নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

আমার মাল্টিনিক-গুলি জানিয়ে দিলাম!! .. ধরা পড়ে গেলাম!!

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৫


সত্য কখনো গোপন থাকে না। একদিন না একদিন তা প্রকাশ হবেই। সত্য যে কঠিন, তাই কঠিনেরে ভালবাসিলাম।

০১. আলোকিত মন
০২. বনফুলের মৌনতা
০৩. ঝরাপাতার দীর্ঘশ্বাস।
০৪. নিদ্রাহীনার সাতকাহন।
০৫. অগ্নিপুরুষ।


০৬. বসন্তরাগ।
০৭. ফুলের বুকে শিশির।
০৮. আলো-আঁধারের অদৃশ্যতা।
০৯. মৌমাছি
১০. ছিন্ন তারের গান।
১১. ছায়ানট।

১২. শেফালির হাসি।
১৩. সন্ধ্যাতারার ঝিকিমিকি।
১৪. তুলনাহীনা।
১৫. বকুলবীথিকা।
১৬. ব্যাকুল বাতাস।

১৭. যুগান্তরের কথা।
১৮. মাধবীর অভিমান
১৯. বিরহ প্রদীপ।
২০. যূথীর মালা।

২১. নিশিথীনির গল্প।
২২. মায়া-মরীচীকা।
২৩. গোধূলী লগন।
২৪. রজনীগন্ধা
২৫. দিন-রাত্রির প্রতিধ্বনি।
২৬. আনমনা মলি­কা।
২৭. সাগরিকা।
২৮. যমুনার কলতান।
২৯. সুখব্যাকুলতা।

৩০. চৈতি রাতের জোনাক।
৩১. করুন আঁখির জল।
৩২. সিন্ধুপারের বীরঙ্গনা।
৩৩. ফাগুনের বিরহিনী।

৩৪. অসীম ঢেউয়ের দোলা।
৩৫. লজ্জাবতীর আঁচল।
৩৬. দীপ্ত-প্রদীপ।
৩৭. শূণ্য শাখার ফুল।
৩৮. বৈশাখের রৌদ্র।
৩৯. জয়ধ্বনি।


৪০. কামিনীর পাঁপড়ি।
৪১. কোমল কুসুম।
৪২. দিক্-দিগন্তের যাযাবর।
৪৩. সখা ও প্রিয়া।
৪৪. মৌন হৃদয়।
৪৫. ইন্দ্রপুরীর রাজকন্যা।
৪৬. কুহেলিকার মনের কথা।
৪৭. দখিনা হিল্লোল।
৪৮. চন্দ্রদেহ।
৪৯. একা ও শূণ্যতা।
৫০. শত রজনীর কাহিনী।



.হ্যাঁ, আজ প্রকাশ করে দিলাম আমার মাল্টিনকিগুলো! আর কতদিন এভাবে গোপন রাখা যায়! তাছাড়া গোপন রাখতে আমার খুব কষ্ট হচ্ছিল। কত বছর ধরে এগুলো আমাকে খুব জ্বালাতন করে চলেছে। আপনারও পছন্দ হলে এখান থেকে যে কোনো একটি নিয়ে নিতে পারেন!!

.

মন্তব্য ৮০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:




মানে কি? এই ৫০ টাই বিজনের মাল্টি নিক?

কম হয়ে গেলো নাহ :)

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪২

বিজন রয় বলেছেন: ইয়ে না মানে এ এ এ .... ঘাবড়ে যাবেন না!!
চমকের অপেক্ষা করুন।

ব্লগে চমক ফিরে আসছে............!!

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

মিরোরডডল বলেছেন:




এর মাঝে অনেকগুলো নিক যা নারী ব্লগার মনে হওয়াটা স্বাভাবিক, যেমন ইন্দ্রপুরীর রাজকন্যা, সাগরিকা।
ওয়েল ডান :)


০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

বিজন রয় বলেছেন: না মানে ইয়ে......... সব দিক বিচেনা করতে হয় তো!!

হাজার হলেও আমি তো কারো প্রতি অবিচার করতে পারি না!!

সে মেয়ে হোক আর ছেলে হোক।

আমি নিরপেক্ষ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: কী সুন্দর সব নাম !

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

বিজন রয় বলেছেন: তাহলে আপনার পছন্দ হয়েছে, কবি বলে কথা।

এখানে কোন অবিশ্বাসের শিরোণাম নেই।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারগুলিও জানাই দেই তাহলে।

১। শ্রী ৪২০
২। আলালের ঘরের দুলাল
৩। কিম্ভূতকিমাকার
৪। গোপী বাঘা
৫। হাম দিল দে চুকে সানাম
৬। বড় বাপের পোলায় খায়
৭। সামহোয়ার ইন জাঙ্গাল
৮। সখী তুমি কার
৯। ফান্দে পড়িয়া বগা কান্দে
১০। ব্রবডিঙনাগের পলাতকা
১১। রুটি, কাপড় আর দালান
১২। বাদশাহ সোলায়মানের জীন
১৩। ঈমানদার ইবলিস
১৪। তালিসমান
১৫। ট্রয়ের কাঠের ঘোড়া

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

বিজন রয় বলেছেন: ইসসসসসস রে! এইগুলো আপনে চিকন মিয়ার নিকট হইতে ধার লইসেন!

আমারে ফাঁকি দেওন এত্তা সোজা নাহ!!

বেশি কথা কইলে হাটের হাঁড়ি ভাইঙা দিমু কইলাম সাড়ে পয়ষট্টি!!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

মিরোরডডল বলেছেন:




ব্লগে চমক ফিরে আসছে............!!

প্রতিদিন বিজনের কাছে একটি করে চমক চাই।
আজকের প্রথম চমক ৫০ মাল্টি নিকের আত্মপ্রকাশ।

যেহেতু আজ মাল্টি নিক প্রকাশের অভিষেক, তাই একটি চমকের সাথে আরেকটি চমক ফ্রি চাই :)

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: প্রতিদিন চমক দিতে পারলে তো ভালো হতো! কিন্তু আমার জীবন চালাবে কে!!
না খেয়ে মরতে হবে যে!

তবে মাঝে মাঝে এমন চমক পাবেন।
মজা নিবেন, কিন্তু ধৈর্য হারাবেন না।

ভালো থাকুন।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো কি ভবিষ্যতে শুভমুক্তি পাবে? এ নামের কোনো মাল্টির সাথে পরিচয় এখনো হয় নি কো :)


আমার প্রায় সবগুলো নিকনেইমই আমি মাঝে মাঝে প্রকাশ করে থাকি :)

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: আপনার নিকনেমগুলোর নাম আমার মনে নাই। এ প্রসঙ্গে সম্ভবত আপনি কোনো পোস্টে লিখে থাকবেন।

এগুলো কি ভবিষ্যতে শুভমুক্তি পাবে?

হা হা হা ........... পেতেও পারে, তবে আপনাদের কোনো ক্ষতি করবে না্

শুভকামনা প্রিয়।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

মিরোরডডল বলেছেন:



সাচু যেগুলো বললো, সেগুলো কি আদৌ কোন ব্লগ নিক আছে না বানাচ্ছে।

আরেকটা হতে পারে বিজন এবং সাচু, দুজনেই এই অচল নিকগুলোকে মাল্টি বলে দাবী করে পোষ্ট দিচ্ছে, যেনো আসল নিকের ব্লগার এসে দাবী জানায় :)

এভাবে পুরনো ব্লগারদের ফিরিয়ে আনার ধান্দা ।
মন্দ না আইডিয়াটা :)

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: পোস্টে প্রকাশিত নিক বা নামগুলো আমার উপন্যাসের নাম!!

সাচু যেগুলো বলল তার সাথে আমার এগুলোর কোনো সম্পর্ক নাই। সাচু আমার এগুলো দেখে মজা করলো আর তাৎক্ষণিকভাবে লিখে দিল। সাচু তার মেধার ব্যবহার করলো।

এগুলো কোনো অচল বা সচল নিক না। এগুলো আমার নিক তবে এই ব্লগে দেখা যায় না।
এটা দেখে অন্যরা তাদের মাল্টি লিংক প্রকাশ করেনি, বা করবে বলে মনে হয় না।
কে-ই বা ধরা খেতে চায়।

যেমন মিরোরডডল কিংবা ক্লে ডল একই ব্যক্তি কিনা জানিনা, তবে মিল আছে............. হা হা হজা .........

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

ডার্ক ম্যান বলেছেন: ১/ স্বামী কেন আসামি
২/ বাবা কেন চাকর
৩/ বল না কবুল
৪/বলবো কথা বাসর রাতে
৫/ বিয়ে হল কিন্তু বাসর হল না
৬/ পোড়ামন
৭/ পালাবি কোথায়
৮/ গোলাপি এখন ট্রেনে
৯/ সারেং বৌ
১০/ আমি শুধু চেয়েছি তোমায়
১১/ বউ বড় না মা বড়
১২/ দুলাভাই জিন্দাবাদ
১৩/ বউদি মুর্দাবাদ
১৪/ বউয়ের টান বড় টান
১৫/ মাথা নষ্ট
১৬/ টাকা নাই যার, বউ নাই তার
১৭/ শালী কেন প্রেমিকা
১৮/ সিন্ডিকেট
১৯/ নাটের গুরু
২০/ মাইসেল্ফ ডার্ক ম্যান।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: এগুলো তো বাংলা সিনেমার নাম, মাইসেলফ ডার্কম্যান ভাল হায়েছে।
যাক, মাথা খাঁটিয়ে বের করেছেন এটাই অনেক ব্যাপার।

অনেক ধন্যবাদ আমার এই মজার পোস্টে অংশগ্রহণ করার জন্য।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪

জনারণ্যে একজন বলেছেন: @ বিজন, মধু..... মধু।

নিকগুলি থেকে রোমান্টিসিজম চুঁইয়ে চুঁইয়ে পড়ছে।

দেখি, একটা মাটির কলস জোগাড় কইরা উর্দ্ধমুখে নিচে বইসা পড়ি। যদি কিছু রোমান্টিসিজম পাত্রে ধরে রাখা যায়!

১৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: বাহ! আপনার মন্তব্য চিত্তাকর্ষক!

ভালই মজা পেয়েছেন।

সাথে থা্কুন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৪

আরোগ্য বলেছেন: আমি তো পুরা টাসকি খেয়ে গেলাম। আমি ফকির, আমার একটাই নিক, তাও আমার ছোট ভাইয়ের সাহায্য নিয়ে খুলেছিলাম। :((

১৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ....... টাসকি খাওয়ার মতো ব্লগিং অনেক দিন করিনি, এবার অনেক দিন পর করলাম।
অনেক আগে ব্লগে এমন এমন সব মজা হতো, মজা করতাম।

আপনি আরোগ্য আমার খুব প্রিয় একজন।
আপনি এই নিকেই থাকুন।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৩

ইসিয়াক বলেছেন: ভাবছি :(

এতগুলো নিক মানে তো এতগুলো মেইল আই ডি। লগ ইন / লগ আউট কত রকম ঝামেলা :(( ।আমি একসময় মাইক্রোওয়ার্কারে আউটসোর্সিং করতাম। নয়/ দশটা আইডি ছিল। প্রতিনিয়ত হিমশিম খেতাম।
যাহোক আমি একসময় ব্লগে মাল্টিনিক খোলার কথা ভেবেছিলাম,একজনের সাথে দুষ্টুমি করার জন্য :| । কি কারণে যেন রেজ্রিষ্ট্রেশন রিজেক্ট হলো। সেই থেকে এই একটাই নিক। :P

১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: আরে একটি নিক নিয়ে ঠিক মতো ব্ণগিং করতে পারি না, আর মাল্টি লিংক।
আসলে পোস্টে লেখা শব্দগুলো কোনো এক সময় লিখেছিলাম একটি কবিতা বানানোর জন্য।
কিন্তু সে কবিতা আর লেখা হয়নি।
তাই এখানে মেরে দিলাম।

হা হা হা ----হা হা

১২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৬

সামরিন হক বলেছেন: এই মাল্টি নিক দিয়ে কি করেন আপনি জানতে চাওয়া আমার এ সরল মন?

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: কিছুই করি না। সাহিত্য চর্চা করি।

নামগুলি কেমন সুন্দর না!! সাহিত্য সাহিত্য ভাব আছে, সেটা কি লক্ষ করেছেন?

১৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

বাকপ্রবাস বলেছেন: এতোগুলো বিয়ে করলে তাকে সংসার করা বলেনা B-))

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: হা হা হা ................. বিয়ে কয়টা পর্যন্ত জায়েজ!!

১৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১১

বিজন রয় বলেছেন: কিনু আফসুস কেন? আপনার জন্য তো দিলাম।
পছন্দ হলে যেকোন একটা নিয়ে নেন।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতদিন ধরে
যতন করে
উহাদের আগলাউয়া
রাখিয়াছেন বুকের ঘরে
আজ সে কি কারণ
না শুনে বারণ
নগ্ন করিলেন
উহাদের চরণ ?

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: কারণ উহারা সাহিত্যের ভারে ছটফট করছিল।
প্রকাশিত হয়ে এখন খুব স্বস্তিতে আছে।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: নামগুলো বেশ সুন্দর! শৈল্পিকও বটে! মনে হয় এই শিরোনামে লেখা পেতে যাচ্ছে সামু!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: ঠিক ধরেছেন, ওই শব্দগুলো দিয়ে একটি কবিতা হতে যাচ্ছে।

কিন্তু পোস্ট দিব কিনা জানিনা।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

জুন বলেছেন: খাইছে :-* যমুনার কলতান নইলে বিরহ প্রদীপটা আমার জন্য রাইক্ষেন বিজন রয় :`>

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩

বিজন রয় বলেছেন: জুন আপা। আপনার দুইটা পছন্দ হয়েছে এটাতেই আমি খুশি।

তবে বেশি খুশি এই পোস্টে আসার জন্য।

ইহা জাস্ট একটি মজার পোস্ট, তা আপনি জানেন এবং মানেন।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০১

কাছের-মানুষ বলেছেন: একটি মন্তব্য করেছিলাম, হাওয়া হয়ে গেল দেখছি!!

যাইহোক, আরও চমকের আশায় রইলাম। আশাকরি শীঘ্রই সেঞ্চুরি হবে!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: মন্তব্য হাওয়া হয়ে গেল কেন জানিনা। অবশ্য আমার চোখে পড়ে নাই।

চমক কি আর প্রতিদিন হয়, ঘন ঘন হয়?


হগা হা হা..... কাছের-মানুষ কাছে থাকুন।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নামগুলো সুন্দর কিন্তু কাহিনি বুঝতে পারছি না। আপনি ভালো কবিতা লেখেন অথচ কিছু কিছু মন্তব্য পুরাই অহেতুক। খেজুরে আলাপ।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: আপনার অহেতুক কিংবা খেজুরে আলাপ ভালো লাগে না তুর্য্য?

২০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

নতুন বলেছেন: খাইছে... ৫০টা মাল্টি...

এতো গুলি নাম মনে রাখাই তো বিরাট ব্যাপার....

কি করলাম জীবনে.... ১টা আইডির পাসওয়াডই তো মনে রাখতে সমস্যা হয়... B-))

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: ৫০টা মাল্টি নিয়ে চলতে পারলে তো স্বর্গে উঠে যেতাম!!

তবে ওই নামগুলো আমার খুব ভাল লাগে, সুন্দর সব শব্দগুলো।

তাই আপনাদের সাথে এভাবে ভাগাভাগি করলাম।

২১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ৫০ মাল্টি তো মহাযজ্ঞ। মহা মাল্টি প্রতিভা আপনি। ধরা খেয়ে গেলেও আরও ৫০ টি বানিয়ে ফেলতে পারবেন। সুতরাং ভয় নেই।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ভয় পেলে কি আর মাল্টি নিয়ে পোস্টে দিতাম!!

এই ৫০টি মাল্টি নিয়ে ব্লগে অনেক কিছুই ঘটবে।

ব্লগে চোখ রাখবেন প্রিয় কবি।

২২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন তবে সাহস থাকা চাই
জয় হবে তাই----------

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: সাহসের দরকার নেই, জয়েরও দরকার নেই।
শুধু ব্লগিংটা করা দরকার।

সাথে থাকুন।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,



এত্তোকাল বিজনে রহিয়া শেষ পর্যন্ত বাজারে মাল্টিনিক ফাঁস করিয়া দিলেন ? #:-S

এতো দেখি "প্রশ্নফাঁস জেনারেশন" এর জড়ুয়া ভাই " মাল্টিফাঁস জেনারেশন"! :P

মোঃ মাইদুল সরকার এর ছড়া মন্তব্যটি পছন্দ হৈয়াছে........

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: "প্রশ্নফাঁস জেনারেশন"........... চাঁদগাজী/সোনাগাজী
" মাল্টিফাঁস জেনারেশন"!.......আহমেদ জী এস



বাহ! বাহ! মিলিয়েছেন ভালো।

এখন এই জেনারেশন তো কোনো কাজেই আসে নাহ!!

২৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

ঢাবিয়ান বলেছেন: চমকের অপেক্ষায় ।ফাকি দিয়েন না আবার।সব সময় খালি বলেন হাটে হাড়ি ভেঙ্গে দিবেন কিন্ত শেষ পর্যন্ত ভাঙ্গেন না =p~

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: ধীরে বন্ধু ধীরে।

একে তো প্রকাশ করে দিলাম তারপর আবার জনসমুখে আছি।

শেষে আবার জেনারেল না হয়ে যাই।

হা হা হা ......... ধন্যবাদ ঢাবিয়ান।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো। আমার কাজে লাগবে নামগুলো
বই করলে এখান থেকে একটা নিয়ে নেব ইংশাআল্লাহ

মন্তব্যে দেয়া নামগুলোও সুন্দর এবং হাস্য রসাত্মক

ধন্যবাদ দাদা

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: আপা নামগুলো আপনার পছন্দ হয়েছে ভাল কথা। এখান থেকে নিয়ে বইয়ের নাম দিবেন সেটাও ভাল কথা। কিন্ত ওগুলো তো আমার বইয়ের নাম!!!

ব্যাপার না আপা........... একই নামে অনেকেই বই বের করতে পারেন।

আপা, শুভকামনা।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

করুণাধারা বলেছেন: এইসব মাল্টির চাইতে বিজন নিকটাই ভালো! আমরা সবাই চিনে গেছি এই নিক। তাই এটাতেই থাকুন সবসময়।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: বিজন নিকটাই ভালো!.......... আসলেই তাই আপা। আর এটাতেই আছি।

তবে নতুনে হারাতে চাই কিন্তু ধ্বংস হতে চাই না।

আপা আপনাকে কম দেখি...........!!

২৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি চাইছিলাম -
কিন্তু হয়ে উঠে নাই

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: কি চাইছিলেন? কি হয়ে ওঠেন না্ই?
মাল্টি নিক!

আর দরকার নেই।
আমার দেখা শেষ।

২৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: এতোগুলোর পাচওয়ার্ড কয়টা

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: প্রামানিকভাই ৫০টা নিকের ৫০টা পাসওয়ার্ড আছে।
ওগুলো প্রকাশ করে পোস্ট দিব এক দিন।

ততদিন অপেক্ষা করুন।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

নজসু বলেছেন:



নাআআআআআআআআ
এ হতে পারেন না
আমি বিশ্বাস করিনা। :D

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা াহহাাহ ........

বিশ্বাস হবে কিভাবে?
সত্যি হলে তো বিশ্বাস হবে।

না বিশ্বাস করেই ভালো করেছেন।

৩০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: আচ্ছা, ভালো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: কি জন্য ভালো?

শুধু শুধু ভালো বলেন !!

৩১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

শেরজা তপন বলেছেন: এগুলো কি সত্যিই আপনার মাল্টিনিক?? অবিশ্বাস্য!!!!

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আসলেই অবিশ্বাস্য। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।

কারুন এগুলো শব্দ মাত্র।

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: পোস্টে প্রকাশিত নিক বা নামগুলো আমার উপন্যাসের নাম!!

নামগুলো খুব সুন্দর কাব্যিক কিন্তু এতোগুলো উপন্যাস!!!

সামু আর্কাইভে শুধু কবিতা পেলাম।

যেমন মিরোরডডল কিংবা ক্লে ডল একই ব্যক্তি কিনা জানিনা, তবে মিল আছে

ক্লে ডল আমার প্রিয় একজন ব্লগার, খুব ভালো লেখে কিন্তু একটিভ না থাকায় ওনার লেখা পড়লেও সেভাবে কমেন্ট করা হয়নি।
আর আমিতো শুধুই একজন সাধারণ পাঠক মাত্র।

বিজন যেভাবে স্লো মোশনে প্রতিমন্তব্য করছে, এই পোষ্ট শেষ করতেই কয়েক মাস যাবে বলে মনে হয়, তাহলে নতুন চমক কখন পাবো?????

আমিতো চমকের অপেক্ষায় আছি বিজন।

আর্কাইভ থেকে বিজনের কিছু পুরনো লেখায় কমেন্ট করেছি কিন্তু সেগুলো টাইমলাইনে দেখায় না।
নোটিফিকেশনও সবসময় কাজ করে না। এ কারণেই ওল্ড পোষ্টে কমেন্ট করিনা।


২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: এতোগুলো উপন্যাস!!!.......... বটে!! কবিতা, গল্প, উপন্যাস।

সামু আর্কাইভে শুধু কবিতা পেলাম।.......... আমি ব্লগে এখনো কোনো গল্প পোস্ট করিনি। সামনে দিনে করবো।

বিজন যেভাবে স্লো মোশনে প্রতিমন্তব্য করছে,............ ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সময়ের সাথে পেরে উঠি না যে!

বিজনের কিছু পুরনো লেখায় কমেন্ট করেছি.......... সম্ভবত সবগুলোর উত্তর করেছি, ধন্যবাদ দিয়েছি।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫

জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: বাহ! আপনার মন্তব্য চিত্তাকর্ষক!

ভালই মজা পেয়েছেন।

সাথে থা্কুন।

@ বিজন, আপনার প্রতিমন্তব্য ভালো লেগেছে। সহনশীল মানুষ আপনি, সেইসাথে চমৎকার সেন্স অফ হিউমার এর অধিকারী।

ভালো থাকবেন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: @ বিজন, আপনার প্রতিমন্তব্য ভালো লেগেছে। সহনশীল মানুষ আপনি, সেইসাথে চমৎকার সেন্স অফ হিউমার এর অধিকারী।
............... আপনার এই কথাগুলো মনে থাকবে। এবং সবসময় সন্মান পাবেন।

যাদি পারেন মাঝে মাঝে আমার পুরানো পোস্ট দেখবেন, ওখানে মন্তব্য- প্রতিমন্তব্য পড়বেন, তাহলে আমাকে আরো জানতে পারবেন।

আর জানতে পারবেন সামনের দিনগুলোতে আমার ব্লগিং এর ধারা, ধরন, বৈশিষ্ঠ্য ইত্যাদি দেখে।

অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন।
শুভকামনা।
.

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: ঠিক ধরেছেন, ওই শব্দগুলো দিয়ে একটি কবিতা হতে যাচ্ছে।

কিন্তু পোস্ট দিব কিনা জানিনা।


প্লিজ এমন কথা বলবেন না, আমরা আপনার কবিতাটি ব্লগে পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: ওই শব্দগুলো দিয়ে একটি কবিতা হতে যাচ্ছে।......... শুধু কবিতা না, কবিতা, ছোট গল্প, উপন্যাস ইত্যাদি হবে।
ব্লগে দিলে অবশ্যই পড়তে পারবেন।

আপনি যে আগ্রহ দেখালেন, তো পোস্ট দিব আশা করি।

অনেক ধন্যবাদ প্রিয় গেঁয়ো ভূত!!

৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ৫০ টা পাসওয়ার্ড!!!!

অসাধারন!
ব্যবস্থাপনায় আপনার সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন,দাদা। সেল্যুট!



....এরকমটা বলতে পারতাম যদি ঘটনা সত্যি হত।
ফিরে এসেছেন এতেই খুশি।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: হা হা হা ............
হ্যাঁ ৫০টা পাসওয়ার্ড, আপনি চাইলে কয়েকটা দিয়ে দিব।
আরে, একটু মজা করেছিলাম!!

আপনিও ব্লগে এসেছেন এটা ভালো ব্যাপার।
নিয়মিত থাকুন।

কবিতা লিখুন। কেন লিখতে বললাম, কয়েকদিন পর টের পাবেন।

৩৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

সোনালি কাবিন বলেছেন: মজার পোস্ট

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: হ্যাঁ, জাস্ট মজা ছিল।

একটু আধটু মজার দরকার আছে।

ধন্যবাদ কাবিন।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৪

বদরুল হোসেন বাবু বলেছেন: AI Tools ও পেরে উঠবে না আপনার সাথে!

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: বাব্বা এত বড় কমপ্লিমেন্ট!!

অনেদ ধন্যবাদ আর শুভকামনা।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগ এখন যথেষ্ট প্রাণবন্ত হওয়ার উপাদান পেয়ে গেছে ।
তাই এ ধরনের পোষ্ট দিয়ে আমাদের মুল্যবান সময়ের
ভারসাম্যতা বিঘ্নিত না করা হলে ব্লগ তার সেই সোনালী
দিন গুলিতে ফিরে যেতে পারবে উপযুক্ত মানের ব্লগীয়
পোষ্টের মাধ্যমে । ব্লগারগন ব্লগের জন্য রিসোর্সফুল
লেখালেখিতেই মনযোগ দিতে পারবেন বেশী ।
যাহোক নীজস্ব স্বকীয়তার বাইরে গিয়েও যে যার মত
লেখালেখি করতেই পারেন । লেখকের স্বাধিনতা বলে
কথাতো একটা আছেই ।

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

বিজন রয় বলেছেন: কেন এমনটি বললেন বুঝতে পারলাম না !!!

৩৯| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



এত সহজ কথাটা বুঝতে না পারার কথা নয় ।
এটা মালটি নিক নিয়ে যেমন একটি ফার পোষ্ট
মন্তব্যটিও ছিল তেমনি্ একটি ফান কমেন্ট ।
গলা পানিতে নেমে তার পরে কেও যদি বলে
পানিতে নামবনা , তেমনি মন্তব্যের ঘরে
বেশ সময় নিয়ে তুলনামুলকভাবে বেশ
বড় একটা মন্তব্য লিখে যদি কেও বলে
এটা তার মুল্যবান সময়ের আপচয়।
কথাটি দাদার মত আমার পরম প্রিয় ও
শ্রদ্ধাভাজনেষু দাদার মত গুণী বিজ্ঞ
ব্লগারের পক্ষে কথাটির অর্থ বুজার
অসুবিধা হওয়ার কথা নয় । পোষ্ট
এবং মন্তব্যের ঘরে থাকা সকলের
কথাগুলি খুব মনযোগ দিয়ে পাঠ
করেছি ও উপভোগ করেছি।লেখাগুলি
ফান হিসাবে উপভোগের সময়ে মনে
জাগল আমিউ একটু ভিন্ন ভাবে ফান
করে যাই, বেশ এর বেশী আর কিছু
নয় ।

যাহোক, কাব্যিক নিকগুলি বেশ
মনে ধরেছে । যত নিক আনন্দ
ততোধিক :) কথা বলা যায় বিবিধ
প্রকারে :) চলুক দাদার কলম
আরো জোরে :D :)

নিরন্তর শুভেচ্ছা রইল


১৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

বিজন রয় বলেছেন: তাই বলুন!! আপনার মন্তব্যের গুরুত্ব অনেক বেশি।
আমি তো কেঁপে উঠেছিলাম!!

অনেক ধন্যবাদ।

৪০| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
উপরে বলা ফার শব্দটি হবে ফান

১৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.