নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

সাদামাটা জীবন

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

আমি লাইফে খুব সাদামাটা
সহজবোধ্য নীতি নিয়ে চলি,
যার আমাকে ভালো লাগবে,
সে আমার সাথে কানেকটেড থাকবে
যার আমাকে ভালো লাগবে না
সরে যাবে সমস্যা নেই।
আমি মানুষটা ভালো না,
এইটা আমি সবাইকে বলি .....
এবং এইটাই সত্যি আমি মুখের উপর কথা বলি,
আমার কোনকিছু ভালো না লাগলে,
আমি স্ট্রেট ফরোয়ার্ড ভাবে সেইটা বলে দিই,
অনেকেই সেটা পছন্দ করে না,
তাতে আমার কিছু করার নাই।
আমি মানে আমিই,
সবকিছু মিলায়েই আমি,
ভালো আর খারাপ ।
আমার সাথে যদি কেউ কোন
সম্পর্কে যুক্ত থাকে,
তাহলে আমার ভালো দিক আর খারাপ দিক,
সবকিছু সহ্য করেই তাকে যুক্ত থাকতে হবে।
কারো ভালোলাগার জন্য-
আমি ফেরেশতার মত শুদ্ধ হয়ে
যেতে পারবো না,
আমি পারফেক্ট নই-
আমার রাগ আছে,অনেক রাগ,
সুখ আছে,
আছে পেয়ে হারানোর সীমাহীন কষ্ট,
আমার পছন্দ-অপছন্দ আছে,
আমার ডিপ্রেশন আছে,
আমার মাঝে মাঝেই একা থাকতে ভালো লাগে।
এই অপছন্দনীয় বৈশিষ্ট্যগুলা
যদি কেউ সহ্য করতে না পারে -
তাহলে আমার কিছু করার নাই।
আমি এরকমই - কারো মনের মত না,
কারো পছন্দের রেসিপির মত
১০০% পারফেক্ট না।
আমি কারো হাতের পুতুল কিংবা
নাটাইয়ের ঘুড়ি না,
আমি একেবারেই আমার মত।
আমার হাসিখুশি চেহারা -
যেমন একজনকে আনন্দ দিবে,
আমার ভয়াবহ রাগ -
সেরকম একজন কে কষ্ট দিবে,
যে আমাকে না বুঝবে !!!
আমার রাগ সহ্য করতে পারবে না,
আমার ডিপ্রেসন এর সময় ধৈর্য্য
ধরতে পারবেনা,
আমার জীবন থেকে চলে যাওয়ার দরজা
তার জন্য সবসময়ই খোলা !
আমার জীবনটা একেবারে ছোট নয়,
অনেক কিছু দেখে ফেলেছি,
পেয়ে হারানোর সীমাহীন কষ্ট
বুকে চাপা দিয়ে রেখেছি।
পাওয়ার আনন্দ চোখের জলে ভাসিয়ে রেখেছে,
পেয়ে হারানোর সীমাহীন কষ্ট।
জীবন থেকে কোন মানুষের চলে যাওয়া-
এখন আর আমাকে বিচলিত করেনা,
এখন আর আমার
কিছুতেই কিছু যায় আসে না!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ঝামেলা বিহীন কবিতা।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ রাজিব দা।

২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪৮

ঘরহীন বলেছেন: বাংলা কবিতায় ইংরেজি শব্দের ব্যবহার যতটা সম্ভব বর্জন করলেই ভালো। সুন্দর ভাবপ্রকাশ।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ইংরেজী শব্দ পরিহার করাই উচিত।

৩| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৭:২১

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: স্পষ্টবাদি ও সত থাকাটাই মানুষের জিবনের প্রথম ও প্রধান ধর্ম হওয়া উচিত-

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

Subdeb ghosh বলেছেন: সততার পথ সহজ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.