নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা বড়ই কঠিন আর এই বাস্তবতাই সামনে তুলে ধরতে চাই।

Blogger Abir

বাস্তবাদী লেখক

Blogger Abir › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

জবাব চাই
Shah Humyra Subah



যুব সমাজ টারে নস্ট করে ফেলতেছে।
আমি বুঝিনা... নাসির যদি উনার এতই ক্ষতি করে থাকে তাহলে তার জন্য উনি আইনী সহায়তা নেন না কেন?? দেশে কি এসবব বিষয়ে কোন আইন নেই?? আইন কি বলে দিছে তাকে সহায়তা করবে না??
ফেসবুক ইউটিউবে এসব ফোন রেকর্ডিং ছড়ানোর মানে কি?? লাইভে এসে অকথ্য ভাষায় কথা বলার মানে কি?? নাকি এই ১৮ কোটি মানুষের মাঝে শুধু নাসির আর সুবাহ'ই প্রেম করছে...আর কেউ করে নাই..! আর কোন কাপলের ফোন রেকর্ডিং নাই?? আর কোন কাপল কাউরে কেউ ছাইড়া যায় নাই??
উনি লাইভে আসেন জাস্টিস চাইতে!! কোর্ট কাচারি কি স্যাটেলাইটে করে মহাশুন্যে পাঠাই দিছে নাকি সরকার!! আজব!
আপনার কাছে ডকুমেন্টস আছে, ফোন *ক্স ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে খুব ভালো কথা!! বুদ্ধিমতি মেয়ে আপনি! তো ওইসব এবিডেন্স নিয়ে থানায় যান না ক্যান??
ক্যান ভাই?? থানা কিংবা আদালত কি আপনারে জাস্টিস দিবে না বলছে??
.
আপনাদের গোপন ভিডিও তে আপনার ফেস কেটে সানি লিওনের ফেস লাগিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি কি নাসিরকে দেন নাকি লক্ষ লক্ষ আন্ডার এইটিন ফেসবুক ইউজারদের আপনি সুড়সুড়ি দেন, সেটা আমার মাথায় ঢুকে না... এর জন্য যদি আপনি কারও কাছ থেকে পর্ণগ্রাফির মমলাও খান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না...
.
একটা লাইভে আপনি আপনার দুঃখের কথা বলার এক পর্যায়ে দেখলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, কারন আপনার ফলোয়ার ৭ হাজার থেকে ৪০ হাজারে গেছে তার জন্য..! বাহ! আপনি তো দেখি ডাবল রোল প্লে করতেছেন... আবেগের তালে তালে ফলোয়ার!
দুঃখিত বইন, এই একটা শুকরিয়া আদায় করা শুনে আপনার লাইভ গুলো আমার কাছে হিপোক্রেসি ছাড়া কিছুই মনে হয়না...
.
এই বিষয়টা নিয়ে কিছু লিখার ইচ্ছে ছিল না... খুব খারাপ লাগে যখন দেখি উনার লাইভে উনি চুষাচুষি আর (টাকা-পয়সা) ধোন (ধৌলত) নিয়ে কোন প্রকার বিপ সাউন্ড ছাড়াই চিল্লাইয়া যাচ্ছেন কিংবা ইউটিউবে ইচ্ছেমত ফোন *** এর অডিও ক্লিপ ছাড়ছেন কোন প্রকার সংকোচ কিংবা ডিসক্লাইমার ছাড়া.... অথচ সেই লাইভে ঘাপটি মেরে বসে আছে আমার- আপনার পাড়ার অষ্টম শ্রেনীতে পড়া ছোট ভাইটা... কিংবা এমন বিশ্রী আবেগ লুকিয়ে লুকিয়ে দেখছে বাবার কাছ থেকে ইউটিউবে ড্রইং শিখবে বলে ট্যাবটি নেয়া আমার আপনার নবম শ্রেনীতে পড়া আদরের ছোট বোনটি...
.
আলোর পথে আসেন, আইনের রাস্তা ধরেন নাহয় আল্লাহ'র ওয়াস্তে এই প্লাটফর্মে এসব ক্ষেমা দেন... এত ফলোয়ার দিয়া করবেন টা কি??
কেউ কিন্তু আপনারে জাস্টিস দিতে বসে নাই... সবাই অপেক্ষায় আছে কখন আসবে কাংখিত সেই ক্লিপ গুলো...
শুনতে তিতা লাগলেও এটাই অপ্রিয় সত্য :-)
.
হ্যাপী সুবাহ ফেসবুকিং ;-)

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

রানার ব্লগ বলেছেন: এটা কোন ইস্যুই না যতো ইম্পরট্যান্ট দিবেন ততো বাড়বে।

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

দুটোকেই জেলে দেওয়া উচিত! এদের শিক্ষার দরকার। আর তার আগে দরকার শাস্তির দৃষ্টান্ত! *কুরের ছানাপানা এগুলা!

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

নূর আলম হিরণ বলেছেন: এসব অডিও ক্লিপ শুনতে ইচ্ছে হয় না, এগুলোতে দুই পক্ষেরই দোষ থাকে। আবার মাঝে মাঝে মনে হয় দুজনের মানসিক বিকারগ্রস্ত।

৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: এটা হলো প্রযুক্তির কুফল।

৫| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

তারেক ফাহিম বলেছেন: আমি এ পর্যন্ত কোন অডিও ক্লিপ শুনিই নাই।

সামনে আসছে এড়িয়ে গেলাম :(

৬| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধর্রষণ আর মিউচুয়াল সেক্স এর মধ্যে আলাদা সংজ্ঞা ঠিক করতে পারলে এই সমস্ত মেয়েদের লাফানি কমবে।

৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১:০২

আঁধার রাত বলেছেন: নষ্ট ছেলেটা একটা খানকির খপ্পরে পড়েছে। মান ইজ্জত সব শেষ করেছে।

৮| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ক্স বলেছেন: ফোন *ক্স ক্লিপ বলতে কি বুঝাচ্ছেন?

৯| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩২

শামচুল হক বলেছেন: প্রযুক্তির কুফল।

১০| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ফেসবুকে এরকম ট্রল করেই তারা হিরো হয় । হিরো থেকে হিরোইন ।।

ফেসবুক আসলে এই রকম ই একটা কিছু হয়ে গেছে ।।।। ট্রল বুক।।।


১১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এতো মডারেটর থাকার পরেও ব্লগ গুলাই পাগল দিয়া ভরে যাচ্ছে ।।।
আর ফেসবুক তো দরি ছাড়া গরু।।।

যার খোঁজ খবর তেমন কেউ নেয় না।।সেখানে ট্রল হবেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.