নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কি হবে
সব মুছে যাবে।
যত কিছু আনন্দ উচ্ছাস
না পাওয়ার বেদনা হুতাস,
হাড় মাংসে গড়া শরীরে
পরিবর্তন হয় ধীরে ধীরে,
শ্বাসটুকু করে সম্বল।
কি হবে
সব মুছে যাবে।
জানা জানি কাড়াকাড়ি
টাকাকড়ি গাড়ি বাড়ি,
মারামারি হানাহানি
আমি বোধে হয়রানি,
শ্বাস টুকু করে সম্বল।
কি হবে
সব মুছে যাবে।
কবে যেন কতদিন আগে
কি ভোগে, কি ত্যাগে,
মানবের জীবণ নির্বাহ
বেঁচে থেকে শুধু মোহ,
শ্বাস টুকু করে সম্বল।
কি হবে
সব মুছে যাবে।
যপ ধ্যান শিল্প সাধনা
মনের গভীরে যত ভাবনা,
জীবনের কয়েকটি বছর
বেঁচে আছি বাঁধি ঘর,
শ্বাস টুকু করে সম্বল।।
২৪ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৯
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
২৪ শে মার্চ, ২০২৩ রাত ৮:১০
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৮
জগতারন বলেছেন:
সুন্দর!