নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের আরেক বিজয়ের নাম শাম বিজয়। মুসলিমদের শাম। আহলুস সুন্নাহর শাম। আহলুসসুন্নাহর মুসলিম বিদ্রোহীরা কুখ্যাত সন্ত্রাস স্বৈরশাসক বাশার আসাদকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। আমি তো মনে করি ওকে খুঁজে বের করে এনে বিচারের মুখোমুখি করা উচিৎ। হাজার যুবক ও মা বোনদেরকে সিদনায়া কারাগারে নির্মম নির্যাতন চালিয়েছে সেই জন্যও অন্তত তাকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করাতে পারলেই নয়। বাশারের সহযোগী ইরান, হিযবুল্লাহ (পড়ুন হিযবুশ শয়তান) লেবানন, ইয়েমেনী হুথি, রাশিয়া ও চীনও অপরাধী। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। এদের মদদেই শয়তান বাশার আল আসাদ নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে।
যাহোক শাম ইসলামের ভূমি, সে দেশে আল্লাহর আইন চলবে। কোন তাগুতি জীবনব্যবস্থা চলবে না। আর এই সত্য সে দেশের আপামর জনতা আরও আগেই বুঝে গিয়েছিলেন। এজন্যেই তো বাশার প্রশাসন জনগণের বিরুদ্ধে গিয়ে যারপর নাই নির্যাতন চালিয়েছে।
২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৭
Ruhin বলেছেন: সিরিয়ানরা ইসলামিক রাষ্ট্র না গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আর শাম ইসলামের ভুমি না । শাম বা লেবান্টের যেসব দেশ আছে যেমন লেবানন, জর্দান, সিরিয়া( পতনের আগে পর্যন্ত) একটাও ইসলামিক রাষ্ট্র না ।তারা বাংলাদেশ থেকে বেশি স্যাকুলার ও পশ্চিমা কালচারের । ইসলামের মূলভূমি হচ্ছে আরব উপদ্বীপ বা গাল্ফ আরব, সেখানে এখনও এজন্য ইসলামের প্রভাব অনেক বেশি।শাম আরবরা অনেক স্যাকুলার ভাবধারার, তাদের লাইফস্টাইলও স্যাকুলার । মেয়েদের পোশাক আষাক ও পশ্চিমা কালচারের, তারা বাংলাদেশীদের মতো কনসার্ভেটিভ সেলোয়ার, কামিজ উড়না, শাড়ি পড়েনা । তাছাড়া শাম আরবরা নিজেরাই তাদেরকে আরব উপদ্বীপের তুলনায় উদার মনে করে ।
তাছাড়া সিরিয়া নিয়ে ইসলামিক প্রেক্ষাপটে বর্ননা, সিরিয়ায় ইসলামিক রাষ্ট্র, খিলাফত চাওয়া এগুলো শুধু বাংলাদেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মানুষদের পোস্টে দেখতেছি । আরবি কোরা,আরব মিডিয়া,সোশ্যাল মিডিয়া অনেক ফলো করছি , কিন্তু কোথায় দেখলাম না তাদেরকে সিরিয়ার ঘটনাগুলো ইসলামের প্রেক্ষাপটে বর্ননা করতে বাংলাদেশীর মতো । এর থেকেও বুঝা যায় সিরিয়ানরা প্রচন্ড স্যাকুলার ভাবধারার।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৯
Ruhin বলেছেন: আর বাসার আল আসাদের বিরুদ্ধে স্যাকুলার , ইসলামপন্থী, মধ্যপন্থী সবাই ছিল। তারা আসাদ " স্যাকুলার " ছিল এজন্য আন্দোলন করেনি, করেছে আসাদ অত্যাচারী ছিল বলে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: !!
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮
জেনারেশন৭১ বলেছেন:
বিদ্রোহীদের মাঝে আল্লাহের লোকজন (আলকায়েদা, আইএস , দ্রুজ সন্ত্রাসীরা ) আছে; দেখা যাক, কোনদিকে যায়।