নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিক্ত রাহী

দলছুট একজন মানুষ। দলে ভিড়ার প্রচেষ্টা নাকি ইচ্ছার অভাব তা কখনই বুঝতে পারি নি। একা থাকতে ভালোই লাগে। একা থাকার একটা স্বাধীনতা আছে।

রিক্ত রাহী › বিস্তারিত পোস্টঃ

জাগরনমঞ্চের দাবি এবং কাজের মাঝে কিছু অসঙ্গতি

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

"দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে" উক্তিটির সাথে আমাদের প্রাই ১০০% মানুষের সম্মতি এবং বিশ্বাস থাকা সত্তেও বাস্তবে আমরা যে শুধু ভঙ্গিই পরিবর্তন করতে পেরেছি, দৃষ্টিভঙ্গি নয়, তার প্রমান মিলে গত ২ সপ্তাহে ঘটে যাওয়া কিছু ঘটনা প্রবাহেঃ



ঘটনা ১: ব্লগার রাজিব হায়দার খুন.........!! শাহবাগের প্রধানমন্ত্রী ইমরান এইচ সরকারের ইলেকট্রনিক তদন্ত সংস্থা মাত্র কয়েক ঘণ্টার মাঝে রগ কাটা বাহিনীর খুনিদের সনাক্তকরন সহ তাদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছেন.........!! কিন্তু অবশেষে জানা গেল, ওনারা সেই কথিত ছাগু নয়, তালেবান্দের হাগু। একই ধরনের ঘটনা ঘটেছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বড় ভাইয়ের মৃত্যুর ক্ষেত্রে। বিস্তারিত প্রমানঃ Click This Link



ঘটনা ২: নিষ্পাপ শিশু তানভীর মুহাম্মদ ত্বকির মর্মান্তিক বিদায়। কি দোষ ছিল স্কুল পড়ুয়া সেই ছেলেটির......?? প্রশ্নের উত্তর দিয়েছেন ত্বকির বাবা রফিউর রাব্বি এবং স্থানীয় মেয়র সেলিনা হায়াৎ আইভী। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আবার সেই ইমরান এইচ সরকার সহ সারাদেশের জাগরনমঞ্চ থেকে রায় আসলো এই কাজ শিবিরের ছাগুরা করেছে। ত্বকির মৃত্যুর প্রতিবাদে সেখানে একদিন হরতালও করেছে স্থানীয় জাগরন মঞ্চের নেত্রীবৃন্দ। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো.........:( ওনাদের মুখে এখন খুলুপ দিয়েছেন......:P এটা এখন একটি বিচ্ছিন্ন ঘটনায় রূপ নিয়েছে। তাই ওনারা শামিম ওসমান কে গ্রেফতার এবং ফাঁসীর দাবিতে হরতাল করছেন না...... ;) বিস্তারিত নিচের লিঙ্কেঃ Click This Link



ঘটনা ৩: শাহবাগ প্রজন্ম চত্বরে যখন যুদ্ধাপরাধীদের বিচারের সাথে সাথে সাগর-রুনি সহ বিশ্বজিৎ হত্যার বিচারের দাবি উঠলো, তখন ইমরান এইচ সরকার বলেছেন, আমরা ইতিহাস পরীক্ষা দিতে এসে সাম্প্রতিক বিশ্ব লিখবো কেন......??? আগে ইতিহাস শেষ করি তার পর সাম্প্রতিক বিশ্ব। কিন্তু গতকাল আশুলিয়া জাগরনমঞ্ছের সমাবেশে তাজরিন গার্মেন্টস এর আগুনে ক্ষতি-গ্রস্থদের জন্য ৩ মিনিটের নিরবতা পালন সহ বিচারের আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী ইমরান এইচ সরকার, অপরদিকে ভিক্টোরিয়া পার্কে (বিশ্বজিতের মৃত্যুস্থল) অনুষ্ঠিত সমাবেশে বিশ্বজিতের জন্য নিরবতা পালন আর বিচারের দাবি তো দূরের কথা অভাগার নামটি পর্যন্ত উচ্ছারন করেনি কথিত তরুণ প্রজন্মের নিত্রীবৃন্দ।



সব গুলা হত্যাকাণ্ডের জন্য চোখ বন্ধ করে একটি নির্দিষ্ট মহলকে দায়ী করেছেন কেন আপনারা......?? আসল খুনিদের রক্ষা করতে......?? নাকি উপরের সরকারের নির্দেশে......?? ইতিহাসের একটি কালো অধ্যায় সমাপ্ত করার দাবিতে সারাদেশের মানুষ আপনাদেরকে অন্ধভাবে সমর্থন দিয়েছিল। কিন্তু আপনারা সেই সাধারণ দেশ প্রেমিক মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে আরও একটি কালো অধ্যায় রচনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নেমেছেন, যা উপরের ঘটনাবলি থেকে দেশবাসীর কাছে প্রকাশ্য দিবালকের ন্যায় প্রমানিত।

আপনাকে সৃষ্টি কর্তা চোখ দিয়েছে সত্য পর্যবেক্ষণের জন্য আর বিবেক দিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তাই দেশবাসীর কাছে অনুরোধ, এই সব ইমরান ভণ্ডদের সম্পর্কে সজাগ থাকুন এবং নিজেদের চোখ ও বিবেকের সঠিক ব্যাবহার করুন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: খাটি কথা।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১

রিক্ত রাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে সত্য প্রকাশের জন্য।

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

মুক্ত আকাশ বলেছেন: সবই হল রাজনীতি

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১

রিক্ত রাহী বলেছেন: ভাই রাজনীতি বললে রাজনীতির অপমান হবে। সবই হল অপরাজনিতি।

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

পক্ষপাতদুষ্ট বলেছেন: বিডিয়ার বিদ্রোহে নিহত শহীদ দের স্মৃতিময় দিনে তারা কি তাদের স্মরণ করেছিলেন ?

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

রিক্ত রাহী বলেছেন: তাদের স্মরণ করবে কেন...?? তারা কি ৪২ বছর আগে মরেছে..?? তারা তো মাত্র ৪ বছর হল মরেছে, আরও ৩৮ বছর পর মনে করবে...!! ভণ্ডর দল সব। ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

আশিকুর রহমান ১ বলেছেন: ধূর মিয়া আপনে ১০০% খাঁটি নিরুপক্ষ জাগরনের ভুল ধরেন ক্যান? আপনে মনে হয় জামাত শিবির। আপনে রাজাকার।

১৬ কোটি মানুষ জাগরনের পাশে আছে! জানেনতো আদমশুমারীতে জামাত শিবির আর শাহবাগ বিরোধীদের গননায় ধরা হয় নাই! তাই দেশের ১৬ কোটি মানুষের সবাই ডাঃ সাহেবের পাশে আছে! জয় বাংলা

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

রিক্ত রাহী বলেছেন: কিন্তু মানুষের অন্ধতা দেখে ভয় হয়। কিসের পিছনে কেন ছুটছে তা সে নিজেও জানে না। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.