নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিক্ত রাহী

দলছুট একজন মানুষ। দলে ভিড়ার প্রচেষ্টা নাকি ইচ্ছার অভাব তা কখনই বুঝতে পারি নি। একা থাকতে ভালোই লাগে। একা থাকার একটা স্বাধীনতা আছে।

রিক্ত রাহী › বিস্তারিত পোস্টঃ

মনে রাখবেন "একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না"...........!!

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

শাহবাগ যদি হয় জনসমুদ্র তাহলে শাপলা চত্বর আজ জনমহাসমুদ্র। মাননীয় প্রধানমন্ত্রী, কেন আজ সারা বাংলাদেশের সবগুলা নদীর স্রোত একই ধারায় মহাসমুদ্রের দিকে প্রবাহমান তার কারন খুঁজার চেষ্টা করুন। অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে পায়ে হেটে যারা আজ ঢাকার পথে ছুটে চলেছেন তাদের মনের ভাষা যদি বুঝতে না পারেন, সেটা হবে আপনাদের রাজনৈতিক ইতিহাসের সবছে বড় ভুল। একটি ভুল সিদ্ধান্তের ফল হিসেবে আপনারা ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ২০ বছর মাসুল দিয়েছেন। আর এই ভুলের জন্য যে কত কাল মাসুল দিতে হবে আল্লাহ ভাল জানেন। তাই বলি মেরুদণ্ডহীন বাম, কাপুরুশ নাস্তিক আর কথিত নব্য মুক্তিযোদ্ধা ইমরান ভণ্ডদের পাল্লাই পরে কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না।



মনে রাখবেন "একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না"...........:(

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, কেন আজ সারা বাংলাদেশের সবগুলা নদীর স্রোত একই ধারায় মহাসমুদ্রের দিকে প্রবাহমান তার কারন খুঁজার চেষ্টা করুন। অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে পায়ে হেটে যারা আজ ঢাকার পথে ছুটে চলেছেন তাদের মনের ভাষা যদি বুঝতে না পারেন, সেটা হবে আপনাদের রাজনৈতিক ইতিহাসের সবছে বড় ভুল।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

পাস্ট পারফেক্ট বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, কেন আজ সারা বাংলাদেশের সবগুলা নদীর স্রোত একই ধারায় মহাসমুদ্রের দিকে প্রবাহমান তার কারন খুঁজার চেষ্টা করুন। অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে পায়ে হেটে যারা আজ ঢাকার পথে ছুটে চলেছেন তাদের মনের ভাষা যদি বুঝতে না পারেন, সেটা হবে আপনাদের রাজনৈতিক ইতিহাসের সবছে বড় ভুল।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগে হনুসমুদ্র দেখা গেছে... ঢাকায় যে শ-পাচেক হনুমান এক হয়েছে, অবাকই বটে, এত হনু! হনুসমুদ্র বটে!

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

রিক্ত রাহী বলেছেন: ......:প

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

কর্ণেল সামুরাই বলেছেন: বাধা দিয়েই এ অবস্থা, সবাই আসলে না জানি কি হইত! এক চট্টগ্রামে যতজন আটকা আছে সবাই আসলে শাপলার হুংকার শাহবাগ থেকে বিনা মাইকেই শোনা যাইত!

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

রিক্ত রাহী বলেছেন: আমার দেখা বাংলাদেশের সবছে বড় মহাসমাবেশ। আরও অনেক কিছু দেখবে এই দেশ এবং দেশের মানুষ।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

0গাংচিল বলেছেন: মনে রাখবেন "একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না"...........

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

নাহিনরানা বলেছেন: মনে রাখবেন "একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না"...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.