নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
চাওয়ার মাঝে ভুল ছিলনা,
হয়তো চাওয়ার মতো করে
চাইতে পারিনি,
অনেক চাওয়াই ছুঁই ছুঁই করেও
পূর্নতা পায় না,
তবুও জীবন থেমে থাকেনা।
চলোনা এগিয়ে যাই,খুঁজি;
দুশ্চিন্তাহীন এক নতুন জীবন,
যেখানে চাওয়া পাওয়া তুচ্ছ
জীবনের কাছে।
জেগে থাকা নিদ্রাহীন
রাত্রির কথা,
নতুন ভোরের হাওয়ায়
মনে পড়েনা।
২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! সুস্থ থাকুন, ভালো থাকুন!
২| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে শান্তি নাই।
২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২১
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! সুস্থ থাকুন, ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:২৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথামালা