|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 Subdeb ghosh
Subdeb ghosh
	আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
পৃথিবীতে ধর্ম গ্রন্থের অভাব নেই
যদি কোন ধর্ম গ্রন্থে করোনা
ভাইরাসের ফর্মুলা থাকে।
তাহলে এখনি বিজ্ঞানীদের জানিয়ে দিননা।
হয়তো মানব জাতি
সেই ধর্মের কাছে ঋনী থাকবে।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
Subdeb ghosh বলেছেন: স্বপ্নে পাওয়া তাবিজ,ফু পানি পড়া বিক্রি হচ্ছে কোথাও কোথাও?
২|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৪৪
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ধর্ম গ্রন্থে সরাসরি কিছু লেখা থাকে না। 
শুধু ইশারা থাকে। বাকিটা বুঝে নিতে হয়।
এই যে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট, উড়োজাহাজ ইত্যাদি সব কিছু কোরআন রিসার্চ করেই ইহুদী নাসারা আবিস্কার করেছে।
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৩
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৩
Subdeb ghosh বলেছেন: ভাই এইডস এর ঔষধ আবিস্কার হচ্ছেনা কেন?
৩|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:১৪
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জ্বি না,
 ঈশ্বর করোনা ভাইরাস কে কোনঠাসা করে রেখেছেন। মানুষের দোয়া কর্মসূচি সেই কথাই বলে।
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৪০
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৪০
Subdeb ghosh বলেছেন: বিজ্ঞান সব সময় বাস্তবের কথা বলে।
৪|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১৫
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১৫
নেওয়াজ আলি বলেছেন: কোরানের বাংলা অর্থসহ পড়বেন।
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৯
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ!
৫|  ১৯ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৪৬
১৯ শে মার্চ, ২০২০  সন্ধ্যা  ৭:৪৬
একাল-সেকাল বলেছেন: 
ধর্মগ্রন্থ নয়, বরং বিজ্ঞানীরাই ধর্মগ্রন্থের পিছনে দৌড়ায়। যেমন সাংবাদিকরা নিউজের পিছনে। 
আর আপনার দৌড়ানো উচিৎ ৪ নং কমেন্টের পিছনে।
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩০
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩০
Subdeb ghosh বলেছেন: করোনা কেন করুনা করছেনা?
৬|  ১৯ শে মার্চ, ২০২০  রাত ৯:০১
১৯ শে মার্চ, ২০২০  রাত ৯:০১
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ধর্ম গ্রহন্ত তো শুধু তাবিজ আর ফু বিক্রি করে - ভেক্সিন না ।। 
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩২
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩২
Subdeb ghosh বলেছেন: স্বপ্নে পাওয়া তাবিজ বিক্রি হচ্ছে কোথাও কোথাও?
৭|  ১৯ শে মার্চ, ২০২০  রাত ৯:৪০
১৯ শে মার্চ, ২০২০  রাত ৯:৪০
একাল-সেকাল বলেছেন: @৬ নং,
 ধর্মগ্রন্থ তো শুধু তাবিজ আর ফু বিক্রি করে না। বিজ্ঞান প্রসব করে। আর তাই দিয়ে ভেক্সিন তৈরি হয়।
যেমন শেখ সাহেব জীবদ্দশায় আতশবাজী ফুটাতেন না। উনার পদাঙ্করা উৎসবের আমেজে ফুটায়।
রাসুল (সাঃ) এর জীবদ্দশায় জন্মদিন পালন করেন নাই। আজকাল মুসলিম রাও জন্মদিন ঘটা করে পালন করে। তাই বলে এটা ভাবা যাবেনা জন্মদিন পালন ইসলামিক রীতি। 
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৪
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৪
Subdeb ghosh বলেছেন: ভাই আমরা কি বিজ্ঞান কে অস্বীকার করতে পারি?
৮|  ২০ শে মার্চ, ২০২০  রাত ৯:৪৫
২০ শে মার্চ, ২০২০  রাত ৯:৪৫
ঈশ্বরকণা বলেছেন: ঘোষ বাবু: 
গণিত বইয়ে খুঁজলে তত্ব প্রাণ রসায়ন,
সঠিক উত্তর পাওয়া যাবে কি কখন ?
ধর্মগ্রন্থে লিপিবদ্ধ ঈশ্বর বিধান 
ভাইরাসে জরুরি  গবেষণা, বিজ্ঞান  !!
  ২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৬
২২ শে মার্চ, ২০২০  দুপুর ২:৩৬
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯|  ২৫ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:১৪
২৫ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:১৪
সোনালি কাবিন বলেছেন: 
১০|  ২৫ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৮
২৫ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: স্রষ্টার কি অভিপ্রায় কেউ কি জানে?
১১|  ৩০ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৩৩
৩০ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৩৩
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ধর্ম ও ধর্ম গ্রন্থ কিছুিই বলতে পারবে না - তবে ধর্ম ও ধর্ম গ্রন্থ আগে থেকেই বলে আসছে - কঠিন বিপদে পড়বে কোন কোন অবস্থায় ? সেই অবস্থা কিন্তু বিশ্ব াতিক্রম করছে - সকল অনাচার অবিচার সিমা ছাড়িয়ে গেছে - অতএব পৃথিবিবাসিকে অসহা্যয় অবস্থাতে পরতেই হবে - হয়েছেও - ২০১৯ খৃস্টাব্দে আমাদের স্বাস্থ্য মন্ত্রি ডেঙ্গুর ভয়ে পরিবার পরিজন নিয়ে সিংগাপুর গেছেন - এবার কিন্তু আমেরিকা, ইটালি, ফ্রান্স কোথাও যেতে রাজি হবেন না সেই স্বাস্থ্য মন্ত্রি - যারা বিলাসিতা করে পুকুর খনন ও মাটি ভরাট দেখতে বিদেশ গেছেন - সেই আমলাদেরকে আমেরিকা, ইটালি, ফ্রান্স, চিন, জাপান, জার্মান পৃথিবির কোথাও পাঠানো যাবে না - একানেই সৃষ্টিকর্তা জিতে গেছেন -ধর্ম জিতে গেছে -
  ০৬ ই মে, ২০২০  সকাল ১১:০৪
০৬ ই মে, ২০২০  সকাল ১১:০৪
Subdeb ghosh বলেছেন: প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম,
বেঁচে থাকতে দেবালয় দেবালয়
বলে চিল্লাই,
মৃত্যুর পূর্বাক্ষনে চুপি চুপি সেবালয়ে যাই,
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৩৭
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৩৭
আলোর_পথিক বলেছেন: বিজ্ঞানীরা যখন আবিস্কার করবেন, তারপর ওনারা তাদের পবিত্র গ্রন্থে ফর্মূলরা খুঁজে পাবেন।