নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন (সামু) কেমন চাই এই প্রশ্নের যে উত্তরগুলি পেয়েছিলাম!!

০২ রা মে, ২০২২ সকাল ১০:২০



২০১৯ এর সেই পোস্ট।
সামহোয়্যারইন ( সামু ) মুক্ত হলো, এখন আমরা কি করতে পারি?

বিজন রয়............
০১. অবিরাম কবিতা পোস্ট দিতে পারি।
০২. অনেক গল্প পোস্ট দিতে পারি।
০৩. সমসাময়িক বিষয়সহ অন্যান্য পোস্ট দিতে পারি।
০৪. বিতর্কিত বা ক্যাঁচাল পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি।
০৫. ক্যাঁচাল করা থেকে বিরত থাকতে পারি।
০৬. ব্লগে একে অন্যের প্রতি সর্বোচ্চ সন্মান প্রদর্শন করতে পারি।
০৭. পুরানো ব্লগারদের ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি।
০৮. ব্লগ যাতে আগের মতো মুখর ও উজ্জীবিত হয় সে চেষ্টা করতে পারি।
.............

০৯. মুক্তি উপলক্ষে মিলনমেলা করতে পারি......প্রতি মাসে সেরা ব্লগার নির্বাচিত করা যায় কি ?
যেমন ধরুন সেরা গল্প , সেরা কবিতা , সেরা ছবি ব্লগ , সেরা ফিচার , সেরা লেখা , সর্বাধিক মন্তব্যকারী। ইত্যদি।.স্বপ্নবাজ সৌরভ
........................
১০. সকলে সকলের প্রতি সন্মান দেখিয়ে ব্লগে বেশি বেশি পোষ্ট ও কমেন্ট করতে পারি ও অন্যকে উৎসহ দিতে পারি..... খোলা মনের কথা।
.............

কাজী ফাতেমা ছবি বলেছেন: .........
১১। কড়া মন্তব্য মিষ্টি করেও বলতে পারি। দোষ ধরিয়ে দেয়ার ক্ষেত্রেও সরাসরি কাউকে আঘাত না করতে পারি ।
১২। এক দুই লাইনের পোস্ট দেয়া হতে বিরত থাকতে পারি।
১৩। অশ্লীল অশালীন কবিতা পোস্ট করা হতে বিরত থাকতে পারি।
১৪। ধর্মীয় ব্যাপারে বিশেষ জ্ঞান না থাকলে এমন পোস্টে মাতব্বরি না করতে পারি বা ক্যাচাল না লাগাতে পারি
১৫। পোস্ট দিয়ে উধাও না হতে পারি। অন্যদের পোস্ট পড়ে মন্তব্য করতে পারি। অনেকেই নিজেই পোস্ট দেন আর কারো পোস্টে ঢুকেন না এ অভ্যাস ত্যাগ করতে পারি।
১৬। হাসি আনন্দে সবার সাথে মন্তব্যেও করতে পারি।
১৭। প্রথম পৃষ্ঠায় পর পর দুইটা পোস্ট না করতে পারি
১৮। কারো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যেতে পারি
১৯। দেশের আনাচে কানাচের রূপ সৌন্দর্য ছবির মাধ্যমে তুলে ধরতে পারি।
২০। সবার জ্ঞান সমান নয়। তাই কবিতা হিসেবে যারা লিখেন, তাদেরকে কথা দ্বারা অপমানিত করা হতে বিরত থাকতে পারি।
..........

২১. মন্তব্যে ভুল পরিলক্ষিত হলে, ক্যাচাল না করে সঠিকটা উপস্থাপন করতে পারি.......তারেক ফাহিম
..........

রাজীব নুর বলেছেন:
২২. ব্লগে সবাই মিলে মিশে থাকবো।
২৩. দেশের সমস্যা ও সমাধানের কথা লিখব।

..........
রাকু হাসান বলেছেন:
আমিও কিছু যোগ করতে চাই ...এই নব জন্মের আনন্দের সময় ।
২৪। বির্তকীত বিষয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষে বিপক্ষে পর্যাপ্ত যুক্তি সংগ্রহ করে পোস্ট করা উচিত।
২৫। যে বিষয়ে আংশিক ধারণা বা জ্ঞান আছে সে সকল বিষয় এড়িয়ে চলতে পারি ।
২৬। পরমত সহিষ্ণুতা বাড়াতে হবে । আমাদের আরও শ্রদ্ধাশীল হতে হবে ।
...........

জুন বলেছেন:
২৭. ভ্রমণ কাহিনী লেখার কথা কেউ ভুলেও উচ্চারণ করে না
সব্বাই খালি গল্প আর কবিতার কথা বলে
..........

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবই তো চলে এসেছে, আমি আর কি কমু!
২৮. মাল্টি নিক খুলে কাইজা করতে পারি
২৯. ছাইয়া নিক খুলে পোস্টাইতে পারি
৩০. ব্লগের নীতিমালা ভেঙে/অর্ধ ভেঙে ব্যান খেতে পারি।
৩১. স্বজনপ্রীতি/বেছে বেছে পরিচিতদের পোস্ট লাইক কমেন্ট করার অভ্যেস পরিহার করতে পারি।(সবার জন্য প্রযোজ্য)
..........

৩২. কি কি করতে পারি ? আগে যা যা করতাম তাই-ই করতে পারি .... রাবেয়া রাহীম
..........
নতুন বলেছেন:
৩৩. ব্লগিং জনপ্রিয় করতে কাজ শুরু করতে পারি সবাই।
৩৪. আপনার পরিচিতদের ব্লগিং করতে আমন্ত্রন জানাতে পারি সবাই।
৩৫. ব্লগের পক্ষ থেকে লেখার প্রতিযোগিতার আয়োজন করে স্কুল, কলেজের সবাইকে অংশগ্রহন করতে উদ্ভুধ্র করতে পারি।
৩৬. আরেকটা জিনিস সবার একটু করে করা উচিত সেটা হলো ব্লগে যেই বিঙ্গাপন গুলি আসে সেটার দুই একটাতে ক্লিক করতে পারি সবাই দিনে দুই এক বার। খুব বেশি করার দরকার নাই , এক একজন সারা দিনে কয়েকটা ক্লিক করলেই হবে।
..........

৩৭. অবশ্যই ক্যাচাল দরকার কারণ ক্যাচাল ছাড়া জীবন পানসে। তবে সেটা হবে কনস্ট্রাকটিভ ক্যাচাল নট ডিস্ট্রাকটিভ ক্যাচাল
আবার জমে উঠুক আগের মতো........সোহানী
..........
শুভ্রনীল শুভ্রা বলেছেন:
৩৮. কোনো পোস্টের আলোচ্য বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা (যদি প্রয়োজন মনে হয় ) করতে পারি। কারো সমালোচনা করতে যেয়ে এমন তীর্যক মন্তব্য যেন না করি যাতে সে ব্লগিং করার আগ্রহ ই হারিয়ে ফেলে।
৩৯. ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকতে পারি।
৪০. শব্দচয়নেই ব্যাপারে আরো বেশি সতর্ক হতে পারি। তাহলে অযথা বিবাদ এড়ানো সম্ভবপর হবে।
..........

নুরুন নাহার লিলিয়ান বলেছেন:
৪১। ব্লগ স্বাভাবিক ভাবে ব্যবহার করা যাচ্ছে অনেকেই জানে না ।তাদের সামাজিক মাধ্যমে জানানো দরকার ।
৪২। মিডিয়ায় একটা ধন্যবাদ প্রকাশ করা উচিত সকল ভুল বুঝাবুঝির অবসানে ব্লগ খুলে দেওয়াতে ।
৪৩ । একটা ভাল মানের মিলনমেলা হতে পারে ।
৪৪ । ব্লগকে আরও আধুনিক করার সকল পদক্ষেপ নেওয়া উচিত
৪৫। যারা ব্লগের পরিবেশ নষ্ট করে তাদের সম্মানের সাথে ভুল বুঝিয়ে দেওয়া অথবা তাদের প্রবেশ বন্ধ করা উচিত
৪৬। সামু ব্লগের উন্নয়নে সবার ভাবা উচিত ।
৪৭। শুধু লিখে যাওয়া নয় । বছর শেষে শেয়ার পাঠক , মন্তব্যকারি , পোষ্ট দাতা , সেরা পোষ্ট সহ অনেক কিছু মুল্যায়ন হতে পারে ।
৪৮। সব জায়গায় মুল্যায়ন বিষয়টা না থাকলে তা স্থবির হয়ে যায় ।
৪৯। ব্লগের পরিবেশ , সবার সাথে সবার সম্পর্ক সুন্দর থাকুক ।
..........

করুণাধারা বলেছেন:
৫০) পোস্ট গঠনমূলক এবং সত্যনিষ্ঠ হওয়া দরকার। অনেক সময় 'কান নিয়েছে চিলে' মার্কা পোস্ট কেউ দিয়ে দিলেন, তারপর আর এর সত্যতা প্রমাণ করতে পারলেন না। এটা যেন সামুতে না হয়।

৫১) বিভিন্ন অনলাইন মাধ্যমে থেকে পাওয়া খবর সূত্র উল্লেখ না করেই সামুতে পোস্ট যেন কেউ না করেন। এমনিতেই, একবার পড়া খবর সামুতে দেখতে বিরক্ত লাগে।

৫২) পোস্ট দিয়ে কেউ কেউ উধাও হয়ে যান; মন্তব্যের উত্তর দেবার কোন দরকার মনে করেন না বরং নতুন আরেকটা পোস্ট দিয়ে বসেন! আবার কেউ কেউ মন্তব্যের উত্তর দেন যদিও, কিন্তু কিছু কিছু মন্তব্য স্কিপ করে তার পরের গুলোর উত্তর দেন। এই জিনিসটার অবসান এখন হওয়া দরকার, একান্তই।
.........

৫৩. আমি মনে করি, ব্লগে আলোচনা-সমালোচনা সব হবে,তবে সুস্থ মানসিকতা নিয়ে!.....শাহরিয়ার কবীর
৫৪. নতুনদেরকে ব্লগিং এ উৎসাহ দিতে পরি। বিঃদ্রঃ আমিও নতুন.....রিসাদ রায়হান

৫৫. ঢাবিয়ান বলেছেন: ব্লগে এখন ব্লগারের সংখ্যা অনেক। এর মধ্যে কবি ব্লগারের সংখ্যাটা মনে হয় একটু বেশী। কবিদের প্রতি অনুরোধ প্রথম পাতায় পরপর অসংখ্য কবিতা যেন স্থান না পায়। ভাল তথ্যবহুল পোস্ট তাতে দ্রুত প্রথম পাতা থেকে উধাও হয়ে যাবার সম্ভাবনা থাকে।

৫৬. আরোগ্য বলেছেন: মন্তব্যে উসকানি না দিয়ে উপদেশ দিলে ভালো হবে।

৫৭. চাঁদগাজী বলেছেন: ব্লগারেরা বাংলাদেশের একটা আলাদা জেনারেশন, এঁরা অন্য অনেকের চেয়ে আলাদা, এঁদের সবার স্বকীয়তা আছে, সবাই জানেন কি করছেন।
ব্লগারেরা 'রিয়েলটাইম' আধুনিক লেখক, ভাবুক, পর্যবেক্ষক; এখানে পোষ্ট নিয়ে আলোচনা হবে, যুক্তি-তর্ক হবে, তর্ক-বিতর্ক হবে, ভাবনার মুল্যায়ন হবে; পুরাতন, অপ্রয়োজনীয় ভাবনা, ভুল প্রচারণা, জাতির জন্য ক্ষতিকর প্রচারণা ইত্যাদি আপনা থেকেই বিলীন হয়ে যাবে।

৫৮. মা.হাসান বলেছেন: মডারেটরের প্রতি অনুরোধ, ব্লগে সপ্তাহে ছয় দিন কবিতা দিন রাখেন, বাকি একদিন আমাদের মত ক্যাচালবাজদের জন্য, কবিদের ছয় দিন ব্লগে আসবো না, কিন্তু সাত নম্বর দিনে কেউ কবিতা পোস্ট করলে আজীবন ব্যান।

৫৯. সেলিম আনোয়ার বলেছেন: কবিতা গল্প গান ভ্রমন ছবি পোস্ট আলোচনা সমালোচনা সব হবে। শুধু সত্যের চর্চা হবে । সত্য সঠি ক পথের সন্ধান দিবে।

৬০. বিদ্রোহী ভৃগু বলেছেন:
লিখুন প্রাণ খুলে

দেশকে ভালবেসে
সত্যকে ভালবেসে
বিবেকের টানে
তথ্য আর সত্যের মিলনে

লিখুন কবিতা গল্প প্রবন্ধ
দলান্ধতার যেন না রয় গন্ধ
নির্মোহ সত্যচর্চা
চলুক সামুতে সাচ্চা।

৬১. মোঃমোজাম হক বলেছেন: যে যাহা পারে তাই লিখবে ।

৬২. ডঃ এম এ আলী বলেছেন:
এখন কি করতে হবে তা আপনি সহ বিজ্ঞ ব্লগারগন বলেই দিয়েছেন
আমি অল্প কথায় কিছু কথা যুক্ত করতে চাই সকলে মিলে বলতে চাই-
ওগো সোহাগিনি আদরিনি সামু তোমার লাগি এখন কি করব বল
কোথায় রাখব তোমায় খুঁজে না পাই তেমনতর একটি আশ্রয়স্থল,
তুমি যে বড় আদরের ধন আদরেই রাখব তোমায় পেতেছি এ বক্ষস্থল
সবাই মিলে বলি যেন আস তুমি, বুকে রাখি তুমি থাক মোরা থাকি
তোমার শ্বাসে শ্বাস মিলাব আর আঁখি জলে ফেলব আঁখি জল ,
তোমার বাধ ভাঙ্গার আওয়াজের মিছিলে থেকে বলব সবে চল রে চল
ছলে বলে তোমার আওয়াজ রুখিতে আসলে পাঠাব তাকে রসাতল।

৬৩. জুনায়েদ বি রাহমান বলেছেন: মনখোলে ব্লগিং করতে পারি!

৬৪. আমি তুমি আমরা বলেছেন: এখন আমাদের গঠনমূলক ব্লগিং করা উচিত। সাথে এই প্লাটফর্ম যাতে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত না হয়-সেদিকে লক্ষ্য রাখতে পারি।

সবচেয়ে বড় কথা- ব্লগ কতৃপক্ষকে ব্লগিং-এর জন্য একটি উন্নত মানের মোবাইল এপ তৈরী করার জন্য উতসাহিত/অনুরোধ করতে পারি।

৬৫. সুলতানা শিরীন সাজি বলেছেন: আমার খুব ইচ্ছে করে এখনকার ব্লগারদের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু ব্লগারদের ( নিজের নামে এবং ছদ্মনামে) আবার এখানে দেখতে।
মনেহয় আবার এ বাড়ি ,ও বাড়ি ঘুরে লেখা পড়ে কমেন্ট করার আনন্দ খুঁজে পাই।
ব্লগের মাধ্যমে নতুন ভালো ভালো লেখকদের কবিদের জন্ম হোক।
ব্লগের প্রতিটা পোস্ট হোক ভালোলাগার। এটা অন্যকোন মাধ্যমের মত শুধু স্ট্যাটাস ভিত্তিক না হোক।

৬৬. অপু দ্যা গ্রেট বলেছেন:
১। ব্লগারদের কাচ্চি ঘুষ দিতে পারি ।
২। ব্লগারদের কে পেইড করতে পারি ;)
৩। সবার লেখা প্রথম পাতায় দিতে পারি ।
৪। মাসের শেষে যে সব চেয়ে কম পোস্ট করবে তাকে গিফট পাঠাতে পারেন ।
৫। চাইলে আমাকে প্রতি সপ্তাহে কাচ্চি খাওয়াতে পারেন ।

৬৭. কৌটিল্যা বলেছেন: সবকিছুই স্বাভাবিক রাখতে নিজে স্বাভাবিক হতে পারি।

৬৮. জুল ভার্ন বলেছেন: সকলের প্রত্যাশা পূরণ হবে অধিক সংখ্যক ব্লগারদের সরব উপস্থিতিতে ভালো ভালো লেখায় এবং পাঠক বন্ধুদের মনখোলা সমালোচনায়।

৬৯. জ্যাকেল বলেছেন: সামু যেমন চাই তেমন পাই নি তবে প্রত্যাশার কাছাকাছি আছে। ওয়েবসাইট এর কিছু ক্রটি আছে যেইগুলো সংশোধন করা দরকার।

৭০. মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে আরো নতুন নতুন ফিচার যোগ হওয়া সময়ের দাবি।

৭১. জটিল ভাই বলেছেন:
আগের চাওয়া এবং নতুন চাওয়াগুলো সবার পূর্ণ হলেই সামু হবে স্বপ্নের সামু। সেই প্রত্যাশার সঙ্গে এটাই বলবো, সামুর মাধ্যমে আমরা একে-অপরকে পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করতে পারি যদি উভয়পক্ষই এর প্রয়োজনীয়তা উপলব্ধি করি। আর সেজন্যে চাই সকল সুব্লগারদের প্রত্যাবর্তন।

৭২. ভার্চুয়াল তাসনিম বলেছেন:
মুক্তির আগে যেসব ব্লগারের পাস পরিবর্তনে সমস্যা হচ্ছে তাদের সামুর অফিসিয়াল এমেইল আই ডিতে ইমেইল করার মাধ্যমে পাস পরিবর্তন লিংক পাঠানো হোক। কারণ অনেকে ইমেইল আই ডি তে এক্সেস হারিয়েছেন।


সবার জন্য শুভকামনা।



মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ সকাল ১০:৩৭

জুল ভার্ন বলেছেন: সকলের প্রত্যাশা পূরণ হবে অধিক সংখ্যক ব্লগারদের সরব উপস্থিতিতে ভালো ভালো লেখায় এবং পাঠক বন্ধুদের মনখোলা সমালোচনায়। +

০২ রা মে, ২০২২ সকাল ১১:২৭

বিজন রয় বলেছেন: অধিক ব্লগারের উপস্থিতি ব্লগের জন্য এখন অপরিহার্য।

অনেক পুরানো ব্লগার মনে করে ব্লগে সময় নষ্ট করে কি লাভ তাই তারা আসে না। শুধু যারা একটু-আধটু লিখতে পারে তারাই ব্লগে আছে বা আসার চেষ্টা করে। অনেকে ব্লগ থেকে নাম কামিয়ে বিদায় নিয়েছে। আর নতুন যারা আসছে তারাও কিছু দিন পর উৎসাহ হারিয়ে ফেলছে।

আর কিছু ব্লগার আছেন, আসেন যারা পড়তে ভালবাসে।
আমি জানিনা ব্লগে আবার করে ৪০০ জনের বেশি লগইন থাকবে একসাথে!!

২| ০২ রা মে, ২০২২ সকাল ১০:৪৩

শায়মা বলেছেন: আহা কত শত চাওয়া আর কতটুকু হলো পাওয়া?

০২ রা মে, ২০২২ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: মানুষ যতটুকু চায় তার জন্য যদি অল্প একটু কাজ করে তো অনেক আশা পূরণ হয়ে যায়।
আবার বলা যায় এক জীবনে কি সব আশা পূরণ হয়!!

তবুও চেষ্টা করা, তবু পথ চলা।

৩| ০২ রা মে, ২০২২ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন: ভালো লাগা আর ভালোবাসায় প্রিয় সামু।
যার কোন বিকল্প নেই।

০২ রা মে, ২০২২ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: সামু'র প্রতি আপনার এই টান বা ভালবাসা আরো অনেক দিন অটুট থাকুক।
সামুর বিকল্প নেই বলেই তো এখনো এখানে আসি, দুটো কথা বলি।

৪| ০২ রা মে, ২০২২ সকাল ১১:১২

ঢাবিয়ান বলেছেন: জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ পোস্ট লেখা ব্লগারদের অনুপস্থিতিতে বর্তমানে ব্লগে ক্যাচাল হচ্ছে অন্যতম জনপ্রিয় টপিক। আরেকটি দৃষ্টিকটু ট্রেন্ড দেখা যাচ্ছে ব্লগার চাঁদ্গাজীর পদাঙ্ক অনুসরন করে অন্যকে হেয়, অস্মমান প্রদর্শন করার অর্থ হচ্ছে নিজেকে উচচ মানের ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করা!

০২ রা মে, ২০২২ সকাল ১১:৩৫

বিজন রয় বলেছেন: জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ পোস্ট লেখা ব্লগারদের অনুপস্থিতিতে বর্তমানে ব্লগে ক্যাচাল হচ্ছে অন্যতম জনপ্রিয় টপিক।... যথার্তই বলেছেন। কিন্ত সেই সব ব্লগার দের ফিরিয়ে আনার দায়িত্ব ব্লগ কর্তৃপক্ষের আছে কিনা আমি জানিনা।

অন্যকে হেয় করে কেউ কখনো টিকতে পারেনি।
এটাই বাস্তব সত্য।

আপনি কেমন আছেন?

৫| ০২ রা মে, ২০২২ সকাল ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিকল্পনার পরি’রা কেনু যে উড়ে যায় :(( :((

কল্পনারা পড়ে রয়
স্বপ্নরা অধুরা
স্মৃতিচারণে
ক্লান্ত পথিক- দিশেহারা।।

০২ রা মে, ২০২২ সকাল ১১:৩৭

বিজন রয় বলেছেন: ব্লগে আপনার ১৩ বছর ৯ মাস হলো!! এক যুগেরও বেশি।

ব্লগে আপনার অনেক স্মৃতি। এটা নিয়ে লিখতে পারেন।
সেখান থেকে বেরিয়ে আসতে পারে ব্লগ কেমন হবে তার কোন ধারনা।

লিখুন।

৬| ০২ রা মে, ২০২২ সকাল ১১:৪৫

এম ডি মুসা বলেছেন: দুঃখজনক হলেও সত্য আমি উপস্থিত ছিলাম না তাহলে মন্তব্য করতাম

০২ রা মে, ২০২২ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: ব্যাপার না।
এখন তো উপস্থিত আছেন। এখন কিছু পয়েন্টস বলেন যেটা করলে সামু'র জন্য আরো ভাল হবে।

আর সামুর সুদিন আবার ফিরে আসবে।

৭| ০২ রা মে, ২০২২ দুপুর ১২:০৫

নিমো বলেছেন: ইদ উপলক্ষে ইদ সংখ্যার ই-বুক করা যেত পারত। ব্লগে ব্লগারের সংখ্যা যতই কম হোক। গুন-মান সম্পন্ন লেখার অভাব হত না বলেই মনে হয়।

০২ রা মে, ২০২২ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: ই-বুক হতে পারে, কিন্তু কে করবে? আমি আবার ওসব পারি না।

ব্লগে এখনো অনেক মেধা সম্পন্ন ব্লগার রয়েছেন।
আশাকরি আস্তে আস্তে তারা ব্লগে সময় দিবেন।

তখন ব্লগে আবার ভাল লেখা পাওয়া যাবে।

অনেক ধন্যবাদ নিমো।

৮| ০২ রা মে, ২০২২ দুপুর ১:১২

সকাল রয় বলেছেন: ফিরা ইসলাম পোস্ট দেখে

০২ রা মে, ২০২২ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: ফিরেই যখন আসলেন তখন আর চলে যাবেন না।
আসুন আমরা পুরানোরা আবার লেখা দিয়ে সামুকে ভরে তুলি।

৯| ০২ রা মে, ২০২২ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো বিশাল ব্যাপার!!!

০২ রা মে, ২০২২ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: এই বিশাল ব্যাপারের আপনিও একজন গর্বিত অংশীদার।

সাথে থাকুন, ভাল থাকুন।

১০| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইতে তো কোন সমস্যা নাই দাদা।
কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়?
এখানে সবাই মিলে যা চাইছেন তা কি
সত্যিই আমরা মন থেকে চাই"
সবাই যদি মন থেকে এর শিকি ভাগও
চাইতাম তা হলে একটা বন্দুকের জন্য
কামান চাইতে হতোনা।

০২ রা মে, ২০২২ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: নূরু ভাই, অনেক সময় যা চাওয়া হয় তা পাওয়া যায় না আবার অনেক সময় না চাইলেও অনেক কিছু পাওয়া যায়।
জীবন বড়ই বিচিত্র।

তবে কি পাওয়া না পাওয়ার মাঝেই আমাদের চেষ্টা করে যেতে হবে।

অনেক অনেক ধন্যবাদ নূরু ভাই।

১১| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:




চাঁদগাজী যা চেয়েছিলেন, সব পেয়েছেন।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: ২০১৬ সালেই চাঁদগাজীকে বলেছিলাম আপনার সব আশা পুরণ হবে।
সেই চাঁদ সেই তো কি সোনা তো আছে, দুটোই গাজীর পাঠ।

হা হা হা হা ..............
ঈদ মোবারক।

১২| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:২৫

জ্যাকেল বলেছেন: সামু যেমন চাই তেমন পাই নি তবে প্রত্যাশার কাছাকাছি আছে। ওয়েবসাইট এর কিছু ক্রটি আছে যেইগুলো সংশোধন করা দরকার।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: আশাকরি সামনের দিনগুলোতে সামু আরো উন্নত ও সমসাময়িক হয়ে উঠবে। তবে আমাদের প্রয়োজন এখানে আরো বেশি বেশি আসা ও কথা বলা।

ওয়েবসাইটের ত্রুটিগুলো দুর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আর ইদানীং পোস্টের ( লেখার ) ভিতরেই বিজ্ঞাপন আসে, এটা আমার মোটেও ভাল লাগছে না।

ধন্যবাদ জ্যাকেল মূল্যবান কথার বলার জন্য।
ভাল থাকুন।

১৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



রাজিবের আশাও পুর্ণ হয়েছে।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: রাজীব নূর কোথায় হারালো?

১৪| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৪৯

আশিকি ৪ বলেছেন: ব্লগে একন দুইটা গ্রুফ একটার সুখ আরেকটা দেখতে পারেনা।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: আশাকরি এই গ্রুপগলো একসময় ক্লান্ত হয়ে যাবে। তখন আর কোন গ্রুপিং থাকবে না।
তারা তখন ভাল পোস্ট দিয়ে ব্লগিং করবেন।

ধন্যবাদ আশিকি।

১৫| ০২ রা মে, ২০২২ বিকাল ৫:৫৩

নীল আকাশ বলেছেন: কতগুলি নাম এখন আর ব্লগে দেখা যায় না।
কেমন আছেন আপনি?

০২ রা মে, ২০২২ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: যে নামগুলি দেখা যায় আশাকরি অচিরেই তারা আসতে শুরু করবে।
কতজনের সাথে এখানে চেহারা না দেখেই সখ্যতা গড়ে ওঠে, আবার একসময় হারিয়েও যায়।

আমি, আমার চলছে একপ্রকার।
ভাল থাকেন নীল আকাশ।

১৬| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে সবাই থাকবো মিলেমিশে। আপনার ফরে আসা বহাল থাকুক অনন্তকাল। ঈদ মুবারক

০২ রা মে, ২০২২ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: আপা, মানুষ কখনো মিলেমিশে থাকতে পারে না। সে হোক ব্লগ কিংবা বাস্তব।
একের বেশি মানুষ একত্র হলে খিটিমিটি লাগাবেই।

তাই আর বেশি চিন্তা করি না।
যা হবার তাই হোক।

আপা, দেখা যাক কত দিন ব্লগে সময় দিতে পারি।
শুভকামনা।

১৭| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদের শুভেচ্ছা। ব্লগে আরো নতুন নতুন ফিচার যোগ হওয়া সময়ের দাবি।

০৩ রা মে, ২০২২ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।

অবশ্যই সময়ের সাথে সাথে নতুন ফিচার যোগ হবে আশা করি।

১৮| ০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৫১

মুক্তা নীল বলেছেন:

বিজনদা ,
এবার অনেকদিন পর দেখা মিলল আপনার ।

চমৎকার একটি লেখা নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।
সামু মানেই আমার কাছে মনে হয় একটা পিছুটান ।
সবাই এখানে মিলেমিশে থাকুক আর হারিয়ে যাওয়া মানুষেরা
ফিরে আসুক ।

ঈদ মোবারক ।


০৪ ঠা মে, ২০২২ সকাল ৮:৪৩

বিজন রয় বলেছেন: আশা করি ভাল আছেন।
হ্যাঁ অনেক দিন পর, আসি আসি করে আসা হচ্ছিল না।
চেষ্টা করছি সময় বের করার।

আমরা সবাই যদি কিছুটা সময় ব্লগে লেখালেখি করি তো ব্লগের সাথে আমরাও সমৃদ্ধ হকে পারবো।

অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য।
ভাল থাকুন সমসময় মুক্তা নীল।

১৯| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৫৬

আরোগ্য বলেছেন: বিজনদার পোস্ট পড়ে লগইন না করে পারলাম না। আমি কিন্তু ব্লগ ছেড়ে পালাইনি। ব্যস্ততার জন্য এখন বিরতিতে আছি তবে ব্লগ পড়ি সময় সময়ে। এই পোস্টটা পড়তে পড়তে যখন ৫৬ নম্বরে এলাম এত দীর্ঘ সময় পর ব্লগে নিজের নাম দেখে অবাক হয়ে গেলাম। তাই আনন্দে আর অতি আবেগে মন্তব্য করতে চলেই এলাম :( ।৷
একটা মজার ব্যাপার আমি যেখানে কোর্স করছি সেখানেও গতবছর আমার রোল নম্বর ৫৬ ছিল B-) ইনশাআল্লাহ আবার কথা হবে কোন এক দিন।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: যে আন্তরিকতা আর উদারতা দিয়ে কথা বললেন, আমি অনেকখানি আবেগতাড়িত হলাম। এত আপন করে আমাকে মনে রেখেছেন যে ব্লগে এতদিন না এসে অনেকখানি বঞ্চিত হয়েছি।

ব্লগ একবারে ছেড়ে দেননি জেনে ভাল লাগল। সময় পেলে আসুন এখানে লিখতে লিখতে আমরা লেখক হয়ে উঠি। কিছু পারি বা না পারি একে অন্যেরটা তো জানতে পারবো, জেনে সমৃদ্ধ হতে পারবো।

দুই যায়গায় আপনার ৫৬ মিলে গেল, দারুন ব্যাপার!

অনেক অনেক ভাল লাগল।
আপনার নিয়মিত হওয়ার অপেক্ষায়।
শুভকামনা।

২০| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৫৭

জটিল ভাই বলেছেন:
অসাধারণ। আগের চাওয়া এবং নতুন চাওয়াগুলো সবার পূর্ণ হলেই সামু হবে স্বপ্নের সামু। সেই প্রত্যাশার সঙ্গে এটাই বলবো, সামুর মাধ্যমে আমরা একে-অপরকে পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করতে পারি যদি উভয়পক্ষই এর প্রয়োজনীয়তা উপলব্ধি করি। আর সেজন্যে চাই সকল সুব্লগারদের প্রত্যাবর্তন।
জটিলবাদ।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৫

বিজন রয় বলেছেন: সামুর মাধ্যমে আমরা একে-অপরকে পরিপূর্ণ মানুষ হতে সহযোগিতা করতে পারি........... অসাধারণ বলেছেন। সবার আগে আমাদের ভাল মানুষ হওয়া জরুরী।

প্রিয় জটিল ভাই, আমি মনে করি সামু এখন অনেক আপডেট হয়েছে, তাই আপনার সুরে বলতে হয়, সেজন্যে চাই সকল সুব্লগারদের প্রত্যাবর্তন।, নতুন-পুরাতন মিলিয়ে।

আপনার মন্তব্যটি ৭১ নম্বরে আপডেট করে দিয়েছি।

অনেক ধন্যবাদ যথাযথ মন্তব্য্ করার জন্য।
শুভকামনা।

২১| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৭

ঢুকিচেপা বলেছেন: অনেকেই যুক্তিযুক্ত সুন্দর মতামত দিয়েছেন দেখলাম।
কিছু সংষ্কার পরিকল্পনা গ্রহণ করেছে মনে হয়।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৩০

বিজন রয় বলেছেন: সামু তো প্রায়ই সংস্কার হয়। কিন্তু ব্লগাররা আসে না। বা একসাথে আগের মতো আসে না।
অনেকেই প্রাথমিক আবেগ হারিয়ে ফেলেছে। তাই আর এখানে সময় দিতে চায় না।

আপনাকে ধন্যবাদ এখানে কথা বলার জন্য।
শুভকামনা। সাথে থাকুন।

২২| ০৫ ই মে, ২০২২ ভোর ৪:৪১

সোনাগাজী বলেছেন:



ব্লগের স্বাস্হ্য কেমন লাগছে? বেশীরভাগ কি চাচ্ছে?

০৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: ব্লগের স্বাস্থ্য হলো সেই গাছটির মতো যার শাখা আছে প্রশাখা নেই, ফুল আছে ফল নেই।
যে যেটাতে পটু, যে যেটা বেশি পছন্দ করে, সে সেটা বেশি চাচ্ছে।

কবিতা, গল্প, প্রবন্ধ, গবেষণা, ইতিহাস, ভ্রমন, রাজনীতি, ধর্ম ইত্যাদি ইত্যাদি।

২৩| ০৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমারটা যুক্ত করুন পোস্টে।

মুক্তির আগে যেসব ব্লগারের পাস পরিবর্তনে সমস্যা হচ্ছে তাদের সামুর অফিসিয়াল এমেইল আই ডিতে ইমেই করার মাধ্যমে পাস পরিবর্তন লিংক পাঠানো হোক।কারণ অনেকে ইমেইল আই ডি তে এক্সেস হারিয়েছেন।

০৫ ই মে, ২০২২ রাত ১১:০৯

বিজন রয় বলেছেন: ৭২ নম্বরে আপডেট করে দিয়েছি।

অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

২৪| ০৬ ই মে, ২০২২ রাত ৮:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: সামুর একটা মোবাইল এপ্স থাকলে কি যে ভালো হতো! ট্রাফিক জ্যামে অথবা জার্নিতে থেকেও ধুমাইয়া পোস্ট অথবা কমেন্টস করা যেত। এপ্স থাকলে লগইন এর সংখ্যা যে জ্যামিতিক হারে বাড়বে এটা সহজেই অনুমেয়।

শুভকামনা সামু এবং সকল ব্লগারদের প্রতি।

০৭ ই মে, ২০২২ সকাল ১০:৫৬

বিজন রয় বলেছেন: সামুর তো মোবাইল এপস আছে। সে তো অনেক দিন থেকে। কিন্ত এখন কাজ করে কিনা আমি জানিনা।

আপনি ডাইনলোড কের চেষ্টা করে দেখতে পারেন।

আপনাকে ধন্যবাদ আমার এই পোস্টে মন্তব্য করার জন্য।

শুভকামনা।

২৫| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৬

মিষ্টি লবণ বলেছেন: ০৭ ভালো লেগেছে।

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: তাহলে তো আপনি লাকি সেভেন!!

অনেক ধন্যবাদ এই দলে আপনি যোগ দিলেন।

আবার কথা হবে।

২৬| ১৩ ই মে, ২০২২ রাত ৮:১৯

জুন বলেছেন: সামুর প্রতি আমার অফুরন্ত ভালোবাসা যখন ক্যাচালে ক্যাচালে কর্দমাক্ত হয়ে পরে তখন মনটা খুব খারাপ লাগে । আমাদের সবার সহ্য ও ধৈর্য্যশক্তি যেন বাড়ে সেই প্রত্যাশা রইলো বিজন রয় :)

১৩ ই মে, ২০২২ রাত ৯:১৯

বিজন রয় বলেছেন: আপা, ক্যাঁচালের জন্য আপনার- আমার খারাপ লাগবে কেন? আমরা তো ক্যাঁচাল করি না।
ভয় কি, সামু থাকলে আমরা থাকবো। না থাকলে থাকবো না।
আমাদের ওসব ক্যাঁচালে জড়ানোর দরকার নেই।

তবে হ্যাঁ, আমাদের সবার সহ্য ও ধৈর্য্যশক্তি যেন বাড়ে সেই প্রত্যাশা রইলো। অবশ্যই।

আপনাকে ধন্যবাদ আর শুভকামনা।

২৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬

মোজাহিদ আলী বলেছেন: বিজন রয় অনেকদিন ব্লগে নাই কোথায় আপনি?

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:২২

বিজন রয় বলেছেন: আমি আছি। আবার আসবো।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: কোন কারণে হয়তো আপনার এ পোস্টটা আমি মিস করেছিলাম। আজ সবার পুরনো সেই কথাগুলো নতুন কএ পড়ে মুগ্ধ হলাম। সবচেয়ে ভালো লেগেছে কাজী ফাতেমা ছবি এর কথাগুলো (১১-২০)।

আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত রয়েছেন। আশাকরি ভালো আছেন? ভালো থাকার শুভকামনা রইলো।

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: সময়ের অভাবে আসা হয় না। আসার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.