নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

* বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত | কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।

বিজন অধিকারী

বিজন অধিকারী › বিস্তারিত পোস্টঃ

কোরবানীর ঈদ........

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বছর ঘুরে এলো কোরবানীর এই দিন,
শিশু কিশোর নাচছে তাধিন ধিন ।

কোরবানীর ঈদে সৌদি আরবের মক্কা মদিনায়,
বিশ্বের লাখো মুসল্লী পবিত্র হজ্ব পালনে যায় ।

নতুন পোশাকে ঈদগাহেতে সবাই নামজ পড়ে,
নামাজ শেষে আনন্দে সবাই কোলাকুলি করে।

কোলাকুলি শেষে সবাই একে অন্যের কাছে,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেয় দাওয়াত পৌঁছে।

পশু কোরবানী করছে, পরে নতুন বস্ত্র,
খুশিতে সবাই লইছে কোরবানীর ঐ গোস্ত ।

বড়রা বড় মার্কেটের বিভিন্ন পোশাক পরিয়ে,
ছোটরা পালন করছে ফুটপাতের বস্ত্র দিয়ে।

কুলি, মজুর, মিস্কিন, ফকির সবার মুখে হাসি,
ধনী, গরিব ভেদাভেদ ভুলে থাকে হাসি খুশি।

কোরবানী দিয়ে, শপথ নিবো ঈদের এই জোয়ারে,
মনের পশুত্ব দুর হোক মোদের হিংসার দুয়ারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.