নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৫

কিছুই থাকে না মানুষের
এই যে আসা যাওয়া, এর কোন মানে নেই,
ভোরের প্রথম আলোর কোন মানে নেই
বিকেলের কোন মানে নেই,
তোমার নীরব চোখের অপার বিমূগ্ধতা ছাড়া ৷

ছেড়ে যেতে হয় সবকিছু ৷
ছেড়ে যেতে হয় সন্ধ্যার বিষন্নতা
ছেড়ে যেতে হয় জোছনামাখা রাত ৷
অনুভবে থেকে যায় লাবণ্যময় আদল ৷

ভুল বুঝলে আকাশও কষ্ট পায় খুব
মেঘের অভিমান জমে বুকের গহীনে
বৃষ্টির ভেতর নীল হতে থাকে নিজস্ব ভূবন ৷

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে চেষ্টা করুন।

২২ শে জুন, ২০২১ রাত ২:০২

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ। চেস্টা করবো।

২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লিখেছেন। কোটেবল কোটস :




বিকেলের কোন মানে নেই,
তোমার নীরব চোখের অপার বিমূগ্ধতা ছাড়া ৷


--

মেঘের অভিমান জমে বুকের গহীনে
বৃষ্টির ভেতর নীল হতে থাকে নিজস্ব ভূবন ৷

২২ শে জুন, ২০২১ রাত ২:০৫

Subdeb ghosh বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

৩| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

কামাল১৮ বলেছেন: প্রত্যেকেই আলাদা আলাদা মানে করে।মানে নেই এর একটা আলাদা মানে আছে।আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা।

২২ শে জুন, ২০২১ রাত ২:১১

Subdeb ghosh বলেছেন: আমার কাছে জীবনের কোন মানে নেই।
অর্থহীন সবকিছু,আর স্বার্থপরতা,
বেঁচে থাকা মানে অক্সিজেনের অপচয়,
আর প্রকৃতিতে জৈব সার দান।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:২২

স্বর্ণবন্ধন বলেছেন: ছেড়ে যেতে হয় সবকিছু। যথার্থ বলেছেন। আমাদের নিয়তিই এটা। সবকিছু ছেড়ে যেতে হয়।

২২ শে জুন, ২০২১ রাত ২:০৮

Subdeb ghosh বলেছেন: হ্যাঁ!
নিয়তির লিখন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লেখা , ভীষণ ভালো লাগলো

২২ শে জুন, ২০২১ রাত ২:০৬

Subdeb ghosh বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৫ ই মে, ২০২১ রাত ১২:৪০

সিগনেচার নসিব বলেছেন: হৃদয়স্পর্শী লেখনী।

২২ শে জুন, ২০২১ রাত ২:০৯

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৫ ই মে, ২০২১ রাত ৯:৩৬

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: বিতা বুঝি কম - সুখপাঠ্য বটে -

২২ শে জুন, ২০২১ রাত ২:১২

Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ দাদা,ভালো থাকুন,সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.