নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিক্ত রাহী

দলছুট একজন মানুষ। দলে ভিড়ার প্রচেষ্টা নাকি ইচ্ছার অভাব তা কখনই বুঝতে পারি নি। একা থাকতে ভালোই লাগে। একা থাকার একটা স্বাধীনতা আছে।

রিক্ত রাহী › বিস্তারিত পোস্টঃ

জন্মই কি তাদের আজন্ম পাপ.........??

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২০

১৪ বছরের শিশু, মধ্যবয়সী মহিলা অথবা নিরীহ পুলিশ যারা গত ৩ দিনে মারা গিয়েছে, তাদের কে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করবেন......?? তারা কি রাজাকার অথবা জামাত-শিবির......?? নাকি আওয়ামীলীগের কেউ......?? জানি তারা আমার মত অসংজ্ঞায়িত সাধারন। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাথা মোটা মন্ত্রী-পরিষদ আর কথিত দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মগজ দোলাই থেকে বেরিয়ে এসে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষকদের সাথে আলোচনা করে এখনি সঠিক পন্থা অবলম্বন করুন। টিয়ার সেল আর বন্দুকের নল দিয়ে মনে হয় এই সঙ্কট নিরসন সম্ভব না। তাই সঙ্কট নিরসনে, বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড বন্ধে আপনাকেই এগিয়ে আসতে হবে। না হয় বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের জন্য জবাবদেহীতা একদিন আপনাকেই করতে হবে। সেদিন কথিত তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা অথবা পেটোয়া পুলিশ-বাহিনী কাউকেই খুঁজে পাবেন না, যেমন রাজাকাররা আজ খুঁজে পাচ্ছেনা তাদের পাকিস্তানি বাবাদের......:(

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৯

একলা একা বলেছেন: প্রধানমন্ত্রীর অবস্থা হলো দাদাকে সামলাব নাকি দেশ সামলাব। তার চেয়ে বড় দাদাকে সামলাই তাতে পালানোর পথ ভাল থাকবে।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৫

রিক্ত রাহী বলেছেন: :(

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪১

সমুদ্র বিলাস বলেছেন: গত কয়েকদিনে তো শতাধিক মানুষ মারা গেল। নিরবিচারে মানব হত্যাকে অনেকে শুধু সমর্থন নয় রীতিমত উল্লাস প্রকাশ করছে।

আমি অবাক হয়ে যাই সৃষ্টির সেরা জীবের এহেন ঘৃণ্য মানসিকতা দেখে....
ভাই আমি ভীষণ হতাশ এই দেশটা নিয়ে :( :(

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

রিক্ত রাহী বলেছেন: ভাই, সময় আমারও বাপ, তেমারও বাপ, আমাদের বাপেরও বাপ। সে কাউরে ছাড়েনি ছাড়বেও না ভবিষ্যতেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.