| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অদ্ভুত সাদৃশ্য !!
---------------------
দেশে হঠাৎ করে এক মডেলের আবির্ভাব হয়েছে।
নিজেকে তিনি এদেশীয় সানি লিওনি দাবী করেন। কিন্তু শুধু দাবী করলেই তো হবে না, প্রমান চাই। তাই তিনি প্রতিদিন তার ফেসবুক পেজে একটা দুইটা করে ' টপলেস, বটমলেস, আরো-অনেক-কিছু লেস ছবি আপলোড দিচ্ছেন । ' Love you Sunny Leone ' লিখে স্ট্যাটাস দিচ্ছেন। www. আব-ঝাপ.com মার্কা অনলাইন পোর্টাল গুলা তাকে নিয়ে সে কি মাতামাতি !!!
আসল সানি লিওনির এতে কি কিছু আসে যায়? তারও তো একটা স্ট্যান্ডার্ড আছে নাকি? ফেসবুকে সামান্য কিছু ছবি দিয়ে কি আর সানি লিওনি হওয়া যায়? কোথায় সেইসব জটিল জটিল XXX ভিডিও, আহ হ হ .... চানখারপুল কি কখনো লিভারপুল হতে পারে ?
দেশে হঠাৎ করে এক আইএস এর আবির্ভাব হয়েছে।
নিজেকে তারা এদেশীয় আইএস দাবী করেন। কিন্তু শুধু দাবী করলেই তো হবে না, প্রমান চাই। তাই তারা প্রতিদিন একটা দুইটা করে ব্লগার, পুলিশ, এমনকি ইদানিং মিলিটারীকেও কোপানো শুরু করলেন। কোপানোর পর আবার সাইট ইন্টিলিজেন্সের মাধ্যমে দায়ও স্বীকার করছেন। দেশে এখন যত আলোচনা, ভালোচনা কিংবা গরু-রচনা সবই আইএস নিয়ে।
আসল আইএস এর এতে কি কিছু আসে যায় ? আইএস এরও তো একটা স্ট্যান্ডার্ড আছে নাকি ? সামান্য কোপাকুপি করে কি আইএস হওয়া যায় ? কোথায় সেইসব ফাইটার প্লেন, ট্যাংক, রকেট আর কোথায় রামদার কোপ ? ছবিলাপুর কি কখনো সিঙ্গাপুর হতে পারে ?
পুনশ্চ :: 'কি এইসব মডেলের খোজ রাখো কেন ?;-) ' কিংবা 'সানি লিওনির ভিডিও দেখো তুমি, ছি:' এটা বইলা কমেন্ট করতে আসবেন যারা তাদের জন্য উত্তর আগেই দিয়া দিলাম - সাধারণ জ্ঞানের জন্য রাখতে হয় আর কি ?! সুতরাং কমেন্ট করলে নতুন কিছু করুন।
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
বরফজল বলেছেন: ধন্যবাদ ;-)
২|
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১
সুমন কর বলেছেন: হাহাহা..........বেশ মজা করে কঠিন কথাগুলো বলে দিয়েছেন..... ![]()
৩|
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
রানার ব্লগ বলেছেন: খারাপ বলেননি
৪|
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বরফজল বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সাদৃশ্য না কইয়া বৈসাদৃশ্য কন।