আর কী।


তখন বলেছিলাম -
এই মরুভূমির জলদস্যু নিকের ব্যাখ্যা আমাকে দিতেই হবে দেখছি!!!! (লিখতে আলসেমী লাগে এটাই সমস্যা।)
এবার আলসেমী বাদ দিতে হবে !!

১৭ ই মে, ২০২১ রাত ৮:১৯

বিজন রয় বলেছেন: তো?
এবার আলসেমী ছাড়ুন।
আপনার এই নিক নামের ব্যাখ্যা আমাদের জানান।

আবারো আসার জন্য ধন্যবাদ।

২৪| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নূরু ভাই ওই পোস্ট দেখতে গেলে এই লা্ইনটি আসে, তাই পড়তে পরলাম নাহ!!
পোস্টটি আপনি ইতেমধ্যেই পড়ে ফেলেছেন। তার পরেও পুনরায় লিংকটি দিলাম

১৭ ই মে, ২০২১ রাত ৮:২১

বিজন রয় বলেছেন: পরিস্কার, সব পরিস্কার নূরু ভাই।

তবে জানেন কি, রাজীব নুর একটু কৃপন টাইপের, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে।

তাই কোন কিছু খাওয়ার আশা ত্যাগ করুন।

২৫| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:৫৬

মা.হাসান বলেছেন: মডারেটর যে সব মন্তব্য মুছে দেন সেগুলো কি পরিসংখ্যানে আসে? সম্ভবত না।
এক-দেড় লাখ মন্তব্য মুছে দেয়া হয়েছে এমন ব্লগার সম্ভবত ব্লগে খুঁজে পাওয়া যাবে। মডারেটর বাধা সৃষ্টি না করলে লাখের বাতি অন্য কেউ আগেই জ্বালাতে পারতেন।

যা হোক, আশা থাকবে এই অনন্ত প্রতিভাময়ী ব্লগারের লক্ষ তম পোস্টও শীঘ্রই দেখতে পাবো।

১৭ ই মে, ২০২১ রাত ৮:৩২

বিজন রয় বলেছেন: না, মুছে দেওয়া মন্তব্য পরিসংখানে আসে না।
না, কারো এক-দেড় লাখ মন্তব্য মুছে দেওয়া হয়েছে এমন ব্লগার এই ব্লগে নেই। তাই অন্য কারো সম্ভাবনা ছিল না।

শুধুমাত্র সম্ভাবনা ছিল......

হাসান মাহবুব
শায়মা/অপ্সরা
জুন
রাজসোহান
রেজোয়ানা


যদি তারা নিয়মিত ব্লগিং করতেন।

আশা থাকবে এই অনন্ত প্রতিভাময়ী ব্লগারের লক্ষ তম পোস্টও শীঘ্রই দেখতে পাবো।

এখানে অনন্ত প্রতিভাময়ী ব্লগার' কাকে বোঝাতে চেয়েছেন?

২৬| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: পরীবাগ গত একবছর যাই নি।
তবে মৌচাক মালিবাগ অসংখ্য বার গিয়েছি।

১৭ ই মে, ২০২১ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন রাজীব নুর?
আপনাকে নিয়ে আমার চিন্তা হয়।

আপনি নিজের কক্ষপথটি হারিয়ে না বসেন।

২৭| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন:




লক্ষাধিক মন্তব্য দানকারী ব্লগার রাজিব নুরকে অভিনন্দন ।
অনেক কষ্ট করে একটি ভাল ও উন্নতমানের লেখা পোষ্ট করে
শুন্য মন্তব্যপ্রাপ্ত ব্লগারগনের কাছে একজন পাঠকের নিকট
হতে একটি মাত্র শব্দের ধন্যবাদ মুলক মন্তব্যটিই
যে কত বড় শান্তনাদায়ক ও তাঁর কাছে অনুপ্রেরণামুলক
তা শুধু তিনিই বুঝেন । শুন্য মন্তব্য নিয়ে মাসের পর
মাস ঝুলে থাকা মন্তব্যকারীগন অনেকটাই নিরোৎসাহিত
হয়ে পড়েন নতুন একটি লেখা দিতে , তাই ছোট করে
হলেও একটি মন্তব্যের মুল্য পোষ্ট লেখকের কাছে
অনেক মুল্যবান প্রাপ্তি । তবে মুন্তব্যের গুনগত মান
অবশ্যই সকল সময় গুরুত্বের দাবী রাখে ।

বছর কয়েক আগেও আপনি অনেক নতুন ব্লগারদের
পোষ্টে মন্তব্য দান করে তাদেরকে অনুপ্রাণিত করার
একটি গুরুদায়িত্ব পালন করেছেন বলে দেখতে
পেতাম । বিষযটি আমার কাছে বেশ ভাল লাগত ।
সেই ধারাটি অক্ষুন্ন রাখলে আমার ধারণা আপনি
অনেক আগেই লক্ষাধিক মন্তব্যের সংখ্যাটি
অতিক্রম করে যেতেন । যাহোক, রাজিবনুরের
এই কৃতিটি আমাদের সন্মুখে তুলে ধরার জন্য
আপনার প্রতিউ রইল প্রাণডালা অভিনন্দন ।
আপনার নিকট থেকে মনোমুগ্ধকর কবিতা
নিয়মিত পাওয়ার আশায় রইলাম ।

নিরন্তর শুভকামনা রইল ।

১৭ ই মে, ২০২১ রাত ৮:৫৪

বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন.... অনেকসময় 'ধন্যবাদ' এই একটি শব্দ অনেক মূল্যবান হয়ে ওঠে। যেমন অনেক সময় মাত্র ১০ টাকা ১০০০০ টাকার সমান কাজে লেগে যায়।

অনেক সময় মন্তব্যের গুণগত মান ভাল না হলেও সঠিক সময়ে মন্তব্যের সঠিক ব্যবহার অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
আসলে আমার মতে জগতের কোন কিছুই ফেলনা নয়। আমি কোনটা গ্রহণ, বর্জন, প্রয়োগ করছি সেটাই গুরুত্বপূর্ণ!

যাহোক, আপনি কেমন আছেন?
অনেক দিন কথা হয়নি।
আপনার সাথে আমার দেখা হবে তো?


আমার কবিতার কথা বললেন। আসলে আমার কবিতা তেমন ভাল হয় না। সেটা এখানে ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বুঝেছি। ব্লগে অনেকেই আমার কবিতা নিয়ে টিপ্পনী কাটে, কটূহাসি দেয়, তাই ব্লগে পোস্ট দিই না। আমার লজ্জা লাগে। তাই উৎসাহ পাই না।

তবে আপনার জন্য চেষ্টা করবো হয়তো.....

২৮| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা।

১৭ ই মে, ২০২১ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: আপনি ভাল আছেন নিশ্চয়ই প্রিয় নেওয়াজ আলি।

দুই আলী/আলি এসে পরপর মন্তব্য করলেন!
কাকতালীয়!!

আপনার জন্যও শুভকামনা।

২৯| ১৭ ই মে, ২০২১ রাত ৯:৩২

জটিল ভাই বলেছেন: এমন এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে পেটের ভেতরটা মোচড় দিচ্ছে। গর্বে আবার গর্ভবতী হয়ে যাইনিতো! :P
তা, রাজীব নূরকে জটিলবাদ জানাই।
আর আক্ষেপ, আগে কেন বুঝলাম না মন্তব্যের এতো মহত্ব!!! তবে বিগত ১০ বছরে বুঝিনা বুঝি, মন্তব্য করা ছাড়তাম না! প্রয়োজনে ডজন-ডজন মন্তব্য দিয়ে সবার পোস্ট ভরিয়ে দিতাম।
পরিশেষে পোস্টের জন্য জটিলভাবে জটিলবাদ জানাই :)

১৭ ই মে, ২০২১ রাত ৯:৫৫

বিজন রয় বলেছেন: ব্লগে আপনি জটিলবাদ প্রচারক, তাই আপনি জটিলেশ্বর!

হ্যাঁ, ১ এর পর ৫টি ০০০০০ কম কথা নয়!!
আপনিও চেষ্টা করতে পারেন।

মাঝে তো আপনাকে দেখাই যেত না।

আপনাকে আর রাজীব নুরকে জটিলস্য ধন্যবাদ।

৩০| ১৭ ই মে, ২০২১ রাত ১০:৪৩

রাকু হাসান বলেছেন:

বাহ অভিনন্দন। আপনার ব্লগ প্রেম দারুণ, ভাল না বাসলে এত কিছু খোঁজ না কঠিন।

১৭ ই মে, ২০২১ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: আসলে আমারও ব্লগপ্রেম তীব্র। কিন্তু কখনো সেভাবে প্রকাশ করতে পারিনি।
সময়, পরিস্থিতি, পরিবেশ আমাকে তা করতে দেয়নি।

জানিনা ভবিষ্যতে কি অপেক্ষা করছে।

আপনাকে ধন্যবাদ।

৩১| ১৭ ই মে, ২০২১ রাত ১০:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগার রাজীব নূরকে অভিনন্দন।

তিনি একজন ভালো লেখক।

১৭ ই মে, ২০২১ রাত ১০:৫৫

বিজন রয় বলেছেন: তিনি ভাল লেখক, ভাল ব্লগার, ভাল মানুষও বটে।
তার জন্য আপনাদের শুভকামনা নিশ্চয়ই তাকে এগিয়ে চলার উৎসাহ যোগাবে।

আপনার জন্য শুভকামনা।

৩২| ১৭ ই মে, ২০২১ রাত ১০:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন রাজীব নুর। আপনি যাই পোষ্ট করেন না কেন, পড়তে ভালো লাগে। ঐতিহাসিক পোষ্টের জন্য ধন্যবাদ জানবেন।

১৭ ই মে, ২০২১ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: ওহো, আপনি!!
আপনাদের মিস করছি বড্ড।

অনেক সুখ পেলাম আপনার মন্তব্যে।
আপনাদের ছেড়ে হারিয়ে যেতে চাই না।

ভাল থাকুন।

৩৩| ১৮ ই মে, ২০২১ রাত ১২:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



রাজিব নুর ভাইকে অভিনন্দন। এই মানুষটা আমার কাছে বেশ আশ্চর্য্যের, ক'দিন ধরে ভাবছি এতো কাজ উনি কেমনে করেন, প্রতিদিন এক বা একাধিক বই পড়া, সামুর অধিকাংশ লেখা পড়া, (আমার তো মনে হয় সব গুলোই পড়ে)। বই পড়া, অফিস করা, দৈনন্দিন কাজ, মুভি দেখা, চিন্তা করা..... আরো কত কাজ।
দাওয়াত দিলে উনার সাথে ২-৩টা ২৪ ঘন্টা কাটাতে চাই, উনাকে পর্যবেক্ষণ করা দরকার।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন। সে অনেক তৎপর।

কিন্তু সে দাওয়াত দিবে কিনা জানিনা। একটু পিছলা টাইপের।

আপনি তাকে পর্যবেক্ষণ করতে চেয়েছেন, এটা থেকে বোঝা যায় তার ব্যাপারে আপনার অনেক ভালবাসা।
ভাল লাগল।

৩৪| ১৮ ই মে, ২০২১ রাত ১২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল রাজীব ভাইকে।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: ভাল আছেন আশাকরি।

লোকটা অনেক আগে বলেছিল সে নাকি বেকার।
এখন কি অবস্থা কি জানি।

এই ব্লগে তার অবদান আছে।

ধন্যবাদ সুজন।

৩৫| ১৮ ই মে, ২০২১ রাত ২:০২

মেরুভাল্লুক বলেছেন: রাজীব নূর সাহেবকে অভিনন্দন। উনার নিজের লিখা পোস্ট আমার ভাল লাগে, তবে কপি করা গুলো মেনে নেই।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: যা হোক না কেন, উনি প্রতিদিন অজস্র রিখে চলেছেন। এটাই কম কিসে।

আর ভাল লেখা কপি করা যেতেই পারে মূল সূত্র উল্লেখ করে।

ধন্যবাদ ভাল্লুক।

৩৬| ১৮ ই মে, ২০২১ রাত ২:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূরকে অনেক অভিনন্দন তার অবিশ্রান্ত ব্লগিং এর জন্য ! আশা করি ভবিষ্যতে তিনি সংখ্যা ও গুণগত মানের ভারসাম্য বজায় রেখে ধনী-গরিব( =p~ )ব্লগার নির্বিশেষে সামুর পোস্টগুলোতে মন্তব্য প্রদান করে দুই লক্ষের মাইলফলক ছুঁবেন সবার আগেই।

সেই সাথে বিজন রয়কে অনেক ধন্যবাদ এই ঐতিহাসিক মুহূর্তের প্রতি লক্ষ্য রাখার জন্য। সামুর অসংখ্য ব্লগারের পোস্টে গিয়ে মন্তব্য করে উৎসাহিত করার কারণে আপনি নিজেও আমাদের সবার কাছে অনুসরণীয়।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: আপনিও তো দেখি কম খেয়াল রাখেন না!
রাজীব নূরকে অনেক অভিনন্দন তার অবিশ্রান্ত ব্লগিং এর জন্য !.. আসলেই তাই। এবার সংখ্যা ও গুণগত মানের দিকে খেয়াল রাখবেন নিশ্চয়ই।


আমার ব্যাপারে আপনি এত খেয়াল করলেন কখন!!!
তবে আফসোস..... আমি এখন নিয়মিত হতে পারছি না।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩৭| ১৮ ই মে, ২০২১ সকাল ৭:৩২

ইসিয়াক বলেছেন: প্রিয় বিজনদা,
আমি ভালো আছি। আপনার কবিতার পোস্ট আশা করছি। আপনি সবাইকে উৎসাহ দেন আর সেই আপনি কারো মন্তব্যে আপনি হতাশ! এমন হলে চলবে কেন? অবশ্যই আপনার কবিতা চাই। অনুরোধ রইলো।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।

আসলে কবিতা ছাড়া থাকাই দায়।
এবার থেকে গোপনে কবিতা পোস্ট করবো আপনাদের জন্য শুধু।

শুভকামনা।

৩৮| ১৮ ই মে, ২০২১ সকাল ৯:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাজিব নুর, চাঁদগাজী, হাসান মাহবুব ও শায়মা সকলকেই অভিনন্দন ব্লগটাকে সমৃদ্ধ করার জন্য।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: অবশ্যই ব্লগে এই চারজনের অবদান সীমাহীন। এই ব্লগ চিরদিন উনাদের মনে রাখবে।

তবে দুঃখ হয় হাসান মাহবুবের জন্য!!
ব্লগটি একবারেই ছেড়ে দিলেন।

এই ব্লগ থেকেই তো উনি বিখ্যাত। উনার লেখক হওয়ার পিছনে এই ব্লগ এবং ব্লগারদের অবদান আছে।
আশাকরি উনি আবার নিয়মিত হবেন।

আপনাকেসহ সকলকেই শুভকামনা রইল।

৩৯| ১৮ ই মে, ২০২১ সকাল ১১:৩১

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন ব্লগার রাজীব নুর ভাইকে।

১৮ ই মে, ২০২১ সকাল ১১:৩৬

বিজন রয় বলেছেন: ওহো! আপনাকে দেখে ভাল লাগল।
আমাকে ভোলেননি তাহলে!

রাজীব নুর আসলে অনেক পরিশ্রম করে।
অভিনন্দন তার প্রাপ্য। সেজন্যই এই পোস্ট।

আপনাকে ধন্যবাদ।

৪০| ১৮ ই মে, ২০২১ বিকাল ৫:৫৩

সাাজ্জাাদ বলেছেন: অভিনন্দন ব্লগার রাজিব ভাইকে তার লক্ষতম মন্ত্যবের জন্য।
যে কোনো ব্যাপারে রেগুলার হতে পারাটা অনেক বড় গুন।
আপনার এই গুনটা কাজে লাগিয়ে সফল হয়ে উঠুন সেই কামনা রইল।

২১ শে মে, ২০২১ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: রাজীব নূর ইতিমধ্যে আপনাদের অভিনন্দনে আপ্লুত।

আপনার এই গুনটা কাজে লাগিয়ে সফল হয়ে উঠুন সেই কামনা রইল।

এই কথাটি কাকে বললেন?



৪১| ২০ শে মে, ২০২১ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: আমার ব্যাপারে আপনি এত খেয়াল করলেন কখন!!!

আপনি কি জানেন সামুতে আমার প্রথম পোস্টে মন্তব্যকারীদের দ্বিতীয় জন ছিলেন আপনি? প্রথম জন চাঁদগাজী ভাই এবং তৃতীয়জন খায়রুল আহসান ভাই।

২১ শে মে, ২০২১ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: সত্যিই তো!! আপনি ভোলেন নি! কিন্তু আমি ভুলে গিয়েছি। আমি দুঃখিত, আমার মনে রাখা উচিৎ ছিল।
আপনাকে স্বামীজী বলে সম্বোধন করেছিলাম।

এখনি থোকে আপনাকে ওই স্বামীজী বলেই ডাকবো।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৪২| ০৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা কেমন আছেন?

০২ রা মে, ২০২২ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: ভাল আছি।
আপনি নিয়মিত ব্লগে আসেন না কেন?

৪৩| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:

০২ রা মে, ২০২২ রাত ১০:৪০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
গত বছর আর এ বছর, একবারেই দিলাম।

হা হা হা ...............

৪৪| ০৯ ই মে, ২০২২ সকাল ৭:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়টা আসলে চোখে পড়ে নি। বিজন দা না জানালে হয়তো বিষয়টা বরাবরই আমার কাছে আড়াল থেকে যেত। যাইহোক রাজীব নুর-কে অভিনন্দন জানাই আর পাশাপাশি ব্লগের সবার সুন্দর আর সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।

০৯ ই মে, ২০২২ সকাল ৯:২২

বিজন রয় বলেছেন: আসলে অতগুলো মন্তব্য করা কম কথা নয় এই ব্লগে। হতে পারে সব মন্তব্য হয়তো ভাল নয় বা দায়সারা গোছের।

বিষয়টি আমার ভাল লেগেছিল তাই সামনে আনা।

অন্য কিছু নয়।

রাজীব নূর ব্লগে আবার ভালভাবে ফিরে আসুন এটাই চাই।

আর আপনাকে শুভকামনা।

৪৫| ০৯ ই মে, ২০২২ সকাল ৯:০৪

বিটপি বলেছেন: কিছু মনে করবেন না। রাজীব নুরের বেশিরভাগ মন্তব্যই হল পড়লাম, দেখলাম, কোন মন্তব্য নেই, পরে পড়ব - এই টাইপের। কোন মতে নিজের উপস্থিতি জানান দিয়ে যাওয়া আর কি! সেই তুলনায় গঠন মূলক মন্তব্য অর্থাৎ যে মন্তব্যগুলো করতে আগে একটু চিন্তা ভাবনা করতে হয় - সেগুলোকে প্রমোট করলে সম্ভবত ভালো হয়।

০৯ ই মে, ২০২২ সকাল ১১:১০

বিজন রয় বলেছেন: না, কিছু মনে করিনি।
রাজীব নূরের স্বভাব তো আমি ভালভাবেই জানি।
তারপরও ভিন্ন চোখে দেখতে চেয়েছি। এত মন্তব্য করার পর যদি সে একটু গঠনমূলক হয় আর কি।

সে যদি নিজেই নিজেকে সস্তা করে ফেলে তো আমরা তাকে সচেতন করতে পারি, কিন্তু পরিবর্তন তো আর করতে পারি না।
তারপরও সে যদি সচেতন না হয় তো আমরা কি করতে পারি।

আপনি কেমন আছেন?
অনেক দিন পর আপনার সাথে কথা হলো।
অনেক ধন্যবাদ ভাল মন্তব্য করার জন্য।

শুভকামনা।

৪৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: ওয়াও, বিশাল ব্যাপার !!!

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

বিজন রয় বলেছেন: কাল না পরশু আপনাকে স্মরণ করলাম।
আপনি হাজির!!

গুড! ভেরি গুড!

৪৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উনার এখনকার অবস্থা তো আরো জটিল হবার কথা।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

বিজন রয় বলেছেন: শুধু জটিল না, জটিলতর।
বেচারা!!

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই আচানক ঘটনা।
১ লক্ষটি মন্তব্য কোন হেলাফেলার বিষয় না।
কতগুলো বাটন চাপতে হয়েছে !
ভাবা যায়!

মিস্টার রাজিব নুর খানকে অভিন্দন।
সেই সাথে আপনাকেও অভিন্দন। আপনি এই পোস্টখানি না দিলে আমি কোন কালেই এই লাখপতির রেকর্ড সম্পর্কে অবগত হতে পারতাম না।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: সাজ্জাদ ভাই, এতদিন পর আপনার এই পোস্ট চেখে পড়ল?
আফসোসসসসসসসসসস।

যাকগে, আপনি সঠিক কথাই বলেছেন।
কিছু না হোক, বাটন তো চাপতে হয়েছে।

আপনাকে আর রাজীব নূরকে অনেক ধন্যবাদ।

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন কত হইছে। আমার ব্লগে তারে ঢুকতে না করছি তারপরও ঢুকে কেন,,,,,,, বদ ব্লগার

২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: আপা, এখন যেন কত হয়েছে সেটা খেয়াল করিনি। তার ব্লগে গেলেই জানতে পারবো। তার ব্লগে যাই, মাঝে মাঝে পরিসংখ্যান দেখি, কিন্তু ওটা কি আর মনে থাকে।

আপা, ক'দিন আর বাঁচবো, সবাইকে ক্ষমা করে দেন।

শুভকামনা আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.