নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
আধাঁরে সাঁতরে চলছি!
অমানিশা যে কাটেনা আর।
দূরত্ব কি এতই বেশি প্রত্যাশা আর বাস্তবতার ?
সময়ের বাস্তবতায় যে হাজারো স্বপ্ন মুছে যায় !
চাওয়া পাওয়ার হিসেব-নিকেশ পকেটেতে রয়ে যায়।
মানুষ ভাঙ্গে মানুষের স্বপ্ন, মানুষ মানুষকে দেয় ধোঁকা !
নিজেকে ভাবে অনেক বুদ্ধিমান, অন্যকে ভাবে বোকা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা হয়েছে।