নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
জ্বালাও পোড়াও ধ্বংস করো,
ছাই করে উড়িয়ে দাও সচল বাতাসের
প্রেমাসক্ত দুর্বিনত দুরাচারী এই অবাধ্য মনটাকে।
কেন সে বারবার কাছে পেতে চায়?
একান্ত নিভৃতে একা তোমাকে,
শুধুই তোমাকে!
মা মাটি মানুষ সব ভুলে মন-
তোমাতেই মগ্ন সারাক্ষণ-
এ কেমন অবিচার তার!
অলিখিত কর্তব্য অনেক অলক্ষ্যেই বর্তায়
একজন মানুষের উপড়;
কেন সে মানুষ স্বেচ্ছায় হারায়
শারীরিক সাগরে?
অপরূপ অপঘাত এই অসম প্রণয়,
জীবনের যৌক্তিকতা কুরে কুরে খায়
দুরারোগ্য ক্যান্সারের মত;
তবুও মানুষ হায়! আপন স্বত্ত্বা হারায়
এই কুহকের কবলে পড়ে সময়ে অসময়ে,
প্রকাশ্যে গোপনে -ইচ্ছায় অনিচ্ছায়।
০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন,
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ রাজিব দা।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...