নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
বহুরাত ঘুমাই নি।
মেঘ নামিয়ে দাও,
বৃষ্টি নামিয়ে দাও,
এক ঝাঁক রিক্ত পাখি ওড়ে বুকে,
এদের ফিরাও।
দুঃস্বপ্নের পৃথিবী জ্বালায়
প্রকটিত ঘাতক সূর্য,
বেগুনি রশ্নি সমানে পুড়িয়ে চলে,
চিতা জ্বলে,কাঠ খড় পোড়ে,
শিলার বিপুল মাংস খসে পড়ে নিঃশব্দে,
ভবভন করে কালো মাছি
মরা ভেবে এসব থামাও।
মেঘ নামিয়ে দাও,বিষাদ গুলো ধুয়ে দাও।
কিঞ্চিত অভিমান বুকে রেখো না,
কি সুবিশাল মরু হয়েছে
দেখো উল্কার তীব্র আঘাতে?
বুকের ভিতরে ব্যাবলিনের মতো
প্রস্তর জুড়ে ধূ ধূ শুধু শূন্যদ্যান,
অনাবৃষ্টিতে রুক্ষমূর্তি ধারন
করেছে দুঃস্বপ্নের বেলাভূমি -
বড্ড তীক্ততা বিরাজ করেছে।
মেঘ নামিয়ে দাও,
অঝোরে ঝড়ো তুমি শ্রাবনে,
এক পশলা বিশুদ্ধ জলে ধুয়ে
দাও এই দুঃস্বপ্নের রাত।
একবার ফিরে আসো অনেক প্রতিক্ষায় আছি,
বহুরাত ঘুমাইনি,একবার ফিরো আসো,
তিমির যোগে অঝোরে ঝরো,
বুনো শালিকের মতো গান করি আবার।
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা নিরন্তর,
৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৫
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগা অবিরাম ।
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬
শোভন শামস বলেছেন: নিরন্তর কথামালার বাঁধনে জড়ানো
সুন্দর প্রকাশ