নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
শারীরিক ও সামাজিক অসুস্থতা, নানারকম উদ্বেগ-উৎকণ্ঠা,
দুশ্চিন্তা এবং অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি মনটাকে রীতিমতো বিষন্ন করে তুলেছে।
তার সাথে রয়েছে বিরক্তি কিংবা ক্লান্তি।
সবকিছুই যেন এলোমেলো ও অসহ্য মনে হয়।
প্রতিনিয়ত ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ
মনঃকষ্টের সঞ্চার করে এবং মনে নানান প্রশ্নের উদ্রেক করে।
সবাই যেটাকে অতি স্বাভাবিক বলে মেনে নেয় আমি যে তা মেনে নিতে পারিনা।
ক্রমশ শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। মাথায় যেন আর ধরেনা।
২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৭
Subdeb ghosh বলেছেন: জীবনটা যেন ছন্দহীন
হয়ে পড়েছে!
হ্রদয়ের আনন্দ -অনুভূতি গুলো
ক্রমশ ক্ষীন হয়ে পড়েছে।
গানের ভাষায়,
বাঁশি যেন আগের মত বাজেনা।
২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: লেখার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবি দিয়ে দিবেন।
২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৩
Subdeb ghosh বলেছেন: পরবর্তিতে চেস্টা করবো !
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭
আমি সাজিদ বলেছেন: হতাশ হবেন না প্লিজ। বিষন্নতা কষ্ট দিচ্ছে যখন তখন একে পাত্তা না দিতে শিখুন।