নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোন ধূসর চিহ্ণ নেই
দু'চোখে কোন আঁধার নেই
কোন নিঃস্বতা নেই
কোন নিঃসঙ্গতা নেই
শূন্যতা নেই কোন,
আজ সব অন্তরঙ্গতার শব্দ ধ্বনি স্বর
আজ হৃদয়ে সুখ খুঁজে দুঃখ ভোলার অসীম।
আজ নশ্বর যামিনী অনালোকের ছায়াময় মায়া
মর্ত্যলোকের জ্যোৎস্নাজল অতিমাত্রায় শারীরিক
অভিমান ভেঙে হৃৎপিন্ড আজ মিথুন মূর্তি!
আজ যেন....
স্পর্শ অনিবার্য হয়ে উঠেছে আলিঙ্গনে
সুখ বড্ড তীব্র নিবিড় বন্ধনে
লজ্জ্বা খুব বেশি রক্তিম হয়েছে শিহরণে।
আজ অন্তরালে, সঙ্গোপনে সবকিছু প্রিয়ময়
আজ সবকিছু মুগ্ধতায়, মগ্নতায় বিহ্বল
আজ সবকিছু বড় বেশি
স্পর্শকাতর
হৃদয়গ্রাহী
কবিত্ত্বময়।
.
২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:২১
বিজন রয় বলেছেন: আচ্ছা বলুন তো গুরু.......
.
এই কবিতাটি কি অশ্লীল?
এই কবিতাটি কি যৌনতায় ভরপুর?
এই কবিতাটিতে কি শিল্পের কোন ছোঁয়া নেই?
ব্লগে আজকাল শ্লীল-অশ্লীল লেখা বা সাহিত্য নিয়ে অনেক আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক হচ্ছে সেজন্য আপনাকে প্রশ্নগুলো করলাম।
আর হ্যাঁ, প্রথম মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
২| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
শ্লীল অশ্লীলতা নিয়ে যারা অতি সেনসিটিভ তারা বোধকরি শিশ্ন চেতনায় ভারাক্রান্ত
যদিও সেটা আর দশটা অংগের মতোই অতি সাধারন একটা আবশ্যিক পার্টস বৈ নয়।
যৌনতা দিয়েই যার জন্ম তার তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত!
হ্যা ভালগারিজম সাহিত্যমান কখনোই পায়নি, পাবেও না।
কিন্তু সৃষ্টির মৌলিক বিষয়ের নান্দনিক প্রকাশতো প্রকৃতির মতোই স্বাভাবিক।
অনেক তর্ক বিতর্ক সযতনে এড়িয়ে যেতে শেখার চেষ্টা করছি। কারণ তা কেবলই সময়ের নিদারুন অপচয়!
অনুভবের গহনে যা অনুভব করার তাকেতো লাঠির বাড়ি দিয়ে বোঝানো অসাধ্য
সৃজনশীলতায় যে সৃষ্টির প্রকাশ বিকাশ তাকেতো ব্যাকরনে বাঁধা অনৈতিক
স্থুলতা সর্বোতই পরিত্যাজ্য। তা সাহিত্য বিচারেও ভাগারেই পড়ে রয়।
কিন্তু নান্দনিক শিল্প তা কবিতা হোক, গান, চলচ্চিত্র বা ভাস্কর্য সর্বদাই সার্বজনীনতা পেয়েছে পাবে।
এখন যে নান্দনিকতা বোঝেনা তাকেতো জোর করে বোঝানোর সাধ্যি কারো নেই যতক্ষন না জ্ঞান, বোধ আর প্রজ্ঞার ঐ স্তরে উপনীত না হচ্ছে।
তাই, জয় গুরু বলে- দু হাত খুলে লিখে যান। মহাকাল নির্ণয় করবে তার সাহিত্যাবস্থান। কারো কু-তর্ক নয় ।
১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫১
বিজন রয় বলেছেন: দারুন উত্তর!!
৩| ২২ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৩
কামাল১৮ বলেছেন: কবিতা কবিতাই,কবিতা কোন প্রবন্ধ নয় যে চিন্তার উদ্রেক করবে।কিছু কবিতা পড়লে ভাবের উদয় হয়,কিছু কবিতা পড়লে কামনার উদয় হয় এই যা পার্থক্য।
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১২
বিজন রয় বলেছেন: তাহলে কবিতা কোন চিন্তার উদ্রেক করে না?
৪| ২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্য বন্দি !!
দাদা মাঝে মাঝে এমন চমক দিবেন !!
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৬
বিজন রয় বলেছেন: চমকে দিতে চাই, কিন্তু সময় পাইনা যে!!
৫| ২২ শে জুলাই, ২০২১ রাত ৯:০৯
নিয়াজ মোর্শেদ বলেছেন: Good.
১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২৯
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
৬| ২২ শে জুলাই, ২০২১ রাত ১০:২৩
সুদীপ কুমার বলেছেন: আমিও আসলাম আর পড়লাম।বিদ্রোহী ভৃগু ভাইয়ের মন্তব্যের সাথে একমত।হাত খুলে লিখে যান।
১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২৯
বিজন রয় বলেছেন: আমার এখানে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯
বিজন রয় বলেছেন: ধন্যবাদ। +++
৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: রোমান্স জাগানিয়া কবিতার অবয়ব! মুগ্ধতা!
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: তারা'রা হারিয়ে গেলে, চাঁদ ডুবে গেলে....!!!
৯| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার!
কবিতাটি পড়ে আমি মুগ্ধ, বিমোহিত, শিহরিত।
আজকের বিষয়টির পুনরাবৃত্তি ঘটুক প্রতিটি আজ।
শুভেচ্ছা প্রিয় কবি। অনন্ত যৌবনা হোন।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১১
বিজন রয় বলেছেন: ব্লগে খুব একটা আসা হয় না, তাই আপনার এটার উত্তর করা হয়নি। কিছু মনে করবেন না।
১০| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৭
ইন্দ্রনীলা বলেছেন: দারুন প্রেমময় ও প্রাপ্তির কবিতা।
২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ইন্দ্রনীলা।
অনেক দেরি করে উত্তর করলাম।
১১| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতাটি পড়ে মনে হচ্ছে কোনো এক চন্দ্রিমা রাতের এক নেশাতে লেখা হয়েছে। প্রশংসা করার মতো কবিতা। +++
২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫২
বিজন রয় বলেছেন: কবিতা ব্যাপারটি আসলে নেশার মতো।
১২| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি শুধুই স্বীকারোক্তি নয়। এটাকে বলা যায়, শাব্দিক আত্ম-উন্মোচনের ঘোষণা!
শেষের দুটো স্তবক খুবই প্রগাঢ়; শব্দ অল্প, কিন্তু অভিব্যক্তি খুবই বাঙ্ময়।
কবিতায় একাদশতম ভাললাগা। + +
০১ লা মে, ২০২২ সকাল ৭:৩৮
বিজন রয় বলেছেন: ওহ! আপনি এসে এখানে কথা বললেন!
যে শাব্দিক আত্ম-উন্মোচনের ঘোষণার উচ্চারণ করলেন তা হৃদয়ে ধারন করার মতো।
কবিতা চর্চা বা অনুশীলন এবং এটার মর্ম শুধু তারাই উপলব্ধি করে যাদের হৃদয় কবিতার মতো।
অনেকেই কবিতা লিখতে পারে কিন্তু কবি হতে পারে মাত্র কেউ কেউ।
কবি আসলেই সেই-ই যার হৃদয় কবিতার মতো, কবির মতে নয়।
অনেক অনেক শুভকামনা।
১৩| ০৭ ই মে, ২০২২ রাত ১১:১৮
এম ডি মুসা বলেছেন: কবিতা ছন্দ মাত্রা অবশ্যই,, গদ্য ছন্দ অক্ষরবৃত্ত থেকে সৃষ্টি
এটা রবীন্দ্রনাথ ঠাকুর আবিষ্কার করেন,, এর আগে বানিয়ে কিছু লেখা হতো না
তাই কবিতা লেখা এত সহজ ছিলো না।। তবে গদ্য ছন্দ মাত্রা মাত্রা আছে
আপনার কবিতা সেই মাত্রায় ভাগ কোথায় কবিতা আগে বুঝতে চেষ্টা করুন,,
কাউকে মন্তব্য করার আগে সেই সম্পর্কে সম্পূর্ণ ্্ ধারণা থাকা উচিত, ৬৫০- ১১০০ খ্রিষ্টাব্দ চর্যাপদ
যখন কবিতা মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ লেখা হতো, তাহলে নতুন আবার কবিতা কি
কবিতার নির্দিষ্ট রুল আছে।। বিতর্ক নয় এই কথা আপনার উপকার আসবে,, আপনার ভালো জন্য বলি।।
ছন্দ সম্পর্কে বই , ছন্দের সহজ পাঠ, আবিদ আনোয়ার,, বাংলা গান রচনার কৌশল, মোহাম্মদ রফিকউজ্জামান, বাংলা কবিতা ছন্দ
মোহাম্মদ মনিরুজ্জামান। আরো জাতীয় পুরস্কার প্রাপ্ত কবির ছন্দ কবিতা সম্পর্কে বই আছে কিনে পড়ুন, কবিতা সৃজনশীল মনোযোগ দেন , বানিয়ে কবিতা লেখা যায় না,, ধন্যবাদ।। নিজের লেখা উন্নত হলে আপনার কাছে কিছু শিখতে চাইতাম।। আপনার কবিতা উন্নয়ন প্রয়োজন, কবিতার পিছনে,, জ্ঞানের প্রকল্প বাজেট করেন।। অনেক অনেক ধন্যবাদ।। আমি চাইনি এত কথা বলতে ,, আমি যা জানি ততটুকু বলবো, না জেনে পন্ডিত করিনা।। আপনার কাছে শেখার কিছু থাকলে অবশ্যই শিখতাম।।
০৮ ই মে, ২০২২ রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: জ্বী, জ্বী, জ্বী ভাইজান, আপনি যা বলবেন তাই হবে। আপনার সব কথা, সব উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। আমি আমার কবিতার উন্নয়ন ঘটিয়েই তবে আপনার কবিতা নিয়ে কথা বলবো। আমার কাছে শেখার কিছু নাই, তবে আমি আপনার কাছে ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলেছি।
তাই আপনাকে আমার প্রয়োজন, কবিতায়, গল্পে মন্তব্যে।
কি এবার খুশি তো!
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য।
১৪| ০৭ ই মে, ২০২২ রাত ১১:২৩
শায়মা বলেছেন: ভাইয়া
তোমার এই পোস্টে আসলাম একটা কারণে।
তারপর হাসলাম।
অনেক হাসলাম......
এখনও হাসছি।
নিশ্চয় এতদিনে আমাকে চিনেছো। কেনো হাসছি বুঝেছো.....
০৮ ই মে, ২০২২ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা ............... আপনার হাসির কারণ ধরতে পেরেছি। আমিও তো অনেক হাসলাম। সারাদিন ব্যস্ত থাকার জন্য কথা বলতে পারিনি।
আমি ভাবছি আমাদের মহাকবি কবি আফতাব হোসেন যদি আবার ব্লগে এসে আয় আয় তই তই, পেক পেক করতেন তো আমরা ধন্য হতাম।
তার অভাব বর্তমান কবিকে দিয়ে হবে কিনা জানিনা, আফসোসসস।
১৫| ০৮ ই মে, ২০২২ রাত ১০:২২
শায়মা বলেছেন: ভাইয়া আবার আসলাম হাসতে হাসতে এবং হাসতে।
কবি আফতাব হোসেন ভাইয়ার পা ধরে হলেও ডেকে আনতে হবে।
০৮ ই মে, ২০২২ রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: সত্যিই ওনাকে পেলে খুব ভাল হতো। কিভাবে ওনাকে পাওয়া যেতে পারে জানিনা।
কবি আফতাব হোসেন, চিকন মিয়াসহ কত যে মজার ব্লগার ছিলেন এই ব্লগে।
ওনারা যদি আবার ফিরে আসতেন!!!
কালের গর্ভে একদিন সবাই হারিয়ে যায়, এটাই দুনিয়ার রীতি!!
১৬| ০৮ ই মে, ২০২২ রাত ১০:২৭
শায়মা বলেছেন: ভাইয়া আরেকটা ছিলো না ইঞ্জিনীয়ার কি যেন নাম।
আর ইউ ইনম্যারিড ইনম্যারিড করতো মেয়েদের পোস্টে গিয়ে।
এত্ত হাসির ছিলো।
আই মিস হিম
২১৩. ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:২২০
কবি আফতাব হোসেন বলেছেন: হিপ্নোথেরাপি ৮৫ ভাগ মানুষকেই স্বাভাবিক করে তোলে..
এজ রিগ্রেসন আর মোস্কিউটো বিভ্রম বা হেলিউসিনেশোন সোম্মোন্ধে একটি রিসার্স পেপার লিখুন
মানুষ কেন বারবার হাত ধোয়?
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৩০
লেখক বলেছেন: আমি কেনো?
তুমিই লেখোনা রিসার্স পেপারটা।
আই মিস হিম টু!!!
০৮ ই মে, ২০২২ রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: হা হা মাহ হা হা যহা.... আপনিও পারেন বটে!!
ওই যে মনে পড়েছে, নাভানার ইঞ্জিনিয়ার।
ব্যাটা একবার কট খেয়েছিল।
তবে হ্যাঁ, কবি আফতাব হোসেন একখান জিনিয়াস!
আচ্ছা, আপনি তো ব্লগে অনেক পুরানো, অনেক স্মৃতি আপনার এই ব্লগে।
আপনি ব্লগ নিয়ে আপনার স্মৃতিকথা লিখবেন পর্বে পর্বে?
আমার অনুরোধ রইল এই ব্যাপারে।
হাসান মাহবুব লিখেছিলেন অনেক আগে।
১৭| ০৮ ই মে, ২০২২ রাত ১০:৫২
শায়মা বলেছেন: হ্যাঁ আমি কত কিছুই লিখতে পারি ব্লগ দাদী হয়ে গেছি।
তবে ঐ নাভানার ইঞ্জিনীয়ার আফতাব কবি কারা ছিলেন হামা ভাইয়ু মনে হয় জানে।
আমিও একটু একটু জানি........
ঐ ভাইয়া পরে অনেক পরিচিতি পেয়েছিলো। দেশের সবাই চিনে তাকে।
এখন দেশের বাইরে আছে। একটা মেয়ে হয়েছে।
অনেক দুষ্টু ছিলো এমনিতে। মজা করে করতো এসব।
তবে আর কখনই তারা এই ব্লগে আসবে না হয়ত কিন্তু এত দিনের এত মজার স্মৃতিময় ব্লগের কথা তাদের মনে পড়ে নিশ্চয়।
০৮ ই মে, ২০২২ রাত ১১:০২
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে ভাবি ওই সব স্টার ব্লগাররা যদি ব্লগে নিয়মিত থাকতেন তো কত মজাই না হতো!!
ব্লগ ব্যাপারটি কেমন যেন, অনেক মায়া দেয়, তারপর সেই মায়া কেড়ে নেয়।
দীর্ঘশ্বাস!!
তবে আপনাকেও অনেক ধন্যবাদ জীবনে এত কাজের মাঝেও আপনি ব্লগে এত দীর্ঘ সময় ধরে নিয়মিত আছেন।
আপনিও আইকনিক।
আপনার জন্য একরাশ শুভকামনা।
১৮| ০৮ ই মে, ২০২২ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: এটা পড়ো ভাইয়া
হা হা হা
লেখোয়াড় ভাইয়াকে আমি ভাবতাম তোমার আরেক নিক।
তোমার উপর আমার একটু সন্দেহ ছিলো এই কদিন আগেও তুমি শত্রুপক্ষ।
আসলেও হয়ত তাই কিন্তু কিছু কি আর যায় আসে বলো???
বুড়ি হবার লক্ষন সকল রাগ দুঃখ কমে যায়.....
০৮ ই মে, ২০২২ রাত ১১:২৯
বিজন রয় বলেছেন: জ্বলন্ত-বিশ্ব'র পোস্ট দেখলাম। ওই পোস্ট আগে পড়েছি কিনা মনে নেই। ওটাতো অনেক আগের।
লেখোয়াড় চমৎকার কবিতা লিখতেন, অনেক দিন ব্লগে দেখি না।
লেখোয়াড় নামটি বড়ই অদ্ভূত!! তার সাথে আমার তেমন কোন স্মৃতি নেই।
আমি শত্রুপক্ষ!!!! সে কি?
আমি কোন কারণ খুঁজে পাচ্ছি না।
আমি এখানে শুধু কবিতা নিয়ে ভাবনা-চিন্তুা করি, আমি কারো শত্রু হতে পারি না, বা কেউ আমার শত্রু হতে পারে না।
হয়তো বয়সের সাথে সাথে ধৈর্য বাড়ে আর রাগ-দুঃখ কমে। হয়তো এটাই মানুষের সহজাত প্রবৃত্তি।
তবে কেউ আমাকে কষ্ট দিলে সেই কষ্টের বিপরীতে যেদিন থেকে হাসতে শিখেছি সেদিন থেকে আমি অনেক সুখি।
১৯| ০৮ ই মে, ২০২২ রাত ১১:৩৩
শায়মা বলেছেন: না ভাইয়া আগের মত এত সময় আর দেই না। কয়েক বছর হলো লাইফস্টাইলে চেইঞ্জ এসেছে। সেই আগের মত আর সময় দিতে পারি না।
কাজ বেড়েছে দায়িত্ব বেড়েছে এ ছাড়াও আমার নিজের অং বং কাজ তো আছেই।
এই যে তুমি আমাকে আইকনিক বললে সেই কথায় মনে পড়ে গেলো আরেকটা মজার ঘটনা।
কয়েকদিন আগে হামাভাইয়ুর ফেসবুক পোস্টে একজন বলছিলো ব্লগে অপসরা নামে একজন ছিলো সে কি এখনও আছে তাকে মনে পড়ে। হা হা হা
মানুষ এই ব্লগের সাথে আমাকেও কেমনে যে মনে রেখেছে ভেবেই অবাক হই। তার সাথে তেমন কোনো সখ্যতা ছিলো না তবুও।
তবে হ্যাঁ প্রিয় মানুষেরা কি ভাবে অপ্রিয় হয়ে যায় ব্লগ সেটা শেখানোর এক মোক্ষম জায়গা।
০৮ ই মে, ২০২২ রাত ১১:৪৬
বিজন রয় বলেছেন: মানুষ তো মনে রাখে তার ভাল কাজের জন্য, তাই না?
আপনি যে সেই একযুগেরও বেশি অবিশ্রান্তভাবে দুই নিকে ব্লগিং করে যাচ্ছেন। তাও যেনতেন ভাবে নয়, প্রায় সবধরনের বিষয় নিয়ে অনেক ভাল লেখা পোস্ট করে আসছেন। এটা নিশ্চয়ই অনেক বড় ব্যাপার।
আর ব্লগে আপনার প্রাণময় উপস্থিতি!! সেটা এক কথায় অসাধারণ।
তাই মনে করি কোথাও এই ব্লগ বা ব্লগার নিয়ে আলোচনা হলে আপনার না্মটিও থাকবে প্রথম সারিতে।
আপনি অবশ্যই নমস্য ব্লগার।
এভাবেই ব্লগে কি জীবনে সতেজ থাকুন, সজীব থাকুন, প্রাণবন্ত থাকুন।
শুভকামনা।
.
২০| ০৮ ই মে, ২০২২ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: তোমার উপর যে আমি কত শতবার খেপেছি তুমি বোধ হয় নিজেও জানোনা।
তবে এই কিছুদিন আগে জানান দিয়েই খেপেছিলাম। হা হা হা
যাইহোক পরে ভাবলাম তুমি অনেকের মতন না আসলে ভেবে রাগ চলে গেলো আর কি......
এই চেনা অচেনা জীবনেও না দেখা অদেখা ভূবনের মানুষগুলোর সাথে কত সুখে দুঃখেই কেটে গেলো আমাদের।
০৯ ই মে, ২০২২ রাত ১২:০৯
বিজন রয় বলেছেন: আমি আপনাকে বোঝাতে পারবো কিনা জানিনা, আপনি আমার উপর অনেকবার খেপেছেন কিনা সেটা আমি কখনো ভাবিনি, মনে করিনি, কারণ আমি তো ওসব মনে করে আপনার কোন পোস্টে কথা বলিনি, তাই খেপার বিষয়টি মাথায় আসেনি। ব্লগে কেউ আমার কথায় কষ্টপাবে বা অপমানিত বোধ করবে সেরকম কথা কোথাও বলেছি কিনা বা ওরকম আচরণ করেছি কিনা তা মনে করতে পারছি না।
অপমান করেছি এটা ভেবে যদি মন্তব্য করতাম তখন হয়তো খেপা বা রাগার বিষয়টি আমার মাথায় আসতো।
ব্লগার শিখা রহমান একবার আমাকে আশ্চর্য সুন্দর ব্লগার বলে মন্তব্য করেছিলেন। ওরকম অনেকেই আমাকে প্রশাংসা করেছেন, এই প্রাপ্তিগুলোতে আমি মনে করি ব্লগে আমি হয়তো সঠিক পথেই আছি।
তবে কি, মানুষ যদি ভুল করে ভুল বোঝে তো শোধরানোর সুযোগ দেওয়া উচিত বলে মনে করি।
২১| ০৯ ই মে, ২০২২ রাত ১২:১০
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!
শুধু দুই নিকস!!!!!!!!!!
আমি সব সময় লুকিয়ে যেতে চেয়েছি। নিজের মনের মত করে এই ইমেজ থেকে বের হয়ে গিয়ে অন্য কেউ হয়ে লিখতে চেয়েছি। বারে বারে ধরা খেয়েছি বা ইচ্ছা করেই পরে ধরা দিয়েছি।
তুমি এতদিনে শুধু দুইটা নিক চিনলে??? হাহা হা
এ লেখার লেখিকাwho is this কে লিখেছে বলো তো?
এটা তো জানোই সে কত কান্ড
এটা কি জানো?
একে তো জানোই
আরও আছে।
পরে বলে যাবো।
০৯ ই মে, ২০২২ রাত ১২:২১
বিজন রয় বলেছেন: হা হা হা ....
সত্যি বলতে আমি শুধু শায়মা আর অপ্সরা এই দুটো আপনার এটাই জেনেছি।
প্রকৃতপক্ষে আমি ওসব নিকস বা একের অধিক নিকস এসব নিয়ে মাথা ঘামাইনি কখনো।
আমি মনে করি আপনার শায়মাতেই থাকা উচিৎ।
ব্লগের প্রতি আপনার টান আর ভালবাসা দেখে আমি মাঝে মাঝে অবাক হই।
২২| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: !!!!!!
২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: ????
২৩| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: ঐই একটা জায়গা খুঁজে পেলাম না কবি দা
২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: আপনার কথাটির অর্থ বুঝতে পারিনি, যদি একটু বুঝিয়ে দিতেন তো আমি কথা বলতে পারতাম।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
কবির মিথুন সূখানুভব যেন চুইয়ে পড়ছে কাব্য বেয়ে...
আর পাঠক আমোদিত হচ্ছে মুগ্ধতায়, মগ্নতায়, বিহ্ববলতায়, স্পশকাতরতায়, শিহরনে
++++