নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে সর্বশেষ যে নামেমাত্র খিলাফত টিকেছিল তা হচ্ছে "উসমানি খিলাফত"। এই খিলাফত যতদিন টিকেছিল, তারা মুসলিমদের স্বার্থ নিয়ে নামেমাত্র হলেও কাজ করত। কিন্তু শয়তানি শক্তির সহ্য হলো না। যেকোনো সময় মুসলমানরা তুর্কি উসমানি খিলাফতের ছত্রছায়ায় সশস্ত্র সংগ্রামের ডাক দিতে পারে। তাই এই আশংকায় তারা মুনাফিক সেক্যুলার ধর্মহীন মুরতাদ কামাল পাশার মাধ্যমে খিলাফতকেই বিলুপ্ত করে দেয়।
সশস্ত্র সংগ্রামের চেয়েও বহুগুণ কার্যকর এবং ভয়াবহ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। সশস্ত্র যুদ্ধে মুসলমানদের পরাস্ত করতে পারলেও তাদের মনের ভেতরে থাকা অদম্য স্পৃহাকে দমিয়ে রাখা যায় না। যে কারণে মুসলিমরা পরাজিত হওয়ার সাথেসাথেই বিজর ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হয়ে যায়।
তাই কুফফার শক্তি মুসলমানকে বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত করার জন্য আগ্রাসন চালায়। যে যুদ্ধ মুসলমানদের ভূমি দখল করার জন্য নয় বরং তাদ চিন্তা চেতনা ও মন মানসিকতাকে নষ্ট করে দেওয়া।
এ যুদ্ধ শুরু হয় আগেই। উসমানি খিলাফত ধ্বংসেরও আগে। তারা মুসলমানদের আখলাক ও চরিত্রকে ধ্বংস করার জন্য, তাদেরকে মানসিক দাসে পরিণত করার জন্য যা করার তার সবকিছু করে।