নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

সুসংবাদ! জানুয়ারি ২০২৪ থেকে আবার কবিতা সংকলন পোস্ট দেওয়া হবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০০


বর্তমানে যারা নিয়মিত কবিতা পোস্ট করছেন তাদের মধ্যে কয়েকজন যেমনঃ

নিয়মিত পাওয়া যায় - সেলিম আনোয়ার, কাজী ফাতেমা ছবি, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, স্প্যানকড, খায়রুল আহসান, পাজী-পোলা, জিএম হারুন -অর -রশিদ, ইল্লু , আলমগীর সরকার লিটন , সৈয়দ মশিউর রহমান , প্রফেসর সাহেব, সাইফুলসাইফসাই , মহাজাগতিক চিন্তা, মঈনউদ্দিন, মোঃ মাইদুল সরকার, জিনাত নাজিয়া , সামরিন হক, মাসুদ রানা শাহীন, ইসিয়াক, মোহাম্মদ সজল রহমান, তানভীর রাতুল , তন্দ্রাকুমারী, মরুভূমির জলদস্যু, নাইমুল ইসলাম , প্রতিফলন, কালো যাদুকর, রোকসানা লেইস, এস এম আহমেদ মনি, নাইমুল ইসলাম উল্লাস, রানার ব্লগ, Subdeb ghosh, মহামতি আইভান, মৌন পাঠক, সত্যপথিক শাইয়্যান, আহমেদ রুহুল আমিন সহ অনেকে।

ছড়ায় আছেন - বাকপ্রবাস, প্রামানিক।

নতুন করে ফিরে এসেছেন - চন্দ্ররথা রাজশ্রী, স্বর্ণবন্ধন, স্বপ্নবাজ তরী, পবন সরকার, সোনালী ডানার চিল, মিশু মিলন,কবি হাফেজ আহমেদ, নীলসাধু, বিদ্রোহী ভৃগু প্রমুখ।

অনেকদিন হলো, ব্লগে কোনো সংকলন পোস্ট হয় না। আমরা যারা আগে কবিতা, গল্প বা অন্যান্য সংকলন পোস্ট করতাম তারা নানাবিধ কারণে এটা চালিয়ে যেতে পারিনি।
ব্লগে পুরাতন অনেক কবি এখন আর কবিতা পোস্ট করেন না, তাই আগের মতো অত কবিতা আর পাওয়া যায় না। তবুও যারা নিয়মিত বা অনিয়মিত কবিতা পোস্ট করছেন তারা এটা অব্যাহত রাখবেন বলে আশা রাখি।

আমার কিছুটা সুযোগ হওয়াতে আবার কবিতা সংকল পোস্ট দিব আগামি জানুয়ারি ২০২৪ থেকে। ডিসেম্বর ২০২৩ এর সকল কবিতা নিয়ে পোস্ট করবো। আগে যখন কবিতা সংকলন পোস্ট করতাম তখন আপনাদের নিকট থেকে ব্যাপক উৎসাহ পেতাম। আশাকরি বর্তমানেও সেটা অব্যাহত থাকবে। অবশ্য ব্লগ আর আগের মতো নেই, তবুও আমরা যারা আছি তারা এটাকে উপভোগ করবো। তাই আসুন সকলে মিলে যাই কবিতার কাব্যে আর সম্প্রীতির মেলবন্ধনে।

আপনাদের জ্ঞাতার্থে আগের কবিতা সংকলন পোস্ট গুলো এখানে সংকলিত করে দিলামঃ
০১. সেপ্টেম্বর-২০১৮ এর শেষ সপ্তাহের ( ২৪-৩০ ) কবিতাসমগ্র ও ১০টি সেরা কবিতা।
০২. অক্টোবর প্রথম সপ্তাহ ( ০১-০৭ )-২০১৮ এর কাব্য-পরাগ ও ১০ সেরা কবিতা!
০৩. শারদীয় কবিতা সংকলন-অক্টোবর ২০১৮ দ্বিতীয় সপ্তাহ (০৮-১৪) ও সেরা ২১!
০৪. যে বিদায় শূন্যে বিদীর্ণ করে দেয় .... কবিতা সংকলন অক্টোবর-১৮, - ৩য় সপ্তাহ, .... উৎসর্গ আইয়ুব বাচ্চু ...
০৫. হৈমন্তিকা' .... কবিতা সংকলন.... শেষ সপ্তাহ (২২-৩১), অক্টোবর-২০১৮....
০৬. সংলাপে হয় না ---- কবিতায় হবে, ..... কবিতা সংকলন ..... নভেম্বর ২০১৮, প্রথম সপ্তাহ!
০৭. উৎসর্গ......হুমায়ুন আহমেদ, যার সৃষ্টিই আমাদের দৃষ্টি......কবিতা সংকলন নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, ২০১৮!
০৮. কবির মৃত্যু নেই---গেওর্গে আব্বাস এবং মুনিরা চৌধুরী---অন্তিম আলোরেখায় উজ্জ্বল ধ্রুবতারা--- কবিতা ও গল্প সংকলন, নভেম্বর তৃতীয় সপ্তাহ, ২০১৮
০৯. শুরু হলো বিজয়ের মাস-মুক্তির মাস.....'কবিতা ও গল্প' সংকলন ...... নভেম্বর শেষ সপ্তাহ-২০১৮..... সেরা সব কবিতারা!
১০. একটি.... "অরিত্রী সংকলন"....কবিতা ও গল্প,.... ডিসেম্বর প্রথম সপ্তাহ, ২০১৮
১১. সব কবিতা ও গল্প এবং নতুন সেরা, ডিসেম্বর ২য় সপ্তাহ, ২০১৮
১২. এলোমেলো ডিসেম্বর ২০১৮ এর শেষ পনের দিন, কবিতা ও গল্প এবং নতুন বছরের শুভেচ্ছা!
১৩. "অনাগত কাব্যের অসম্পূর্ণ কচড়া"... বছরের প্রথম কবিতা সংকলন-২০১৯!!
১৪. ''বাংলা আমার আমি বাংলার"...... কবিতা সংকলন জানুয়ারি ২য় পাক্ষিক-২০১৯
১৫. "শিউলি ফোঁটা সুরের মূর্ছনায় হৃদয়ে কবিতার দাগ" কবিতা সংকলন - সেপ্টেম্বর-২৪-৩০, ২০১৯!
১৬. আবরার ফাহাদ-একটি অবিরাম শোকগাঁথা, একটি প্রতিবাদের স্ফুলিঙ্গ! তাকেই উৎসর্গিত কবিতা সংকলন-অক্টোবর-০১-১৫, ২০১৯!
১৭. "মুক্তির আলোয় উদ্ভাসিত প্রিয় সামু" কবিতা সংকলন-অক্টোবর - ১৬-৩১, ২০১৯!!
১৮. পেঁয়াজের ঝাঁজ জীবন ছুঁয়ে কবিতায়!! কবিতা সংকলন-নভেম্বর ০১-১৫, ২০১৯ এবং সেরা ২০!!
১৯. কুয়াশা মাড়িয়ে আমার অনেক রৌদ্র আছে, স্বর্ণালী প্রান্তরে... কবিতা সংকলন ও সেরা-৩০, নভেম্বর ১৬-৩০, ২০১৯!!

দুটি লাইন বলে শেষ করি এই পোস্টঃ

নিজের ভিতর ক্রমাগত সংক্রামিত হতে থাকা
কিছু সহৃদয় সংবাদ কবিতা হলে
এসো সভ্যতার আলোরেখায়
নক্ষত্র পোষার শর্তে
যুগান্তরের পথে চলি, এসো,

ব্লগে যারা কবিতা পোস্ট করেন তারাসহ সকল ব্লগার ব্ন্ধুদের এই অন্তবিহীন কবিতা যাত্রায় শামিল হওয়ার উদাত্ব আহ্বান জানাচ্ছি।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা।

.

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু ব্লগে আপনি, খায়রুল ভাই,সোনাবীজ, বৃতি ও আর কয়েকজন ব্লগারের কবিতা ছাড়া আর গুলো কবিতা বলাই যায়না। এগুলো সংকলন করে কি হবে?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

বিজন রয় বলেছেন: প্রকৃতপক্ষে সবার কবিতা দিয়ে এই জন্য সংকলন করি যেন সবাই উৎসাহ পায়। বিশেষ করে যাদের কবিতা সেই মানে পৌঁছায় না। পৃথিবীতে তো সবার মেধা, ক্ষমতা, প্রকাশভঙ্গি একরকম না। যদি কেউ খারাপ লিখতে লিখতে একদিন ভালো লিখতে পারে তো সেটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে।

আপনি আমার সাথে একমত হবেন যে, কেউ যখন একটি লেখা সৃষ্টি করেন সেটা যে ধরনের লেখা হোক না কেন সেই লেখাটি তার কাছে অনেক আপন, তো সেটা যদি ভালো মানের না হয় এবং সে যদি সেটা বুঝতে না পারে, তাহলে আমরা তাকে সাহায্য করতে পারি, উৎসাহ দিতে পারি, কিভাবে তার লেখা উন্নত করতে হবে।

আশাকরি আমার উদ্দেশ্য প্রকাশ করতে পেরেছি।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার অক্লান্ত পরিশ্রমে কবিতার সংকলন অতীতের মত কবিদের জন্য টনিক হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

আপনার মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

বিজন রয় বলেছেন: ব্লগে ১০ বছর হয়ে গিয়েছে আর এখনও পর্যন্ত কবিতা পোস্ট করছেন এমন ব্লগারদের ভিতর আপনি অন্যতম। এজন্য আমি আপনাকে অবিরল ধারায় কবিতা প্রসবকারী বলে থাকি। একথা আগেও আপনাকে বলেছি।

আপনাকে দেখে বা কবিতার সাথে আপনার সম্পর্ক নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই।
কিভাবে দিনের পর দিন এভাবে কবিতার সাথে থাকা সম্ভব!!

আপনিএকজন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত নিখুঁত কাজ আপনার। এমন নিরলস অধ্যবসায়কে কুর্নিশ না করে পারা যায় না। আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা, এবং আপনার এ অসামান্য কাজের প্রতি শুভকামনা। আর এ ব্লগের সকল কবিদের প্রতি আহ্বান, আপনারা কবিতা লিখা অব্যাহত রাখুন এবং নিয়মিতভাবে নতুন নতুন কবিতা নিয়ে ব্লগে আপনাদের সোনালী স্বাক্ষর রেখে যান!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: আমার প্রতি আপনার বিশ্বাস আর নির্ভরতা দেখে আপ্লুত ও কৃতজ্ঞ। আপনার উপদেশ ও পরামর্শ আমি সবসময় গ্রহণ করি সেই অনেক আগে থেকেই।

অনেক দিন থেকে ব্লগে কোনো সংকলন পোস্ট আসেনা বা কেউ দেয় না। আমারও সময়ের খুব অভাব, তবুও আবার চেষ্টা করে দেখি কতদূর যেতে পারি। আসলে ব্লগে একঘেয়েমি দূর করার জন্য এরকম কিছু করার দরকার। আর ব্লগারদের সাথে পারস্পারিক যোগাযোগ বা মিথস্ক্রিয়া প্রয়োজন বলে আমি মনে করি। আশাকরি কবিতা সংকলন পোস্টের মাধ্যমে এই ব্যাপারটি আরো গতি পাবে।

সকল ব্লগারদের প্রতি আহ্বান জানালেন, আশাকরি সবাই এই ডাকে সাড়া দিবেন আর ব্লগটাকে আরো সচল ও গতিশীল করতে সাহায্য করবেন।

অনেক অনেক ধন্যবাদ তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করার জন্য।
ভাল থাকুন সবসময়।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৫

নীলসাধু বলেছেন: গ্রেট!
খুবই ভালো হয় তবে।
ব্লগ ও কবিতার প্রতি আপনার এই নিবেদন জাস্ট গ্রেট।


২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: আপনাকে নিয়মিত পাওয়া যাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার! জানিনা কতদিন থাকতে পারবেন। তবে আপনি সবকিছু বাদ দিয়ে যেহেতু কবিতার লোক, তাই ব্লগে আর কিছু না হোক অন্তত কবিতা পোস্ট করবেন আশা করি।

অনেক ধন্যবাদ উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।
শুভকামনা।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫১

স্প্যানকড বলেছেন: ভালো উদ্যোগ। ভালো থাকবেন খুব :)

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: আগে যখন কবিতা সংকলন পোস্ট করতাম তখন আপনি ব্লগে এসেছিলেন কিনা মনে নেই।
তবে এবার আপনাকে পাওয়া যাবে! খুব ভালো ভাবেই পাওয়া যাবে।

যেভাবে ব্লগে কবিতা পোস্ট করছেন সেভাবে করতে থাকুন।
পরামর্শ দিন, সাথে থাকুন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৮

সামরিন হক বলেছেন: নিজের নামটা দেখে এখানে ভয়‌ই পেয়ে গেছি আসলে আমি কি কবিতা লিখতে পারি!?
এই আসরে আমাকে স্মরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: সম্ভবত বিস্ময়ে বা আনন্দে ভয় পেয়েছেন! এটা খুব ভালো ব্যাপার।

যাক অত কিছু ভাববার দরকার নেই।
শুধু কবিতা পোস্ট করুন, আমাদের শান্তি দিন।

আপনি যেহেতু কবিতার মানুষ, আশাকরি আমার সাথে থাকবেন।

শুভকামনা রইল।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,




মহতী আর পরিশ্রমলব্ধ একটি প্রয়াস। প্রশংসা আর ধন্যবাদ যুগপৎ আপনারই প্রাপ্য।
এই প্রয়াসের পেছনে আপনার মহতী উদ্দেশ্য ১নং প্রতিমন্তব্যে পরিষ্কার ধরা পড়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: হুমমমমম!! আপনার কবিতা কোথায় যায়?
ব্লগে তো পাই না!!

এবার কবিতা দিয়ে একটি নতুন পোস্ট করুন, শুধু মন্তব্য করলে চলবে মহাশয়?

১নং মন্তব্যে বলা কথার সাথে আরো একটি কথা যোগ করতে চাই।
সেটা হলো ব্লগটাকে যদি কবিতা সংকলন পোস্টের মাধ্যমে আরো একটু সচল করা যায়, ব্লগাদের ভিতরে যোগাযোগটা আরো একটু বাড়ানো যায় তো মন্দ কি!!

হোক না কিছু একটা।
আপনাকে অবশ্যই সাথে পাবো।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

শেরজা তপন বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ- কিন্তু;
কিছু কবিদের নিয়ে এমনিতেই ব্লগারেরা ভীষন বেকায়দায় আছে- প্রতিদিন অন্তত একখানা কবিতা উপহার দিয়ে তারা আমাদের চরম কৃতার্থ করেন। গদ্য লেখকদের আফসোসের অন্ত নেই; অনেক খেটেখুটে একটা লেখা দেবার পরে কবিদের কবিতার ভারে সেটা অতি অল্প সময়ে ব্লগের তলানীতে গিয়ে ঠেকে!
অল্প কিছু কবি বাদে বেশীরভাগ কবিই কোনরূপ উৎসাহ উদ্দীপনা ও মন্তব্য ছাড়াই প্রতিদিন সুর্যোদয়ের পরেই একটা করে কবিতা প্রসব করেন কোন প্রসব বেদনা ছাড়াই সেখানে আপনার এমন সেরা কবিতা ও সংক্লোনের ঘোষনায় তারা তো আদাজল খেয়ে নামবে!
আমার কথায় নিশ্চিতভাবে কবিকুল নাখোশ হবেন। দেখুন একজন গদ্য লেখকের দু'চার পাতার লেখায় বাক্য বিন্যাস, বানান, ব্যাকারণগত ভুল থাকলে সেটা তেমন দৃষ্টিকটু লাগে না কিন্তু একজন কবির আট দশ লাইনের লেখায় এসব ভুল চোখে লাগে।

কাব্য একটা ভাবের বিষয় একটা আবেগের বিষয়, কাব্যের গভীরে ডুব দিয়ে মণি মানিক্য খুঁজে আনতে হয়। যখন কেউ আপনার কবিতা পড়বে তখন সেটা তাঁর ভাবনার জগতে ছাপ ফেলতে বাধ্য হবে। শুধু মনে যা চাইল দশ বিশ লাইন ফড় ফড় করে লিখে ফেললেই হল না। দ্বিতীয়বার ভাবনা নাই -কোন এডিট নাই, প্রতিদিন একটা কবিতা না লিখলে যেন আমার কবিত্ব প্রতিভা হুমকির মুখে পড়ে যাবে।
আজকে সবগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে অচ্ছ্যুৎ ও ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে এইসকল কবিরা। কেউ নতুন একটা সাইট খুললেই একদল কবি গিয়ে হাজির হয়ে নিত্যদিন কবিতা প্রসব করতে শূরু করে। কেউ পড়ুক না পড়ুক - কেউ কিছু মনে করল কি না করল তাতে তাদের কিছু আসে যায় না। তারা আবার বেশীরভাগই নাক উঁচু - গদ্য লেখকদের পাত্তা দেয় না। এদের নিয়ে সেইসব সোশ্যাল মিডিয়ার মডারেটরেরা ভীষন বিপদে আছে।
আমাকে বিরোধীপক্ষ ভাববেন না। আপনি যখন ভাল কবিতার একটা লিষ্ট করবেন সেইরূপ বানান, ব্যাকারণ ও কবিতার মান নিরূপন করে খারাপ কবিতারও একটা তালিকা করার অনুরোধ রইল। এসব অবশ্যই কাউকে নিরুৎসাহিত করার জন্য নয়- আমরা চাই মন ও মগজকে আলোড়িত করে এমন মানসম্পন্ন কবিতা।

আমার কথায় কেউ মনে কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাল থাকবেন বিজন দা।

* আমার নিজের হাজারো ভুল- গদ্য লেখক হিসেবে এগুলো ক্ষমা করবেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: আপনি এই মন্তব্যটি আজকে আমার প্রথম কবিতা সংকলন পোস্টে করেছেন এবং দেখেছি, ভাবছিলাম একটু সময় নিয়ে রাতের দিকে প্রতিউত্তর করবো, কিন্তু এখানে যেহেতু আবার দিয়ে দিলেন তাই এখন কথা বললাম।

সেই নব্বই দশক থেকে শুরু হয়েছে, আমাদের দেশে কাকের চেয়ে কবি বেশি!! অথচ আফসোস ১৮ কোটি মানুষের দেশে একজন কবির ৩০টি বইও ক্রয় করার মতো পাঠক নেই!! যেমন আমাদের কবিকূল তেমন আমাদের পাঠককুল!!

অনেকে লাফ দিয়ে এসে পকেটের টাকা খরচ করে একখান কবিতার বই বের করে সামাজিক যোগাযোগ মাধ্যাম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যাবহার করে ভাবে অনেক বড় কবি হয়ে উঠলাম! অনেক বড়াই করে বলে আমার প্রথম কবিতার বই বা আমার ....তম কবিতার বই, কিন্তু তারপরের গল্পটি বড়ই করুণ! তার আর কোনো খোঁজ খবর থাকেনা। কবির অকাল মৃত্যু!!

ভাই, কবি বা লেখক হয়ে ওঠা কি অত সোজা!!

এই ব্লগের অনেককেই দেখছি তিন বছর ধরে একটি বইয়ের বিজ্ঞাপন দেয় ফেসবুকে বিক্রয়ের জন্য।
কেন এত দৈন্যদশা?
এটার উত্তর অনেক বড় ও বিস্তর, সে প্রসঙ্গ আজ থাক।

ব্লগে কবিতা বা কবিতা পোস্ট নিয়ে যা বললেন তা নিয়ে আমার দ্বিমত প্রকাশের কোনো কারণ নেই। আশাকরি সব কবি আপনার এই কথাগুলো মাথায় রেখে কবিতা প্রসব করবেন। তাহলে কবিতার মান উন্নত হবে, ব্লগও সমৃদ্ধ হবে। আজকাল কেউ চর্চা করতে চায় না, হঠাৎ করে জাতে উঠতে চায়, বলি, অত সহজ না।

ভাল-খারাপ সব কবিতাই নিয়ে তো আমি সংকলন পোস্ট করবো, যাতে আমরা বুঝতে পারি কার কবিতা কেমন।
আর আপনাদের এরকম গঠনমুলক আলোচনা নিশ্চয় তারা গ্রহণ করবেন আর ভালো কবিতা লেখার দিকে মনোনিবেশ করবেন।

এখানে ক্ষমা চাইলেন কেন? তেমন তো কিছু দেখছি না।
আসলে এটা আপনার বিনয়।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর গঠনমুলক মন্তব্য করার জন্য।
এভাবে সাথে থাকুন।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুরু হোক।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: হ্যাঁ শুরুটা জরুরি। তারপর দেখা যাক।

আমাদের কবিকূল নিশ্চয়ই অনেক ভালো ভালো কবিতা পোস্ট করবেন।
আমরা সবাই সেসব কবিতা পড়ে নিজেদের পূর্ণ করবো।

আশাকরি তূর্য্যও মাঝে মাঝে কবিতা পোস্ট করবেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: প্রথমেই জানিয়ে রাখলাম, এমন কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, পরিশ্রমলব্ধ কাজ করতে পারার ক্ষমতা দক্ষতা আন্তরিকতা সবার হবেনা, সবচেয়ে বড় কথা সবার এমন ইচ্ছে জাগবেনা, কারণ এখানে অনেক বড় ত্যাগ জড়িত, এই ত্যাগ সবাই করতে চাইবেনা। আপনি এমন আয়োজন করে যাচ্ছেন, করতে যাচ্ছেন এটা অনেক উচ্চতার পরিচায়ক।

কমেন্টগুলো পড়লাম।

ব্লগ ফুলে ফরে সৌরভ ছড়াবে এই আয়োজনে। আশা করি সবাই সহযোগিতা করবে, এবং কমেন্ট করার সময় পড়ে সময় নিয়ে পড়ে গঠন মূলক আলোচনা করবে এই প্রত্যাশা সবার প্রতি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: আহা! কি যে বলেন!
এটা অনেক দিন করা হয়ে ওঠেনি। এখন একটু সুযোগ হয়েছে, তাই উদ্যোগ নিয়েছি।
আর কি জানেন তো, ত্যাগেই সুখ। কেউ কেউ অন্যকে সুখ দিয়ে নিজে সুখি হয়।

ব্লগ ফুলে ফরে সৌরভ ছড়াবে এই আয়োজনে। আশা করি সবাই সহযোগিতা করবে, এবং কমেন্ট করার সময় পড়ে সময় নিয়ে পড়ে গঠন মূলক আলোচনা করবে এই প্রত্যাশা সবার প্রতি।
............................. আমিও আশাকরি আপনার এই কথা সবাই মাথায় নিয়ে নিজের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করবেন।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: এসব আজাইরা কাজকাম বাদ দেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: বাদ দিয়েছিলাম। দিয়ে লস করেছিলাম। আবার করবো। কারো জন্য না হলেও আমার নিজের জন্য।

এখও আপনি কয়েকটি কবিতা পোস্ট করুন।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

রানার ব্লগ বলেছেন: গোঁফ ভাইয়ের মন্তব্যের রেশ ধরেই বলছি আমার মতো অকবি(কবিতা নামের কুখাদ্য) কে আপনার লিস্টে রেখেছেন এটাই সর্বচ্চ পাওয়া ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: এখানে সবাই থাকবে। সবকিছু থাকবে।
সুখাদ্য-কুখাদ্য সব আসবে।

সব সৃষ্টিই সেরা, কোনটা আমি গ্রহণ করবো সেটা আরো সেরা।

রানার ছুটেছে তাই......... ঘন্টা বাজছে..... রানার..............

আপনি রেডি হন।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

রানার ব্লগ বলেছেন: শেরজা তপন বলেছেন: আপনি যখন ভাল কবিতার একটা লিষ্ট করবেন সেইরূপ বানান, ব্যাকারণ ও কবিতার মান নিরূপন করে খারাপ কবিতারও একটা তালিকা করার অনুরোধ রইল।

প্লিজ এটা করবেন । আমা নিজের একটা টেস্ট হয়ে যাবে । B-)

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: হবে তাই হবে।

তবে আপনিও থাকবেন সবসময়, কথা বলবেন, পরামর্শ দিবেন।
সবার চিন্তা বা মতামত একসাথে হলে অনেক ভালো কিছু বের হবে।

অটঃ আপনি খুলনার কোন স্কুল ও কলেজ থেকে পাশ করেছেন?

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

রানার ব্লগ বলেছেন: খুলনা নেভী স্কুল । সুন্দারবন সরকারি কলেজ !

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: আচ্ছা। ধন্যবাদ।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

ডার্ক ম্যান বলেছেন: গল্প কবিতা উপন্যাসে থাকার সম্ভাবনা নাই। তবে কমেন্ট সংকলন হইলে সেখানে থাকার সম্ভাবনা প্রবল।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: মিথ্যা কথা। আপনি সব কিছুতে থাকবেন। আমি জানি।

অন্তত কবিতায় তো থাকবেনই।
আর অনেক ভালো আলোচনা-সমালোচনা করবেন।

ঠিক?

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:


- মরুভূমির জলদস্যুর কবিতাতো নিয়মিত পাওয়া যায় না!! বেচারা কবিতাই লিখতে পারে না।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

বিজন রয় বলেছেন: না না আর ফাঁকি দিতে পারবেন না। এবার কবিতা আপনাতে লিখতেই হবে।
নাকি ছড়া?

আপনার জমিদারি এবার দেখবো।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

আরোগ্য বলেছেন: কাজটা ভালো হচ্ছে না বিজনদা। কবিতা লেখার লোভ হচ্ছে কিন্তু, হাবিজাবি কিছু লিখে পোস্ট করে দিলে কিন্তু আপনার দোষ বলে দিলাম। :(

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: কাজটা ভালো না খারাপ সেটা তোলা থাক উপরে। আগে কবিতা লিখুন, পোস্ট করুন।
হাবিজাবি হোক তবু লিখুন।
লোভ যখন হচ্ছেই তখন আর বসে থাকবেন কেন?

সুন্দর ও হৃদয়গ্রাহী কবিতা চাই।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

করুণাধারা বলেছেন: এমন সংকলন করাটা সময়সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ, আপনার সাফল্য কামনা করছি।

কিন্তু ভয় হচ্ছে, এই সংকলন করতে গিয়ে আপনি কবিতা লেখার সময় হারিয়ে ফেলবেন। সেটা কোনো ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। :(

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১০

বিজন রয় বলেছেন: আপা, ব্লগের কবিতাগুলো যদি এক জায়গায় করে রাখতে পারি তো শেষে আমার খুব কাজে লাগবে।
তাই একটু কষ্ট করতেই হচ্ছে।

আর আপনার কথা মনে থাকবে, আমি কবিতা লেখার সময় বের করে নিব যেমন করেই হোক।

আপা, আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: এমন একটি সংকলন থাকলে ভালো-মন্দ সব ধরনের ব্লগারদের মাঝে কবিতা লেখার উৎসাহ বৃদ্ধি পাবে। ২৪ সালে কবিতা সংকলন করার আশা ব্যাক্ত করার জন্য অভিনন্দন জানাই সেই সাথে সফলতা কামনা করি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: তাই হোক প্রামানিক ভাই।

আমি অলেখক কে লেখক বানাতে চাই, কূলেখককে সুলেখক বানাতে চাই, যে কোন ‍কিছুই লিখতে পারে না তার নিকট থেকেও লেখা বের করতে চাই।

আপনি আমার সাথে থাকুন।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৭

ডার্ক ম্যান বলেছেন: অন্তত কবিতায় তো থাকবেনই।
কবিতায় থাকতে চাই না কবিতার সাথে থাকতে চাই ।

কেউ কেউ গবিতা লিখেন । তাদের কি হবে

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: কবিতার সাথে থাকতে চাই .......... এটুকুতেই চলবে।

কবিতা, ফুল ভালবাসেনা এমন মানুষ কি আছে?
আপনিই কিভাবে এড়িয়ে থাকবেন, পারবেন না।

কেউ কেউ গবিতা লিখেন । তাদের কি হবে?

হাম হা হা হা ............ নামটি দিয়েছেন ভালো গবিতা।, তাহলে তাদেরকে গোকূলে পাঠিয়ে দিব!!

২১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

ডার্ক ম্যান বলেছেন: হাম হা হা হা ............ নামটি দিয়েছেন ভালো গবিতা।, তাহলে তাদেরকে গোকূলে পাঠিয়ে দিব!!

মহান গবিতা শব্দের প্রবর্তক কবি ও ব্লগার সোনাবীজ ভাই এবং উনার বান্ধবী । উনারা আপনার দোয়া ও প্রশংসাপ্রার্থী ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: দেখা যাক কবি ও ব্লগার সোনাবীজ ভাই এবং উনার বান্ধবী কি পদক্ষেপ নেন।

ততক্ষণ অপেক্ষা করি!

২২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার সাথে আমার যেন আত্নার বন্ধন এমনকি অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে কবিতা লিখে দুদন্ড শান্তি মেলে । আবার কাজ করা শুরু করি । পৌষের কুয়াশা গ্রামীন আবহাওয়া দারুন রোমাঞ্চকর। মাঝে মাঝে শহর ছেড়ে গ্রামে যাওয়া দরকার।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: কবিতার সাথে আপনার কত গভীরভাবে বসবাস তা এই ব্লগে আপনার ইতিহাস ঘাটলেই বোঝা যায়।
আপনি যত পোস্ট করেছেন সম্ভবত ৯৯% কবিতা পোস্ট করেছেন।
অর্থাৎ এতগুলো কবিতা আপনি লিখেছেন,
কবিতা হৃদয় দিয়ে হৃদয়ে ধারন না করলে এমনটা সম্ভ হতো না।

স্যালুট!

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩১

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার মহতি এই উদ্যোগকে স্বাগত জানাই ।
কবিতা আমি লেখতে জানিনা, মাঝে মধ্যে
কবিতার মত দেখায় এমন কিছু লিখে
ব্লগে সকলের সাথে শেয়ার করে যাই ।
এ পোষ্টে ১ নং মন্তব্যের প্রতিমন্তব্যে লেখা
আপনার কথা মালা সে সাথে উপরের
৩ নং মন্তব্যে খায়রুল আহসানের আহ্নানে
সারা দিয়ে নিছক কবিতার মত দেখায়
এমনতর লেখা একটি কবিতা এখনই
প্রকাশ করার জন্য মনে মনে অনুপ্রেরনা
পাওয়ায় তা লেখার জন্য আমার ব্লগ
বাড়িতে গেলাম।

শুভেচ্ছা রইল

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: আপনার কবিতাটি দেখেছি। সেটা নিয়ে ওখানে কথা বলবো নিশচয়ই। আসলে আপনার সাথে তো আমার অনেক কথা হবে। কারণ আপনি মানুষকে কথা বলাতে জানেন।

আামর এই উদ্যোগে আপনি সামিল হলেন এর চেয়ে বড়ো ব্যাপার আর কি হতে পারে!

ডঃ এম এ আলী
খায়রুল আহসান
আহমেদ জী এস


আমাদের এই তিন জন থাকতে আর কি লাগে! এনারা হলেন এই ব্লগরে অলংকার। সত্যি কথা বলতে ব্লগের অনেকেই আপনাদের লেখার চেয়ে মন্তব্যের জন্য অপেক্ষা করে বেশি।

আসলে আমি কবিতা একটু বেশি ভালোবসি, ভালোবাসি এই সামুকে, তাই হাজার কাজের মাঝেও আগের মতো কবিতা সংকলন পোস্ট দেওয়ার জন্য উদ্যোগী হয়েছি। এখানে আপনাকে পেয়ে আমার কাজ করার স্পৃহা অনেকগুণ বেড়ে গেল।

হ্যাঁ, এভাবেই সাথে থাকুন।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা ............ আপনার হয়েছেটা কি?
কদিন ধরে শুধু এই কথাগুলো সবার ওখানে বলে বেড়াচ্ছেন।

বড়ই আচানক ঘটনা।
আফসোস!

২৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৭

বদরুল হোসেন বাবু বলেছেন: সুসংবাদ নি:সন্দেহে!

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ আর ধন্যবাদ।
এই সুসংবাদের সাথে থাকুন।

২৬| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২১

মিরোরডডল বলেছেন:




ফেব্রুয়ারি গিয়ে মার্চ শেষ হতে চললো।
দুই মাস ধরে যে বিজন নিখোঁজ, সংকলন পোষ্ট দিবে কে?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.